Logo
আজঃ সোমবার ০৫ জুন ২০২৩
শিরোনাম

ছাতকে যুবলীগের কমী খুনী‌দের গ্রেপ্তা‌রের দাবীতে বিক্ষোভ

প্রকাশিত:শুক্রবার ৩১ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১১১জন দেখেছেন

Image

আনোয়ার হো‌সেন র‌নি ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক পৌর যুবলীগ কমী লায়েক মিয়ার হত্যাকারী খুনীদের ‌গ্রেপ্তারের দাবীতে বি‌ক্ষোভ মি‌ছিল ও প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে। গত শুক্রবার বিকালে মন্ডলীভোগস্থত  আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ে এসে এক প্রতিবাদ সমাবেশের অনু‌ষ্টিত হয়। ছাতক আওয়ামীলীগ নেতা ও পৌরসভার মেয়রআবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আজমল হোসেন সজলের সঞ্চালনায় অনু‌ষ্টিত

প্রতিবাদ সমাবেশে বক্তব‌্য রা‌খেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী,নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা,ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম,ছাতক পৌরসভার কাউন্সিলর ইরাজ মিয়া,ছালেক মিয়া,শফিকুল ইসলাম,নাজিমুল হক,আব্দুল কাদির,রিয়াদ আহমদ চৌধুরী, মাহির চৌধুরী, সম্রাট চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন য়ুবলীগ কমীর হত‌্যার মামলা নি‌চ্ছেন না ব‌লে অভি‌যোগ ক‌রেন তারা। অভি‌যোগ প‌রি‌প্রেক্ষি‌তে  দ্রুত মামলা এফআইআর করে লায়েক হত্যাকারী খুনী‌দের  গ্রেপ্তার করতে হবে,এই হত্যাকান্ডের সাথে জড়িত আছে ছাতক দোয়ারাবাজার এলাকার অদৃশ্য এক‌টি কালোহাতের ইশারা এ হত‌্যা হ‌য়ে‌ছে। গত ২৮ রাত সোয়া নয়টায় থানার সুরমা নদীর গনেশপুর খেয়াঘাট এলাকায় অতর্কিত হামলায় নিহত হয়ে‌ছেন যুবলীগ কমী লায়েক মিয়া। 



আরও খবর



সংসদে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৩৩জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে তিনি এ বাজেট পেশ শুরু করেছেন। এবারের বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত আছেন।

বাজেট পেশের আগে তা মন্ত্রিসভার বৈঠকে তা পাস হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বাজেট প্রস্তাবে সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বঙ্গভবনের পরিবর্তে তিনি জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির দপ্তরে অফিস করেন।

এর আগে দুপুর ১২টায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণার জন্য ব্রিফকেস হাতে নিয়ে সংসদ ভবনে পৌঁছান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর পরই শুরু হয় এ বিশেষ বৈঠক।

প্রস্তাবিত বাজেট ২৬ জুন অনুমোদন হবে, আর ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে। এবার অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের প্রতিপাদ্য ধরা হয়েছে ‘উন্নয়নের দেড় দশক: স্মার্ট বাংলাদেশের অভিমুখে।

এটি বর্তমান মেয়াদে সরকারের পঞ্চম এবং আগামী নির্বাচনের আগে শেষ বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের পঞ্চম বাজেট এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের তিন মেয়াদের ১৫তম বাজেট।


আরও খবর



গোদাগাড়ীতে বাল্য বিবাহ প্রতিরোধে গোলটেবিল বৈঠক

প্রকাশিত:মঙ্গলবার ০৯ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

মুক্তার হোসেন গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে ”ছড়িয়ে দিই তারুণ্যের কন্ঠস্বর” এই প্রতিপাদ্যে বাল্য বিবাহ প্রতিরোধে গোলটেবিল বৈঠক। মঙ্গলবার দুপুর ২টার সময় উপজেলা পরিষদ হলরুমে ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ, গোদাগাড়ী এপি’র আয়োজনে।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,গোদাগাড়ী এপি ম্যানেজার প্রেরণা চিশিশের সভাপতিত্বে। বাল্য বিবাহ প্রতিরোধে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন,উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতাসহ বিভিন্ন ধর্মের ইমাম ও পুরোহিতরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশণ বাংলাদেশ,গোদাগাড়ী এপির প্রোগ্রাম অফিসার এন্ড্রিকাস মুর্মু, মিল্টন রোজারিও, শ্যামল কস্তা, ডেভিড সাংমা, সিনিয়র প্রোগ্রাম অফিসার, ফিলিপ বিশ^াস, সন্তোষ মিত্র। বাল্য বিবাহ প্রতিরোধে গোলটেবিল বৈঠকটি উপস্থাপনা করেন উপজেলা শিশু ফোরাম সভাপতি মনিরা খাতুন।বক্তারা বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর মূল বিষয়সমূহ সকলের কাছে উপস্থাপন করে বলেন, বাল্যবিবাহ আমাদের দেশের একটি প্রধান সমস্যা যা ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যম বা প্রতিবেদনে আমরা দেখতে পাই।

বাংলাদেশ সরকারও উক্ত বিষয়ে সর্তক অবস্থানে আছে এবং তা প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি সকলকে আহবান করে প্রত্যেকের নিজ নিজ অবস্থান সচেতনতা বৃদ্ধিসহ প্রতিরোধ করার জন্য। পাশাপাশি বিশেষ অতিথিগণও উক্ত বিষয়ে সচেতন তাদের সকল ধরণের সহযোগীতা প্রদান করার জন্য। প্রধান আলোচকসহ সকল অতিথিগণ গোদাগাড়ী এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কে ধন্যবাদ জানান এত সুন্দর একটি গোল টেবিল বৈঠক আয়োজন করার জন্য। উল্লেখ্য যে, সংস্থাটি ২ থেকে ৩১মে, ২০২৩ বিশ্ব ব্যাপী “মে মোমেন্টাম” ক্যাম্পেইন এর অংশ হিসেবে বাল্য বিবাহ হ্রাস করার লক্ষ্যে উক্ত কর্মসূচী গ্রহণ করা হয়েছে যেখানে কিশোর কিশোরী, যুবক যুবতী, ধর্মীয় নেতৃবৃন্দসহ এলাকার সূধীজন অংশগ্রহণ করে উক্ত বিষয়ে তাদের মূল্যবান মতামত প্রদান করে।


আরও খবর

পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

সোমবার ০৫ জুন ২০২৩




মাগুরায় অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় মাগুরার তৌফিক সেরা

প্রকাশিত:শনিবার ২০ মে ২০23 | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৬৫জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: মাগুরা  জেলা প্রশাসন আয়োজিত আন্তর্জাতিক রেপিড রেটিং দাবা প্রতিযোগিতা ২০২৩ এ মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বিএম তৌফিক-উর রহমান সেরা হয়েছে। শুক্রবার মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যপী এ প্রতিযোগিতায় মাগুরাসহ বিভিন্ন জেলার ৮৫ জন দাবাড়ু অংশগ্রহন করে। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ  শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, এড, শাখারুল ইসলামসহ দাবানুরাগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেণ জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর।


আরও খবর

পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

সোমবার ০৫ জুন ২০২৩




তুরস্কে প্রসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট শুরু

প্রকাশিত:রবিবার ২৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image

 আন্তর্জাতিক ডেস্ক ;প্রথম পর্বে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গড়িয়েছে দ্বিতীয় পর্বে। দেশটির স্থানীয় সময় আজ রোববার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৫ টা পর্যন্ত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারে নির্বাচনে দেশটির ছয় কোটি ৪০ লাখের বেশি তুর্কি ভোট দিতে পারবেন। দেশজুড়ে এক লাখ ৯২ হাজার ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে।বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে 


আজকের নির্বাচনের মধ্য দিয়ে নির্ধারণ হবে রিসেপ তাইয়েপ এরদোয়ানই আরও ৫ বছর ক্ষমতায় থাকছেন নাকি নতুন মুখ নির্বাচন করবে তুর্কিরা। এদিকে গতকাল বিবিসির খবরে বলা হয়েছে, চূড়ান্ত পর্বের নির্বাচনের পূর্ব মুহূর্তে এরদোয়ান ও তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিশদারোগলু কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়েছেন।

বিরোধী শিবির বলছে, এরদোগান লাখ লাখ সিরীয় শরণার্থী বহিষ্কারাদেশ দিয়ে জাতীয়তাবাদী চাল চালছেন। আর এরদোগান বলছেন, কামাল কিলিশদারোগলুর জয় মূলত সন্ত্রাসীদের জয় হবে।

প্রথম পর্বে এরদোগান ৪৯.৫ শতাংশ ভোট পান আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল কিলিশদারোগলু পান ৪৪.৮ শতাংশ ভোট। প্রথম পর্বের অল্পের জন্য জয় হাতছাড়া হয় এরদোয়ানের। কিন্তু দ্বিতীয় পর্বে হিসাবটা কিছুটা জটিল হয়ে পড়েছে। কেননা প্রথম পর্বের নির্বাচনে তৃতীয় স্থান অধিকারী প্রার্থী সিনান ওগান এই পর্বে ‘কিং মেকারের’ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি ইতোমধ্যে এরদোয়ানকে সমর্থন জানিয়েছেন। তাই বিশ্লেষকের কিছু অংশ ধরেই নিয়েছেন, তুরস্কের প্রেসিডেন্ট পদে ফের আসীন হচ্ছেন এরদোয়ান। তবে কামালের জেতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, দ্বিতীয় পর্বের নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে তেমন উৎসাহ লক্ষ করা যাচ্ছে না। কেননা দুই সপ্তাহ আগেই নির্বাচন হয়ে গেল।

তুরস্কে প্রেসিডেন্ট শাসন চালুর পর এবারই প্রথম দ্বিতীয় দফা (রান-অফ) ভোট অনুষ্ঠিত হচ্ছে। এরদোয়ান দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি। সেটি প্রথম দফা নির্বাচনে উঠে এসেছে। বিষয়টি এরদোগানবিরোধী শিবিরের জন্য বড় ধাক্কা।

চলতি বছর ফেব্রুয়ারি মাসে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ক্ষত এখনো শুকায়নি। পশ্চিমা সংবাদমাধ্যমসহ কিছু পর্যবেক্ষক বলেছিলেন, এবার হয়তো এরদোয়ানের অধ্যায় শেষ হতে চলেছে। কিন্তু প্রথম দফা নির্বাচনের পর তাদের সেই ধারণা পাল্টেছে।


আরও খবর



মাগুরার শ্রীপুরে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৬৫জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছী গ্রামে বজ্রপাতে ২ জন ও ঘসিয়াল গ্রামের ১ জন কৃষকের মৃত্যর ঘটনা,ঘটেছে। বুধবার দুপুরে বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে তারা নিহত হন। তারা মাঠে কাজ করার সময় বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন শাহাদত নিজাম ও মহম্মদ আলী। তাদের ২ জনের বাড়ি চর চৌগাছি ও ১ জনেন বাড়ি ঘষিয়াল গ্রামে।

আরও খবর

পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

সোমবার ০৫ জুন ২০২৩