Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

সরকারি অনুদানের ছবিতে পরীমণি

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:পরীমণি মাতৃত্বের ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন। কয়েকদিন আগে রায়হান রাফীর নাম ঠিক না হওয়া একটি ওয়েব সিনেমায় অভিনয়ের জন্য মৌখিক চুক্তি করেছেন। 

এবার সরকারি অনুদানের ‘ডোডার গল্প’ শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। রোববার (১৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে যুক্ত হন তিনি। সামাজিক মাধ্যমে চুক্তি স্বাক্ষরের মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেছেন এ নায়িকা। ক্যাপশনে লিখেছেন, এটা ডোডোর গল্প। 

ছবিটি পরিচালনা করবেন রেজা ঘটক। এর সহ-প্রযোজক হিসেবে আছেন নাজমুল হক ভূঁইয়া। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘ডোডোর গল্প’। 

এদিকে সম্প্রতি ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে পরীর ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। এতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। 


আরও খবর

জিনাত বরকতুল্লাহ আর নেই

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




মাগুরায় পাটের থেকে পাটকাঠির কদর বৃদ্ধি পাচ্ছে

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৭জন দেখেছেন

Image

সাইদুর রহমান মাগুরা থেকে:মাগুরায় চলতি মৌসুমে পানির অভাবে পাটের আঁশে রংয়ের  যে ক্ষতি হয়েছে পাটকাঠির মাধ্যমে তার কিছুটা পূরণ হবে বলে মনে করছে  চাষিরা। আর এ কারণে  পাটের আঁশের থেকে পাটকাঠির কম যত্ন নিচ্ছেনা তারা। বিভিন্ন ক্ষেত্রে পাটকাঠির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পাটকাঠির কদর দিনদিন বেড়েই চলছে। মাগুরা জেলার ৪ উপজেলায় চলতি মৌসুমে ৩৫ হাজার ৪৯৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ১১ হাজার ৫০ হেক্টর। শ্রীপুর উপজেলায় ৯ হাজার ৬২০ হেক্টর, মহম্মদপুর উপজেলায় ১০ হাজার ৮৭৫ হেক্টর এবং শালিখা উপজেলায় ৩ হাজার ৯৫০ হেক্টর পাটের  আবাদ হয়েছে। জেলায় এবার ৪ লাখ ৫৪ হাজার ৪৮৫  বেল পাট উৎপাদন হবে বলে কৃষি বিভাগ আশা করছে। ভারপ্রাপ্ত উপ পরিচালক মোশাররফ হোসেন জানান, পাটের যথাযথ আবাদের লক্ষে  ২০ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে পাটবীজ  বিতরণ করা হয়েছে। তবে পানির অভাবে পাট জাগ দিতে কৃষকরা ভাল পানি না পাওয়ায় পাটের প্রকুত রং থেকে বঞ্চিত হচ্ছে কৃষকরা। ফলে পাটের প্রকুত মূল্য পাচ্ছেনা। তবে বাণিজ্যিকভাবে পাটকাঠির ব্যবহার বৃদ্ধি ও দাম বেশি হওয়ায় এ পাটকাঠির যত্ন নিচ্ছেন কৃষকরা। কৃষকরা জানিয়েছেন- বৃষ্টি আর বর্ষার পানির অভাবে এবার পাট জাগ দিতে হিমশিম খেতে হয় চাষিদের। এমনকি পানির অভাবে ক্ষেতেই পাট শুকিয়ে মরে যায় অনেক সময়। এমন পরিস্থিতে কৃষকরা,পরিত্যাক্ত ডোবা, নোংরা জলাশায় ,পুকুর ও মাটি খুঁড়ে পাট জাগ দিতে বাধ্য হন। এতে নষ্ট হয়ে যায় পাটের রং। এতে পাটের দামও তুলনামূলক কম পাচ্ছেন কৃষকরা। তবে পাট কাঠির মূল্য বেশী পাওয়ায় তাদের ক্ষতি কিছুটা পুশিয়ে যাচ্ছে। জেলার

 বিভিন্ন হাট-বাজারে  বর্তমানে ভালো মানের পাটের মূল্য মূল্য ২৫০০ থেকে ২৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে  ও নিম্নমানের প্রতি মণ পাটের মূল্য ২০০০ টাকা থেকে ২২০০ টাকা। তাই পাটের আঁশের লোকসান পুষিয়ে নিতে পাটকাঠিতেই বেশি গুরুত্ব দিচ্ছেন চাষিরা।


আরও খবর



স্মার্ট মধুপুর গড়তে নবনিযুক্ত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বিভিন্ন উদ্যোগ

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইলঃমধুপুর  উপজেলার যেকোনো এলাকায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাং প্রতিরোধ করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন মধুপুর নবনিযুক্ত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান।

তিনি মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে থানা মধু কুঞ্জ ভবনে মতো বিনিময় কালে এসব কথা বলেন। তিনি আরও জানান, পর্ষায়ক্রমে উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে  জনসাধারণকে আইন শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দেওয়া হবে।

সব ধরনের আইন শৃঙ্খলা বিষয়ে পুলিশি সেবা দিতে আমি বদ্ধপরিকর। অপরাধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

ইতিমধ্যে তিনি গত ৪  আগষ্ট রাত দেড়টার দিকে রক্তিপাড়া বাজারে উপস্থিত হয়ে দোকানদার এবং পাহারাদারদের সাথে চুরি ডাকাতি রোধে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন,  আইন মেনে চলুন, পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন। অপরাধী যেই হোক না কেনো তাকে আইনের আওতায় আনতে আমাদেরকে সহযোগিতা করুন।  আমরা আপনাদের যেকোন বিপদে আইনি সেবা দিতে সবসময় প্রস্তত আছি। মধুপুরকে অপরাধ মুক্ত করতে এবং স্মার্ট মধুপুর গড়তে তিনি সাংবাদিকদের  সহযোগিতা কামনা করেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



উত্তর টাঙ্গাইলের হাট বাজারের হাসির সম্রাট ফরিদ পাগলা আর নেই

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫২জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইলঃটাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন বকুলতলা টেংরী গ্রামের ফরিদ উদ্দিন (ফরিদ পাগলা) শনিবার(৯সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মৃত্যু বরণ করেন। 

তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বিভিন্ন হাটবাজারে নানান রকম খেলা ও অঙ্গ রসের কথায় মানুষকে আনন্দ দেওয়াই ছিলো তার একমাত্র উপার্জনের মাধ্যম। সাংসারিক জীবনে তিনি ছিলেন তিন কন্যার জনক। বিভিন্ন হাটবাজারে তার কলা কৌশল দেখে মুহুর্তের মধ্যে শতশত লোকজন জমায়েত হয়ে যেতো। তার সঙ্গী ছিলো এক প্রতিবন্ধী যিনি ছোট্ট একটি রিং এর ভিতর দিয়ে তার পুরো শরীর প্রবেশ করিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিতো। একটি লম্বা কাঠির মাথায়  থাল ঘুরানো ছিলো ফরিদ পাগলার আকর্ষনীয় একটি দর্শক নন্দিত খেলা।

সেই আশির দশকে দর্শকদের উদ্দেশ্যে তার দেওয়া একটি সদাসত্য উক্তি আজও মানুষের মুখে মুখে রয়ে গেছে। বিভিন্ন কৌশলের খেলা, সার্কাস ও কথার রসে দর্শকদের আনন্দ দিয়েও যখন তার তৈরি মাজন বিক্রি করতে পারতেন না তখন রাগে কষ্টে বলতেন, “আমি তো এলাকার লোক আমার কাছ থেকে নিবেন কে? যারা প্রাইভেট গাড়ি নিয়া দুর থাইকা আইয়া সাপের তাবিজ দিয়া একশো টাকা নিয়া বাগবো তারাই বালা ঐ তাবিজ হাতে বাইন্ধা সাপের উপর পারা দিয়া দেইখো! ছুলাইয়া ফালাইবো” তার এই কথা আজও মানুষের মনে হাসির খোরাক জোগায়। শিশু বাচ্চাদের রাতে বিছানায় প্রশ্রাব বন্ধের তাবিজ দিতেন আর বলতেন “ খালি তাবিজের ভরসা কইরোনা, রাইতে তুইলা তুইলা প্রশ্রাব করাইও। সে হাট বাজারে মজমার মাধ্যমে বিভিন্ন ঔষধি গাছ গাছড়া দিয়ে দাতের মাজন বিক্রি করে যে টাকা উপার্জন করতেন তা দিয়েই তার এবং প্রতিবন্ধী সঙ্গীর সংসার চালাতেন। এই উপার্জনের টাকা দিয়েই তার তিন কন্যাকে লেখাপড়া করিয়ে বিয়েও দিয়েছেন। 

প্রায় দুইযুগ ধরে মানুষকে আনন্দ দিয়ে নিজের কষ্টকে তিনি লুকিয়ে রাখতেন।দীর্ঘদিন যাবত প্যারালাইসিস, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে তিনি ভুগছিলেন।মানুষকে আনন্দ দিয়ে সামান্য আয়ের টাকায় তার তিন মেয়েকে বিয়ে দিয়ে তিনি এ সমাজের মানুষকে দেখিয়েছেন, কর্ম কোনোটাই ছোট নয়। মানুষের দ্বারে দ্বারে হাত না পেতে অসৎ পথে টাকা উপার্জন না করে নিজের রোজগারের টাকায় ডাল ভাত খেয়ে বেঁচে থাকা অনেক আনন্দের।

তার জীবন বৃত্তান্ত ও অসুস্থতার কথা শুনে ছুটে আসেন গরীব অসহায় হতদরিদ্র মানুষের শেষ ঠিকানার মহীয়সী নারী মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন।যিনি দিনে অথবা রাতে যেকোনো সময় মধুপুরের নিপিড়ীত অসহায় মানুষের ডাকে ছুটে যান এবং যেকোনো সমস্যার সমাধান আদালত পর্যন্ত না গড়িয়ে নিজেই সমাধান করে থাকেন। 

তিনি প্রায় ৩মাস আগে অসুস্থ ফরিদ উদ্দিনকে দেখতে তার বাড়িতে যান এবং চিকিৎসার জন্য তার পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেন। এ ছাড়াও তিনি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে ফ্রী চিকিৎসার ব্যবস্থা করে দেন।হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার কয়েকদিন পর তার মৃত্যু হলো।রবিবার সকাল সাড়ে এগারোটায় তার নিজ বাড়িতে জানাজা শেষে  পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



নির্বাচন কমিশনের সংস্কারসহ ৮ দফা দাবিতে মাগুরা জেলা জাসদের মানববন্ধন

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরা জেলা বাংলাদেশ জাতীয় সমাজতান্তিক দল বাংলাদেশ জাসদ নির্বাচন কমিশনের সংস্কারসহ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছে। রবিবার. ২৭ আগস্ট সকাল সাড়ে ১১ টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা জাসদের সভাপতি এটিএম মহব্বত আলী, জাসদ নেতা বাশারুল হায়দার বাচ্চু, শফিকুল ইসলাম পিকুল প্রমুখ বক্তব্য রাখেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ বর্তমানে এক কঠিন রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের মুখোমুখী এসে দাড়িয়েছে। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচন দেশের নির্বাচনী ব্যবস্থার উপর যে আস্থার সংকট তৈরী করেছিল ২০২৩ সালে এসে তা স্পষ্ঠ হয়ে উঠেছে। তারা বলেন, সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা, গনতন্ত্র এবং জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা এখন জনগনের দাবিতে পরিনত হয়েছে। দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতি, লুটপাট, টাকা পাচারের যে চিত্র দেশবাসীর সামনে স্পষ্ট হচ্ছে তা থেকে মানুষ পরিত্রানের পথ খুজছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ জাসদ ৮ দফা দাবি জাতির সামনে উপস্থাপন করছে যার মাধ্যমে জাতি এ সংকটময়  পরিস্থিতি থেকে বের হওয়ার একটি পথ খুজে পাবে বলে জাসদ মনে করে।


আরও খবর



ভূমিকম্প চাঁদের বুকে!

প্রকাশিত:শুক্রবার ০১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:চাঁদের বুকে কম্পন টের পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। তারা জানায়, চাঁদে অবস্থানরত মহাকাশযান চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম চন্দ্রপৃষ্ঠে ভূমিকম্প (সিসমিক এক্টিভিটি) রেকর্ড করেছে।

গত ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে ভারতীয় মহাকাশযান চন্দ্রযান-৩। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদে অবতরণকারী দেশের তালিকায় জায়গা নিয়েছে ভারত। এরপর থেকেই চাঁদের ছবি ও বিভিন্ন তথ্য পাঠাতে শুরু করেছে চন্দ্রযান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২৬ আগস্ট চাঁদের কম্পন রেকর্ড করে বিক্রম। একে স্বাভাবিক বলে বিবেচনা করা হচ্ছে। ইসরো জানিয়েছে, বিক্রম ল্যান্ডারের গায়ে এমন যন্ত্রাংশ লাগানো হয়েছে যা, ভূকম্পনেরর গতিবিধির রেকর্ড করতে পারে। এটি চাঁদের মাটিতে সিসমিক অ্যাকটিভিটির খোঁজ পেয়েছে।

এক টুইটে ইসরো জানায়, বিক্রম ভূকম্পনের ঘটনা রেকর্ড করেছে। একে স্বাভাবিক বলে মনে হচ্ছে।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩