Logo
আজঃ রবিবার ০১ অক্টোবর ২০২৩
শিরোনাম

বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৩০৫জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:এ বছরে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবল ক্লাব হিসেবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিন ফোর্বস। বুধবার সেরা ধনী ক্লাবগুলোর একটি তালিকা ঘোষণা করে এই ম্যাগাজিনটি।

সবচেয়ে ধনী ১০ ক্লাবের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক (৬টি) ক্লাব ইংলিশ লিগের। ক্লাবগুলো হচ্ছে, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, চেলসি, টটেনহাম হটস্পার ও আর্সেনাল। স্প্যানিশ লিগে সেরা দশ ধনী ক্লাবের মধ্যে রিয়াল মাদ্রিদ ছাড়া আছে বার্সেলোনা। এছাড় জার্মানি (বায়ার্ন মিউনিখ) ও ফ্রান্স (পিএসজি) থেকে আছে একটি করে দল।

ফোর্বসের তথ্যানুযায়ী, বিশ্বের শীর্ষ ৩০ ক্লাবের গড় আয় ২.১৭ বিলিয়ন ডলার। গত বছর ২০টি ক্লাবের গড় আয় বের করা হয়েছিল। যার গড় পরিমাণ ছিল ২.৫৩ বিলিয়ন ডলার। এ বছর শীর্ষ ২০ ধনী ক্লাবের গড় আয় ২.৮৯ বিলিয়ন ডলার। অর্থাৎ, ক্লাবগুলোর আয় বেড়েছে ১৪ শতাংশ।

শীর্ষ ধনী রিয়াল মাদ্রিদের আয় ৬.০৭ বিলিয়ন ডলার, যা গত বছরের চেয়ে ১৯ শতাংশ বেশি। গত বছরের চেয়ে আয় ৩০ শতাংশ বেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সম্পদমূল্য ৬ বিলিয়ন ডলার। বর্তমানে ক্লাবটির মালিকানা গ্লেজার পরিবারের হাতে।

২০০৪ সাল থেকেই (করোনার কারণে ২০২০ সাল ছাড়া) সবচেয়ে ধনী ক্লাবগুলোর তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস। সেরা ধনীর তালিকায় সেরা পাঁচের মধ্যে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড সবসময়ই ছিল। এর মধ্যে রিয়াল ৭ বার ও ম্যানচেস্টার ইউনাইটেড ১১ বার প্রথম স্থান লাভ করে। বার্সেলোনা ২০২১ সালে প্রথমবারের মতো সবচেয়ে ধনী ক্লাবের তকমা পায়।

ধনীর তালিকায় সবচেয়ে বড় লাফ দিয়েছে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। ২০২১ সালে সৌদি আরবের একটি বিনিয়োগ সংস্থা ৩৭৮ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেয়। বর্তমানে ক্লাবটির মূল্য ৭৯৪ মিলিয়ন ডলার। যা গত বছরের তুলনায় ৫১ শতাংশ বেশি। এ বছর চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি।

 

 

ক্রম       ক্লাবের নাম                                         সম্পদের পরিমাণ (ডলার)

১             রিয়াল মাদ্রিদ                                     ৬.০৭ বিলিয়ন

২             ম্যানচেস্টার ইউনাইটেড                        ৬ বিলিয়ন          

৩            বার্সেলোনা                                         ৫.৫১ বিলিয়ন                   

৪             লিভারপুল                                         ৫.২৯ বিলিয়ন

৫            ম্যানচেস্টার সিটি                                 ৪.৯৯ বিলিয়ন

৬            বায়ার্ন মিউনিখ                                    ৪.৮৬ বিলিয়ন

৭             প্যারিস সেন্ট জার্মেই                            ৪.২১ বিলিয়ন

৮            চেলসি                                              ৩.১ বিলিয়ন

৯             টটেনহাম হটস্পার                               ২.৮ বিলিয়ন

১০          আর্সেনাল                                           ২.২৬ বিলিয়ন


আরও খবর

সাকিব কবে মাঠে ফিরবেন, জানা গেল

রবিবার ০১ অক্টোবর ২০২৩




সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে আ.লীগ: প্রধানমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:এদেশে সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এখন দেশে ধর্মীয় কোনো বৈষম্য নেই। বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। ধর্ম যার যার উৎসব সবার- এই নীতিতে সরকার বিশ্বাস করে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গণভবনে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এদেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা যে ধর্মেরই হোক, কেউই সংখ্যালঘু নয় বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য নিজেদের সংখ্যালঘু না ভাবতে সনাতন ধর্মের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।

জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণভবনের মাটি আজ ধন্য হয়েছে। যারা এই দেশের মাটিতে জন্ম নিয়েছেন, তারা সবাই এই মাটিরই সন্তান ও নাগরিক। এই মাটির ওপরই আপনাদের অধিকার। কেন সংখ্যালঘু বলেন নিজেদের।

শেখ হাসিনা বলেন, কে জাতীয় পার্টি, কে বিএনপি, কে আওয়ামী লীগ, বা কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিষ্টান, তা দেখে সেবা করি না আমরা। সব রক্তের রং লাল। মুক্তিযুদ্ধে সবার রক্ত মিশে গেছে এক স্রোতে। তাই এই দেশ সবার।

এ সময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে অসাম্প্রদায়িক বাংলাদেশ ভূলুণ্ঠিত করেছিল। বিএনপি ক্ষমতায় থাকাকালে সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালায়।

প্রধানমন্ত্রী জানান, সরকার সব ধর্মের উন্নয়নে সমানভাবে কাজ করছে। মসজিদভিত্তিক শিক্ষার যেমন ব্যবস্থা করা হয়েছে তেমনি মন্দিরভিত্তিক শিক্ষারও ব্যবস্থা করা হয়েছে। হিন্দুরা মন্দিরে যাবে, মুসলিমরা মসজিদে যাবে। সবাই প্রাথমিক শিক্ষা পাবে।

শেখ হাসিনা বলেন, শ্রী কৃঞ্চের আবির্ভাব হয়েছিল দুষ্টের দমন শিষ্টের লালনের জন্য। সেই শিক্ষা বাস্তবায়নের তাগিদ দেন সরকারপ্রধান। তিনি বলেন, সব ধর্মের মর্মবাণী এক ও অভিন্ন। ভাষা হয়ত ভিন্ন হতে পারে।

আমাদের দেশের কিছু মানুষ বিদেশে গিয়ে বাংলাদেশের বদনাম করে। এদেশে সংখ্যালঘুরা নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করে। তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা।


আরও খবর



হোমনায় আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ১০২জন দেখেছেন

Image

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৯ম শ্রেণি একাদশ অষ্টম শ্রেণি একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। গতকাল মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের নিজস্ব মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দশম শ্রেণি একাদশ ষষ্ঠ শ্রেণি একাদশকে টাইব্রেকারের মাধ্যমে ২-১ গোলে হারিয়ে দশম শ্রেণি দ্বিতীয় রানার আপ হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগমের সভাপতিত্বে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কো-অপ্ট সদস্য মো. ফারুক উদ্দিন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো. শরীফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলাটি পরিচালনা করেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. দাদন মিয়া। খেলা ধারা বর্ণনায় ছিলেন সহকারী শিক্ষক আবদুস সাত্তার ও আলাউদ্দিন।


আরও খবর



ভিসানীতির আওতায় পড়ছেন কারা, আরও স্পষ্ট করলেন পিটার হাস

প্রকাশিত:সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ৮৮জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের ভিসা বি‌ধি‌নি‌ষেধ আরো‌প কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তা আরও স্পষ্ট করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাসকে উদ্ধৃত করে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, আমরা ‌নীতিটি (ভিসা নিষেধাজ্ঞা) সরকারপন্থি, বিরোধী দল, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং বিচার বিভাগের সদস্য এমনকি গণমাধ্যমের সদস্যসহ যে কারও বিরুদ্ধে ভারসাম্যপূর্ণ উপায়ে প্রয়োগ করছি, যারা দেশটির (বাংলাদেশের) গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করায় জড়িত।

চলতি বছরের মে মাসে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে দেশটির অব্যাহত নজরদারীর বিষয়টি স্পষ্ট করেন তিনি।

ভিসা নীতিতে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। ভিসা নীতির ঘোষণার প্রায় চার মাসের মাথায় গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভিসা বিধিনিষেধ প্রয়োগের ঘোষণা দেয় দেশটি। যদিও কারা এ ভিসা নীতির আওতায় পড়েছে, তা প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।

তবে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, ক্ষমতাসীন দল এবং বিরোধী দলের সদস্যরা বিধিনিষেধের আওতায় পড়েছে বলে ইঙ্গিত দেওয়া হয়।


আরও খবর



খুলনার পাইকগাছায় বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ১২৫জন দেখেছেন

Image
ব্যুরো প্রধান খুলনাঃ খুলনার পাইকগাছায় থানা পুলিশ রজব আলী গাজী (৬০) নামে এক বৃদ্ধের গলায় রশি অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। পরিবারের দাবি ঋণের দায়ে মৃত্যুবরণ করতে পারেন। এলাকাবাসি বলছে মেরে গলায় রশি দিয়ে টানিয়ে দেয়া হয়েছে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।মরাদেহটি ৪ সেপ্টেম্বর সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার ভিলেজ পাইকগাছার গুচ্ছ গ্রামের কাঁঠাল গাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান জানান. উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলেজ পাইকগাছার গুছগ্রামের কাঁঠাল গাছে রজব আলী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ ঝুলতে দেখে এলাকাবাসী ও পরিবারের লোকজন থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। পুলিশ মরদেহের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। পরিবারের লোকজনের দাবি ঋণের দায়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে এলাকাবাসী জানায় মৃত্যুটি রহস্য জনক।

থানার ওসি মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন, ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে এটি হত্যা না আত্নহত্যা।

আরও খবর



ডেমরা থানা ৬৬ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের কর্মী সম্মেলন

প্রকাশিত:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:রবিবার ০১ অক্টোবর ২০২৩ | ১৪৯জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃরাজধানীর ডেমরায় ৬৬ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগ ডেমরা থানার অন্তর্গত ৬৬ নং ওয়ার্ড কমিটির আয়োজনে বুধবার ২৭ সেপ্টেম্বর রাতে ডগাইড় নতুন পাড়া বালুর মাঠে  এ কর্মীসম্মেলন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি এবিএম শফিউল আলম বুলু।

জাতীয় শ্রমিক লীগের এই কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ৬৬ নং ওয়ার্ড  ডগাইড় উত্তর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মিয়া। সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গনি রাজা, সাংগঠনিক সম্পাদক লায়ন ফারুক আহমেদ, এম এ করিম খান, ডেমরা থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কামাল হোসেন তারেক, ডেমরা থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি এবিএম শফিউল আলম বুলু বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে কাজ করছেন তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আগামী দিনে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে আওয়ামী লীগের বিকল্প নাই, তাই আগামী নির্বাচনে সবাইকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে ডেমরা থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এই জাতীয় শ্রমিক লীগের সৃষ্টি হয়েছিল, তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, বাংলাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করতে হবে।

সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর