Logo
আজঃ সোমবার ০৫ জুন ২০২৩
শিরোনাম

জায়েদার জয়, অঘোষিত ‘মেয়র’ জাহাঙ্গীর

প্রকাশিত:শুক্রবার ২৬ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:নগরজুড়ে কোথাও জায়গা হয়নি জায়েদা খাতুনের পোস্টারের। কিছু কিছু লাগানো হলেও পরবর্তীতে তা ছিঁড়ে ফেলেছে প্রতিপক্ষরা। হুমকি ধামকিতে অনেক কেন্দ্রে এজেন্ট দেওয়া সম্ভব হয়নি। সম্মুখ প্রচারও করতে পারেনি অনেক সমর্থক। প্রার্থী নিজেও যেতে পারেনি সব জায়গায়। তবে ভোটারদের মধ্যে এ নারীর জন্য সহানুভূতি তৈরী হয়েছিল, তারা তাদের হৃদয়ের কোণে তাকে জায়গা করে নিয়েছিলেন। আর সুযোগের ব্যবহার করেন ভোটকক্ষে। যা ছিল অনেকটা বোবা ভোট। সাড়া নেই শব্দ নেই, অথচ দিনশেষে তিনিই জয়ী।

গাজীপুরে এমন নিরব ভোটে ভোটাররা জায়েদা খাতুনকে নগর মাতার চেয়ারের দায়িত্ব দিয়েছেন। এর মধ্য দিয়ে গাজীপুরবাসী এক নতুন নির্বাচন দেখলো। স্থানীয়রা বলছেন, ভোটারদের জয় হয়েছে গাজীপুরে।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নতুন করে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছেন আওয়ামী লীগ থেকে বহিস্কৃত মেয়র জাহাঙ্গীর আলম। নিজে প্রার্থী হতে না পেরে তার মাকে স্বতন্ত্র প্রার্থী করে নির্বাচনের মাঠে আনেন। নিজে মাকে গাড়িতে নিয়ে নগরবাসীর কাছে ভোটের আবেদনে নামেন। প্রতিপক্ষের নানা হুমকির পরেও নির্বাচনী মাঠ না ছাড়ার ঘোষণা দেন। প্রচারণার সময় চারবার হামলাও হয় তার উপর। বেশ কয়েকজন কর্মীও আহত হন। নানা কারণে জায়েদা ও তার ছেলে জাহাঙ্গীরের উপর সাধারণ ভোটারদের সহানুভুতি তৈরী হয়। আর এর ফলেই জয় এসেছে বলে মনে করছেন নগরবাসী

নির্বাচনে টেবিলঘড়ি প্রতীকে জায়েদা খাতুন লড়লেও পেছন থেকে কাজ করেন ছেলে জাহাঙ্গীর। সব সময়ই মায়ের হয়ে কথা বলেন তিনি। মায়ের জয়কে নিজের জয়ই মনে করছেন তিনি। এক কথায় গাজীপুরে অঘোষিত ‘মেয়র’ জাহাঙ্গীর।

নির্বাচনে মায়ের জয়ের পর জাহাঙ্গীর বলেন, ‘আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গাজীপুর সিটি করপোরেশনকে একটি পরিকল্পিত নগরে পরিণত করব। মহান সৃষ্টিকর্তা আমার মায়ের পাশে ছিলেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

তিনি বলেন, ‘এখানে নৌকার জয় হয়েছে, পরাজয় হয়েছে ব্যক্তির।’ এ সময় মাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

নির্বাচনে টেবিলঘড়ি প্রতীকে জায়েদা খাতুন পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান নৌকা প্রতীকে পেয়েছেন দুই লাখ ২২ হাজার ৭৩৭ ভোট। ১৬ হাজার ১৯৭ ভোটে আজমত উল্লাকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন জায়েদা খাতুন।

বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে জেলা পরিষদ ভবনের বঙ্গতাজ অডিটোরিয়ামে জায়েদা খাতুনকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।


আরও খবর



করোনায় আক্রান্ত মির্জা ফখরুল

প্রকাশিত:মঙ্গলবার ২৩ মে 20২৩ | হালনাগাদ:শনিবার ০৩ জুন ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সকাল ১০টায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন তিনি।

এদিন সাড়ে ১১টার দিকে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপি মহাসচিব গতকাল সোমবার দুপুর থেকে অসুস্থবোধ করছিলেন।

এর আগেও একাধিকবার করোনায় আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল।


আরও খবর



গ্যাস থাকবে না যেসব এলাকায় আজ

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৩২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:পাইপলাইনের জরুরি কাজের জন্য আজ শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর মগবাজার, মালিবাগসহ আশপাশের অনেক এলাকায়। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণকাজের জন্য শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট আট ঘণ্টা মগবাজার, মৌচাক ও মালিবাগ রেলগেট পর্যন্ত রেললাইনের উত্তর পাশে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিএন্ডটি কলোনি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।


আরও খবর



প্রকাশিত হলো পার্থ প্রতীম রয়ের নতুন গান শুধু তোমাকেই

প্রকাশিত:রবিবার ০৭ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক : সি. এফ. জামানের পরিচালনায় রিয়াজুল রিজু / সি. এফ. জামানের পরিচালনায় পার্থ প্রতীম রয়ের নতুন গান / লেজার ভিশনের ব্যানারে পার্থ প্রতীম রয়ের নতুন মিউজিক ভিডিও, রবিবার (৭ই মে) বিকালে লেজার ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রতিশ্রুতিশীল শিল্পী পার্থ প্রতিম রয়ের কথা, সুর ও গায়কীতে 'শুধু তোমাকেই' শিরোনামের এই মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে। এটি নির্মাণ করেছেন বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক সি. বি. জামানের একমাত্র সন্তান সি. এফ. জামান।

এ বিষয়ে সি. এফ. জামানের সাথে কথা বলে জানা যায় শুরু থেকেই তিনি বাবার মতো পরিচালক হতে চেয়েছেন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ব্র্যান্ড মার্কেটার হিসেবে ক্যারিয়ার গড়লেও অডিও ভিজ্যুয়ালের প্রতি টান সব সময়ই ছিলো। সেই টান থেকেই ২০১৫ সালে উপমহাদেশের সর্ব কনিষ্ঠ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজুর বাপজানের বায়স্কোপ এর ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করেন তিনি। সে সময় থেকেই তিনি রিয়াজুল রিজু কে নিজের গুরু মানেন ও তার পরবর্তী সব কাজের সাথেই তিনি যুক্ত ছিলেন।

মিউজিক ভিডিও নির্মাণ প্রসংঙ্গে সি. এফ. জামান বলেন, 'পার্থ প্রতীম রয় আমার ছোট বেলার বন্ধু, পরিচালক হিসেবে বড় কোন কাজ হাতে নেওয়ার আগে তাই বন্ধুর গান নিয়েই একটি মিউজিক ভিডিও বানালাম নিজের সক্ষমতা প্রকাশ করতে। গুরু রিয়াজুল রিজুকে এই মিউজিক ভিডিওর মূল চরিত্রে নিয়েছি এক প্রকার ট্রিবিউট হিসেবে।'

সেইসাথে নিজের পরবর্তী কাজগুলোতেও নিজের গুরুকে কোন না কোনভাবে যুক্ত করার প্রত্যয় জানিয়েছেন রিয়াজুল রিজুর এই শিষ্য। এছাড়াও 'প্ল্যানার' নামের একটি সাইকোলজিক্যাল থ্রিলার চলচ্চিত্রে তিনি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন, একই পদে ইতিমধ্যেই কাজ করেছেন এনএসডিএ'র বিজ্ঞাপন ও ওয়াসার ওয়াটার এটিএম প্রজেক্টের বিজ্ঞাপনসহ আরো বেশ কিছু কর্পোরেট ডকুমেন্টারির। সামনে ঈদে একক পরিচালক হিসেবে বেশ কয়েকটি নাটক বানানোর পরিকল্পনাও আছে তার। ব্যাটে বলে মিললে সিনেমা বা ওয়েব সিরিজও শুরু করতে পারেন বলেও জানালেন তিনি।

তার পিতা সি বি জামান হার্ট অ্যাটাক করে বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে এই মিউজিক ভিডিওর প্রচারণায় তিনি সময় ব্যয় করতে পারছেন না। তার বিশ্বাস কনটেন্ট ভালো হলে নিজে থেকেই মানুষের মনে ধরবে আর খারাপ হলে তিনি পরবর্তী কাজগুলোতে নিজের ভুলগুলো শোধরাবার চেষ্টা করবেন। তিনি সবার কাছে নিজের বাবার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

শুধু তোমাকেই মিউজিক ভিডিওর লিংক-
https://www.youtube.com/watch?v=z9_S0XA-ySk


আরও খবর

ঢাকা মাতাবেন অনুপম রায়

শনিবার ০৩ জুন ২০২৩




জামিন পেলেন নোবেল

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৩ জুন ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

আদালত প্রতিবেদক:প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় একদিনের রিমান্ড শেষে জামিন পেয়েছেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন।

এদিন দুপুর ১২টায় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক হুমায়ুন কবির আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে নোবেলের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামির জামিন মঞ্জুর করেন।

গত ২০ মে আদালত জামিন নামঞ্জুর করে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন

প্রতারণার অভিযোগে গত ১৬ মে রাজধানীর মতিঝিল থানায় শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রথম পুনর্মিলনী আয়োজন করা হয়। এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে নোবেল তাদের রাজধানীর থানাধীন হিরাঝিল হোটেলের দ্বিতীয় তলায় যেতে বলেন। গত ২৫ মার্চ মামলার বাদী সাফায়েত ইসলাম ও তার বন্ধু হাবিবুর রহমান দুজন সেখানে যান এবং অনুষ্ঠানে গান গাওয়ার বিষয়ে আলোচনা হয়।

আলোচনার পর গান গাওয়ার জন্য মোট এক লাখ ৭৫ হাজার টাকা ঠিক করা হয়। তখন নোবেলকে নগদ ১৫ হাজার টাকা দেওয়া হয়। এ সময় নোবেল অনুষ্ঠানের আগে অবশিষ্ট টাকা পরিশোধ করতে হবে বলে জানান এবং তার ব্যাংক অ্যাকাউন্ট দেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৩০ মার্চ সিটি ব্যাংক এটিএম বুথ শরীয়তপুর শাখা থেকে ৪৭ হাজার টাকা পাঠানো হয়। এরপর গত ১৪ এপ্রিল একই শাখা থেকে এক লাখ ১০ হাজার টাকা নোবেলের অ্যাকাউন্টে পাঠানো হয়। অনুষ্ঠান উপলক্ষে তাকে মোট এক লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। ব্যাংক থেকে টাকা তুলে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। তবে নোবেল অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেন।


আরও খবর



ছুটির দিনেও ঢাকার অবস্থান দ্বিতীয়

প্রকাশিত:শুক্রবার ১২ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শুক্রবার ছুটির দিনেও ঢাকার অবস্থান দ্বিতীয়। এদিন সকাল ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯৪ নিয়ে রাজধানীর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হয়ে পড়েছে।

একইসময়ে ২৫০ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৮৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপালৈর কাঠমান্ডু। ১৭২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি আর ১৬৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ।

এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৬২, ১৫৯ ও ১৩৮ স্কোর নিয়ে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সাথানে রয়েছে চীনেরই তিনটি শহর যথাক্রমে শাংহাই, বেইজিং ও ইউহান। ১৩২ স্কোর নিয়ে নবম স্থানে ভারতের মুম্বাই। ১২৩ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে কাজাখস্তানের আস্তানা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে 'খুব অস্বাস্থ্যকর' এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে 'ঝুঁকিপূর্ণ' বলে বিবেচিত হয়।


আরও খবর