Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে পুরনো অবস্থানে ফিরল, জায়গা হারাল ভারত

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৪জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:দুইদিন আগে শ্রীলঙ্কার কাছে হেরে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের আট নম্বরে চলে যায় বাংলাদেশ। দীর্ঘদিন ধরে সাত নম্বরে থাকা বাংলাদেশকে হারিয়ে আট থেকে সাত নম্বরে উঠে যায় শ্রীলঙ্কা। 

তবে একদিন না যেতে আবারও নিজেদের পুরনো জায়গা ফিরে পেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচের আগে এশিয়া কাপে চার ম্যাচে এক জয় পাওয়া বাংলাদেশের ছিল ৩২ ম্যাচে ৯২ রেটিং পয়েন্ট। সাতে উঠে শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট দাঁড়ায় ৩৭ ম্যাচে ৯৩।

তবে ভারতের বিপক্ষে ৬ রানের জয়ে আবারো উলটে যায় হিসেব। সাত নম্বরে উঠে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৩৩ ম্যাচে ৯৪। আট নম্বরে চলে যাওয়া শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৩৭ ম্যাচে ৯৩।

এদিকে এশিয়া কাপের আগে আফগানিস্তানকে হারিয়ে এক নম্বর জায়গা নেওয়া পাকিস্তান সুপার ফোরে ভারত ও শ্রীলঙ্কার কাছে হেরে যায়। অন্যদিকে এক নম্বর জায়গা হারানো অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে টানা হারিয়ে আবারও উঠেছে এক নম্বরে। 

বাংলাদেশের কাছে হেরে ২ রেটিং পয়েন্ট হারিয়ে দুই নম্বর থেকে তিন নম্বর অবস্থানে চলে গেছে ভারত। ৪০ ম্যাচে ভারতের রেটিং এখন ১১৪। পাকিস্তান অবস্থান করছে ২ নম্বরে, ইংল্যান্ড ৪ ও দক্ষিণ আফ্রিকা র‍্যাঙ্কিংয়ের ৫ নম্বরে।


আরও খবর

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৫৭জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ইরানে হিজাব না পরলে হতে পারে ১০ বছরের জেল। গতকাল এমনই এক বিতর্কিত বিল পাস করেছে দেশটির পার্লামেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গার্ডিয়ান কাউন্সিলের অনুমতি পাওয়ার পর বিলটি আইনে পরিণত হবে। বিলটিতে বলা হয়েছে, ‘সঠিক পোশাক’ না পরলে ১০ বছরের জেল হতে পারে।

বছরখানেক ইরানে আগে হিজাব না পরায় নৈতিকতা রক্ষা পুলিশের নিপীড়নে মৃত্যু হয় মাহসা আমিনি নামে এক তরুণীর। পুলিশি হেফাজতে তার মৃত্যুর পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় ওঠে। দেশজুড়ে শুরু হয় আন্দোলন। নারীরা তাদের স্কার্ফ খুলে প্রতিবাদ জানায়। পরিস্থিতি সামালে আরও কঠোর হয় ইরান সরকার। শত শত মানুষ প্রাণ হারায়।

এই মৃত্যুর প্রতিবাদ হিসেবে ইরানে হিজাব পরিধানের সংখ্যা কমে গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা বসিয়েছে নৈতিকতা পুলিশ।

ইরানে শরীয়াহ আইন অনুসরণ করা হয়। সেখানে বলা হয়, কিশোর বয়স থেকে অবশ্যই নারীকে হিজাব দিয়ে তার চুল ঢাকতে হবে এবং বড়, লম্বা ঢিলেঢালা পোশাক পরতে হবে। এই আইন না মানলে ১০ দিন থেকে ২ মাসের জেল কিংবা ৫ হাজার থেকে ৫ লাখ রিয়াল জরিমানা করা হতে পারে।

বুধবার ইরানের পার্লামেন্টে হিজাব অ্যান্ড চ্যাসিটি বিল নামে এই বিলটির পক্ষে ভোট দেন ১৫২ জন। তারা বলছেন জনসমক্ষে সঠিক পোষাক না পরলে চতুর্থ মাত্রা শাস্তি হওয়া উচিত।

দেশটির পেনাল কোড অনুযায়ী চতুর্থ মাত্রার শাস্তি মানে হচ্ছে ৫ থেকে ১০ বছরের সাজা কিংবা ১৮ থেকে ৩৬ কোটি রিয়াল জরিমানা।

শুধু জনসমক্ষেই নয়, কোনো নারী যদি গাড়ি চালায় কিংবা যাত্রী হিসেবেও থাকে, তাকেও অবশ্যই হিজাব পরতে হবে। যারা সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে ‘হিজাব নিয়ে মজা করে’ অথবা নগ্নতাকে প্রোমোট করে তাদেরও শাস্তির আওতায় আসতে হবে।

বিলটি এখন দেশটির অভিভাবক পরিষদ বা গার্ডিয়ান কাউন্সিলে পাঠানো হবে। এই পরিষদে বিচারক ও ধর্মযাজকরা রয়েছেন। তাদের ভেটো ক্ষমতাও আছে।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




মরক্কোতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৪৯৭

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :মরক্কোতে ৬.৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪৯৭ জনে দাঁড়িয়েছে। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন আরও ২৪৭৬ জন।সোমবার (১১ সেপ্টেম্বর) হতাহতের এই হালনাগাদ তথ্য দিয়েছে মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার মরক্কোর মধ্যাঞ্চলে শক্তিশালী এই ভূমিকম্পটি আঘাত হানে। এতে দক্ষিণ মারাক্কেশের অনেক গ্রাম্য এলাকা রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হয়।

প্রয়োজনীয় আধুনিক উপকরণের সংকট থাকায় অনেকেই স্থানীয় উদ্ধার সরঞ্জাম এমনকি শুধু হাত দিয়েও আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে। রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় অনেক এলাকায় উদ্ধার সরঞ্জাম নিয়েও যাওয়া যাচ্ছে না।

অনেক এলাকায় খাবার পানি ও জরুরি সহায়তার তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয় অনেককেই অনাহারে-অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে।

মরক্কো সরকার জানিয়েছে, ইতোমধ্যে তারা যুক্তরাজ্য, স্পেন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সাহায্যের প্রস্তাব গ্রহণ করেছে। আরও বেশ কয়েকটি দেশ মরক্কো সহায়তার প্রস্তাব দিয়েছে। তবে তিন দিন পার হওয়ায় আটকে পড়াদের জীবিত উদ্ধার হওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে আসছে।

সূত্র: এনডিটিভি


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ঘোড়াঘাট উপজেলায় লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা?

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:প্রতিদিন সপ্ন বুনছিলো এবার লাউ বিক্রি করে কিছুটা হলেও লাভের মুখ দেখবে। পরিশোধ করে দেবে সকলের ঋণ। কিন্তু সে সপ্ন অধরাই থেকে গেল কৃষক ইব্রাহীমের। দিনাজপুরের ঘোড়াঘাটে রাতের আঁধারে পূর্ব শত্রুতার জের ধরে ১ একরের মধ্যে ৯০ শতক জমির প্রায় ১৫০টি লাউগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক গতকাল বুধবার সকালে ঘোড়াঘাট থানায় প্রতিপক্ষদের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছেন। ঘোড়াঘাট থানার অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক ইব্রাহিম ও প্রতিপক্ষ একই গ্রামের শাহাদত এবং তার দুই ছেলে আমিনুল ও কামরুলের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় পূর্বশত্রুতার জেরে বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন হাটপাড়া দূর্গাপুর এলাকার ইব্রাহীম নামের এক কৃষকের লাউগাছ কেটে দেয় প্রতিপক্ষরা। এ সময় প্রতিপক্ষরা গাছগুলো কেটে চলে যাওয়ার সময় একই গ্রামের তাজ উদ্দিন দেখে ফেলে। পরে ইব্রাহিম সকালে ঘুম থেকে ওঠার পর ঘটনার বিস্তারিত জানতে পেরে জমিতে গিয়ে দেখতে পায় বেশিরভাগ লাউ গাছের গোড়া রাতের আঁধারে কেটে ফেলেছে প্রতিপক্ষরা। কৃষক ইব্রাহিম জানান, বছরে প্রতি বিঘায় ১২ হাজার টাকা করে আবাদ করার জন্য ১একর জমি লিজ হিসেবে নিয়েছিলাম। এনিজও থেকে কিস্তিতে ৫০ হাজার টাকা এবং পরিচিতজনদের থেকে ধার দেনা করে ৪০ হাজার টাকা নিয়েছেন। অপরদিকে কিটনাশক ও অন্যান্য দোকানে বাকি প্রায় ৩৬ হাজার টাকা। স্বপ্ন ছিলো লাউ বিক্রি করে অল্প অল্প করে কিস্তি ও ধারদেনা পরিশোধ করবো কিন্তু বাঁধ সাধলো লাউ গাছের মৃত্যু। কেটে ফেলা হয়েছে প্রায় বেশিরভাগ গাছ গুলো। পূর্ব শত্রুতা থেকে এমনটা করেছে প্রতিপক্ষরা। দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি, পাশাপাশি সরকারি সহায়তা চেয়েছেন যেন কিস্তি পরিশোধ করে পুনরায় পরিবারের সকলের মুখে হাসি ফোটাতে পারেন। এ ঘটনায় প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতিসাধন হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, লাউ গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর



সরকারি অনুদানের ছবিতে পরীমণি

প্রকাশিত:সোমবার ১৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:পরীমণি মাতৃত্বের ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন। কয়েকদিন আগে রায়হান রাফীর নাম ঠিক না হওয়া একটি ওয়েব সিনেমায় অভিনয়ের জন্য মৌখিক চুক্তি করেছেন। 

এবার সরকারি অনুদানের ‘ডোডার গল্প’ শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। রোববার (১৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে যুক্ত হন তিনি। সামাজিক মাধ্যমে চুক্তি স্বাক্ষরের মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেছেন এ নায়িকা। ক্যাপশনে লিখেছেন, এটা ডোডোর গল্প। 

ছবিটি পরিচালনা করবেন রেজা ঘটক। এর সহ-প্রযোজক হিসেবে আছেন নাজমুল হক ভূঁইয়া। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘ডোডোর গল্প’। 

এদিকে সম্প্রতি ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে পরীর ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। এতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। 


আরও খবর

জিনাত বরকতুল্লাহ আর নেই

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




‘প্রধানমন্ত্রী আমাকে কিছু বলেননি’

প্রকাশিত:বুধবার ৩০ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার্সের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাকে ধরার প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে টিপু মুনশি বলেন, গতকাল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কি বলেছেন,‌ কি মিন‌ (বোঝাতে) করেছেন সেটা তিনি ভালো জানেন। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।

বুধবার (৩০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন,‌ গতকাল সংবাদ সম্মেলনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দুই ঘণ্টা ছিলাম, আমেরিকান চেম্বার্সের প্রতিনিধিরাও‌ ছিল। কিন্তু এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কোনো কথা হয়নি, উনিও জিজ্ঞেস করেননি।

টিপু মুনশি বলেন, বাজারে সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙা হবে এ ধরনের কথা আমি কখনও বলিনি। আমি বলেছি, মাঝে মধ্যে জিনিসপত্রের দাম বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কী। ভোক্তা অধিকারসহ নানা‌ সংস্থা কাজ করছে। কিন্তু জনবল কম। এটা নিয়ে নানা সময়ে কথা বলেছি।

উল্লেখ্য, বাজারে সিন্ডিকেট আছে কিন্তু আমরা হাত দিতে পারি না– বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে মঙ্গলবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি কেন এ কথা বলেছেন, তাকে আমি ধরব।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩