Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

আর্জেন্টিনার দাপুটে জয় মেসিকে ছাড়াই

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১১জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:এই মাঠে আর্জেন্টিনার অতীত পরিসংখ্যানও খুব একটা সুখকর নয়। এর ওপর খেললেন না অধিনায়ক লিওনেল মেসি। তবে জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে।ফুটবলের পসরা মেলে বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিলেন লিওনেল স্কালোনির শিষ্যরা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাতে বলিভিয়াকে তাদেরই মাঠে ৩-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ে দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আলবিসেলেস্তারা।

ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলের জয়ের নায়ক লিওনেল মেসি। ওই ম্যাচে একমাত্র গোল করার পর একেবারে শেষ দিকে মাঠ থেকে তুলে নেওয়া হয় তাকে। তখন থেকেই বলিভিয়ার বিপক্ষে তাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়। তাই শেষমেশ মেসিকে নিয়ে ঝুঁকি নেয়নি স্কালোনি। তবু কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি বিশ্ব চ্যাম্পিয়নদের। জয় এসেছে বড় ব্যবধানে।

আর্জেন্টিনা ম্যাচের শুরুর ৩০ মিনিটে অবশ্য অগোছালো ছিল বেশ। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে মাঠের অত্যাধিক উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার পরই ছন্দে ফেরেন তারা, সুযোগ পান গোলের। ম্যাচের ৩১তম মিনিটে ডান পাশ থেকে আক্রমণে যাওয়া অ্যাঞ্জেল ডি মারিয়া নিচু ক্রস করেন বক্সের মাঝে। যা দুই ডিফেন্ডারের ফাঁক গলে খুঁজে পায় এঞ্জো ফার্নান্দেজকে। দারুণ ফিনিশিংয়ে বলটা স্বাগতিকদের জালে পাঠান। তার এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


বিরতির আগে ফের বড়সড় ধাক্কা খায় স্বাগতিকরা। ম্যাচের ৩৯তম মিনিটে বলিভিয়া ১০ জনের দলে পরিণত হয়। ক্রিশ্চিয়ান রোমেরোকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে বসেন রবের্তো ফার্নান্দেজ। আর্জেন্টিনা ব্যবধানটা দ্বিগুণ করার কিছুক্ষণ পরেই, প্রথম গোলের মতো আবারও গোলের জোগান দেন ডি মারিয়া। বক্সের অনেক বাইরে ফ্রি কিক পায় আকাশি-সাদারা। ডি মারিয়ার ফ্রি কিকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান নিকোলাস তাগলিয়াফিকো।

২-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আকাশি সাদারা খেলেছে অনেকটা রয়ে সয়ে। বোনাস হিসেবে পেয়েছে আরও একটি গোল। ম্যাচের ৮২তম মিনিটে স্কোরশিটে নাম লেখান নিকোলাস গঞ্জালেস। এই গোলেই ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।


আরও খবর

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




স্ত্রীর পাশেই শায়িত হলেন সোহান

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৯জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক:খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহান স্ত্রীর কবরের পাশেই চিরনিন্দ্রায় শায়িত হলেন । আজ বৃহস্পতিবার সকাল ৯টায় টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজু, লেখক আবু সাঈদ চৌধুরী, শ্যালক শাহী, আত্মীয়-স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে, গত মঙ্গলবার সন্ধ্যায় তার স্ত্রী স্ট্রোক করে মারা যান। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুনিয়া ছেড়ে বিদায় নেয় ‘কেয়ামত থেকে কেয়ামত’খ্যাত এই নির্মাতাও। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোহান। স্ত্রী ও তার ইচ্ছায় মৃত্যুর পর দুইজনকে পাশাপাশি দাফন করে তার পরিবারের লোকজন। এক দিনের ব্যবধানে দু’জনের মৃত্যুতে শোকে পাথর স্বজন ও এলাকাবাসী।


আরও খবর

জিনাত বরকতুল্লাহ আর নেই

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসকের সাথে মধুপুরে মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১১৪জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের মধুপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো.কায়ছারুল ইসলামের সাথে উপজেলা পরিষদ মিলনায়তনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার(১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এডভোকেট ইয়াকুব আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসাইন সহ আরও অনেকে। 

নবাগত জেলা প্রশাসক মধুপুর উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকবৃন্দ, সুধী সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষিজীবি ও ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করেন।

অনুষ্ঠান শেষে ২২/২৩ অর্থ বছরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা(পার্বত্য চট্টগ্রাম ব্যতিত) শীর্ষক কর্মসূচীর আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র ছাত্রীদের মাঝে ৬০টি বাইসাইকেল ও ৩০০জনের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

অনুষ্ঠান আয়োজনে ছিলেন মধুপুর উপজেলা প্রশাসন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



রোববার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:শনিবার ২৬ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩০জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার ঢাকার উদ্দেশ্যে জোহানেসবার্গ ত্যাগ করবেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট শনিবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে (স্থানীয় সময়) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টা যাত্রাবিরতির পর রোববার (২৭ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২২ আগস্ট রাতে জোহানেসবার্গে পৌঁছান প্রধানমন্ত্রী। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা।

কোভিড-১৯ মহামারি এবং পরবর্তী বিশ্বব্যাপী বিধিনিষেধের উত্থানের পর এটিই প্রথম ব্রিকস শীর্ষ সম্মেলন যা সশরীরে আয়োজিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সম্মেলনে যোগ দেন।

২৩ আগস্ট, প্রধানমন্ত্রী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিট’-এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন। পরে তিনি আফ্রিকান দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের আয়োজিত ‘বাংলাদেশ দূত সম্মেলনে’ যোগ দেন।

ওইদিন বিকেলে তিনি হোটেল হিলটন স্যান্ডটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্রিকসের বর্তমান চেয়ারম্যান এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্রীয় ভোজে যোগ দেন।

২৪ আগস্ট তিনি ৭০টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে ‘ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’- ফ্রেন্ডস অব ব্রিকস লিডারস ডায়ালগ (ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়ালগ)- এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে ভাষণ দেন। একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা ভানা রুসেফের মধ্যেও বৈঠক অনুষ্ঠিত হয়।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




কলারোয়ায় গভীর রাতে ব্যবসায়ী পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টা, থানায় অভিযোগ

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৩৬জন দেখেছেন

Image

বিশেষ প্রতিনিধি,কলারোয়া: কলারোয়ায় রাতে আধারে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দূর্বত্তরা। ঘটনাটি ঘটেছে-কলারোয়া পৌর সদরের মুরারীকাটি দক্ষিণ পাড়ায়। ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিক বিশিষ্ট ব্যবসায়ী রনজিৎ কুমার মন্ডল ও দিলিপ কুমার মন্ডল জানান-তারা প্রতিদিনের ন্যায় বাড়ীর সমানে বসে রাত সাড়ে ১২টা পর্যন্ত কথা বলছিলেন। পরে বাড়ীর গেইট বন্ধ করে দ্বিতালা ভবনে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান যে কে, বা কাহারা ঘরে মেইন গেইটে ৬/৭টি বতল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। ওই সময় তারা বাড়ীর গেইটের পাশে প্লাস চিহ্ন দিয়ে রেখে গেছে। ব্যবসায়ী রনজিৎ কুমার মন্ডল আরো বলেন-তার বাসায় ৫/৬টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস ছিলো। আল্লাহর অশেষ ক্রিপায় রক্ষা পেয়েছেন। এর আগে তেল পাম্পে রাখা একটি ট্রাকে দূর্বত্তরা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তিনি এঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান-একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর



সিরাজগঞ্জে রেনেসাঁ ক্লাবের উদ্যোগে বজ্রপাত নিধোরক তালগাছ রোপণ

প্রকাশিত:সোমবার ০৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১০১জন দেখেছেন

Image

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রেনেসাঁ ক্লাবের উদ্যোগে বজ্রপাত নিধোরক তালগাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের যমুনা নদীর ক্রসবার-৪ এ এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জে বজ্রপাতের ঝুঁকি হ্রাস করতে এদিন যমুনা নদীর পাড়ে দুই শতাধিক তাল গাছের চারা ও তাল বীজ রোপন করা হয়।

উক্ত কর্মসূচিতে ঐতিহ্যবাহী রেনেসাঁ ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল মতিন মুক্তা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত।

এ সময় আমন্ত্রিত অতিথিরা জানান, সিরাজগঞ্জ বজ্রপাতের হটস্পট জোন। তাই নদীর পাড়ে প্রাকৃতিক বজ্রপাত নিধোরক তাল গাছের চারা রোপণের এই উদ্যোগকে সাধুবাদ জানায় তারা এবং আগামীতে এই ধরণের কর্মসূচিকে উৎসাহিত করতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

রেনেসাঁ ক্লাবের আয়োজনে ও বৃক্ষপ্রেমিক আবুল কালাম আজাদের তালবীজ সহায়তায় উক্ত আয়োজনে রেনেসাঁ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

বিপদজনক সংযোগ সড়কে বাধ্য হয়ে চলাচল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩