Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

শুক্রবার মার্কেট ও দোকানপাট ঢাকার যেসব এলাকায় বন্ধ

প্রকাশিত:শুক্রবার ০৯ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৩০৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট, দোকানপাট বন্ধ থাকে। আপনি হয়তো প্রস্তুতি নিচ্ছেন আপনার পছন্দের কোন মার্কেটে যাবেন আজ। কিন্তু সেই মার্কেট খোলা আছে কিনা তা হয়তো জানেন না। তাই আগে জেনে নিন ঢাকার কোন মার্কেট আজ বন্ধ এবং খোলা রয়েছে। না হলে কষ্ট করে গিয়ে ফিরে আসতে হতে পারে।

মনে রাখাতে হবে সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট, দোকানপাট বন্ধ থাকে।

আসুন জেনে নেওয়া যাক শুক্রবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট বন্ধ থাকে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে:
বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ।

যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে:

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।


আরও খবর



খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৮জন দেখেছেন

Image
গাজী যুবায়ের আলম ব্যুরো প্রধান খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষ্যে ৬ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জন্মাষ্টমী হল শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। শ্রীকৃষ্ণের আর্বিভাবের উদ্দেশ্য ভারতবষর্ই শুধু নয় মর্ত্য থেকে অশুভ শক্তির বিনাশ এবং পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করা। পৃথিবীতে যেখানেই অন্যায় হয়েছে সেখানেই ন্যায় প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণ অবতার পাঠিয়েছে। তিনি বলেন পৃথিবীতে যতো ধর্ম এসেছে প্রতিটি ধর্মেই একই অন্তর্নিহিত কথা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী বলেন প্রত্যেকটি ধর্মেরই যে মূল লক্ষ্য সেটি হচ্ছে মানুষে মানুষে সৌহার্দ্য, সম্প্রীতি এবং ন্যায় প্রতিষ্ঠা। তিনি আরও বলেন ন্যায়কে প্রতিষ্ঠা করতে গেলে অন্যায়কে প্রশ্রয় দেয়া যাবে না। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. আবুল ফজল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল। অনুষ্ঠান শেষে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মন্দির প্রাঙ্গন থেকে শুরু করে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের পাশ দিয়ে ক্যাফেটেরিয়া ও অদম্য বাংলা হয়ে হাদী চত্বর ঘুরে পুনরায় মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। এ সময় বিশ্ববিদ্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মন্দিরে বিকাল ৪.৩০ মিনিটে পূজা আরম্ভ, বিকাল ৫.৩০ মিনিটে ভজন ও সংকীর্তন।

আরও খবর



খালেদা জিয়াকে তারেকের নির্দেশে সরাতে চায় বিএনপি

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:তারেকের নির্দেশে খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে চায় বিএনপি। সোমবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।   

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটি খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করতে চান। না হলে তার মুক্তির জন্য বিএনপি লড়াই করত, আন্দোলন তীব্র থেকে তীব্রতর করত। তার মুক্তির জন্য বারবার আদালতের দ্বারস্থ হতো। 

কামরুল বলেন, মামলা হলেই প্রতিদিন আপনারা আদালতের দ্বারস্থ হন জামিনের জন্য। নাইকো মামলা, এই মামলা-সেই মামলার জন্য আপনারা আদালতের দ্বারস্থ হন, কিন্তু খালেদা জিয়ার জন্য কবে আদালতে গিয়েছিলেন?

তিনি বলেন, তার মুক্তি এবং বিদেশে চিকিৎসা একমাত্র আদালতের মাধ্যমেই হতে পারে, অন্য কোনো পথে নয়। আপনারা সেটা জানেন না। আপনারা তাকে জেলখানায় রাখতে চান, রাজনীতি থেকে মাইনাস করতে চান।

কামরুল ইসলাম বলেন, আপনাদের সামনে দুটি পথ ছিল– আন্দোলনকে তীব্রতর করে তাকে মুক্ত করা অথবা বারবার আদালতের শরণাপন্ন হয়ে আদালতের মাধ্যমে তার মুক্তি নিশ্চিত করা, বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা। কোনোটাই আপনারা করেন না রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে পারতেন, তাও করেন না। 

তিনি আরও বলেন, আপনাদের উদ্দেশ্য তারেকের ফর্মুলাতে গিয়ে খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে জেলখানায় রাখা। আবার সরকারের দোষ দেন। সাঈদীর সঙ্গে খালেদা জিয়াকে তুলনা করেন। ভালো, এতদিন পর সত্য কথাটাই বলেছেন।

বিএনপি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি আজ বাংলাদেশে আমাদের সব অর্জন-উন্নয়নকে নস্যাৎ করার চেষ্টা করছে। গণতন্ত্রকে হত্যার চেষ্টা করছে। তারা সেই তত্ত্বাবধায়ক সরকার চায়। যে সরকার তিন মাসের কথা বলে দুই বছর থেকে যায়, ওই রকম একটা অনির্বাচিত সরকার আবার তারা চায়। আবার তারা ক্ষমতার পরিবর্তন চায়, যেটা সম্ভব না। 

আওয়ামী লীগ নেতা বলেন, তারা ষড়যন্ত্র করছে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে দেওয়ার। আবার দেশে অনির্বাচিত সরকার কায়েমের চেষ্টা করছে তারা। তাই নতুন প্রজন্মকে বলব এই অপশক্তির বিরুদ্ধে আমাদের অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হবে। তারা দেশের শত্রু, জাতির শত্রু।

কামরুল বলেন, বিএনপি আমাদের পেছনের দিকে নিয়ে যেতে চায়। তাদের স্লোগানই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ। আমরা যখন স্মার্ট বাংলাদেশের কথা বলি, তখন তারা বলে টেক ব্যাক বাংলাদেশ। 

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে আলোচনাসভায় আরও ছিলেন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ডা. দিলীপ কুমার রায়, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক খাজা হোসেন, সহসভাপতি আলমগীর হোসেন, বশির আহমেদ বাদল, শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক তারেক আইয়ূব প্রমুখ।


আরও খবর



মধুপুর গোলাবাড়ী বাসস্ট্যান্ডে কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৭০জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ- টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী বাসস্ট্যান্ড বাজারে দুটি কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোর চক্র দুটি দোকান থেকে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী ও স্থানীয়রা জানান, গত শনিবার দিবাগত রাতের যে কোন সময় গোলাবাড়ী বাজারের ‘ইব্রাহীম বস্ত্রালয়  ও আব্দুল হামিদ  বস্ত্রালয় ’ নামের দুইটি দোকানে শাটারের তালা ভেঙে চোর চক্র প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

আব্দুল হামিদ বস্ত্রালয় হতে ৪ লাখ  ২৯ হাজার ৫ শত টাকার বিভিন্ন ধরনের কাপড় এবং ইব্রাহীম বস্ত্রালয় হতে ৩ লাখ ৯২ হাজার টাকার বিভিন্ন ধরনের কাপড় অজ্ঞাত নামা চোরেরা চুরি করে নিয়ে যায়। আব্দুর হামিদ ও ইব্রাহীম জানান প্রতিদিনের ন্যায় আমরা রাতে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই পরের দিন সকালে সংবাদ পেয়ে দোকানে এসে দেখি চোর চক্র আমাদের দোকানের তালা কেটে এবং ভেঙ্গে দোকানের মূল্যবান সকল কাপড় চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাকে অবহিত করা হলে তার পরামর্শে আমরা মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করি।

এর আগেও গোলাবাড়ী আননূর সায়েন্টিফিক মাদ্রাসার তালা ভেঙ্গে ৫ টি সিলিং ফ্যান, কম্পিউটার ও আনুসাঙ্গিক মালামাল  চুরি করে চোর চক্র। যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা বলে জানান মাদ্রাসার শিক্ষক আঃ জলিল।এ বিষয়ে মধুপুর থানার ওসি মাজহারুল আমিন বিপিএম এর সহিত কথা বলে জানা যায়, অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।সোমবার দুপুরে দিকে মধুপুর থানার এস আই মামুনুর রশিদ  ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী ও এলাকাবাসী গোলাবাড়ী বাজারে পুলিশী টহল জোরদারের দাবী জানান।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ভারতে পৌঁছেছেন বাইডেন

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০৯জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের দিল্লিতে আগামীকাল শনিবার থেকে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে আজ শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার কিছুক্ষণ আগে বাইডেনের বিমান অবতরণ করে। আজকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট।

এ দুই নেতার মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। এরমধ্যে ফাইটার জেট ইঞ্জিনের চুক্তির বিষয়ও অন্তর্ভুক্ত আছে।

এবারে জি-২০ সম্মেলনের সময় ১৫টি দ্বিপক্ষীয় বৈঠক করবেন নরেন্দ্র মোদি। যার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও রয়েছেন।

ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোদির বৈঠক সম্পন্ন হয়েছে। সম্মেলন শুরুর দিন অংশ নেওয়ার পাশাপাশি, যুক্তরাজ্য, জাপান, জার্মানি ও ইতালির নেতার সঙ্গে বৈঠক করবেন মোদি।

রোববার সম্মেলনের দ্বিতীয় দিনে বৈঠক করবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে। এরপর ১১ সেপ্টেম্বর সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোদির। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন মোদি।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




রাশিয়ান বিমান ১৬৭ আরোহী নিয়ে শস্যক্ষেতে

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :১৫৯ জন আরোহী নিয়ে রাশিয়ায় একটি শস্যখেতে জরুরি অবতরণ করেছে একটি বিমান। কৃষ্ণসাগর অবকাশ কেন্দ্র সোচি থেকে সাইবেরিয়ার ওমস্ক শহরে যাচ্ছিল বিমানটি। এতে আরোহী ছিল ১৬৭ জন।

মস্কোর বিমান সংস্থা রোসাভিয়েতসিয়া এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার সোচি থেকে ওমস্কগামী উরাল এয়ারলাইন্সের এ-৩২০ বিমানটি মস্কোর স্থানীয় সময় ৫টা ৪৪ মিনিটে জরুরি অবতরণ করে। কারিগরী ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে বলে রুশ তদন্ত কমিটি জানিয়েছে।

মস্কোর বিমান সংস্থা বলেছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলের কামেনকা গ্রামের কাছে বিমানটি অবতরণ করে। এতে ১৫৯ যাত্রী এবং ৬ জন ক্রু ছিল। তাদের সবাইকে নিকটবর্তী গ্রামে রাখা হয়েছে।

সূত্র: মস্কো টাইমস


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩