Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

ককটেল হামলাকারীরা ছিল হেলমেট পরা : আফরোজা আব্বাস #ktvbangla #ktv

প্রকাশিত:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৯২জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক:বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় সরকারদলীয় লোকজন দায়ী বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। দুপুরে রাজধানীর শাহজাহানপুরের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয়তাবাদী মহিলা দলের এই সভানেত্রী।

আফরোজা আব্বাস বলেন, দারোয়ান দেখেছে মোটরসাইকেলে ২ জন কালো পোশাক পরে এসেছিল। তারা হেলমেট পরাও ছিল। টহলে থাকা পুলিশ তাদের না ধরে পালিয়ে যেতে সহযোগিতা করেছে।

আফরোজা আব্বাস আরও বলেন, শুধু বলে এসব করে ছাত্রদল-যুবদল। নিজেরা তাণ্ডব চালিয়ে দায় চাপায় বিরোধীদলের ওপর। পুলিশ প্রশ্রয় না দিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা এসব করতে পারত না। সরকারদলীয় সন্ত্রাসীরা প্রশাসনের সহযোগিতায় এসব ঘটাচ্ছে।

তিনি বলেন, সকাল ৮ থেকে সোয়া আটটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। থানায় ফোন দেয়ার পর পুলিশ এসে অবিস্ফোরিত একটি ককটেল নিয়ে যায়।

আফরোজা আব্বাস অভিযোগ করেন, প্রতিকার চাইলে উল্টো মামলার ঝুঁকি আছে। মির্জা আব্বাস জেলে, তবুও হেলমাটবাহিনী এসব ঘটাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।


আরও খবর



যশোর ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস করেছে, ৭ কলেজে ফেল

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১১০জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান শার্শা,যশোর প্রতিনিধি:শোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। একই সাথে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ এই তথ্য জানিয়েছেন।

গতবছর (২০২২ সালের পরীক্ষা) শতভাগ পাস করেছিল ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ২০২১ সালে এই সংখ্যা ছিল ১১৬ এবং ২০২০ সালে এই সংখ্যা ছিল ৫৭৫। আর ২০২২ সালে ৬টি প্রতিষ্ঠান শূন্যভাগ পাসের হারের রেকর্ড গড়লে তার আগের দু’বছরে শূন্যভাগ পাসের হারের লজ্জাজনক রেকর্ড ছিল না কোনো প্রতিষ্ঠানের।

এ বছর এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে শতভাগ পাসের হারের রেকর্ড গড়েছে, খুলনার খুলনা পাবলিক কলেজ (৩১৭ জনের সবাই পাস), যশোরের অভয়নগর উপজেলার ভবদহ মহাবিদ্যালয় (১২২ শিক্ষার্থী), ঝিনাইদহ ক্যাডেট কলেজ (৪৬ শিক্ষার্থী), খুলনার ফুলতলা জামিরা বাজার আসমতিয়া কলেজিয়েট স্কুল (১১৭ শিক্ষার্থী), যশোরের কেশবপুরের সাউথ বেঙ্গল কলেজ (২ জন শিক্ষার্থী), খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুল (৮৩ শিক্ষার্থী), খুলনার সোনাডাঙ্গার ইসলামাবাদ কলেজিয়েট স্কুল (৫৭ শিক্ষার্থী), বাগেরহাটের ফকিরহাটের লাখপুর আলহাজ আম্বিয়া ইসহাক কলেজিয়েট স্কুল (৭৯ শিক্ষার্থী), খুলনার খালিশপুরের নেভি অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ (৪২ শিক্ষার্থী) ও খুলনা নিউজপ্রিন্ট মিলস্ স্কুল অ্যান্ড কলেজ (২ জন শিক্ষার্থী)।

অপরদিকে, এবার যশোর বোর্ডের শতভাগ শূন্য পাসের শিক্ষা প্রতিষ্ঠান ৭টি হলো, কুষ্টিয়ার মিরপুরের কেএম আইডিয়াল কলেজ (একজন পরীক্ষার্থী), খুলনার তেরখাদার শাপলা কলেজ (একজন পরীক্ষার্থী), সাতক্ষীরা সদরের ইসলামিয়া মহিলা কলেজ (৩ জন পরীক্ষার্থী), মাগুরা সদরের দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী কলেজ (১০ জন পরীক্ষার্থী), নড়াইল সদর উপজেলার গোবরা মহিলা কলেজ (দু’জন পরীক্ষার্থী), সাতক্ষীরা সদরের সাতক্ষীরা কমার্স কলেজ (দু’জন পরীক্ষার্থী) ও গোবরদাড়ি জোরদিয়া স্কুল অ্যান্ড কলেজ (দু’জন পরীক্ষার্থী)।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৫৭৬টি কলেজের মধ্যে এবার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। একই সাথে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি।

তিনি আরও জানান, ফলাফলের জন্য শূন্যভাগ পাসের প্রতিষ্ঠানকে সর্তক ও শো’কজ নোটিশ পাঠানো হবে। একই সাথে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩




সব দলকে নির্বাচনে আসতে বললেন শেখ হাসিনা

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপিসহ দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, অপরাধ সংঘটনের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে বিএনপির আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা উচিত।

শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে দলের ঢাকা জেলা কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভার সূচনা বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নির্বাচনের দরজা সবার জন্য উন্মুক্ত। নির্বাচন করতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে হবে।

বিএনপি-জামায়াতের সহিংসতা ও গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে মানুষ হত্যা ও জানমালের ক্ষতিসাধন প্রসঙ্গে তিনি বলেন, তাদের (বিএনপি-জামায়াত) উচিত অপরাধের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া এবং তারপরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করা।

জনগণের উদ্দেশে শেখ হাসিনা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং তাদের পছন্দের সরকার গঠনের জন্যই এ নির্বাচন। ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ স্লোগান দিয়ে আপনারা (নির্বাচনে) ভোট দিন।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা অগ্নিসংযোগ ও সহিংসতায় ভয় না পেয়ে নিয়ম মেনে যথাসময়ে নির্বাচনের তপশিল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। এ সময় তিনি নির্বাচন যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় সেজন্য দেশবাসীর সহযোগিতা কামনা করেন।


আরও খবর



গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের কাব স্কাউট পোশাক,শিক্ষা উপকরণ ও টিফিন বক্স বিতরণ

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image

গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে মাঝে কাব স্কাউট পোশাক,শিক্ষা উপকরণ ও টিফিন বক্স বিতরণ হয়েছে। রোববার দুপুর ২টার দিকে উপজেলার ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ইউনিট লিডার জয়দুল ইসলাম এর নিজস্ব অর্থায়নে স্কাউট সামগ্রীপ্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস,রাজশাহী অঞ্চলের লিডার ট্রেনার প্রতিনিধি সালেহ আহম্মদ (এলটি)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস গোদাগাড়ী উপজেলার স্কাউট সম্পাদক আনোয়ারুল ইসলাম (দুলাল)। উপকরণ বিতরণ শেষে ফলজ ও বনজ চারা গাছ লাগানো হয়। ওই বিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থীকে স্কাউট পোশাক,শিক্ষা উপকরণ ও টিফিন বক্স ও গাছের চারা দেয়া হয়। এ সময় বক্তারা বলেন,এভাবে সমাজের প্রতিটি মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসলে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।ঝরে পড়া রোধ এবং তাদের বিদ্যালয়মুখী করে প্রাথমিক শিক্ষার কাংখিত লক্ষ্য অর্জন ও কাবিং কার্যক্রমের মাধ্যমে তাদের মধ্যে পরোপকারী মনোভাব গড়ে উঠবে। তবে ই তারা সমাজের ও দেশের আলোকিত অংশ হয়ে উঠবে।


আরও খবর



নবীনগর শিবপুর পুলিশ ক্যাম্পে ৭ কেজি গাঁজাসহ তিনি মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৯৮জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আক্কাস আলী রুবেল এর নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তা ৭ কেজি গাঁজা সহ  ৩  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার(১৫ ই নভেম্বর ) সন্ধ্যায় ৬:২০মিনিটের দিকে বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের পশ্চিম পাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার উভয়ই হাতুরা বাড়ির (১)মোঃ পারভেজ-৩০, পিতা-মৃত কালু মিয়া,(২)মোঃ শামীম-৩৪, পিতা-শহিদুল ইসলাম।

শিবপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আক্কাস আলী রুবেল জানান, গোপন সংবাদ ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া আসামীদেরকে ৭ কেজি গাঁজা সহ এই ৩ মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়েছে। 

নবীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ  মাহাবুব আলম জানান,উপরোক্ত আসামীগনের বিরুদ্বে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযান অব্যাহত আছে। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্র চাইলেও একতরফা সিদ্ধান্ত দিতে পারবে না: কাদের

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৪৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেও একতরফাভাবে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র চাইলেও একতরফা সিদ্ধান্ত দিতে পারবে না। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের যে বন্ধুরা আছে, তারা কিন্তু বাংলাদেশের ব্যাপারে একতরফা কোনো সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে একমত নয়।

বিএনপির ঢাকা অবরোধ প্রসঙ্গে তিনি বলেন, গতকাল পর্যন্ত পায় ৬০০ যানবাহন পোড়ানো হয়েছে। দশটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে। বিএনপির আন্দোলন-অগ্নিসন্ত্রাসে পুলিশবাহিনীর সদস্য, পরিবহন শ্রমিক, রাজনৈতিক কর্মীসহ কয়েকজন মারা যাওয়ার পাশাপাশি ২৫০ জন মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সিরাজগঞ্জে মুরগির বাচ্চা বহনকারী একটি কার্ভাডভ্যান পোড়ানো হয়েছে। এতে সাত হাজার মুরগির বাচ্চা পুড়ে গেছে। এখন মুরগির বাচ্চাও তাদের (বিএনপি) শত্রু। মুরগির বাচ্চাও তাদের টার্গেট। নাশকতা, গুপ্ত হামলার আজকের যে ভয়াবহ চিত্র, সেটা নতুন নতুন রেকর্ড স্থাপন করছে তারা।

ওবায়দুর কাদের বলেন, এরা যখন মুরগির বাচ্চাকেও টার্গেট করেছে, এদের গুপ্ত হামলার টার্গেট আরো বিস্তৃত হতে পারে। আরও ভয়াবহ রূপ নিতে পারে। নির্বাচন বানচালের জন্য এরা মরিয়া হয়ে উঠছে।

জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আমরা আলোচনার সুবিধার্থে বৈঠক করেছি। এরকম বৈঠকে দলীয় নেতাকর্মীদেরও অনেক আগ্রহ থাকে। এজন্যই আমরা গোপন করার চেষ্টা করেছি। তবে আপনারা সাংবাদিকেরা তো জানতে পারছেন। গতকালের আলোচনা রাজনৈতিক আলোচনায় সীমাবদ্ধ ছিলো।

ওবায়দুল কাদের বলেন, আমরা যে সকল রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা আমাদের সহযোগিতা, সম্পর্ক আরও জোড়দার করার তাগিদ অনুভব করছি। যে কারণে ১৪ দলের সাথে বৈঠক হয়েছে। জাতীয় পার্টির সাথে বসেছি। মূল বিষয় ছিলো নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য ঐক্যবদ্ধভাবে গুপ্ত হামলা, গুপ্ত হত্যা প্রতিহত করবো ভোটারদের নিয়ে।

তিনি বলেন, আমরা নির্বাচনমুখী অংশগ্রহণকারী দল, এদের মধ্যে সমন্বয় থাকা দরকার, ঐক্য থাকা দরকার। নির্বাচনকে পিসফুল, ফ্রি ফেয়ার করার অঙ্গীকার আমাদের রয়েছে। এখানে লুকোচুরির কোন ব্যাপার নেই। আমরা রাজনীতি করি, রাজনৈতিক আলোচনায় আমাদের হয়েছে।


আরও খবর