Logo
আজঃ বুধবার ০৭ জুন ২০২৩
শিরোনাম
স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস, বার্লিন ২০২৩ এর সংবাদ সম্মেলন ১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আল ইত্তিহাদে আনুষ্ঠানিক চুক্তি করলেন বেনজেমা সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৩ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতিসংঘ মধ্যস্থতা করবে এমন সংকট বাংলাদেশে হয়নি: ওবায়দুল কাদের তীব্র তাপপ্রবাহে এবার ইবতেদায়ি স্তরের ক্লাস বন্ধ ঘোষণা বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ রূপগঞ্জের ইছাপুরা ব্রীজ-দুর্গামন্দির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন দক্ষিণ কেরানীগঞ্জে ইউপি সদস্য সহ চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় সাবেক মেম্বার সেলিম গ্রেফতার

German award nomination for Bangladeshi film for eco-friendly filmmaking

প্রকাশিত:রবিবার ১৯ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

Press Release

 

German award nomination for Bangladeshi film for eco-friendly filmmaking

 

In the context of Global Warming, Climate Change, Cost reduction, and achieving the UN Sustainable goal the Federal Ministry for the Environment (BMUV) and the Heinz Sielmann Stiftung in cooperation with the Federal Government’s Commissioner for Culture and Media (BKM) introduce the award Eisvogel – Prize for Sustainable Film Production in 2021. There are two categories of awards, one for mainstream film & TV production and the other for film school student production. High officials from the German Federal Film Board (FFA) along with environmental & media professionals are the jury members.   

 

For the first time Bangladeshi film school – International Academy of Film and Media (IAFM) 4 (four) student short films, have been nominated for the 2022/23 addition to Eisvogel – Prize for Sustainable Film Production award. The honorable jury board has nominated 9 (nine) mainstream film productions and 5 (five) student film productions out of the total submission of 28 productions.   

 

The International Academy of Film and Media (IAFM) produces and S. S. Multimedia co-produce nominated 4 (four) films: RIYAN by Manos Mahedee, ISOLATION by P. S. S. Gupta, COTTON CANDY by Tairan Razzak and A TALEL OF A HAUNTED SOUL BY Towhid Riyadh. The award-nominated Green Managers are Ms. Shathi Akter Dia, Ms. Saima Nasrin, Mr. P. S. S. Gupta, and Mr. Hafizuddin Munna. Mr. Bibesh Roy has been nominated as a newcomer producer for this award. And they got the certificates.

 

The award-giving ceremony was held on 16th February 2023 Bangladesh from 6:00 PM to 8:30 PM in the Federal Ministry for the Environment courtyard in Berlin. Federal Minister for the Environment and Consumer Protection, Steffi Lemke, and the Federal Government Commissioner for Culture and Media, Claudia Roth, among personally invited guests.

 

First time in the documentary category film Juli – Die Schüsse von München, in the mainstream film category Irgendwas mit Medien and in the newcomer or Film School production category film Exit Pangea from the oldest German pubic Film University Babelsberg Konrad Wolf owns the prestigious Eisvogel Prize 2023. In fact, IAFM nominees received their certificates online from the Eisvogel Prize Authority.  

 

Mention that the International Academy of Film and Media (IAFM) is the first Bangladeshi film school to become a prestigious Green Film School Alliance membership. These nominations will inspire us to produce more sustainably with the Green Filming approach. This achievement for Bangladesh.

 

With best regards,


Bibesh Roy

Executive Director

International Academy of film and Media


 

 


আরও খবর

GP Stars will enjoy exclusive perks at Gloria Jean’s Coffees every Friday

বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৩

Berger’s Rupali Chowdhury featured in TIME magazine

শনিবার ০৪ ফেব্রুয়ারী ২০২৩




পত্নীতলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের বাছুর ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত:রবিবার ০৪ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৩০জন দেখেছেন

Image

দিলিপ চৌহান, পত্নীতলা (নওগাঁ ) প্রতিনিধি:পত্নীতলায় প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে রোববার উপজেলা পরিষদ সভা কক্ষে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৭০ জন সুফলভোগীর মাঝে এ্যড়ে বাছুর ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাঃ কুমার শান্তানু মন্ডল এর সঞ্চালনায় পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহায়মিনুল হক, জাতীয় মহিলা সংস্থার আমিনুল হক, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী  সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, সূধীজন প্রমূখ। পরে অতিথিবৃন্দ উপকার ভোগীদের মাঝে এ্যড়ে বাছুর ও অন্যান্য সামগ্রী তুলে দেন ।

আরও খবর



প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ান বিজয়ী

প্রকাশিত:সোমবার ২৯ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৬৭জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:তুরস্কের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানে বিজয়ী ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি। সংবাদ সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আনাদোলু এজেন্সি বলেছে, ৯৭ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে এরদোয়ান ৫২ দশমিক ১ শতাংশ পেয়ে জয় লাভ করেছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ।

প্রথম দফার নির্বাচনে তৃতীয় স্থানে থাকা সিনান ওগান প্রেসিডেন্ট এরদোয়ানকে সমর্থন দিয়েছেন। এতে করে দ্বিতীয় দফায় ভোটগ্রহণের আগেই শক্ত অবস্থানে আছেন এরদোয়ান।

এরদোয়ানের সমর্থকদের উল্লাস

প্রথম দফার নির্বাচনে সিনান পেয়েছিলেন ৫ দশমিক ২ শতাংশ ভোট। এরদোয়ানকে তিনি সমর্থন দেওয়ার পরেই দেশটির বিশ্লেষকদের একাংশ জানান, প্রেসিডেন্ট এরদোয়ানের পাল্লা ভারী হয়েছে। তার জয় এখন সময়ের ব্যাপার।

এদিকে, সরকারিভাবে এরদোয়ানের জয়ের ঘোষণা না এলেও ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন নেতারা তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। কাতারের আমির তামিম বিন হামাদ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, আমার প্রিয় ভাই রিসেপ তাইয়েপ এরদোয়ান তোমার এ বিজয়ে তোমায় অভিনন্দন।

এছাড়া হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন।


আরও খবর



বাংলাদেশ-ভারতের বন্ধুত্বে কেউ ফাটল ধরাতে পারবে না: জি এম কাদের

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৭৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘পৃথিবীর সকল ধর্মই শান্তি, সম্প্রীতি ও কল্যাণের কথা বলেছে। প্রতিটি ধর্মই মানবিক মূল্যবোধের উন্নয়ণের কথা বলেছে। বাংলাদেশের মানুষ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহ্য লালন করছে। সকল ধর্মের মানুষ যেন আত্মীয়তার বন্ধনে বাধা। দেশের মানুষের রক্তের মধ্যেই আছে ধর্মনিরপেক্ষতা। অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ আমাদের শেখাতে হয় না।

আজ শনিবার দুপুরে দয়াগঞ্জের জাতীয় শিব মন্দির চত্বরে স্বামী শ্রী অধোক্ষানন্দ দেবতীর্থ মহারাজের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘ভারত হচ্ছে আমাদের সব চেয়ে কাছের এবং বড় প্রতিবেশী। ভারতের জনগণ সবসময় আমাদের পাশে ছিল। শুধু একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নয়, সকল প্রয়োজনেই ভারত বন্ধুপ্রতিম দেশ হিসেবে আমাদের পাশে ছিল। আমাদের সংস্কৃতি, চেহারা ও ইতিহাসে মিল আছে। বর্তমানে ভারত শুধু সামরিক শক্তি নয়, অর্থনৈতিক শক্তি হিসেবেও আত্মপ্রকাশ করেছে। বন্ধুপ্রতিম দেশের উন্নয়নের সাথে আমরাও উপকৃত হচ্ছি। ব্যবসা, চিকিৎসা এবং শিক্ষার জন্যও ভারত আমাদের কাছে দরকারি। আমাদের স্বার্থেই ভারতের সাথে সুস্পর্ক রাখা জরুরি।

জি এম কাদের বলেন, ‘প্রতিবেশী সকল দেশের সাথেই জাতীয় পার্টি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। ভারতের সাথে আমাদের যেমন সম্পর্ক রাখা দরকার, তেমনি আমাদের সাথেও ভারতের সম্পর্ক রাখা জরুরি। ভৌগলিক কারণেই বাংলাদেশের সাথে ভারতে সুসম্পর্ক বজায় রাখতে হবে। কারণ, ভারতে নিরাপত্তা বিঘ্নিত করতে বাংলাদেশকে যেন কেউ ব্যবহার করতে না পারে। ভারতে ন্যায্য দাবি হচ্ছে, বাংলাদেশকে ব্যবহার করে কেউ যেন ভারতে নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে। পরস্পরের প্রয়োজনীয়তার ভিত্তিতে বাংলাদেশ ও ভারত শক্তিশালী সম্পর্ক। তাই বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বে কেউ ফাটল ধরাতে পারবে না। এমন সম্পর্কে পরস্পর এক সাথে এগিয়ে চলা সহজ হয়। ভারতের প্রয়োজনে আমরা সহায়তা দেব, আবার আমাদের প্রয়োজনে ভারত সহায়তা করবে—এটাই দুটি দেশের মানুষের প্রত্যাশা। এ কারণেই ভারতে যে সরকারই আসে তারাই বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।

তিনি বলেন, ‘আমরা পরস্পরের ভাই হিসেবে থাকব, একে অন্যের বিপদে পাশে থাকব। বাংলাদেশ ও ভারত একইসাথে সার্বিক উন্নয়ণের পথে এগিয়ে যাবে।

এ সময় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, ভারতের ত্রিপুরা বিধান সভার ডেপুটি স্পিকার শ্রী রাম প্রসাদ পাল, সত্যম রায় চৌধুরী, এসকে বাদল ও তরুন চক্রবর্তী।

অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধণা সাভা পরিচালনা করেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সুজন দে। উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, ভাইস চেয়ারম্যান আমির উদ্দিন আহমেদ ঢালু ও যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব।


আরও খবর



রূপগঞ্জে হোটেল বাবুর্চি বিল্লাল হাওলাদার হত্যা মামলার তিন আসামী গ্রেফতার

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ( নারাযণগঞ্জ) প্রতিনিধিঃনারাযণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা বাসষ্ট্যান্ডের নিউ প্রিন্স চাইনিছ রেস্টেুরেন্ট নামক খাবার হোটেলে কিলার রিফাত ও সোহানের করা গুলিতে বাবুর্চি বিল্লাল হাওলাদারের (৫২) হত্যা মামলার তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ । 

গত ২ জুন রাতে বরপা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন (২৩) বরপা এলাকার আব্দুল আউয়ালের ছেলে, অপু সাউদ (৩০) ফারুক সাউদের ছেলে ও মাসাবো এলাকার মোতাহারের ছেলে শাওন (২৫)।

 রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আতাউর রহমান বলেন,গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



নবীনগরে একটি ন্যায্য সমাজ প্রতিষ্ঠিত করবো, সাবেক এমপি ফয়জুর রহমান বাদল

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১৪০জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:নবীনগরে একটি ন্যায্য সমাজ প্রতিষ্ঠিত করবো বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ভাই তিনি বলেন, আপনাদের এই ভালোবাসা আমাকে দিনদিন কৃতজ্ঞ করছে এবং আমার দায়িত্বও বেড়ে যাচ্ছে। নবীনগরকে সুষ্ঠু ও সুন্দরভাবে সাজাতে হবে। জননেত্রী শেখ হাসিনা যদি দ্বাদশ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া—৫ আসনে নৌকা মার্কায় আমাকে মনোনয়ন দিয়ে এই দায়িত্ব পালনের সুযোগ দেন এবং আপনাদের ভোটে আমি নির্বাচিত হতে পারলে আপনাদের সবাইকে নিয়ে নবীনগরের উন্নয়নমূলক সকল কাজ আমি সমাধান করবো। এই নবীনগরে একটি ন্যায্য সমাজ প্রতিষ্ঠিত করবো যেখানে কোনো রকম অন্যায়-অত্যাচার করার একজন মানুষও থাকবেনা।

ফয়জুর রহমান বাদল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত নবীনগরে ১৩ শত কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। আরও কিছু কাজ এখনো বাকি রয়েছে। সেই কাজগুলো সমাপ্তকরনের মাধ্যমে নবীনগর উপজেলাকে সারা দেশে একটি মডেল উপজেলা গড়ে তুলতে এবং নবীনগরে একটি ন্যায্য সমাজ প্রতিষ্ঠিত করতে আগামী দ্বাদশ নির্বাচনে আমি আবার দলীয় মনোনয়ন চাইবো। আমার বিশ্বাস আপনাদের এই ভালোবাসার জন্য দল আমাকে নিশ্চয় মূল্যায়ন করবেন। 

বৃহস্পতিবার (১ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীনগর উপজেলার লাউরফতেহপুর, বাশারুক, হাজিপুর ও ইব্রাহিমপুর বাঁশ বাজারে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।


আরও খবর