
বিনোদন ডেস্ক:শাহরুখ খান অপ্রতিরোধ্য। ছুটিয়ে চলেছেন অশ্বমেধের ঘোড়া। সদ্য মুক্তি পাওয়া ‘জওয়ান’ নিশ্বাস ফেলছে হাজার কোটির ঘরে। গেল ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া সিনেমায় আট দিনে আয় করেছে ৯০০ কোটি রুপি। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছবির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।
গগনচুম্বী সাফল্যে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে সাকসেস পার্টির আয়োজন করা হয়। পার্টিতে নতুন লুকে বাজিমাত করেন কিং খান। বাদশাহর হেয়ারস্টাইল আর পোশাকের ঊর্ধ্বে গিয়েও নজর কাড়ল তার ক্যারিশ্মেটিক নেচার। মঞ্চে যখন শাহরুখের হাতে মাইক, তখন দর্শকাসনে বসে থাকা সকলে মন্ত্রমুগ্ধের মতো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলেন তার দিকে।
পার্টিতে ছবির সঙ্গে সংশ্লিষ্টরা হাজির হয়েছিলেন। তবে যানননি নয়নতারা। সাফল্যের ওয়াইনে চুমুক দিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতেন সকলে। এরপর দীপিকা পাড়ুকোনকে নিয়ে সোজা মঞ্চে চলে যান শাহরুখ। ‘জওয়ান’র ‘ছালেয়া’ গানে দুই তারকার সুপারহিট পারফরম্যান্সের সাক্ষী রইলেন সকলে। মুহূর্তে বদলে গেল চারপাশের পরিবেশ।
এদিকে দীপিকা সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন। সেসবের মধ্যে একটিতে দেখা যাচ্ছে, শাহরুখকে জাপটে ধরে গালে চুমু খাচ্ছেন তিনি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ছবিটি।
স্বাভাবিকভাবেই ছবিটি চোখ এড়ায়নি দীপিকার স্বামী রণবীর সিংয়ের। ছবির নিচে মন্তব্যও করলেন। কিন্তু যা লিখলেন, তা সত্যিই তার উদার মানসিকতার পরিচয় দেয়। তিনি লিখেছেন, ভালোবাসায় হৃদয় তৈরি হয়েছে।
তাদের অনেক অনুরাগীও ছবিটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। সেই সঙ্গে শাহরুখ-দীপিকাকে সবার মধ্যে সবচেয়ে সুন্দর বলে উল্লেখ করেছেন।