
স্পোর্টস ডেস্ক:দুইদিন আগে শ্রীলঙ্কার কাছে হেরে ওয়ানডে র্যাঙ্কিংয়ের আট নম্বরে চলে যায় বাংলাদেশ। দীর্ঘদিন ধরে সাত নম্বরে থাকা বাংলাদেশকে হারিয়ে আট থেকে সাত নম্বরে উঠে যায় শ্রীলঙ্কা।
তবে একদিন না যেতে আবারও নিজেদের পুরনো জায়গা ফিরে পেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের আগে এশিয়া কাপে চার ম্যাচে এক জয় পাওয়া বাংলাদেশের ছিল ৩২ ম্যাচে ৯২ রেটিং পয়েন্ট। সাতে উঠে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট দাঁড়ায় ৩৭ ম্যাচে ৯৩।
তবে ভারতের বিপক্ষে ৬ রানের জয়ে আবারো উলটে যায় হিসেব। সাত নম্বরে উঠে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৩৩ ম্যাচে ৯৪। আট নম্বরে চলে যাওয়া শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৩৭ ম্যাচে ৯৩।
এদিকে এশিয়া কাপের আগে আফগানিস্তানকে হারিয়ে এক নম্বর জায়গা নেওয়া পাকিস্তান সুপার ফোরে ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে যায়। অন্যদিকে এক নম্বর জায়গা হারানো অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে টানা হারিয়ে আবারও উঠেছে এক নম্বরে।
বাংলাদেশের কাছে হেরে ২ রেটিং পয়েন্ট হারিয়ে দুই নম্বর থেকে তিন নম্বর অবস্থানে চলে গেছে ভারত। ৪০ ম্যাচে ভারতের রেটিং এখন ১১৪। পাকিস্তান অবস্থান করছে ২ নম্বরে, ইংল্যান্ড ৪ ও দক্ষিণ আফ্রিকা র্যাঙ্কিংয়ের ৫ নম্বরে।