Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র শিরোপা একমি চট্টগ্রামের

প্রকাশিত:শুক্রবার ১৮ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৩১৪জন দেখেছেন

Image

আজাদ হোসেনঃ

দেশের ফ্রাঞ্চাইজি ভিত্তিক হকি টুর্নামেন্টে ‘হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’র শিরোপা জিতলো একমি চট্টগ্রাম।  


বৃহস্পতিবার (১৭ নভেম্বর) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সাকিবের মোনার্ক মার্ট পদ্মাকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতে ওয়াসিম আহমেদের শিষ্যরা।

এর আগে, নির্ধারিত সময়ের খেলা ছিল ২-২ গোলে সমতায়।ম্যাচের ১৪ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে গোল করে এগিয়ে যায় মোনার্ক পদ্মা।


দলকে এগিয়ে দেন জাপানিজ মিয়া তানিমিতসু। ম্যাচে ফিরতে আক্রমণে ধার বাড়ায় একমি।সুযোগ কাজে লাগিয়ে একবার লক্ষ্যভেদও করে কিন্তু গোল বাতিল করে দেন টিভি আম্পায়ার ইয়ংসু কিম। তবে ৪২ মিনিটে আর চট্টগ্রামকে রুখতে পারেনি পদ্মা। ডি-বক্সে কেলারম্যানের পাস থেকে জোরালো হিটে পদ্মা গোলরক্ষককে হার মানান আরশাদ হোসেন।

অবশ্য তিন মিনিট বাদে আবারো এগিয়ে যায় মোনার্ক। একমির বক্সে থাকা ভারতীয় সাইফ খানকে বল বাড়াতে চেয়েছিলেন কৃষ্ণ কুমার। কিন্তু তাঁর শট প্রতিপক্ষের মেহেদী হাসানের স্টিক ছুঁয়ে জড়িয়ে যায় জালে। মোনার্ক যখন শিরোপা জয়ের প্রহর গুনছে ঠিক তখনি ম্যাচে ফিরে আসে একমি। ৫৯ মিনিটে আবারো একমির ত্রাতা হয়ে আসেন আরশাদ হোসেন।


শেষ মিনিটেও হয়েছে নাটক। পিসি থেকে বল জালে জড়িয়েছিলেন একমির ডাচ খেলোয়াড় কেলারম্যান। তবে বল পায়ের লাগায় সেই গোল বাতিল করেন মালয়েশিয়ান আম্পায়ার মো. রোহিজান। বাঁশি বাজান আরেকটি পিসির। পিসির সিদ্ধান্ত বাতিল করে পেনাল্টি স্ট্রোকের দাবিতে ৮ মিনিট খেলা বন্ধ রাখেন একমির খেলোয়াড়েরা।  


খেলায় ফিরে শেষ ১০ সেকেন্ডে পিসি পায় পদ্মা। তবে সেই সুযোগও কাজে লাগাতে পারেননি রাসেল মাহমুদরা।


ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। দুই দলই প্রথম তিনটি হিট গোলে পরিণত করে। একমি চতুর্থ হিট লক্ষ্যভেদ করলেও মোনার্কের নাঈম উদ্দিন ব্যর্থ হন। এরপর পঞ্চম হিটে মোনার্কের কৃষ্ণা কুমারের হিট আটকে দেন একমির গোলরক্ষক সজীবুর রহমান। এতেই প্রথমবার হওয়া ফ্রাঞ্চ্যাইজি হকি লিগের শিরোপা জেতার আনন্দে ভাসে একমি চট্টগ্রাম।


আরও খবর



বিএমএম থেকে ফরম সংগ্রহ করলেন বিভিন্ন জেলার এমপি প্রার্থীরা#ktvbangla #ktv

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৪৯জন দেখেছেন

বিএমএম থেকে ফরম সংগ্রহ করলেন বিভিন্ন জেলার এমপি প্রার্থীরা। KTV BANGLA #ktvbangla #ktv


আরও খবর



গলাচিপায় ভোক্তা অধিকারের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image

গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌর শহরে এই অভিযান চালানো হয়। অভিযানে দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকার কারণে রমেন ড্রাগ হাউস ৭ হাজার, গুরুদেব ড্রাগ হাউজ ২ হাজার, ইউনাইটেড মেডিকেল হল ৩ হাজার ও মিলন কসমেটিক্সকে ২ হাজার মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ শোয়াইব মিয়া। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শুভংকর চন্দ্র দাস ও গলাচিপা থানার এসআই উজ্জ্বল চক্রবর্তী উপস্থিত ছিলেন।


আরও খবর



বাংলাদেশ বিদেশিদের সহযোগিতা ছাড়াই নির্বাচনে সক্ষম: রাশিয়া

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৭৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ছাড়াই বাংলাদেশ জাতীয় নির্বাচন আয়োজনে সক্ষম বলে মন্তব্য করেছে রাশিয়া।

শনিবার (২৫ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভারের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেছে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস।

এর আগে, গত বুধবার (২২ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে। তখন এর অংশ বিশেষ ঢাকাস্থ রাশিয়ার দূতাবাসের ফেসবুকে ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়।

পরে শনিবার (২৫ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভারের পুরো বক্তব্য ইংরেজিতে অংশ প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে মারিয়া জাখারোভা অভিযোগ করে বলেন, ‘খবর পাওয়া যায় (রিপোর্টেডলি)’ যে মার্কিন রাষ্ট্রদূত ও বিরোধী দলেন নেতা ওই বৈঠকে সরকারবিরোধী বড় প্রতিবাদ সমাবেশ করার বিষয়ে পরিকল্পনা করেছেন। রাষ্ট্রদূত ওই নেতাকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও অন্যান্য কয়েকটি দেশের পক্ষ থেকেও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা ‘স্বচ্ছতা’ ও ‘অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচন নিশ্চিত করার অজুহাতে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্ঠা করছে এবং এ বিষয়টি আমরা অনেকবার বলেছি। আজ আমি আবার বিষয়টি নিয়ে কথা বলছি।

রুশ মুখপাত্র বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের আচরণ নগ্নভাবে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন এবং এটিকে ওয়াশিংটন ও তার মিত্রদের পক্ষ থেকে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা যায়।

তিনি আরও বলেন, ‘রাশিয়ার মনে কোনো সন্দেহ নেই যে, জানুয়ারি ৭, ২০২৪ এ বাংলাদেশ কর্তৃপক্ষ আইন অনুযায়ী, স্বাধীনভাবে এবং বিদেশিদের সহায়তা ছাড়া নির্বাচন অনুষ্ঠান করতে পারবে।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছিলেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও অন্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখছে। এটা খুবই কঠিন বিষয়।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ রাশিয়ার সঙ্গে যে পারমাণবিক চুক্তি করেছে, ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি করছে এসব নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা নেই।


আরও খবর



আ.লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করবে যেসব দল

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে ভোটে অংশগ্রহণ করতে একমত হয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল।

শনিবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) জোটবদ্ধ নির্বাচন করতে কয়েকটি দল আবেদন করেছে।

দলগুলো হলো, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সাম্যবাদী দল, জাতীয় পার্টি (জেপি) ও ওয়ার্কাস পার্টি।

এর আগে বুধবার সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এবার সংসদ নির্বাচনের মনোনয়পত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। আপিল ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।


আরও খবর



রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

প্রকাশিত:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

শফিক আহমেদ:রাজধানীর মুগদা থানার মাণ্ডা এলাকায় একটি ভবন থেকে পিংকি (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রিয়াজকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন মুগদা থানার উপ–পরিদর্শক (এসআই) মো. আবু সালেহ।মৃত পিংকি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ নাঠেই গ্রামের মৃত আলমগীর হোসেনের মেয়ে। পিংকি স্বামীর সঙ্গে মুগদা এলাকার কদম আলী ঝিলপাড়ে ভাড়া থাকতেন।

আইনি প্রক্রিয়া শেষে বিকেল পৌনে ৫টার দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।মুগদা থানার উপ–পরিদর্শক (এসআই) মো. আবু সালেহ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ সংবাদ পেয়ে সকালে মুগদার ঝিলপাড়ের আব্দুল মজিদের বাড়ির ছয়তলার ফ্ল্যাটের একটি কক্ষের খাটের উপর থেকে পিংকির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলের দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

মো. আবু সালেহ আরও জানান, প্রাথমিক তদন্তে মৃতের স্বামী রিয়াজকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে– এ দম্পতি ওই বাসায় ভাড়া থাকতেন। স্ত্রীর পরকীয়ার বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে কলহ চলছিল। আজ সকালেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার হয়। একপর্যায়ে রিয়াজ রাগাম্বিত হয়ে মসলা বাটার পাথরের শিল পুতা দিয়ে স্ত্রী পিংকির মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আমরা রিয়াজকে আটক করি।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর