Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

কুড়িগ্রামের চর রাজিবপুরে মিশ্র ফসলের চাষ করে স্বাবলম্বী চাষিরা

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৪৪জন দেখেছেন

Image

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃচর রাজিবপুর উপজেলার কৃষির উপর নির্ভরশীল কৃষকরা একই জমিতে এক সাথে ৫টি ফসলের চাষ করে সংসারের চাহিদা মিটিয়েও উন্নয়নের আলো জ্বালিয়েছে চরাঞ্চলের চাষিরা। চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের শিবের ডাঙ্গী এলাকাটি কৃষির উপর নির্ভরশীল চাষির সংখ্যা শতকরা ৯৫ জন। শিবের ডাঙ্গী এলাকার সরেজমিন ঘুরে দেখা দেছে একজমিতে ৫টি করে ফসলের চাষ । ৫টি ফসলের মাঝে রয়েছে শীতকালিন বিশেষ প্রয়োজনীয় শাখসবজির চাষ। তারা বলছেন প্রথমে রোপন করা হয় আখ, আখের সাথে সাথে রোপন করা হয় মুলা,বেগুন,মরিচ, লাল শাখসহ ৫ প্রজাতের মিশ্র ফসল। মিশ্র ফসল চাষি ফরজ আলী- নিয়মিত প্রতিবছর ৭৫ শতাংশ জমিতে মিশ্র ফসলের চাষ করেন। তার পরিবার পরিজন এই ৭৫ শতক জমির ফসলের উপর নির্ভরশীল। এই জমিতে প্রতিবছর মিশ্র ফসল চাষ করে জীবিকা নির্বাহ করেও আয় করছেন ৫ থেকে ৬ লাখ টাকা। তিনি আরও বলেন ১ লাখ টাকার মুলা বিক্রয় করা হয়েছে, ২ লাখ টাকার বেগুন বিক্রি করা হয়েছে এছাড়াও মরিচ সবেমাত্র ৫০ হাজার টাকা পেয়েছি, যদি আকাশ অনুকুলে থাকে তাহলে সবজী থেকে আরও লাখ ২ টাকা আসবে আশা করি। তার দীর্ঘ মেয়াদী আখ থেকে এক থুকে ৩ লাখ টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। একই এলাকার মিশ্র ফসল চাষি কৃষক মাইদুল ইসলাম বলেন ৩৬ শতাংশ জমিতে ৫ ফসলের চাষ করেছি এখান থেকে দের লাখ টাকার সবজী বিক্রি করা হয়েছে আল্লাহর রহমতে সবজীর আবাদ করে লাভবান হয়েছি।

কৃষক বকুল জানান ৩০ শতক জমিতে মিশ্র ফসল চাষ করে প্রতিবছর খেয়ে দেও ২ লাখ টাকা আয় করতে পেরে আমি ভালো চলতে, পারছি পাশাপাশি এঅঞ্চলের সবজী চাষিরা সবাই স্বালম্বী। কৃষক খাজা মিয়া জানান মিশ্র ফসলের চাষ করে আমাদের পাশাপাশি সবজী ব্যবসায়ীরাও স্বাবলম্বী হয়েছে। তবে যদি এখানকার কৃষি কর্মকর্তারা আমাদের সহযোগিতা করতেন তাহলে আমরা আরও স্বাবলম্বী হতে পারতাম। এখানে কৃষি কর্মকর্তারা মনের ভুলেও আসেনা যারফলে মাঝেমধ্যে মিশ্র ফসল নিয়ে বিপাকে পরতে হয়। বর্তমান সরকার কৃষিবান্দব সরকার কৃষকদের সবসময়ই সহযোগিতা করে থাকে কিন্ত আমরা তা পাচ্ছিনা । সরেজমিন ঘুরে কৃষকদের বরাত দিয়ে জানা গেছে চরাঞ্চলের খেটে খাওয়া কৃষকরা শুধু মিশ্র ফসলের চাষ করেই স্বালম্বী হয়েছে। তবে চরাঞ্চলের কৃষকদের কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কৃষকদের অভিযোগের বিষয়বস্ত হচ্ছে তারা কৃষকদের সঙ্গে দেখা করে কোন পড়ামর্শ প্রদান করে না। তারা শুধু উপজেলার আনাচেকাচে চায়ের দোকানে আড্ডা দিয়েই সরকারের বেতন তুলে খায় একারনে তাদের মাঠে দেখা যায়না। এমনটি জানান চর রাজিবপুর উপজেলা কৃষকরা,তারা আরও বলেন হাটবাজারের বীজ কিনতেও পুতারনা হচ্ছে কৃষকরা এসব দেখভাল কে করবে। এবিষয় নিয়ে কথা হয় চর রাজিবপুর উপজেলা কৃষি উদ্ভিদ কর্মকর্তা খায়রুল ইসলাম এর সাথে, তিনি বলেন রাজিবপুরে এবার প্রায় আড়াশো হেক্টর জমিতে সবজীর চাষ হয়েছে। আকাশ  অনুকুলে থাকায় সবজীর বাম্পার ফলনের পাশাপাশি দামেও পেয়েছে বেশি। এতে রাজিবপুরে সবজী চাষিরা লাভবান হয়েছে এছাড়াও সবসময় কৃষকদে পাশে থেকে সহযোগিতা দিয়ে যাচ্ছি।


আরও খবর

পোরশায় কৃষদের মাঝে রবি শস্য বীজ বিতরণ

মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩

গাংনীর ফুলকপি চাষীদের মাথায় হাত

সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩




শ্যামা পূজা আজ

প্রকাশিত:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা আজ। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামা পূজা বা কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

হিন্দু পুরাণ মতে, দেবী দুর্গারই একটি শক্তি কালী। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালীপূজার মাহাত্ম। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।

কালীপূজার দিন হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়িতে ও শ্মশানে সন্ধ্যা থেকেই প্রদীপ জ্বালানো হয়। এর মধ্য দিয়ে তারা স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদেরও স্মরণ করেন। এই আনুষ্ঠানিকতাকে বলা হয় দীপাবলি।

দুর্গাপূজার মতো কালীপূজাতেও গৃহে বা মণ্ডপে মৃন্মময়ী প্রতিমা নির্মাণ করে পূজা করা হয়। মন্দিরে বা গৃহে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী বা ধাতুপ্রতিমাতেও কালীপূজা করা হয়। মধ্যরাতে তান্ত্রিক পদ্ধতিতে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। তবে গৃহস্থ বাড়িতে সাধারণত অতান্ত্রিক ব্রাহ্মণ্যমতে আদ্যাশক্তি কালীর রূপে কালীর পূজা অনুষ্ঠিত হয়।

লোকবিশ্বাস অনুযায়ী- কালী শ্মশানের অধিষ্ঠাত্রী দেবী। এই কারণে বিভিন্ন অঞ্চলে শ্মশানে মহাধুমধামসহ শ্মশানকালী পূজা অনুষ্ঠিত হয়।


আরও খবর



মেহেরপুরে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের বিভিন্ন স্থানে অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে ইটভাটা। আর এতে প্রতিদিন গড়ে ৫০হাজার মন জ্বালানী কাঠ পোড়ানো হচ্ছে। ইটভাটার কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ দূষিত হচ্ছে । ছড়াচ্ছে বিভিন্ন রোগবালাই । এতে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে আবাদী জমি, উজাড় হচ্ছে গাছ পালা, ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি।

জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোন অভিযানও চোখে পড়েনি। ক্ষমতাশালী ও প্রভাবশালীদের ক্ষমতার দাপট ছাড়াও বিশেষ ব্যবস্থায় এসব ইটভাটা চলছে বলে মন্তব্য সচেতন মহলের। তবে প্রশাসন বলছে,অভিযান চালানো হবে। প্রাপ্ত তথ্যমতে জেলায় মোট ৮০টি ইটভাটা রয়েছে। যার একটিরও কোন অনুমোদন নেই। প্রভাবশালী রাজনীতিকরা প্রশাসনের অনুমতি না নিয়ে ক্ষমতার জোরে ইটভাটা তৈরী করছে। সচেতন মহলের অভিযোগ, যেখানে সেখানে ইটভাটা তৈরী হওয়ায় আবাদী জমিগুলো নষ্ট হচ্ছে। একটি ইটভাটা তৈরী করতে কমপক্ষে ৭/৮ একর জমির প্রয়োজন হয়।

অনেক সময় মাটির প্রয়োজন হলে এলাকার লোকজনের কাছ থেকে আবাদি জমির উপরের এক থেকে দেড়ফুট মাটি কেটে ইট তৈরী করে। এতে ফসলী জমির উর্বরা শক্তি নষ্ট হয়। শুধু তাই নয়, ইটভাটার নির্গত কালো ধোয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ও আবাদি জমির ফসল নষ্ট হচ্ছে। কোন ইটভাটায় অনুমতিপত্রের শর্তনুযায়ী কয়লা ব্যবহার করার কথা থাকলেও ব্যবহার করা হয় কাঠ। বিশেষ করে ফলজ ও বনজ বৃক্ষ ছাড়াও বাঁশের মোথা ব্যবহারের ফলে বাঁশঝাড় উজাড় হচ্ছে।

ইটপোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯ ও ২০০১ সনের ১৭ নং অনুচ্ছেদের ৪ ও ৫ ধারায় উল্লেখ রয়েছে যে, আবাদি জমিতে কোন ইটভাটা তৈরী করা যাবেনা। এছাড়াও কাঠ পোড়ানো যাবেনা। অথচ সকল ইটভাটায় কয়লার বদলে কাঠ ব্যবহার করা হচ্ছে। মাঝে মধ্যে প্রশাসনের লোকজন জরিমানা আদায় করলেও ইটভাটা বন্ধ করেনা। ফলে প্রভাবশালীরা প্রতি বছর নতুন নতুন ইটভাটা তৈরী করছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজা জানান, ইটভাটায় নির্গত কালো ধোয়ায় মানুষের শ্বাসকষ্ট, হাপানি, ক্যান্সারসহ নানা রোগের সৃষ্টি হয়। তাছাড়া অতিরিক্ত কার্বণ-ডাই অক্সাইডের কারণে ফসল ও এলাকার পরিবেশ নষ্ট হয়। অনতি বিলম্বে পরিবেশ রক্ষায় প্রশাসনিক পদক্ষেপ জরুরী।

একটি সুত্র জানায়, এদিকে মাস দুয়েক আগে ইটভাটা চালু হলেও অদ্যাবদি প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ভোক্তা অধিকার কোন অভিযান পরিচালনা করেন নি। প্রতি বছরই ইটভাটা মালিকদের কাছ থেকে মোট অংকের টাকা উত্তোলন করেন মালিক সমিতি। এ টাকা দিয়েই সব দপ্তরকে ম্যানেজ করতে হয়। এদিকে ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক জানান, জেলা প্রশাসকের দপ্তরে আবেদন জানানো হয়েছে কিন্তু অনুমোদন মেলেনি। সব জায়গাতে কথা বলে ম্যানেজ করেই ইটভাটা চালানো হয়। কাকে কিভাবে ম্যানেজ করেন তা জানাতে অপারগতা প্রকাশ করেছেন তিনি। ক্রেতারা জানান, গেল বছর এক নম্বর ইটের দাম ছিল প্রতি হাজার ১৪ হাজার টাকা।

বর্তমানে দাম বেড়ে দাড়িয়েছে ১৮ হাজার টাকা। অভিযানের পরপরই দাম বেড়ে গেছে। আবার ইটের পরিমাপ সঠিক নয়। এক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উদাসিন। কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আতাউর রহমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান। অবৈধ ইটভাটা পরিচালনা কাঠ পোড়ানোর ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, ইটভাটা সংশ্লিষ্ট কয়েকটি দপ্তর জড়িত। সবাইকে নিয়ে সমন্বিতভাবে অভিযান চালানো হবে।


আরও খবর



নির্বাচনে ব্যস্ত সাকিব খোঁজ রেখেছেন জাতীয় দলেরও

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বিশ্বকাপও শেষ করতে পারেননি ঠিকঠাক। আঙ্গুলের চোটে পড়ে এক ম্যাচ আগেই দেশে ফিরতে হয় সাকিব আল হাসানকে। এরপর জানতে পারেন, চোটের কারণে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এর ফাঁকে সাকিব নাম লিখিয়েছেন রাজনীতিতে।

ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন মাগুরা-১ আসনে। নির্বাচনের আগে হাতে আছে মাত্র এক মাস। তাই ব্যস্ত হয়ে পড়েছেন সাকিব। তবে ভোটের মাঠে ব্যস্ত হয়ে পড়লেও ঠিকই খোঁজ রেখেছেন জাতীয় দলের।

আগামীকাল মঙ্গলবার থেকে সিলেটে শুরু বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট। এই সিরিজে সাকিবের পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিবকে মিস করা নিয়ে শান্ত বলেন, ‘হ্যাঁ সাকিব ভাইকে আমরা অবশ্যই মিস করবো। প্রত্যেকটা খেলোয়াড়ই মিস করবে।’

তবে সাকিব এত ব্যস্ততার মাঝেও খোঁজ নিয়েছেন জাতীয় দলের, নতুন অধিনায়ককে জানিয়েছেন শুভ কামনা। এ নিয়ে শান্ত বলেন, ‘দলের ব্যাপারে উনি (সাকিব) গতকালকে ফোন করেছিলেন রাতে। তার সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন। সব খেলোয়াড়দের শুভকামনা জানিয়েছেন ভালো করার। বলেছেন, আমরা যেই জিনিসটা পারি ওই জিনিসটাই যেন করি। এই তোৃএরকমই কথা হয়েছে।’

এই সিরিজে শুধু সাকিব নন, দলের অন্যতম দুই ব্যাটার তামিম ইকবাল ও লিটন দাস খেলছেন না। পেসার তাসকিন আহমেদ আর এবাদত হোসেনও নেই দলে।


আরও খবর



সুন্দরগঞ্জে যুবলীগ নেতাকে হত্যা,প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ   গাইবান্ধার সুন্দরগঞ্জে আবারও রাজনৈতিক উত্তাল তরঙ্গ,যুবলীগ নেতার রক্তে রাজপথ রঞ্জিত হলো।বেগবান হলো আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মিগন বিরোধী দলের ৩য় দফা অবরোধ কর্মসুচী চলাকালে  গতকাল রবিবার দিবাগত রাত ১০টার দিকে দূবৃত্ত্বরা সোনারায় ইউনিয়নের যুব লীগ সভাপতি জাহেদুল ইসলামকে বাড়িহতে ডেকে নিয়ে বামনডাঙ্গা--সুন্দরগঞ্জ রাস্তার সাকামারা ব্রীজ সংলগ্ন স্হানে দূর্বৃত্তরা ধারাঁলো অস্ত্রোদিয়ে হাত-পায়ের রগকেটে হত্যার চেস্টা করে।পথচারিদের আনাগোনায় দূর্বৃত্তরা পালিয়ে গেলে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভত্তিকরে চিকিৎসা চলাকালে সে মৃত্যু বরণ করে।

এঘটনায় সোমবার সকালেই উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা জাহেদুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মিছিল-মিটিং অব্যাহত রেখেছে।এবং অবিলম্বে খুঁনিদের গ্রেফারের প্রতিবাদ জানান,এসময় উপজেলা আওয়ামি লীগের সভাপতি  মিসেস আফরুজা বারী ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম লেবু উপস্হিত ছিলেন।

সুন্দরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন,এবং দূর্বৃত্তদের সনাক্তকরে গ্রেফতারের চেস্টা অব্যাহত রেখেছেন বলে জানান।। 

আরও খবর



"আরে ব্যাটা তোর যদি সাহস থাকে ফিরে আয়"

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘তারেক রহমান পালিয়ে থাকে লন্ডনে। তার বিরুদ্ধে এফবিআই এসে সাক্ষ্য দিয়ে যায়। লন্ডনে বসে সে এখানে আগুন জ্বালাতে বলে। আরে ব্যাটা তোর যদি সাহস থাকে, বাংলাদেশে ফিরে আয়। আমরা তোকে একটু দেখি।

রোববার (১২ নভেম্বর) বিকেলে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘এ দলটির নেতা কোথায়? এতিমের অর্থ আত্মসাৎ করে খালেদা জিয়া জেলে। আমি দয়া করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছি। এটা করেছি আমার ক্ষমতাবলে। আর তার ছেলে তারেক জিয়া ২০০৭ সালে রাজনীতি করবে না- এই মুচলেকা দিয়ে লন্ডন গিয়ে বসে আছে। ও এত টাকা কোথায় পায়? জনগণের টাকা আত্মসাৎ করেছে। ও অস্ত্র চোরাকারবারির সঙ্গে জড়িত, মানিলন্ডারিংয়ের সাথে জড়িত।

সরকারপ্রধান বলেন, ‘বাংলাদেশে একসময় দুর্ভিক্ষ লেগে থাকত। ভোটের ও ভাতের অধিকার ছিল না। মিলিটারি ডিক্টেটররা দেশে এগুলো করেছে। আমরা আন্দোলন করে ভোটের ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছি। এখন দেশে ভাতের সংকট নেই। তরকারি ও শাকসবজি এখন ভরপুর। আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের শিক্ষার্থীদের এখন টাকা দিয়ে বই কিনতে হয় না। আমরা উপবৃত্তির ব্যবস্থা করেছি। প্রায় আড়াই কোটি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির আওতায় এনেছি। আমরা জানি খালেদা জিয়া ও তার দলের লোকেরা চায় না- দেশের মানুষ শিক্ষিত হোক।

শেখ হাসিনা আরও বলেন, ‘বিএনপির সামনে এসে আন্দোলন করার সাহস নেই। তারা এখন গলিপথ থেকে বেরিয়ে এসে চোরাগুপ্তা হামলা করে অবরোধ পালন করছে। তারা প্রকাশ্যে পুলিশকে পিটিয়ে মেরেছে। প্রধান বিচারপতির বাসায় হামলা করেছে। তাদের হাত থেকে অন্তঃসত্ত্বা নারীরাও মুক্তি পাচ্ছে না।

এর আগে, দুপুর সাড়ে ১২টায় ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেল ৩টার দিকে মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জনসভায় যোগ দেন তিনি।


আরও খবর