Logo
আজঃ বুধবার ২৯ মার্চ ২০২৩
শিরোনাম

মাহি ৬ ঘণ্টা কারাগারে থেকে মুক্তি পেলেন

প্রকাশিত:শনিবার ১৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image

গাজীপুর প্রতিনিধিডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের ৬ ঘণ্টা পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আজ শনিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান।

এর আগে গাজীপুর মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইকবাল হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনসহ দুটি মামলায় মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেন। জামিনের কাগজ কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে মাহি মুক্তি পান।

জামিন শুনাতিতে অংশ নেন মাহিয়া মাহির পারিবারিক আইনজীবী রিপন চন্দ্র সরকার, আনোয়ার সাদত ও কামরুল হাসান।


আরও খবর



তানোরে গণহত্যা দিবস পালন

প্রকাশিত:শনিবার ২৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৫৪জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে গণহত্যা দিবস পালন করা হয়েছে। এউপলক্ষে শনিবার সন্ধ্যার পরে উপজেলা পরিষদ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী, ও মোমবাতি প্রজ্জলন করা হয়।  উপজেলা প্রশাসনের আয়োজনে বিকেলের দিকে আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন টিএচএ বার্নাবাস হাসদা, ওসি কামরুজ্জামান মিয়া, পিআইও প্রকৌশলী তারিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম, মৎস্য কর্মকর্তা বাবুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার মুক্তিযোদ্ধা,  পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

আরও খবর



বিশ্ব যক্ষ্মা দিবস আজ

প্রকাশিত:শুক্রবার ২৪ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

লাইফস্টাইল ডেস্ক: যক্ষ্মা পৃথিবীর প্রাচীন রোগগুলোর একটি। বাংলাদেশে দীর্ঘদিন থেকে যক্ষ্মা সরকারি ও বেসরকারি উদ্যোগে চিকিৎসায় কাজ চলছে। কিন্তু যক্ষ্মা থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। বরং যক্ষ্মা থেকেও মারাত্মক মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স (এমডিআর) যক্ষ্মা দিন দিন বাড়ছে। দেশে এখন ১০ হাজারের বেশি এমডিআর যক্ষ্মা রোগী রয়েছে।

আজ বিশ্ব যক্ষ্মা দিবস। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘হ্যাঁ আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি।

সাধারণ যক্ষ্মা রোগীদের সঠিক চিকিৎসা না হওয়া, অর্ধেক ওষুধ খেয়ে সুস্থ বোধ করলেই অনেকেই সাধারণ যক্ষ্মার ওষুধের পুরো কোর্স সম্পন্ন করেন না। ফলে যক্ষ্মার জীবাণুরা আরো শক্তিশালী হয়ে এমডিআর টিবিতে পরিণত হয়। একজন এমডিআর যক্ষ্মারোগী অন্যদের মধ্যে ভয়ঙ্কর এমডিআর যক্ষ্মাই ছড়িয়ে থাকে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রচলিত ওষুধে না গিয়ে টিকা ব্যবহারের দিকে আমাদের যাওয়া উচিত। পৃথিবীর কয়েকটি দেশে যক্ষ্মার বিরুদ্ধে টিকা ব্যবহারে সফলতা এসেছে।

এ ব্যাপারে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বিভাগীয় যক্ষ্মা বিশেষজ্ঞ ডা: আহমেদ পারভেজ জাবীন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা, কেনিয়া ও জাম্বিয়ায় গ্ল্যাক্সো অ্যান্ড স্মিথক্লাইনের (জিএসকে) তৈরি টিবি ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট এম৭২/এএসও আইই’ নামক যক্ষ্মার টিকার দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।’ এই দেশগুলোতে জিএসকের ৯ হাজার ভায়াল টিকার সফল পরীক্ষা হয়েছে বলে ডা: জাবীন জানিয়েছেন।

তিনি বলেন, ‘যক্ষ্মার টিকাকে সব দেশেই উৎপাদনের অনুমতি দিয়ে যক্ষ্মা নিয়ন্ত্রণে অবদান রাখার সুযোগ দেয়া হোক।’

যে হারে সাধারণ যক্ষ্মা থেকে এমডিআর যক্ষ্মা হচ্ছে এবং এমডিআর যক্ষ্মার জীবাণুও ওষুধ প্রতিরোধী হয়ে আরো ভয়ঙ্কর এক্সটেনসিভলি ড্রাগ রেজিস্ট্যান্স টিবি (এক্সডিআর। জীবাণুতে পরিণত হচ্ছে এবং এই এক্সডিআর টিবি থেকে আরো ভয়ঙ্কর যক্ষ্মার জীবাণু আরআর টিবি হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, যক্ষ্মা রোগে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক থেকে এখন বের হয়ে আসা উচিত এবং টিকার দিকে যেতে হবে।

১৯৯৫ থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে প্রায় ত্রিশ লাখ যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়েছে। যার মধ্যে শিশু রয়েছে প্রায় ২০ হাজার।

স্বাস্থ্য অধিদফতরের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন পরিচালকের দফতর থেকে জানানো হয়েছে, ‘বাংলাদেশে ২০২১ সালে প্রতি ১২ মিনিটে একজন মানুষ যক্ষ্মায় মারা গেছে। ২০২১ সালে বাংলাদেশে প্রায় তিন লাখ ৭৫ হাজার মানুষ লোক যক্ষ্মায় আক্রান্ত হয় এবং ৪২ হাজার মৃত্যুবরণ করে। অর্থাৎ প্রতি ১২ মিনিটে যক্ষ্মার কারণে একজনের মৃত্যু হয়েছে।’


আরও খবর



রূপগঞ্জে হাইকোর্টের আদেশ অমান্য করে আবাসন প্রকল্পের বালি ভরাটের অভিযোগ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃমোঃআবু কাওছার মিঠু 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও, টেকদাসেরদিয়া, তিনওলোপ, কালনী, বড়আমদিয়া, বৈলদা, হিরনাল মৌজার প্রায় চার শতাধিক তিন ফসলি কৃষি জমিতে অবৈধভাবে বালি ভরাট করার অভিযোগ পাওয়া গেছে। হাইকোর্টের আদেশকে অমান্য করে মেরিন সিটি নামক আবাসন প্রকল্প কৃষকদের জমিতে জোড় পূর্বক বালি ভরাট করছে। কৃষি জমি, সরকারী খাল, অর্পিত ও খাস জমি এবং গ্রামীন রাস্তাঘাট আবাসন প্রকল্পটি বালি ফেলে ভরাট করে ফেলছে। আবাসন প্রকল্পের বালি ভরাটের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। প্রতিবাদ করলেই হামলা মামলাসহ নানা রকমভাবে কৃষকদের হয়রানী করা হচ্ছে।কৃষকরা স্থানীয় প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও কোন সুফল পাচ্ছেনা।


সরেজমিনে গিয়ে জানা গেছে, রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের ওই এলাকার বেশিরভাগ তিন ফসলি কৃষি জমি। কোন জমিতে শাক সবজি চাষ করা হয়েছে কোন জমিতে ধান চাষ করা হয়েছে আাবার কোন জমিতে লাউও সিমের মাচা।ফলনও হয়েছে বেশ। এরই মধ্যে আবাসন প্রকল্পের বালু ভরাট কাজ চলছে। কৃষকরা জানিয়েছে, জমির নামমাত্র ওয়ারিশ ক্রয় করে কিংবা কিছু অংশ জমি ক্রয় করে আশপাশের জমি রাতের আধারে অবৈধভাবে দিনে রাতে বালি ভরাট কাজ চলছে। প্রতিবাদ করার কারো সাহস নেই নিরবে নির্বৃত্তে কৃষকরা কাঁদছে।এ ব্যাপারে কৃষকরা উপায়ন্ত না পেয়ে ২০২২ সালে ১২ জন কৃষক হাইকোর্টে রিট পিটিশন মামলা দায়ের করে।


মামলা নং ৯৫৭৯/২০২২ইং। হাইকোর্ট ২০২৩ সালের ১২ই মার্চ মেরিন সিটির সকল কার্যক্রম স্থিতি অবস্থায় রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু মেরিন সিটি  হাইকোর্টের দেয়া এই আদেশকে অমান্য করে কৃষকদের তিন ফসলি জমি জোড়পূর্বক ভরাট করছে।এছাড়া মেরিন সিটি কৃষকের জমি দখলে নিয়ে স্থাপনা নির্মান কাজ অব্যাহত রেখেছে। শীতলক্ষ্যা নদীর তীর থেকে মেরিন সিটির প্রায় তিন কিলোমিটার জুড়ে বালি ভরাটের পাইপ বসানো হয়েছে। এক দিকে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে অন্যদিকে পাইপ থেকে লিকেজ হয়ে ফসলি জমিতে বালি পড়ে স্তুপে পরিণত হচ্ছে।তাতে কৃষকরা মারাত্বকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।


দাউদপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও ক্ষতিগ্রস্থ কৃষক তমিজউদ্দিন রাজ বলেন, জমি না কিনেই কৃষকদের জমি ভরাট করা হচ্ছে।মেরিন সিটি স্থানীয় প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এখানে কৃষকরা দিনদিন অসহায় হয়ে পড়ছে।  কালনী এলাকার কৃষক সামসুদ্দিন ওরফে সূরুজ মিয়া বলেন, হিরনাল মৌজার তার ২৮ শতাংশ কৃষি জমি মেরিন সিটি অবৈধভাবে দখলে নিয়ে বালি ভরাট করছে। বালির সঙ্গে আসা পানিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।


টেকদাসেরদিয়া গ্রামের কৃষক ইদ্রিস আলী ও লোকমান হোসেন বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রভাবশালী ও মেরিন সিটির নিয়োজিত সন্ত্রাসীরা আবাসন প্রকল্পের পক্ষ নিয়ে বেপরোয়া হয়ে উঠেছে। মেরিন সিটির প্রকল্প পরিচালক জহিরুল ইসলাম বলেন, আমাদের কেনা জমিতেই বালি ভরাট করছি।  হাইকোর্টের নিষেধাজ্ঞা আদেশের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেনা বলে ফোন কেটে দেন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক বলেন, মহামান্য হাইকোর্টের নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের কিছু করার নেই। নির্দেশনা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার ১৭ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

আবুল হোসেন আকাশ টাঙ্গাইল প্রতিনিধি :  টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌরসভা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল  বৃহস্পতিবার(১৬ মার্চ২৩)ইং বিকেলে ধনবাড়ী উপজেলা ও  পৌর জাতীয় পার্টির আয়োজনে পৌরশহরের সিদ্দিকী ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সধারণ সম্পাদক মোজাম্মেল হক মজনুর সঞ্চালনায় সহ-সভাপতি ফজলুল হকের সভপাতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্যে দেন, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেল প্রস্তুতি কমিটির আহবায়ক এ্যাডভোকেট আব্দুস ছালাম চাকলাদার, বিশেষ অতিথি’র বক্তব্যে দেন, যুগ্ম আহবায়ক, সৈয়দ শামছুদ্দোহা যুবরাজ, ইব্রাহিম মোল্লা, প্রধান বক্তার বক্তব্যে দেন, সদস্য সচিব আলহাজ মোজাম্মেল হক। সভায় অন্যান্যের মধ্যে আরোও বক্তব্যে রাখেন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নয়ন তরফদার ও পৌর জাতীয় পার্টির সদস্য সচিব সৈয়দ  সাজন আহমেদ রাজু প্রমূখ।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেল প্রস্তুতি কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোজাম্মেল হক তিনি  ফজলুল হক কে ধনবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মোজাম্মেল হক মজুনকে সাধারণ সম্পাদক এবং ধনবাড়ী পৌর জাতীয় পার্টিতে কবির বকল কে আহবায়ক ও সৈয়দ  সাজন আহমেদ রাজু কে সদস্য সচিব করে ঘোষনা করেন।অনুষ্ঠানে পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা অংশ নেয়।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



ধনবাড়ীতে হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪তম জন্ম বার্ষিকী পালিত

প্রকাশিত:সোমবার ২০ মার্চ ২০23 | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

আবুল হোসেন আকাশ (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার বিকালে তাদের দলীয় কার্যালয়ে পালিত হয়। এর আয়োজন করে উপজেলা ও পৌর জাতীয় পার্টি। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মজনুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. ফজলুল হক। এ সময় বক্তব্য দেন জেলা কমিটির সদস্য খন্দকার রঞ্জু ফকির, পৌর জাতীয় পার্টির আহবায়ক মো. কবির বকল, সদস্য সচিব  সৈয়দ সাজন আহমেদ রাজু, সরিষাবাড়ি পৌর জাতীয় পার্টির সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ। এ সময় দলী বিভিন্ন নেতাকর্মিসহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া পরিচালনা করেন  ধানহাটি মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. সাইদুর রহমান।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর