Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

নাসিরনগরে পতিত জমিতে টমেটো চাষ করে প্রায় পাঁচশ’ লোকের কর্মসংস্থান

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৭জন দেখেছেন

Image

আব্দুল হান্নান, নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃজেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রীষ্মকালীন টমেটো চাষ করে কয়েক কোটি টাকার  স্বপ্ন বুনছেন হাজারো কৃষক। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে হাওরবেষ্টিত নাসিরনগর উপজেলা থেকে এবার বাজারজাত হবে অন্তত ২১ কোটি টাকার টমেটো।তাছাড়াও  সমস্ত জেলায় এবার ৫০ কোটি টাকার টমেটো ক্রয়বিক্রয় হবে। টমেটো আবাদে কর্মসংস্থানর সুযোগ সৃষ্টি হয়েছে কয়েকশ মানুষের।

বর্ষা মৌসুমে  উপজেলার চারদিকে পানি থাকার কারনে স্থানীয় দরিদ্র বাসিন্দারা বেকার থাকে। নাসিরনগরে এ বছর পতিত প্রায় ৫৩ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়েছে আর বেসরকারিভাবে লক্ষ্যমাত্রা আরও বেশি হবে বলে  কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুত্রে জানা গেছে।

আবাদকৃত টমেটো বাগানগুলোর বেশির ভাগই বাড়ির আঙিনায়। এসব বাগানে কর্মসংস্থান হয়েছে স্থানীয় কয়েকশ মানুষের। ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কয়েকশ কৃষক। বাগান থেকেই আকার ও মানভেদে প্রতি কেজি টমেটো পাইকারি ৮০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি বিভাগ বলছে, শুধু নাসিরনগর থেকেই এবার গ্রীষ্মকালীন টমেটো বাজারজাত হবে অন্তত ২১ কোটি টাকার। খাদ্যশস্যের উৎপাদন বাড়াতে বিভিন্ন মৌসুমি ফসল উৎপাদন এবং ফলন বাড়াতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের

উপজেলার কয়েকটি মাঠ ঘুরে দেখা যায়, অনেক মানুষ কাজ করছেন টমেটো জমিতে। কেউ সুতা দিয়ে গাছ বাঁধছেন, কেউ ঘাস পরিষ্কার করছেন, কেউ আবার ওষুধ ছিটাচ্ছেন। টমেটোর ক্ষেতগুলোতে শতাধিক শ্রমিক নিয়মিত কাজ করেন। জমির মালিকের কাছ থেকে চুক্তিতে জমি নিয়ে টমেটো চাষ করছেন আবার অনেকেই।

উপজেলার পূর্বভাগ ইউনিয়নে গিয়ে দেখা মেলে টমেটো চাষী হাশিম মিয়ার (৮৫)।এ সময় তিনি তিন ছেলেকে  নিয়ে জমি থেকে পাকা টমেটো তুলছিলেন। চাষী  হাসিম মিয়া জানায় সারা বছর এই জমি পতিত থাকতো। হঠাৎ করে কয়েক মাস আগে কৃষি অফিস থেকে একজন লোক এসে বলেন গরমের মাঝেও  টমেটো চাষ করা যায়। পরে তাদের পরামর্শ মতে  ৪০ হাজার টাকা খরচ করে জমিতে টমেটো লাগাই। এখন পর্যন্ত দুই লাখ টাকার টমেটো বিক্রয় করেছি। আশা করছি আরও দেড় লাখ টাকার টমেটো বিক্রি করা যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন বলেন, নাসিরনগরে এ বছর প্রায় ৫৩ হেক্টর জমিতে টমেটোর আবাদ করা হয়েছে। অন্তত ২১ কোটি টাকার কেনাবেচা হবে। স্থানীয় সবজি পাচ্ছেন এলাকাবাসী। চাষিরাও লাভবান হচ্ছেন।আগামী বছর এ উপজেলায় আরো টমেটো চাষীর সংখ্যা বাড়বে বলে আশাবাধ ব্যাক্ত করেন এ কর্মকর্তা।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

সৈয়দপুরে আগাম শীতকালীন সবজি চাষের ধুম

শুক্রবার ১৫ সেপ্টেম্বর ২০২৩




জিনাত বরকতুল্লাহ আর নেই

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৫৯জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক:একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আর নেই। আজ বুধবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ধানমন্ডির নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তারই মেয়ে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন জিনাত বরকতুল্লাহ। চলতি বছরের শুরুর দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালেও ভর্তি হন গুণী এই শিল্পী।

স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিনাত বরকতুল্লাহ। নৃত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২২ সালে একুশে পদক প্রদান করে।

শুধু নৃত্য চর্চায় নয়, ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও যাত্রা শুরু করেন তিনি। এরপর প্রায় ৮০টি টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।

ব্যক্তিগত জীবনে নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ৩ আগস্ট মোহাম্মদ বরকতুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।


আরও খবর



ডেঙ্গুতে আক্রান্ত নিলয় আলমগীর

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক:অভিনেতা নিলয় আলমগীর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার তার রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন এই অভিনেতা। বর্তমানে চিকিৎসকের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে আছেন তিনি।

নিলয় বলেন, ‘জ্বর যখন কমে যাচ্ছিল তখনই রিপোর্ট এল পজিটিভ। প্লাটিলেট কমতে শুরু করেছে। চিকিৎসকরা বলেছেন, আরও বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

তিনি জানান, এ কারণে ইচ্ছে থাকলেও আপাতত তার কাজে ফেরা হচ্ছে না। তার ভাষায়, ‘খুব ইচ্ছে ছিল শুটিং শুরু করার। কিন্তু সম্ভব হচ্ছে না, কবে শুরু করতে পারব, সেটাও বলতে পারছি না। বুঝতে পারছি আমার জন্য অনেকের ডেট নষ্ট হলো, সবার লসের জন্য সরি ছাড়া আর কিছু বলার নাই।’


আরও খবর

জিনাত বরকতুল্লাহ আর নেই

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




দেশের মানুষ আর জঙ্গীবাদ দেখতে চায়নাঃ সোহাগ

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ২৬জন দেখেছেন

Image

শেফালী আক্তার রাখি মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ সারাদেশে জামায়াত-বিএনপি জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২০ সেপ্টেম্বর) বুধবার বেলা ১১ টায় কাপুড়িয়া পট্টিতে এ সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, বিএনপি জোট সরাকারের আমলে সৃষ্টি বাংলা ভাই, দেশের মানুষ আর জঙ্গীবাদ চায়না। আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগন আবারও নৌকায় ভোট দিবেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান। শান্তি সমাবেশে মোরেলগঞ্জ ও শরণখোলার ২০ টি ইউনিয়ন থেকে খন্ড খন্ড বনার্ঢ্য মিছিল সহকারে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সমাবেশে যোগদান করেন। দুর্যোগপূন আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে জনসমুদ্রে পরিণত হয় শান্তি সমাবেশ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন হাওলাদার, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান আলী খান, হোগলাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বণগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রিপন দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান লাল, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খান, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমীন নাহার। এছাড়াও শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন খান, বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান রিপন তালুকদার, বণগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রিপন দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান লাল, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খান, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, সাবেক চেয়ারম্যান শিকদার মাহবুবুর রহমান, পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল কাদের, কাউন্সিলর সুজন শেখ, যুবলীগ নেতা হাসিব খান, রাসেল হাওলাদার, ছাত্রলীগ নেতা ওবায়দুল ইসলাম টিটু, মনির হোসেন রাজ্জাক প্রমূখ বক্তৃতা করেন। 


আরও খবর



কুষ্টিয়ায় মেনস ওয়ার্ল্ডের ৩৭ তম শোরুম এর উদ্বোধন

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image
কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে মেন্স ওয়ার্ল্ডের ৩৭তম শো-রুম একটি অভিজাত পোশাক শিল্প প্রতিষ্ঠান উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার ২৭ আগস্ট দুপুর ২ টায় শোরুম উদ্বোধন করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মডেল থানারওসি অপারেশন দীপেন্দ্রনাথ সিংহ,দি চেম্বার অফ কমার্সএর পরিচালক শাকিল কাদেরী,শহিদুল ইসলাম দীপু, আরিফুর রহমান (এজিএম), রায়হানুর রহমান (হেড অফ ব্রান্ড ),রাশেদুল ইসলাম বাদল (অপারেশন হেড),মোহাম্মদ ইউসুফ (আইটি ম্যানেজার), এবং আর এস ফাইম(মটো ব্লগার ও ইউটিউবার )।ম্যানস ওয়ার্ল্ড শোরুম এর ম্যানেজার জানান,ক্রেতাদের বিপুল সাড়া পাওয়া গেছে। দুপুর তিনটা হইতে রাত নয়টা পর্যন্ত একটানা শোরুমে প্রচুর ভিড় ছিল এবং বিক্রি প্রচুর পরিমাণে হয়েছে। আমরা আশাবাদী কুষ্টিয়ার মানুষ মেন্স ওয়ার্ল্ডের পোশাক সামগ্রিক সাদরে গ্রহণ করেছেন।তাই আমরা আনন্দিত আগামীতে আমরা যেন ক্রেতাদের মানসম্মত কাপড় পোশাক আমরা তাদের কাছে তুলে ধরতে পারি এবং কুষ্টিয়াবাসী আমাদের এই মেন্স ওয়ার্ল্ডর পোশাক গ্রহণ করে তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।

আরও খবর



টাঙ্গাইলের ধনবাড়িতে কভার্ডভ্যান নিহত ২ আহত ২

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৬জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইলঃটাঙ্গাইলের ধনবাড়ীতে কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে দুইজন নিহত হয়েছেন। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার দড়িরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস মিয়া জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি কাভার্ডভ্যান ভাইঘাট নামক স্থানে পৌঁছালে সেটির চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।  এসময় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেলের আরোহী ও কাভার্ডভ্যানের একজন নিহত হন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর