জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল নিয়ে অবাক করা তথ্য দিলেন জনাব নুরুল হক নূর I #ktv #ktvbangla
জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল নিয়ে তথ্য দিলেন নূর #ktv #ktvbangla
সরকার কোনো ধরনের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন নয়: ওবায়দুল কাদের
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজ
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া-৫ মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামীলীগ মনোনীত জননেতা বাদল ভাইসহ ১০ জন

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:আসছে আগামী ৭ জানুয়ারি রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ বৃহস্পতিবার সারাদিন ফরম জমা দেয়ার শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী জননেতা ফয়জুর রহমান বাদল ভাইসহ মোট ১০ জন মনোনয়নপত্র জমা দেন। মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল ১২ টি এর মধ্যে জমা পরেছে ১০ টি।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তানভীর ফরহাদ শামীম।তিনি জানান, এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া-৫ ( নবীনগর ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে দলীয় প্রার্থী ফয়জুর রহমান বাদল, মোবারক হোসেন দুলু (জাতীয় পার্টি), মোহাম্মদ আক্তার হোসেন সাঈদ (জাসদ), মেহেদী হাসান (ইসলামী ঐক্যজোট), মোঃ জামাল সরকার (সুপ্রিম পার্টি), মোঃ একেএম মমিনূল হক সাঈদ (স্বতন্ত্র), মোস্তাক (স্বতন্ত্র), মো.জামসেদ মিয়া(জাকের পার্টি), ব্যারিষ্টার নজরুল ইসলাম নবী( স্বতন্ত্র) ও সৈয়দ জাফরুল কুদ্দুছ(তরিকত ফেডারেশন)।
-খবর প্রতিদিন/ সি.ব
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ৯
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
কলারোয়া কৃষি অফিস ঘুরে গেলেন নেদারল্যান্ডস রিসোর্স সেন্টারের প্রতিনিধি তাজিন বৌম
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
চুরি করে এলাকা ছাড়া, ফিরে এসে হলেন সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ৯
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
কলারোয়া কৃষি অফিস ঘুরে গেলেন নেদারল্যান্ডস রিসোর্স সেন্টারের প্রতিনিধি তাজিন বৌম
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
ভোলায় ঘূর্ণিঝড় মিধিলি’র তান্ডব ॥ ব্যাপক ক্ষয়ক্ষতি ॥ বিধ্বস্ত প্রায় ৫ শতাধিক ঘরবাড়ী ॥ নিখোঁজ-১

শরীফ হোসাইন ভোলা বিশেষ প্রতিনিধি:উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি তান্ডব চালিয়েছে ভোলায়। প্রবল বৃষ্টি আর বাতাসের গতিবেগ নিয়ে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তান্ডব চালিয়েছে পুরো জেলায়। এতে জেলা শহরসহ ৭ উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা ভেঙ্গে পড়েছে। গাছপালা ভেঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। বিধ্বস্ত হয়েছে অন্তত ৫ শতাধিক ঘরবাড়ী। মিধিলি’র তান্ডবে তজুমদ্দিন ও মনপুরায় ২টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ১ জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দুপরের দিকে লক্ষ্মীপুরের মঝুচৌধুরীর ঘাটে যাওয়ার সময় কলমি লতা নামের একটি ফেরীর তলা ফেটে যাওয়ার ঘটনা ঘটে। তবে কোন হতাহত কিংবা ক্ষয়-ক্ষতি হয়নি। জানা গেছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি তান্ডব চালিয়েছে ভোলায়। প্রবল বৃষ্টি আর বাতাসের গতিবেগ নিয়ে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তান্ডব চালিয়েছে পুরো জেলায়। এতে জেলা শহরসহ ৭ উপজেলার বিভিন্ন এলাকায় অসংখ্য গাছপালা ভেঙ্গে পড়েছে। গাছপালা ভেঙ্গে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। বিধ্বস্ত হয়েছে অন্তত ৫ শতাধিক ঘরবাড়ী। মিধিলি’র তান্ডবে তজুমদ্দিন ও মনপুরায় ২টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ১ জেলে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গাছপালা উপড়ে পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় পুরো জেলা অন্ধকারে নিমজ্জিত হয়েছে। এ ছাড়াও গত ২৪ ঘন্টার ২৪৮.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতি বৃষ্টিপাতের কারণে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
আরো জানা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় ৪-৫ ফুট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মেঘনা ও তেঁতুলিয়া নদীর মাছ ধরার অধিকাংশ ট্রলারসমূহ নিরাপদ আশ্রয়ে থাকলেও তজুমদ্দিন উপজেলার ৪ জেলে মলংচড়া সিডার চর থেকে মির্জাকালু ঘাটে আসার সময় সফিক মাঝির ট্রলার দূর্ঘটনার কবলে পড়ে। তীরের উদ্দেশ্যে আসার সময় মাঝ নদীতে পৌছলে ডেউয়ের ধাক্কায় নৌকাটি উল্টে যায়। পাশে মাছ ধরারত অন্য জেলেরা ৩ জেলেকে উদ্ধার করলেও বাদশা মিয়া (৫০) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। তার বাড়ি বড় মলংচড়া ইউনিয়নের বলে জানিয়েছে উদ্ধার হওয়া সফিক মাঝি। এছাড়া মনপুরায় একটি ট্রলার ডুবের ঘটনা ঘটে। এতে ওই ট্রলারে থাকা ৩ জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম।
প্রায় অর্ধশতাধিক ঘেরের ও পুকুরের মাছ ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া মৌসূমি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। অন্যদিকে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে ইটভাটা গুলোতে। তাদের প্রস্তুতকৃত কাঁচা ইট বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। এতে তাদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড়ের কবলে পড়ে দুপরের দিকে লক্ষ্মীপুরের মঝুচৌধুরীর ঘাটে যাওয়ার সময় কলমি লতা নামের একটি ফেরীর তলা ফেটে যাওয়ার ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে খবর পেয়ে ইউএনও’র নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে ফেরী থেকে পানি অপসারণ করে বিদপ মুক্ত করা হয় এবং পূনরায় ভোলার ঘাটে নিরাপদে ফিরিয়ে আনা হয়। তাই হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি। স্থানীয়সূত্রে জানা গেছে, তজুমদ্দিনের মেঘনা নদীতে ঘূর্ণিঝড় মিধিলীর প্রভাবে একটি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে বাদশা মিয়া (৫০) নামের এক জেলে নিখোঁজ রয়েছে। সে মলংচড়া ইউনিয়নের মৃত মজিবল হকের ছেলে। শুক্রবার বেলা ২ টার দিকে ৪ জেলেসহ নৌকা নিয়ে শফিক মাঝী মলংচড়া চর থেকে মির্জাকালু তীরে আসার সময় দূর্ঘটনার কবলে পড়ে।
উদ্ধার হওয়া শফিক মাঝী জানান, মলংচড়া চর থেকে আমরা ৪ জন তীরের উদ্দেশ্যে আসার সময় মাঝ নদীতে পৌছলে ডেউয়ের ধাক্কায় নৌকা উলটে ডুবে যায়। অন্য জেলেরা আমাদের তিনজনকে উদ্ধার করলেও বাদশা মিয়াকে পাওয়া যায়নি। মলংচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরনবী শিকদার বাবুল জানান, তিনি নৌকা ডুবির সংবাদ পেয়ে নিখোঁজ জেলেকে খুজতে বড় ট্রলার পাঠিয়েছেন। রাত পর্যন্ত নিখোঁজ বাদশা মিয়াকে পাওয়া যায়নি। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে নৌকা ডুবির সংবাদ পেয়েছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেস্টা চলছে।
অন্যদিকে চরফ্যাশন উপজেলায় ঘূর্ণিঝড় মিধিলির তা-বে ২শ’ ১৯টি ঘর বিধ্বস্ত হয়েছে। এ ছাড়াও ভেঙ্গে পড়েছে শতাধিক গাছ। শুক্রবার (১৭ নভেম্বর) চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নওরীন হক বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলার ঢালচর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে রাতে আবহাওয়া খারাপ হয়। দুপুরের দিকে ঘূর্ণিঝড় মিধিলির দমকা হাওয়াসহ আঘাত হানে উপকূলের এই উপজেলায়। এটা অনেকটা টর্নেডোর মতো ছিল। পরে ঘূর্ণিঝড়টি ঢালচরের পূর্ব দিকে ধেয়ে যায়। এতে ঢালচর ইউনিয়নের বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয় ও গাছপালা উপড়ে যায়। এবং কিছু মাছ ধরার ট্রলারও ডুবে যায়। পরে জেলেদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে আনা হয়।
উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকুকরি-মুকররি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, ‘ঝড়ে তার ইউনিয়নের বহু ঘর-বাড়ি ল-ভ- হয়ে গেছে। টিনের ঘরের চাল উড়িয়ে নিয়ে গাছের ওপর ফেলেছে। কয়েকটি কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছপালা উপড়ে গেছে। ক্ষতিগ্রস্থদের তালিকা করা হবে। ইউএনও নওরীন হক বলেন, ‘ঢালচর, চরকুকরি মুকরি, ও জাহানপুরসহ বেশ কিছু ইউনিয়নের ওপর দিয়ে ঘূর্নিঝড় বয়ে গেছে। এতে প্রায় ২শ’ ১৯ ঘর-বাড়ির ক্ষয়- ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যক্তি এবং ক্ষয়ক্ষতির তালিকা দ্রুত তৈরি করে জেলায় পাঠানো হবে।
অপরদিকে, মধ্য মেঘনার অদূরবর্তী চরসমূহ মাঝের চর, দৌলতখানের মদনপুর, মেদুয়া, নেয়ামতপুর, তজুমদ্দিনের চর জহিরুদ্দিন, চর মুজাম্মেল, চর নাছরিন, চর শাওনে বসবাসরত পরিবারগুলোকে দুপুর থেকে ট্রলার যোগে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে। এসব এলাকায় স্বাভাবিক জোঁয়ারের চেয়ে ৩-৪ ফুট পানিতে প্লাবিত হয়েছে। তবে ক্ষয়-ক্ষতির কোন খবর এখনও পাওয়া যায়নি। ঘূর্ণিঝড় ‘মিধিলি’র কারণে ভোলা থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ভোলার বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় মিধিলের প্রভাবে সকাল থেকে ভোলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া হওয়ায় জেলার ৭ উপজেলার (ভোলা- ঢাকা, ভোলার বোরহানউদ্দিন-ঢাকা, চরফ্যাশন-ঢাকা, লালমোহন-ঢাকা, মনপুরা- ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার) সব রুটের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে। এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। মিধিলা’র তান্ডবে সার্বিক বিষয়ে ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, ঘূর্নিঝড় মিধিলা’র তান্ডবে ভোলায় গাছপালা, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ২টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। সার্বিক ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে ভোলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। বৃস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৯ টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। এ সময় তিনি জানান, যেকোনো ধরনের দুর্যোগে বড় ধরনের ক্ষতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার ৭ উপজেলায় খোলা হয়েছে ৮টি কন্ট্রোল রুম। প্রস্তুত রাখা হয়েছে ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১২টি মুজিব কেল্লা। গঠন করা হয়েছে ৯২টি মেডিকেল টিম। এর সাথে জনস্বাস্থ্য অধিদপ্তরকে সুপেয় পানির ব্যবস্থা রাখতে বলা হয়েছে।
এছাড়া দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত শুকনো খাবার, ত্রাণের চাল ও নগদ টাকাসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিভিন্ন দুর্গম অঞ্চলের ঝুঁকিপূর্ণ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনাসহ তাদের সচেতন করার লক্ষে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির আওতায় ১৩ হাজার সিপিপি, ৮০০ স্বেচ্ছাসেবক ও রেড ক্রিসেন্টের ২ হাজার স্বেচ্ছাসেবক কর্মী প্রস্তুত রয়েছে। পাশাপাশি প্রস্তুত থাকতে বলা হয়েছে বিভিন্ন এনজিও সংস্থা গুলোকে। একই সাথে ঝুঁকিপূর্ণ এলাকার বেড়িবাঁধ যেনো ছুটে না যায় এর জন্য পানি উন্নয়ন বোর্ডকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
এরই মধ্যে দুর্যোগ মোকাবিলায় জেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ হয়েছে প্রায় ২০ লাখ টাকা। পাশাপাশি রয়েছে ৩৪১ টন চাল ও শিশু খাদ্যের জন্য ৯ লাখ ১০ হাজার টাকা এবং গো-খাদ্যের জন্য ৯ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ। এছাড়া আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় উপ-পরিচালক তামিম আল ইয়ামিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহ, ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বিআইডব্লিউটিএ ভোলার সহকারী পরিচালক শহিদুল ইসলাম সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ।
সরকার কোনো ধরনের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন নয়: ওবায়দুল কাদের
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
সিলেটে দুবাই ফেরত ফ্লাইটের সিটের নিচে বিপুল স্বর্ণ
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
দিনাজপুর ৫ আসনে জনগণের আস্থা ধরে রেখেছেন মোস্তাফিজুর রহমান

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুর -৫ আসন (ফুলবাড়ী- পার্বতীপুর) এই আসনে দীর্ঘ ৩৫ বছর ধরে সাধারণ মানুষের আস্থা ধরে রেখেছেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ১৯৯১ সালে প্রথম এমপি নির্বাচিত হন তিনি, এরপর থেকে লাগাতার সাতবার (৩৫ বছর) এই আসনটি ধরে রেখেছেন তিনি। এই আসনে মোট ভোটার ৪লাখ ১৬ হাজার ৭০৩জন। পার্বতীপুরে মোট ভোটার ২ লাখ ৭১ হাজার ২৪৩ জন ও ফুলবাড়ীতে মোট ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪৬০জন। তিনি গত জাতীয় নির্বাচনে ভোট পেয়েছিলেন ১,৮৮,৬৮০টি। বর্ষিয়ান এই রাজনৈতিক ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। তিনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এরপর তিনি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন, সর্বশেষ তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বও পালন করেন ।
৩৫ বছরে তিনি ফুলবাড়ী ও পার্বতীপুরে ব্যাপক উন্নয়ন করেছেন। যার মধ্যে রয়েছে পল্লী সড়ক নির্মাণ, পল্লী সড়ক মেরামত, বৃহৎ সেতু নির্মাণ, সেতু-কালভার্ট নির্মাণ, উপজেলা পরিষদ কমপ্লেক্স নির্মাণ, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ, গ্রোথ সেন্টার হাট বাজার, প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা অবকাঠামো নির্মাণ, ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন, সুইস গেট নির্মাণ,খাল খনন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, অসচ্ছল মুক্তিযোদ্ধা নিবাস নির্মাণ, স্টেডিয়াম নির্মাণসহ নানামুখী উন্নয়নমূলক কাজ করেছেন তিনি। একইভাবে পার্বতীপুর উপজেলাতেও স্কুল,কলেজ, মাদ্রাসা,রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট সহ ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। দিনাজপুর-৫ আসন (ফুলবাড়ী-পার্বতীপুর) এ অসহায় গরীব মানুষের সংখ্যায় বেশি, আর সব সময় অসহায় গরিবদের পাশে দাঁড়িয়েছেন এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। যার কারণে জনগণের আস্থা আজও ধরে রেখেছেন প্রবীণ এই রাজনৈতিক নেতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন তিনি পেয়েছেন। এই নির্বাচনেও তিনি ব্যাপক ভোটে জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেছেন দুই উপজেলার আওয়ামী নেতৃবৃন্দ।
উন্নয়নের বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন জানান ফুলবাড়ীর গ্রাম গঞ্জের রাস্তা ঘাট গুলো পাকা হয়ে গেছে, স্কুলে স্কুলে ভবন নির্মাণ হয়েছে, ফুলবাড়ী বহুতল উপজেলা পরিষদের ভবন নির্মাণ হয়েছে, এই সবই সম্ভব হয়েছে এই এলাকার উন্নয়নের রুপকার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপ্#ি৩৯;র অক্লান্ত প্রচেষ্টায়, তিনি পার্বতীপুর-ফুলবাড়ী বাসীকে অনেক দিয়েছেন। আমাদের উচিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও তাকে ভোট দিয়ে জয়যুক্ত করা। এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল জানান জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা বর্তমান প্রধান জননেত্রী শেখ হাসিনার হাত ধরে নৌকা প্রতীক নিয়ে এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল ভোটে বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। একইভাবে পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন জানান পার্বতীপুরের মানুষ সব সময় এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে সমর্থন দিয়ে এসেছে, আশা রাখি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাকে ভোট প্রদান করে জয়যুক্ত করবে ইনশাল্লাহ।
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ৯
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
কলারোয়া কৃষি অফিস ঘুরে গেলেন নেদারল্যান্ডস রিসোর্স সেন্টারের প্রতিনিধি তাজিন বৌম
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
বাসদ নেতা বকুল খাঁনের মনোনয়ন ফরম সংগ্রহ

আব্দুল হান্নান:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্রাহ্মনবাড়ীয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন-মোঃ বকুল হোসেন খান (বকুল)। তিনি গতকার রোজ বুধবার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নিকট থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।মোঃ বকুল হোসেন খান-নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের রাজনৈতিক ও মুক্তিযোদ্ধা পরিবারের কৃতি সন্তান।
তার চাচা মোঃ ওমরাও খাঁন ছিলেন কুন্ডা ইউনিয়নের পাঁচবারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি।তাছাড়াও বকুল খাঁনের আপন চাচাতো ভাতিজা, ভাতিজি ও ভাতিজার বৌ তিনজনই বর্তমানে লন্ডনে ব্যারিষ্টারী পড়াশোনা করছে।বকুল খাঁন ১৪ দলীয় জোটের শরীক দল "বাসদ"এর নাসিরনগর উপজেলা শাখার আহব্বায়ক এবং বাসদের কেন্দ্রিয় কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ।
-খবর প্রতিদিন/ সি.ব
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ৯
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
কলারোয়া কৃষি অফিস ঘুরে গেলেন নেদারল্যান্ডস রিসোর্স সেন্টারের প্রতিনিধি তাজিন বৌম
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩