Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

লোডশেডিং কতদিন থাকতে পারে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশিত:রবিবার ০৪ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে লোডশেডিং সমস্যার সমাধান হবে বলে জানিয়েছিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এ কথা বলেন তিনি।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ বিভাগ থেকে আমরা চেষ্টা করছি এটা কত দ্রুত সমাধান করা যায়। সরকারের পক্ষ থেকে এটা সমাধানের চেষ্টা চলছে যে, কত দ্রুত অন্তত পায়রাতে (পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র) কয়লা নিয়ে আসা যায়। আমাদের ওখানে বর্তমানে অর্ধেক ক্যাপাসিটিতে চলছে। বড়পুকুরিয়াতে অর্ধেক ক্যাপাসিটিতে চলছে। আমাদের লিকুইড ফুয়েল যে পাওয়ার প্ল্যান্টগুলো ছিল সেগুলোও প্রায় অর্ধেক ক্যাপাসিটিতে চলছে। যে কারণে আমাদের লোডশেডিংয়ের মাত্রাটা অনেক বেশি বেড়ে গেছে।

তিনি আরও বলেন, 'আবহাওয়ার যে অবস্থা দেখছি আমরা, হিট ওয়েভের জায়গাটা বেড়ে গেছে। ৩৮ ডিগ্রির কাছাকাছি চলে গেছে, কোনো জায়গায় ৪১ ডিগ্রি হয়ে গেছে। এই কারণে পিক আওয়ারে ডিমান্ডও বেড়ে গেছে। আমাদের হাতে যে মজুত ছিল পাওয়ার প্ল্যান্ট আমরা নিরবচ্ছিন্ন রাখার জন্য প্রস্তুত রাখছিলাম সেটাও বিশেষ করে জ্বালানির কারণে আমরা দিতে পারছি না। কিন্তু পাওয়ার প্ল্যান্ট আমাদের নিজেদের কাছে আছে।

সময় নির্ধারণ করে লোডশেডিং করার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে নসরুল হামিদ বলেন, 'আমরা এই মুহূর্তে সেভাবে যাচ্ছি না। আমরা কিছু জায়গায় কিছুটা লোডশেডিং করছি। সেগুলো থেকে নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের কয়লা, গ্যাস ও তেলের শর্টেজ, আমরা ঠিক মতো জোগান দিতে পারছি না। সেই কারণে এই ঝামেলাটা হচ্ছে। আমি মনে করি, এটা খুব সাময়িক। এটা নিয়ে এত হতাশ হওয়ার কিছু নেই। ইতোমধ্যে জোগানের চেষ্টা হয়ে গেছে। আমরা চেষ্টা করছি অন্তত ২ সপ্তাহের মধ্যে আমরা একটি ভালো পরিস্থিতিতে যেতে পারব।'

সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে নসরুল হামিদ বলেন, 'ঢাকার আশে পাশেসহ গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গাতে, আমরা সকাল থেকে এটা মনিটর করছি। আমরা বিদ্যুৎ বিভাগ থেকে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি অচিরেই এই অবস্থা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায়। আমরা আশা করব, আগামী ১০ থেকে ১৫ দিন সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা দেখছি প্রায় আড়াই হাজার মেগাওয়ার লোডশেডিং হচ্ছে। আমাদের আশা আমরা ধীরে ধীরে কমিয়ে আনতে পারব।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




বাগেরহাটে হরিণের মাংসসহ দুই যুবক আটক

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৪০জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের রামপালে হরিণের মাংসসহ শওকত সরদার (৩৭ও শেখ হেকমত আলী (৩৯নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোরে রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজার সংলগ্ন ব্যাংকের মোড় থেকে এদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে সাড়ে ৬ কেজি হরিণের মাংস ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।


আটককৃতরা হলেন, মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের হাসান সরদারের ছেলে শওকত সরদার  এবং রামপাল উপজেলার ব্রী চাকশ্রী এলাকার শেখ আশরাফ আলীর ছেলে শেখ হেকমত আলী। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম।


তিনি বলেন, সুন্দরবন থেকে শিকার করা হরিণের মাংস বিক্রির জন্য অপেক্ষা করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে সাড়ে ৬ কেজি মাংস জব্দ করা হয়েছে। মামলা দায়ের পূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে মাংস ধ্বংস করা হয়েছে।


আরও খবর



এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন আজ

প্রকাশিত:শনিবার ০২ সেপ্টেম্বর 2০২3 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সড়ক যোগাযোগে এক যুগান্তকারী পরিবর্তনের অপেক্ষায় দেশের মানুষ। বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (ঢাকা উড়ালসড়ক) উদ্বোধন হবে শনিবার (২ সেপ্টেম্বর)। বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্যমেলার মাঠে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের মতো আর যানজটে বসে থাকতে হবে না নগরবাসীর।

তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যান চলাচল করতে পারবে রোববার থেকে। ঢাকার বুকে নতুন সড়ক। মাথার উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত রেললাইন ধরে যাচ্ছে এই পথ। এখন পুরোপুরি প্রস্তুত ফার্মগেইট পর্যন্ত ১২ কিলোমিটার। থ্রি হুইলার, সাইকেল এবং পথচারীরা এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করতে পারবে না। আর মোটরসাইকেল আপাতত চলতে দেওয়া হবে না। এছাড়া গাড়ি নিয়ে উড়ালসড়কে দাঁড়ানো ও ছবি তোলা নিষিদ্ধ।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা-নামার জন্য ১৫টি র‌্যাম্প রয়েছে। এরমধ্যে বনানী ও মহাখালীর দুটি র‌্যাম্প আপাতত বন্ধ থাকবে। এক্সপ্রেসওয়েতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা হবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচলের জন্য টোল দিতে হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-ফার্মগেট অংশের টোল ৮০ টাকা থেকে ৪০০ টাকা।

ক্যাটাগরি ১-এর অধীনে যেকোনো স্থান থেকে বিমানবন্দর-ফার্মগেট অংশ অতিক্রম করার জন্য গাড়ি, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিকল, মাইক্রোবাস (১৬ আসনের নিচে) এবং হালকা ট্রাক (৩ টনের নিচে) টোল রেট ৮০ টাকা।

মাঝারি ট্রাকের জন্য (ছয় চাকা পর্যন্ত) যেকোনো পয়েন্ট থেকে রুট পার হওয়ার জন্য টোল রেট ক্যাটাগরি-২ এর অধীনে ৩২০ টাকা।

ক্যাটাগরি ৩-এর অধীনে যেকোনো পয়েন্ট থেকে রুট পার হওয়ার জন্য ট্রাকের (ছয় চাকার বেশি) টোল রেট ৪০০ টাকা। যেকোনো পয়েন্ট থেকে রুট পার হওয়ার জন্য যেকোনো বাসের (১৬ সিটের বা তার বেশি) টোল রেট ৪-ক্যাটাগরির অধীনে ১৬০ টাকা।

প্রকল্পের রুট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা-কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী-ঢাকা চট্টগ্রাম মহাসড়ক (কুতুবখালী)।

শেয়ারহোল্ডারস: ইটালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড (থাইল্যান্ড) ৫১ শতাংশ, চায়না শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো অপারেশন গ্রুপ (সিএসআই) ৩৪ শতাংশ এবং সিনোহাইড্রো করপোরেশন লিমিটেড ১৫ শতাংশ।

প্রাক্কলিত ব্যয়: আট হাজার ৯৪০ কোটি টাকা। এরমধ্যে দুই হাজার ৪১৩ কোটি টাকা বা ২৭ শতাংশ বহন করবে বাংলাদেশ সরকার। এছাড়া ২০১৯ সালের ৩০ মার্চ বিনিয়োগকারী প্রতিষ্ঠান চায়না এক্সিম ব্যাংকের সঙ্গে ৪৬১ মিলিয়ন মার্কিন ডলার ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নার (আসিবিসি) সঙ্গে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারসহ মোট ৮৬১ মিলিয়ন ডলারের ঋণচুক্তি সই হয়। এরই মধ্যে মোট ৩৮২ দশমিক ৭১ মিলিয়ন ইউএস ডলার ছাড় হয়েছে।

এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য: মূল এলিভেটেড অংশের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। প্রকল্পে উঠা-নামার জন্য মোট ২৭ কিলোমিটার দীর্ঘ ৩১টি র‌্যাম্প রয়েছে। র‌্যাম্পসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




বাজার পরিস্থিতি সবসময় স্থিতিশীল থাকে সবাইকে সজাগ থাকতে হবে: বাণিজ্য সচিব

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৬জন দেখেছেন

Image
জয়পুরহাট প্রতিনিধিঃ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, কোনো পণ্যের ঘাটতি দেখা দেয় বা দ্রæত  বৃদ্ধির প্রবণতা দেখা দেয় তখন যেনো আমরা ব্যবস্থা নিতে পাড়ি।মনিটরিং টা বেশী বাড়ানো। সে ক্ষেত্রে দাম কেনো বেড়ে যাচ্ছে। অনুসন্ধান করে ব্যবস্থা নিতে পাড়ি।বাজার পরিস্থিতি সবসময় যেনো স্থিতিশীল থাকে  আমাদের  সবাইকে সজাগ থাকতে হবে।

শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পণ্য বিপণন মনিটরিং কমিটির সঙ্গে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শুধু বাজার সুবিধা থাকলে হবে না, যখন আমরা পণ্যের মান ঠিক রেখে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে বাজার পরিচালনা করতে যাই, তখন দাম বাড়তে পারে। এটা ভোক্তাদের বুঝতে হবে। একটা পণ্য আমদানির ক্ষেত্রে আমাদের সবদিকে নজর রাখতে হয়। ভোক্তারা সবসময় দামে কম কিন্তু মানে ভালো পণ্য চান। দুটো সবসময় একসঙ্গে হয় না।

মতবিনিম সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী,অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ভুঁইয়া,অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলমসহ প্রমুখ।
 
এ সময় পণ্য মনিটরিং কমিটির সদস্যরা নিত্যপণ্যের আমদানিতে শুল্ক হ্রাস এবং কৃষকদের ভর্তুকি দিয়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার পরামর্শ দেন।

আরও খবর



মধুপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাংবাদিকদের সাথে মতবিনিমিয়

প্রকাশিত:শনিবার ২৬ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৩জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ- টাঙ্গাইলের মধুপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিমিয় করেছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম সুপ্রিম কোর্ট এর সিনিয়র জয়েন্ট সেক্রেটারী ও সর্বদলীয় আইনজীবি সমিতি ইউনাইটেড ল’য়ার্স ফ্রন্ট এর সুপ্রিম কোর্ট ইউনিটের প্রথম যুগ্ম আহবায়ক বিএনপি থেকে টাঙ্গাইল-১ ( মধুপুর - ধনবাড়ী) আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী ।

শনিবার (২৬ আগষ্ট) সকাল ১১ টায় মধুপুর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মোহাম্মদ আলী মধুপুরে বিভিন্ন সময়ে তার অবদান রাখার কথা উল্লেখ করে বলেন, আমি যদি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাই, দল যদি আমাকে উপযুক্ত মনে করেন তাহলে আমার বিশ্বাস আমি বিএনপি থেকে সংসদে আপনাদের প্রতিনিধিত্ব করতে পারবো।

আর আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে বিশ্বস্ত মনে করেছেন বলেই মধুপুরের বিএনপি সমর্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারনা চালানোর অনুমতি দিয়েছেন। আমি পেশায় একজন আইনজীবি হলেও দীর্ঘ দিন যাবৎ বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। মধুপুরের বিএনপি নেতাকর্মীরা সব সময় আমার সাথে রয়েছে।

আগামী নির্বাচনে যদি আমি টাঙ্গাইল-১ আসনে (মধুপুর-ধনবাড়ী) থেকে সংসদ সদস্য হতে পারি তাহলে মধুপুরে উচ্চ শিক্ষা বিস্তারের জন্য বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপন করবো এবং কর্মক্ষেত্র তৈরির জন্য একটি শিল্পাঞ্চল গড়ে তুলতে চেষ্টা করবো। মধুপুরে শিল্পাঞ্চল তৈরির জন্য পর্যাপ্ত জমি রয়েছে। যার মাধ্যমে মধুপুরসহ পাশের বিভিন উপজেলার কর্মক্ষম লোকদের কর্মসংস্থান হবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ সঞ্চালনা করেন মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল রানা। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন সহ  বিএনপি,যুবদল, ছাত্রদল এবং বিএনপির  সকল সহযোগী অঙ্গ সংগঠনের  নেতাকর্মীগন  উপস্থিত ছিলেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



দেশের মানুষ আর জঙ্গীবাদ দেখতে চায়নাঃ সোহাগ

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ২৬জন দেখেছেন

Image

শেফালী আক্তার রাখি মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ সারাদেশে জামায়াত-বিএনপি জোটের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২০ সেপ্টেম্বর) বুধবার বেলা ১১ টায় কাপুড়িয়া পট্টিতে এ সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, বিএনপি জোট সরাকারের আমলে সৃষ্টি বাংলা ভাই, দেশের মানুষ আর জঙ্গীবাদ চায়না। আওয়ামী লীগ সরকারের ১৪ বছরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগন আবারও নৌকায় ভোট দিবেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান। শান্তি সমাবেশে মোরেলগঞ্জ ও শরণখোলার ২০ টি ইউনিয়ন থেকে খন্ড খন্ড বনার্ঢ্য মিছিল সহকারে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সমাবেশে যোগদান করেন। দুর্যোগপূন আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে জনসমুদ্রে পরিণত হয় শান্তি সমাবেশ। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন হাওলাদার, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান আলী খান, হোগলাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আকরামুজ্জামান, নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, বণগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রিপন দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান লাল, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খান, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, মহিলা আওয়ামী লীগের সভাপতি আজমীন নাহার। এছাড়াও শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন চেয়ারম্যান মহিউদ্দিন খান, বহরবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান রিপন তালুকদার, বণগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান রিপন দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান লাল, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই খান, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, সাবেক চেয়ারম্যান শিকদার মাহবুবুর রহমান, পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল কাদের, কাউন্সিলর সুজন শেখ, যুবলীগ নেতা হাসিব খান, রাসেল হাওলাদার, ছাত্রলীগ নেতা ওবায়দুল ইসলাম টিটু, মনির হোসেন রাজ্জাক প্রমূখ বক্তৃতা করেন। 


আরও খবর