Logo
আজঃ বুধবার ০৭ জুন ২০২৩
শিরোনাম
১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আল ইত্তিহাদে আনুষ্ঠানিক চুক্তি করলেন বেনজেমা সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৩ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতিসংঘ মধ্যস্থতা করবে এমন সংকট বাংলাদেশে হয়নি: ওবায়দুল কাদের তীব্র তাপপ্রবাহে এবার ইবতেদায়ি স্তরের ক্লাস বন্ধ ঘোষণা বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ রূপগঞ্জের ইছাপুরা ব্রীজ-দুর্গামন্দির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন দক্ষিণ কেরানীগঞ্জে ইউপি সদস্য সহ চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় সাবেক মেম্বার সেলিম গ্রেফতার বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি জানাল বিসিবি

Berger’s Rupali Chowdhury featured in TIME magazine

প্রকাশিত:শনিবার ০৪ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১৮৯জন দেখেছেন

Image

Berger’s Rupali Chowdhury featured in TIME magazine

[Dhaka, February 04, 2023] Rupali Haque Chowdhury, Managing Director of Berger Paints Bangladesh Limited (BPBL), has been featured in 2023’s first issue (January) of TIME! In the featured content, the country’s first female multinational MD shed some light on the growth of the paints industry in Bangladesh and Berger’s contribution to it as the market leader.

Berger has always been a pioneer in bringing many groundbreaking innovations to Bangladesh’s paint market that have shaped the entire painting industry over the years. As Managing Director of the company, Rupali Chowdhury has been significantly contributing to Berger’s and the entire industry’s magnificent accomplishments since 2008. And now, she earned this incredible achievement as a business leader - to be featured in a magazine as prestigious as TIME.

The paint industry in Bangladesh is growing at a healthy rate, and Berger Paints Bangladesh is at the forefront of this growth, offering a wide range of high-quality and environmentally friendly paint products. Berger invests heavily in the market and collaborates with international companies under Joint Ventures, like Berger Fosroc a British manufacturer of specialized construction chemicals; Berger Becker a Swedish company, the number one supplier of coil coatings and a leading supplier of industrial paints worldwide. Moreover, they are also collaborating with ABB France for factory automation of the 3rd Berger Paints factory in the Bangabandhu Sheikh Mujib Shilpa Nagar Economic Zone. The commitment to excellence has attracted the attention of international investors who recognize the potential of the company, the country as a whole.

In this regard, Rupali Chowdhury, Managing Director of Berger Paints Bangladesh Limited, said “Being featured in the prestigious TIME Magazine comes as an incredibly proud and humbling moment for me. This publication gave me the opportunity to share our experience regarding the paint industry of Bangladesh and Berger’s endeavors to take this industry forward, in front of the world. I believe that this feature will be instrumental to gaining the confidence of foreign investors in investing in other sectors of our country as well.”


আরও খবর

German award nomination for Bangladeshi film for eco-friendly filmmaking

রবিবার ১৯ ফেব্রুয়ারী ২০২৩

GP Stars will enjoy exclusive perks at Gloria Jean’s Coffees every Friday

বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৩




দেশের সব বিমানবন্দর থেকে উঠল করোনা বিধিনিষেধ

প্রকাশিত:শনিবার ২৭ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ৭১জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দর থেকে কোভিড-১৯ সংক্রান্ত সব বিধিনিষেধ তুলে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রতিষ্ঠানটির ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স বিভাগের সদস্য এয়ার কমোডর শাহ কাওছার আহমেদ চৌধুরীর স্বাক্ষরে জারি করা এক সার্কুলারে এ কথা জানানো হয়।

গত বৃহস্পতিবার সার্কুলারটি জারি করা হয়। আজ শনিবার এটি সংবাদমাধ্যমে আসে।

বেবিচকের সার্কুলারে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে প্রবেশ ও বাংলাদেশ ছাড়ার সময় কোনো যাত্রীকে কোভিড-১৯ এর ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে হবে না। কোনো যাত্রীকে আরটি-পিসিআর কোভিড টেস্ট বা হেলথ ডিক্লারেশন ফরমও পূরণ করতে হবে না। প্রত্যেকের জন্য মাস্ক পড়ার বিধিনিষেধও শিথিল করা হলো।

এতে বলা হয়, সর্বসাধারণের জন্য মাস্কের বিধিনিষেধ তুলে ফেলা হলেও যারা হাসপাতাল বা ক্লিনিকের মতো সংবেদনশীল জায়গায় কাজ করেন, তাদের মাস্ক পড়তে হবে। যাত্রী পরিবহনে বড় বা ছোট এয়ারলাইন্সের ক্ষেত্রে যাত্রী আনা-নেওয়ার সংখ্যায়ও কোনো বিধিনিষেধ থাকছে না। তবে যাত্রীরা যেসব দেশের উদ্দেশে যাবেন তাদের সেসব দেশের স্বাস্থ্যবিষয়ক বিধিনিষেধ মানতে হবে।

সার্কুলারে হজযাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, হজযাত্রীদের সৌদি আরবের স্বাস্থ্যসংক্রান্ত বিধিনিষেধ মানতে হবে। মার্স ভাইরাসে আক্রান্তের আশংকা থাকায় সবাইকে উট থেকে দূরে থাকতে হবে।


আরও খবর



নাসিরনগরে গ্রিলকেটে পালিয়ে গেছে দুই চোর

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ১৫৩জন দেখেছেন

Image

আব্দুল হান্নান নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থেকে নৌকা চুরির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর  উপজেলার গোয়ালনগরে  দুই নৌকা চোরকে নৌকা সহ হাতেনাতে  আটক করে  স্থানীয় জনতা। বুধবার ভোর রাতে জগন্নাথপুর  উপজেলার রানীগঞ্জ থেকে  ৪ চোর মিলে একটি ইঞ্জিন চালিত ষ্টিলের নৌকা নিয়ে পালিয়ে আসে গোয়ালনগরে। ঘাটে নৌকা না পেয়ে মালিক পক্ষ  খুঁজতে থাকে।

নদীতে খুঁজতে খুঁজতে অপর একটি নৌকা নিয়ে  তাদেরকে ধরার জন্য চোরের পিছে ধাওয়া করে। নৌকার তেল ফুরিয়ে যাওয়ায় ৪ মে ২০২৩ রোজ বৃহস্পতিবার  সকাল ১০ ঘটিকার সময় চোরের দল গোয়ালনগর বাজারের একটু অদূরে  নৌকার ইঞ্জিন বন্ধ করে নৌকা ভিড়ায়। তখন পিছু ধাওয়াকারি মালিকগণ তাদের দেখে ফেলে। চোরদের  মধ্যে দুই জন মালিক পক্ষ দেখে ফেলেছে  টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।

নৌকার মালিকপক্ষের কাছে জানতে পেরে অপর দুই জন কে নৌকা সহ হাতে নাতে আটক করে স্থানীয় জনতা। পরে তাদের কিছু মারধর করে। জানা গেছে পরে ওই দুই নৌকা চোরকে স্থানীয়দের সহযোগীতায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়ালনগর ইউপি চেয়ারম্যান আজহারুল হকের কাছে হস্তান্তর করা হয়।স্থ্নীয় একটি বিশ্বস্থ  সুত্রে জানা গেছে চেয়ারম্যানের কাছে হস্তান্তরের পর চোরদের থানায় সোপর্দ না করে চেয়ারম্যান আজহারুল হক চোরদের বউদের খবর দিয়ে তার বাড়িতে এনে চোরদের ছেড়ে দেয়ার শর্তে মোটা অংকের টাকা দাবী করে।

চোরের বউয়েরা পরদিন টাকা নিয়ে আসবে বলে কথা দিয়ে চলে যায়।পরে চোরদের একটি ঘরে তালাবদ্ধ করে রাখে।পরে রাতে চোরেরা ঘরের গ্রিল কেটে পালিয়ে যায়।এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে।গ্রিল কেটে দুই চোর বিষয়ে মুঠোফোনে চেয়ারম্যান আজহারুল হকের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করলেও টাকা চাওয়ার বিষয়টি অস্বীকার করেন।তিনি বলেন নৌকাটি মালিক পক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে।

নৌকার মালিককে মামলা করার  জন্য বলা হলে তারা মামলা করতে রাজি হয়নি।আমি সেই এলাকার চেয়ারম্যানের সাথে কথা বলেছি।চাতলপাড় তদন্ত কেন্দ্রের আই,সির সাথে কথা বললে তিনি বলেন কাগজ পত্রে সই স্বাক্ষর রেখে ছেড়ে দেন। চাতলপাড় তদন্ত কেন্দ্রের আই সি মোঃ আবুল হোসেনের সাথে মুঠোফোনে যোগযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার সাথে চেয়ারম্যানের এ ধরনের কোন কথাবার্তা হয়নি।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



তালন্দ ইউপি সেচ্ছাসেবক লীগের সম্মেলনে সাফিউল সভাপতি রবিউল সম্পাদক

প্রকাশিত:শুক্রবার ২৬ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১৪৩জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন( ইউপির) আওয়ামী সেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সাফিউলকে সভাপতি ও রবিউলকে সাধারন সম্পাদক মনোনীত করা হয়। বৃহস্পতিবার বিকেলের দিকে ইউপির নারায়নপুর ২য় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত  ত্রিবার্ষিক সম্মেলনের শুভ উদ্বোধন করেন উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক শামসুল হক। ইউপি সেচ্ছাসেবক লীগের আহবায়ক মুকলসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ"লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন।

ইউপি সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব কফিল উদ্দিনের সঞ্চালনায় বিশেয় অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার,সিনিয়র নেতা মামলাতন, ইউপি যুবলীগ সভাপতি রইচ উদ্দিন বাচ্চু,সম্পাদক আব্দুল জব্বার, কলমা ইউপি সেচ্ছাসেবক লীগের সভাপতি তানভীর রেজা, সৈনিক লীগ নেতা মইফুল, সাবেক ছাত্রলীগ নেতা মাসুম, ইউপি সদস্য ওয়ার্ড যুবলীগ নেতা হাসান, ইউপি সদস্য খলিলুর রহমান প্রমুখ। এসময় ইউপির নয় ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মী রা উপস্থিত ছিলেন।


আরও খবর



ইতিহাস কোহলির, ব্যাঙ্গালুরুর বিদায় গিলের সেঞ্চুরিতে

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন বিরাট কোহলি। ক্রিস গেইলকে হটিয়ে তিনিই এখন আইপিএলে সর্বোচ্চ ৭টি সেঞ্চুরির মালিক। তবে শেষ হাসি হাসতে পারলেন না সাবেক ভারতীয় অধিনায়ক। শুভমন গিলের পাল্টা সেঞ্চুরিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। এর ফলে প্লে-অফের আগেই বিদায় নিয়েছে ব্যাঙ্গালুরু।

গিল গুজরাটকে জিতিয়ে শুধু ব্যাঙ্গালুরুকেই বিদায় করেননি। সঙ্গে মুম্বাই ইন্ডিয়ানসের মুখেও হাসি ফুটিয়েছেন। দিনের প্রথম ম্যাচে ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে কোহলিদের গুজরাটের দিকে তাকিয়ে ছিল মুম্বাইকাররা। গুজরাট তাদের বিমুখ করেনি। অসাধারণ এক রান তাড়ায় ৫ বল ও ৬ উইকেট হাতে রেখে বেঙ্গালুরুকে হারিয়ে মুম্বাইকে নিয়ে গেছে প্লে-অফ।

গতকাল এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম পর্বের শেষ ম্যাচে কোহলির ৬১ বলের ১০১ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৯৭ রান তোলে ব্যাঙ্গালুরু। তবে রান তাড়ায় ঋদ্ধিমান সাহাকে দলীয় ২৫ রানে হারানো গুজরাট দ্বিতীয় উইকেট জুটিতে বিজয় শংকর ও গিল ১২৩ রানের জুটি গড়েন। ৩৫ বলে ৫৩ রান করেছেন শংকর। কিন্তু টানা দ্বিতীয় সেঞ্চুরি থেকে গিলের দূরত্ব তখন ২ রানের। ওয়েইন পারনেল করা প্রথম বলটা ছিল হাই ফুল টস।আম্পায়ার না দিলেও রিভিউ নিয়ে নো বল আদায় করেন গিল। পরের বলে ওয়াইড দিলেন পারনেল। এবার ব্যাঙ্গালুরু রিভিউ নিলেও ওয়াইড ঠেকাতে পারেনি।

পারনেলের তৃতীয়বার করা ‘প্রথম বল’টায় লং অন দিয়ে ছক্কা মেরে এক ঢিলে দুই পাখি মেরে দিলেন গিল। ৫২ বলে ১০৪ রানে অপরাজিত থাকা গিলের ম্যাচে এটি ছিল অষ্টম ছক্কা।

১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে লিগ পর্ব শেষ করা গুজরাট মঙ্গলবার চেন্নাইয়ে প্রথম কোয়ালিফায়ারে খেলবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। বুধবার চেন্নাইয়েই এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলবে মুম্বাই ইন্ডিয়ানস।


আরও খবর



ঈদে ঢাকার ১৬ স্থানে পশুর অস্থায়ী হাট

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ১১০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহায় পশু কেনাবেচার জন্য রাজধানীতে ১৬টি স্থানে পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটির করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৮টি এবং দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৮টি জায়গায় পশুর হাট বসবে। ঈদের তিন দিন আগে থেকে এসব হাটে পশু কেনাবেচা শুরু হবে। এ ছাড়া গাবতলী ও সারুলিয়ার স্থায়ী হাটও থাকবে। নির্ধারিত জায়গার বাইরে কোনো পশুর হাট বসলে আইনগত পদক্ষেপ নেবে দুই সিটি করপোরেশন। ইতোমধ্যে নির্ধারিত স্থানে হাট বসানোর দরপত্রের প্রক্রিয়া শুরু হয়েছে।

ডিএনসিসি নির্ধারিত স্থানগুলো হলো : ভাটারা (সাঈদনগর) সংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮নং সেক্টর সংলগ্ন বউবাজার এলাকার খালি জায়গা, বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাবনগরস্থিত ব্লক-বি থেকে এইচ পর্যন্ত খালি জায়গা (সাবেক বাড্ডা ইউনিয়ন), মিরপুর সেকশন-০৬, ওয়ার্ড-০৬ (ইস্টার্ন হাউজিং)-এর খালি জায়গা, মোহাম্মদপুর বছিলাস্থিত ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, ৪৪নং ওয়ার্ডের অন্তর্গত কাঁচকুড়া বেপারীপাড়ার রহমাননগর আবাসিক প্রকল্পের খালি জায়গা। এ ছাড়া গাবতলীয় স্থায়ী হাটও রয়েছে।

অন্যদিকে ডিএসসিসি নির্ধারিত স্থানগুলো হলো : ঢাকা-১০ আসনের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, ঢাকা-৪ আসনে পোস্তগোলা শশ্মানঘাট সংলগ্ন খালি জায়গা, ঢাকা-৯ আসনে মেরাদিয়া বাজার ও আশপাশের খালি জায়গা, ঢাকা-৮ আসনে লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন আশপাশের খালি জায়গা, ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ীর দনিয়া কলেজ সংলগ্ন আশপাশের খালি জায়গা, ঢাকা-৬ আসনে ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মক্ত এলাকা, ঢাকা-৭ আসনে লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা এবং ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকা।

গত বছর স্থায়ীসহ ডিএসসিসিতে মোট হাটের সংখ্যা ছিল ১১টি। সেই হিসেবে এবার দুটি হাট কমানো হয়েছে। সেগুলো হলোÑ উত্তর শাহজাজানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাব ও আশপাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডসংলগ্ন এলাকা। এবার এই দুটি স্থানে হাট বসছে না। নির্ধারিত আটটি স্থানে অস্থায়ী পশুর হাট বসাতে ইতোমধ্যে দরপত্র আহ্বান করেছে ডিএসসিসি। প্রথম দফায় আগামী ২৫ মে পর্যন্ত দরপত্র কেনা ও জমা দেওয়া যাবে।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা (উপসচিব) মো. রাসেল সাবরিন বলেন, যানজট বিবেচনায় মেয়রের নির্দেশে প্রতি বছর হাটের সংখ্যা কমানো হচ্ছে। তিনি বলেন, এ বছর ঈদুল আজহায় সিটি করপোরেশনের প্রতিটি নির্বাচনী আসনকেন্দ্রিক একটি করে অস্থায়ী হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ক্রেতাদেরও সুবিধা হবে, যানজটও এড়ানো যাবে। সিটি করপোরেশনের রাজস্ব আয়ও বাড়বে।

গত বছর পশুর হাট থেকে ২১ কোটি ৪১ লাখ ১০ হাজার ৫৫৫ টাকা রাজস্ব পায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এবার বাজেটে পশুর হাট থেকে রাজস্ব আয়ের লক্ষ্যস্থির করা হয়েছে ২৫ কোটি টাকা।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন চার ধাপে অস্থায়ী পশুর হাটের দরপত্র প্রক্রিয়া শেষ করবে। এর মধ্যে প্রথম দরপত্র আহ্বান করা হবে ১৫ মে এবং চূড়ান্ত দরপত্র ১৮ জুন। দরপত্রের অংশগ্রহণে ইজারা মূল্যের সঙ্গে ৫ শতাংশ পরিচ্ছন্ন ফি জমা দিতে হবে।


আরও খবর