Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

রৌমারীর কৃষকরা ডিজিটাল যন্ত্রের সাহায্যে রোপন করছেন রোপা আমন

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৮জন দেখেছেন

Image

মাজহারুল ইসলাম,রেীমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ ডিজিটাল যন্ত্রের সাহায্যে রোপা আমন চাষ করছেন কুড়িগ্রামের রৌমারীর কৃষির উপর নির্ভরশীল কৃষকরা। অপরদিকে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাঠে রয়েছে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা,এবং সঙ্গে রয়েছে উপসহকারী কর্তারাও। রাইচ ট্রান্সপ্লান্টার এই ডিজিটাল যন্ত্রের দ্বারা রোপা আমন রোপনে প্রতি বিঘায় খরচ কমে অর্ধেকে নেমেছে বলে জানিয়েছে চাষিরা। রাইস ট্রা¯œপ্লান্টার দ্বারা শুধু রোপা আমনই চাষ করা যায় তা কিন্ত নয় আপনি বোরো রোপনেও এই ডিজিটাল যন্ত্রটি ব্যবহার করে স্বালম্বী হতে পারেন। এমনটি জানিয়েছেন রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধরী। তিনি রৌমারী উপজেলায় কর্মস্থলে জয়েন্ট করার পর থেকেই পাল্টে গেছে কৃষি অফিসের সকল কার্যকলাপ। এই কর্মকর্তা সকাল থেকে সারাক্ষণ মাঠে গিয়ে নিজেই কৃষকদের সঙ্গে কথা বলে কৃষকের সমস্যা সমাধানে ব্যসন্ত সময় পার করছেন তিনি। শুধু তাই নয় সকল বিষয়েই তিনি নীতিতে অটল ভূমিকা পালন করার ফলে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি উজ্জ¦ল হচ্ছে। বাংলাদেশ সরকারের যে মিশন ৪১ সালের মধ্যেই এই দেশটিকে দারিদ্র্যমুক্ত উন্নত দেশের সারিতে অবস্থান করবে এই দেশ। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার কৃষকদের নানাভাবে সহযোগিতা করে যাওয়ার ফলে দেশ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। কৃষক রোকুজ্জামান, আবেদ আলী, জহুরুল ইসলামসহ আরও অনেকেই বলেন রাইস ট্রা¯œপ্লান্টার দ্বারা ধান রোপনে খরচ অর্ধেকে কমে যায়। এসময় কৃষি কর্মকর্তার সঙ্গে ছিলেন উপসহকারী কর্মকর্তা সুমন মিয়া আফছার আলী আঙ্গুর। এবিষয় রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধরীর সঙ্গে কথা হলে তিনি রৌমারী উপজেলার কৃষকদের ব্যাপারে বলেন চলতি মৌসুমে ৮হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষমাত্র ছিলো, কিন্ত তা ছাড়িয়ে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে রোপা আমনের চাষ হবে এমনটি ধারনা করা হচ্ছে। তিনি আরও বলেন রৌমারী উপজেলায় কৃষির উপর নির্ভরশীল কৃষকের সংখ্যা প্রায় মানুষ গুলোই এদের সবসময়ই সহযোগিতা করা হচ্ছে যাতে কৃষকদের কোন সমস্যা না হয় সেদিকে সুনজর দেওয়া হচ্ছে।


আরও খবর

সৈয়দপুরে আগাম শীতকালীন সবজি চাষের ধুম

শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩




পুলিশ কোনো রাজনৈতিক বক্তব্য দেয় না: আইজিপি

প্রকাশিত:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:পুলিশ কোনো রাজনৈতিক বক্তব্য দেয় না বলে মন্তব্য করেছেন (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর যে সব সদস্য আছেন তারা কেউ কোনো রাজনৈতিক বক্তব্য দেয়নি।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটে চিকিৎসাধীন হবিগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেবের চিকিৎসার খোঁজ-খবর নেওয়া শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আইজিপি বলেন, আইন প্রয়োগ করতে আমাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আইন পড়ানো হয়েছে এবং আইন প্রয়োগে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়। জনগণের জান-মাল রক্ষায় যা যা করা দরকার সেটাই করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা যদি কেউ করেন তাহলে দেেেশ প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি কিছু অস্ত্র উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আর অস্ত্র উদ্ধারকে বিএনপির নেতারা অভিযোগ করছেন, পুলিশ পুরনো ও অকেজো অস্ত্র দিয়ে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে। এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, এমন অভিযোগ সঠিক নয়। আমরা অভিযানে তাদের কাছে যে অস্ত্র পেয়েছি সেগুলো দিয়েই আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। এই অভিযোগ ভিত্তিহীন ও অমূলক।

এদিকে বিদেশে অবস্থানরত এক প্রবাসীর ফেসবুকে স্ট্যাটাসের অভিযোগে তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। এটি মানবাধিকার লঙ্ঘন কি না জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, এই বিষয়টি আমি পরিষ্কার করতে চাই। আমরা গোয়েন্দা তথ্য পেয়েছি, খুলনার জামায়াতে ইসলামীর একজন নায়েবে আমিরের বাড়িতে নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে একটি ষড়যন্ত্র চলছে। অনেকে জড়ো হয়েছে এমন তথ্যে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ।

তিনি বলেন, পরে আমরা জানতে পেরেছি ওই নারীর ছেলে ফেসবুকে সাঈদীকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে। তথ্য পেয়ে অভিযান চালানো হয়। সেখানে আমরা ডিজিটাল ডিভাইস, বই, মোবাইল পেয়েছি, মামলা নেওয়া হয়েছে। কোনো ভাবেই কাউকে উদ্দেশ্য করে গ্রেপ্তার করা হয়নি।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১০৭জন দেখেছেন

Image

বিশিষ্ঠ মানবাধিকার কর্মী,সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন’ এর নির্বাহী সদস্য ও এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর জেনারেল মেম্বার মোঃ রেজাউল করিম জাতিসংঘের তালিকাভুক্ত  আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা "আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন"(আমাসুফ) এর আন্তর্জাতিক বিষয়ক সহকারী পরিচালক নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে আমাসুফ এর চেয়ারম্যান এড: মহিউদ্দিন জুয়েল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করেন।


আরও খবর



হেফাজতের মৃত্যু নিয়ে ভুল তথ্য প্রচার: অধিকারের আদিলুরের রায় পেছাল

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৮জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক:মতিঝিলে হেফাজত ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে ভুল তথ্য প্রচারের অভিযোগের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র এবং সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের বিরুদ্ধে রায় ঘোষণা দিন পিছিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর ঠিক করেছেন সাইবার ট্রাইব্যুনাল।

রায় প্রস্তুত না হওয়ায় আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত নতুন এ দিন ঠিক করেন। মামলার উভয় আসামিই জামিনে রয়েছেন। তারা এদিন আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ৩১ আগস্ট মামলার যুক্তি উপস্থাপন শেষে ৭ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন ঠিক করেছিলেন একই আদালত।

২০১৩ সালে ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলাম সমাবেশ করে। পরে সমাবেশস্থলে রাত্রিযাপনের ঘোষণা দেন সংগঠনের নেতারা। তাদের সেখান থেকে সরিয়ে দিতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে ৬১ জন নিহত হয় বলে দাবি করেছিল অধিকার। তবে সরকারের ভাষ্য, সেই রাতের অভিযানে কেউ মারা যায়নি।

শাপলা চত্বরে অভিযানের পর ২০১৩ সালের ১০ আগস্ট গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন ডিবির তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম। যা তদন্ত শেষে ওই বছরের ৪ সেপ্টেম্বর ঢাকার আদালতে আদিলুর ও এলানের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়। ২০১৪ সালে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামি আদিলুর ও এলান ৬১ জনের মৃত্যুর ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা’ তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি ও প্রচার করে জনমনে ক্ষোভের সৃষ্টি করে আইনশৃঙ্খলা বিঘ্নের অপচেষ্টা চালায়। আইনশৃঙ্খলা বাহিনী, সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি দেশে-বিদেশে চরমভাবে ক্ষুণ্ন করে।

পাশাপাশি তারা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিরূপ মনোভাবের সৃষ্টি করে, যা তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (১) ও (২) ধারায় অপরাধ। একইভাবে ওই আসামিরা উদ্দেশ্যমূলকভাবে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা চালায় এবং সরকারকে অন্য রাষ্ট্রের কাছে হেয় করার চেষ্টা চালায়, যা ফৌজদারি কার্যবিধির ৫০৫ সি ও ডি এবং ৫০৫ এ ধারায় অপরাধ।’


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




হোমনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:হোমনা কুমিল্লার হোমনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা সদরে বর্ণাঢ্য র‌্যালি ও উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।রবিবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই শ্লোগানকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। র‌্যলিতে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ইউএনও ক্ষেমালিকা চাকমা, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, জসী উদ্দিন সওদাগর, জালাল উদ্দিন খন্দকার ও মো. তাইজুল ইসলাম মোল্লাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।

জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়ানো, নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ইত্যাদি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই দিবস উদযাপনের লক্ষ্য ও উদ্দেশ্য। উন্নয়ন মেলায় হোমনা পৌরসভা, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও এক টুকরো হোমনা ফেইসবুক গ্রুপ তাদের সেবা ও কার্যক্রম তুলে ধরে স্টল স্থাপন করেন।


আরও খবর



জলঢাকায পুলিশের উপ সহকারী পরিদর্শকের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগে

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image
জলঢাকা নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর জলঢাকায় মানুষকে জিম্মি করে ঘুষ,দুর্নীতি, মাদক সেবন সহ নানান অনৈতিক  কর্মকান্ডে জড়িত থাকার অপরাধ  তুলে ধরে পুলিশের এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর ২৩ ইং তারিখ মঙ্গলবার  রাতে পুলিশের উপ পরিদর্শক মামুনের এমন কার্যকলাপের বিরুদ্ধে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগ প্রতিবাদ সমাবেশ থানা মোড়ে অনুষ্ঠিত হয়।সমাবেশে ভুক্তভোগী  জনগনের সঙ্গে একাত্ততা ঘোষনা করে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। তিনি বলেন,পুলিশ জনগনের বন্ধু, যেখানে অনিয়ম, অপরাধ,মাদক নিয়ন্ত্রণ, মানুষের নিরাপত্তা পুলিশ দিয়ে থাকে।এই পুলিশ যদি এসব কর্মকান্ডে নিজেরাই জড়িয়ে  পরে তাহলে অপরাধীদের নিয়ন্ত্রণ  করবে কিভাবে? পুলিশের উপ সহকারী পরিদর্শক মামুন সাহেবের অত্যাচারে জলঢাকাবাসী অতিষ্ঠ। তিনি মাদকের সাথে জড়িত, নিজেও মাদক সেবন করেন।তাকে ড্রোপ টেষ্ট করা হউক। তিনি আরো বলেন, মানুষের পকেট থেকে  টাকা বের করে নিতে এই পুলিশ  অফিসার  ছিনতাইকারীর ভুমিকায় অবতীর্ণ  হয়েছে। ট্রক্টর কোম্পানি সোনালীকার কাছ থেকে ৩০ হাজার টাকা  ঘুষ গ্রহন করেছেন। আরেকজনের ড্রয়ার ভেঙ্গে টাকা লুট করেছেন।

প্রতিবাদ সমাবেশে উপজেলার শৌলমারী ইউনিয়নের আনছার হাট এলাকায় দোকান ঘর দখল নিয়ে ঘটনায় ৮০ বছরের বৃদ্ধ মাওলানা মনসুর আলী  কে আটক করার তীব্র নিন্দা জানিয়ে তিনি আরো বলেন পুলিশের উপ সহকারী পরিদর্শক (এএস আই) মামুন কোন অদৃশ্য শক্তির কারনে এবং ওসিকে না জানিয়ে ঘুষ, দুর্নীতি সহ অহেতুক জনগনকে ভয় দেখিয়ে অর্থ আদায় করা সহ বিভিন্ন নাশকতার মামলার আসামিদের সাথে নিয়ে আনছার হাটে দোকান ঘর দখল ও উচ্ছেদ করেন এবং  কোন কারন ছাড়াই  শ্রমিক সংগঠন  সমুহের কার্যালয়ে  অভিযান ও তল্লাশি  চালিয়ে ভাংচুর করে টেবিলের ড্রয়ারে থাকা অর্থ  হাতিযে নেন । এ বিষয়ে আমি তার সাথে কথা বললে মামুন আমার সাথে উচ্চবাক্য সহ বিভিন্ন ভাষায় কথা বলেন ও আনছার হাট  মাদ্রাসার সভাপতি জয়নালকে মোবাইলে হুমকি প্রদান করার কারনে আগামী ৭২ ঘন্টার মধ্যে তাকে শাস্তিমুলক ব্যাবস্থা গ্রহন না করলে আগামী উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হবে না বলে ঘোসনা দেন। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তেলা হবে 

এসব অভিযোগ অস্বীকার করে এ এস আই মামুন বলেন আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাত্র  তিন মিনিট অপেক্ষা করেছি ।তাছাড়া এধরনের কোন ঘটনা ওই স্থানে ঘটেনি।থানা অফিসার ইনচার্জ মোক্তারুল আলম বলেন, এটা তুচ্ছ ঘটনা, আমার অফিসার উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে হট টকিং করেছে।আমি অফিসাকে শাসিয়েছি।পরিস্থিতি শান্ত আছে।

এ সময উপস্থিত ছিলেন ট্রাক ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি  আমিনুর রহমান, স মিল শ্রমিক  ইউনিয়নের সভাপতি ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি  জামাদুল ইসলাম  ভ্যাবল,
সাধারন সম্পাদক জোনাব আলী, প্রজন্ম লীগের সভাপতি মশিউর রহমান হিট্টু,সাবেক যুবলীগ নেতা সাইফুল ইসলাম পিকু,উপজেলা  আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক  আবুল কালাম আজাদ, ছাত্র লীগের সাবেক সাধারন সম্পাদক আজম সরকার প্রমুখ সহ
বিভিন্ন শ্রমিক সংগঠন সহ রাজনৈতিক  নেতৃবৃন্দ।

আরও খবর