Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র প্রতিযোগিতার উদ্বোধন ৫ নভেম্বর

প্রকাশিত:শুক্রবার ০৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ২৫৪জন দেখেছেন

Image

আজাদ হোসেনঃআন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশেনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স, রমনায় ‘ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র, গ্রুপ-৫’ এর আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে টেনিস ফেডারেশন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মো: মোতাহার হোসেন (সাজু),  নেয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক  আবু সাঈদ মোহাম্মদ হায়দার, টুর্নামেন্ট ডিরেক্টর ও বিটিএফ কোষাধ্যক্ষ  খালেদ আহমেদ ও নির্বাহী সদস্য মাহবুব মোর্শেদ শামীম। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় যে, প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, চায়না, মিশর, ভারত, ইরাক, জাপান, কোরিয়া, নেদারল্যান্ড, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড ও আমেরিকা হতে ৬২ জন বালক ও ৩২ জন বালিকা খেলোয়াড় এন্ট্রি প্রদান করেছে। এছাড়াও বালক বিভাগে ৪ জন ও বালিকা বিভাগে ৪ জন খেলোয়াড় ‘ওয়াইল্ড কার্ড’ হিসেবে সরাসরি প্রতিযোগিতার মূল পর্বে অংশগ্রহণ করছে।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয় যে, প্রতিযোগিতার টপ সীড বালক বিভাগে আমেরিকার আরাভ সম্রাট হাদা [আইটিএফ জুনিয়র র‌্যাংকিং ৮৬৭] এবং বালিকা বিভাগে ভারতের  অধরা ভার্মা [আইটিএফ জুনিয়র র‌্যাংকিং ১৩৫৩]। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদেশী খেলোয়াড়দের ‘হোটেল ৭১’ ও ‘হোটেল ফারস’ এ আবাসনের ব্যবস্থা করা হয়েছে। প্রতিযোগিতায় আগত বিদেশী খেলোয়াড়দের বিমান বন্দর হতে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও খেলোয়াড় ও বিদেশী অতিথিদের নিরাপত্তার জন্য ভেন্যু, হোটেলে প্রয়োজনীয় পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। খেলোয়াড়দের যাতায়াতকালীন পুলিশ স্কট প্রদান করা হচ্ছে। 

প্রতিযোগিতার বাছাইপর্বের সাইন-ইন ০৩ নভেম্বর ২০২৩ বিকাল ৪:০০ টা হতে ৬:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ৮:৩০ টা হতে হতে বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হবে। ০৫ নভেম্বর ২০২৩ বিকাল ৫:০০-৬:০০ টায় মূল পর্বের সাইন-ইন অনুষ্ঠিত হবে এবং ০৬ নভেম্বর ২০২৩ সকাল ৮:৩০ টা হতে মূলপর্বের খেলা শুরু হবে। প্রতিযোগিতার ফাইনাল খেলা ১০ নভেম্বর ২০২৩ এ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে সকল খেলোয়াড়গণ রাজশাহীতে অনুষ্ঠেয় দ্বিতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠান ০৫ নভেম্বর ২০২৩ বিকাল ৪:০০ টায় অনুষ্ঠিত হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি ও মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি।  উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স’ এর নামের ফলক উন্মোচন করা হবে।


আরও খবর



১৪ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১১৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার জেলায় শেষ হওয়া ১৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৪টি নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে তিনি এগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি যোগ দেবেন মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র-সংলগ্ন টাউনশিপ মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এর আগে সকালে সমুদ্রের শহরে গিয়ে চট্টগ্রাম (দোহাজারী)-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করেন সেখানে স্থাপিত আইকনিক রেল স্টেশনও।

দুপুর ১টায় উদ্বোধনের পর আইকনিক রেলস্টেশনের টিকিট কাউন্টার থেকে ১টা ২১ মিনিটে টিকিট কাটেন প্রধানমন্ত্রী। এরপর সবুজ পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রীর হুইসেল বাজানোর মাধ্যমে ১টা ২৭ মিনিটে কক্সবাজার থেকে রামুর উদ্দেশে ছেড়ে যায় একটি ট্রেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজ রেলের সঙ্গে কক্সবাজার সংযুক্ত হলো। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেললাইনের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পেরে সত্যি আমি খুব আনন্দিত। একটা কথা দিয়েছিলাম, কথাটা রাখলাম।

আজকের দিনটি বাংলাদেশের জনগণের জন্য গর্বের দিন বলেও উল্লেখ করেন তিনি।


আরও খবর



"বিএনপি-জামায়াতের ১০-১৫ বছর পর কোনো চিহ্ন থাকবে না"

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপি-জামায়াত নামে কোনো দল আগামী ১০ থেকে ১৫ বছর পরে দেশে থাকবে না বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, বিদেশিদের উসকানিতে জালাও পোড়াও করছে তারা। তবে, নির্বাচনের পর সব জ্বালাও পোড়াও বন্ধ হয়ে যাবে।

শনিবার (১৮ নভেম্বর) সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে সপ্তমবারের মতো আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, নির্বাচনের আগে আগেই বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস শুরু করে। এর সমাধানও তরুণদের হাতে, দেশের জনগণের হাতে। ভোটে আগুন সন্ত্রাসীদের বর্জনই এর সমাধান।

তিনি বলেন, যারা জ্বালাও-পোড়াও করছে তাদের বিরুদ্ধে উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দেবেন। কেউ কেউ নির্বাচনকে সামনে রেখে উসকানি দিচ্ছে। বিশেষ করে বিদেশিরা। নির্বাচন শেষ হয়ে গেলে তাদের উসকানি বন্ধ হয়ে যাবে।

এর আগে সপ্তমবারের মতো দেশ গঠনে এগিয়ে আসা একদল তরুণের হাতে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক। ছয়টি ক্যাটাগরিতে তরুণদের ১২টি সংগঠনকে বিজয়ী ঘোষণা করা হয় এবারের আয়োজনে।


আরও খবর



জয়পুরহাটে ধর্মীয় ব্যাখ্যা নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

জয়পুরহাট প্রতিনিধিঃধর্মীয় নানা ব্যখ্যা নিয়ে অপপ্রচাররোধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চক-ভারুনিয়া দরবার শরীফের আয়োজনে  আজ শনিবার দুপুরে জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  এতে লিখিত বক্তব্য পাঠ করেন নওগাঁর ইমাম আজম ফাউন্ডেশনের মুফতি শাহ আলম।

লিখিত বক্তব্যে মুফতি শাহ আলম বলেন, বর্তমানে মিলাদ কিয়ামের বিপক্ষের আলেমগণ নানা বিতর্কে জড়িয়ে বিভ্রান্ত সৃষ্টির অপচেষ্টা করছেন। শুধু তাই নয়, এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টির মাধ্যমে সামাজিক শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য গত ১১ নভেম্বর জয়পুরহাট সদর উপজেলার বড় তাজপুর গ্রামে ‘কিয়াম ও মিলাদ’ এর পক্ষে-বিপক্ষে ‘বাহাস’ করেন ২ দলের আলেমগন। কিয়াম ও মিলাদের বিপক্ষের আলেমগ জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রসার অধ্যক্ষ মওলানা আব্দুল মতিনের বিরুদ্ধে নানা অপপ্রচার চালান বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান আয়োজকরা।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, সহকারী অধ্যাপক মুফতি ইমরান আলী, চক ভারুনিয়া আলিম মাদ্রসার অধ্যক্ষ আব্দুল গফুর, চক ভারুনিয়া দরবার শরীফের পরিচালক  মওলানা ইব্রাহিম হোসেন, পুরানাপৈল ইউ.পি সদস্যকামরুজ্জামান রনজু প্রমুখ। 


আরও খবর



ঘূর্ণিঝড় মিধিলি, নৌযান চলাচল বন্ধ

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:ঘূর্ণিঝড়ের ‘মিধিলি’ এর প্রভাবে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের রুটে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (১৭ নভেম্বর) বিআইডব্লিউটিএ-এর উপ-পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নদী বন্দরে ২নং সংকেত থাকায় সকালে ৬৫ ফুটের নিচের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে এখন বৈরী আবহাওয়া বিরাজ করায় সম্ভাব্য আগাম সতর্কতা হিসেবে অভ্যন্তরীণ রুটে লঞ্চসহ সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। আর এ নির্দেশনা পরবর্তী ঘোষণা পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ঘূণিঝড়ের প্রভাবে রাতভর কখনও গুঁড়িগুঁড়ি আবার কখনও ভারি বৃষ্টি হয়েছে। বরিশাল আবহাওয়া অফিসের তথ্য মতে গত ২৪ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যার ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।


আরও খবর



প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করছেন শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীরা

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

মাসুদুল হক রুবেল হিলি (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের নবাবগঞ্জে লোকা দ্বি-মূখী উচ্চবিদ‍্যালয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তারিকুল হাকিম রিফাতকে জে,এস,সি বার্ষিক পরীক্ষায় অংশগ্রহন করতে না দেয়ায় ও পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার প্রতিবাদে ওই বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মন্ডলের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিদ‍্যালয়ের সকল শিক্ষার্থী,শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসি মানববন্ধন করেছেন। সোমবার সকাল ১০ টায় উপজেলার পুঁটিমারা ইউনিয়নের লোকা দ্বি-মূখী উচ্চবিদ‍্যালয় চত্বরে পরীক্ষায় তারিকুল হাকিম রিফাতকে অংশ গ্রহনের দাবীতে ওই স্কুলের সকল অভিভাবক,জনপ্রতিনিধি ও সচেতন মহলের ব‍্যানারসহ বিদ‍্যালয়ের সকল শিক্ষার্থী সমর্থন জানিয়ে বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের মন্ডল এর দৃষ্টান্তমূলক শাস্তিসহ দ্রুত অপসারণের দাবীর শ্লোগানে মুখরিত করে বিদ্যালয় প্রাঙ্গণ। রিফাতের বাবা অত্র বিদ‍্যালয়ের সাবেক ম‍্যাজিং কমিটির সদস‍্য আবু নাসের সাংবাদিকদের জানান,আমি বিদ‍্যালয়ের ম‍্যানেজিং কমিটির সদস‍্য থাকার সময় প্রধান শিক্ষক আবু তাহের মন্ডলের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। সেই কারণেই তিনি আমার ছেলেকে পরিক্ষা দেয়া থেকে বিরত করতে পরিক্ষার হল থেকে বের করে দিয়ে আমার ছেলের মাধ‍্যমে আমার সাথে প্রতিশোধ নিচ্ছেন। মানববন্ধনে অংশগ্রহনকারী অত্র বিদ‍্যালয়ের ৮ম শ্রেণীর (ক) শাখার শিক্ষার্থী রিফাতের সহপাঠি আরমান,কাজল, সৌরভ, সোহেল, মাহি, বৃষ্টি, রুমাইয়া, জেমীও লাবনী হাঁসদাসহ অনেকেই এর সুরাহা চেয়ে প্রতিবাদ করেছে। পুঁটিমারা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস‍্য ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামত আলি,ইউনিয়ন আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল আওয়াল, চার চার বারের নির্বাচিত ইউপি সদস‍্য মাহফিজুল হক,হাফিজুর রহমানসহ অনেকেই বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মন্ডলের অনিয়ম, দুর্নীতি ও সেচ্ছাচারীতার নিন্দা জানিয়ে দ্রুত ৮ম শ্রেণীর শিক্ষার্থী রিফাতের পরিক্ষা দেওয়াসহ ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘটনার সুষ্ঠু তদন্ত পূর্বক ব‍্যবস্থা গ্রহনে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন। এ বিষয়ে মুঠোফোনে বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মন্ডলের নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি একটি মামলা সংক্রান্ত বিষয়ে দিনাজপুরে অবস্থান করছি। পরে কথা বলবো বলে ফোন কেটে দেন। ওই বিদ‍্যালয়ে ম‍্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করে তাঁকে পাওয়া যায়নি।


আরও খবর

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩