
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধিঃ-
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর গ্রামের ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী নটরাজ মন্দিরটির সংস্কার করে কষ্টিপাথরের নটরাজ বিগ্রহটির পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে।:
এই নাটঘর গ্রামটি বর্তমানে নবীনগর উপজেলার একটি সমৃদ্ধ ইউনিয়ন। সম্প্রতি মন্দিরটি সংস্কার করে একটি নান্দনিক রূপ দেওয়া হয়েছে।
নটরাজ মন্দিরটি সংস্কারের প্রথম উদ্যোগ নেন স্থানীয় বাসিন্দা নয়ন কর। তিনি জানান, বহু বছরের পুরনো মন্দিরটি জরাজীর্ণ হয়ে এর বিভিন্ন অংশ একেবারে ভেঙে যায়। ঝড়বৃষ্টির সময় মন্দিরের ভেতর জল উঠে যেত। তাই, আমি নটরাজ মন্দিরটি সংস্কারের প্রথম উদ্যোগ নেই।স্থানীয় প্রভাবশালীদের বাঁধা স্বত্বেও আমি ও ধর্মপ্রাণ বেশ কয়েকজন ধন্যাঢ্য ব্যক্তির সহায়তায় এবং ভগবান নটরাজের কৃপায় মন্দিরটি সংস্কার করতে সক্ষম হই।
উল্লেখ্য: প্রায় ৪০০ বছর পূর্বে ঐ এলাকার জমিদারের উদ্যোগে তারাপুকুর নামে একটি পুকুর খননের সময় মাটির নিচ থেকে ভগবান শিবের নটরাজ রূপের কষ্টিপাথরের একটি বিগ্রহ প্রকট হয়ে ছিলো এবং পুকুরটি খননের সময় কর্মরত শ্রমিকের আঘাতে শ্রীবিগ্রহটির বাম হাতে কনিষ্ঠা আঙুল থেকে রক্ত ও প্রবাহিত হয়েছিলো। এর কিছুদিনের মধ্যেই স্থানীয় এক ব্রাহ্মণকে ভগবান শিব নটরাজ মন্দির স্থাপনের জন্য স্বপ্নে আদেশ করেছিলেন।তখন ঐ ব্রাহ্মণ জমিদার ও গ্রামবাসীর সহায়তায় নটরাজ মন্দিরটি স্থাপন করেছিলেন। এই মন্দিরের অলৌকিক ঘটনা চার দিকে ছড়িয়ে পড়লে দূরদূরান্ত থেকে বহু মানুষ আসতে শুরু করে। তখন জমিদার ভগবান নটরাজের নাম অনুসারে ঐ গ্রামের ‘নাটঘর’ নামকরণ করেন।
খবর প্রতিদিন/ সি.বা