Logo
আজঃ বুধবার ২৯ মার্চ ২০২৩
শিরোনাম

ভূমিকম্পে নিহত বেড়ে ১৪০০

প্রকাশিত:সোমবার ০৬ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক; শক্তিশালী ভূমিকম্পে শুধুমাত্র তুরস্কেই নিহেতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১২ জনে। অন্যদিকে, প্রতিবেশী দেশ সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮২ জনে। অর্থাৎ দুই দেশ মিলিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৪০০ জনে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে স্থানীয় সময় আজ সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে গাজিয়ানটেপ শহরের কাছে ১৭ দশমিক ৯ কিলোমিটার (১১ মাইল) গভীরতায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। ভূম্পিকম্পটি রাজধানী তুরস্কের আঙ্কারা এবং দেশটির অন্য শহরেও অনুভূত হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট পুরো অঞ্চল জুড়েই কম্পন অনুভূত হয়েছে।

ভূম্পিকম্পে তুরস্কে ৯১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৫ হাজার ৩৮৩ জন আহত হয়েছেন। ভবনে আটকে পড়াদের বের করে আনার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

অন্যদিকে, সিরিয়ায় সিরিয়ায় ৫৮২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১ হাজার ৮৯ জন আহত হয়েছেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমন সইলু বলেন, ‘ভূম্পিকম্পে ১০টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো হচ্ছে- গাজিয়ানতেপ, কাহরামানমারাস, হাতায়, ওসমানিয়ে, আদিয়ামান, মালাতিয়া, সানলিউরফা, আদানা, দিয়ারবাকির এবং কিলিস। প্রতিবেশী দেশ সিরিয়া, লেবানন এবং সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে।’

এদিকে এমন পরিস্থিতিতে বিপর্যয় দেখা দিয়েছে দেশটিতে। শহরগুলোর চারদিকে ধ্বংসস্তূপের চিত্র। ভবন ধসে অনেকে চাপা পড়েছে। নিখোঁজদের হন্য হয়ে খোঁজ করতে দেখা গেছে পরিবারের সদস্যদের।


আরও খবর



শক্তিশালী ভূমিকম্পে ইকুয়েডর ও পেরুতে নিহত ১৪

প্রকাশিত:রবিবার ১৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৪৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর ও পেরুতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার ভূমিকম্পটি আঘাত হানে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর বেশ কয়েকটি শহরে বাড়ি, স্কুল ও চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প গুয়াস প্রদেশের বালাও শহর থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) দূরে, ৬৬ দশমিক ৪ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।

এ ভূমিকম্পে আবাসিক অবকাঠামোসহ স্কুল-কলেজের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভূমিকম্পের ফলে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আজ রোববার সকালে এক টুইট বার্তায় ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো বলেছেন, ‘ভূমিকম্পের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি যাচাই করতে আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় রয়েছি। আমি নিশ্চিত করতে চাই যে আমি আপনার সঙ্গে আছি। সেইসঙ্গে ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সংহতি ও প্রতিশ্রুতি ব্যক্ত করছি।’

প্রেসিডেন্সির যোগাযোগ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে এবং ৩৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। বেশির ভাগই এল ওরো প্রদেশে।

সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পে কমপক্ষে ৪৪টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ৯০টি বাড়ির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৫০টি শিক্ষা ভবন এবং ৩০টিরও বেশি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।


আরও খবর



নবীনগর নারায়ণপুরে মাদকের আস্তানা গুড়িয়ে দিলেন এসিল্যান্ড

প্রকাশিত:সোমবার ১৩ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image

মোহাম্মদ হেদায়েতুল্লাহ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ-

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর এলাকার নারায়ণপুর হাছান শাহ মাজার সংলগ্ন এলাকায় আস্তানা গেড়ে গাঁজা সেবনকালে এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।আজ সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাছান শাহ মাজারের পিছনে গাঁজার আস্তানা গুড়িয়ে দেয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান বলেন,ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সাথে সাথে উপজেলা প্রশাসন ও পুলিশকে অবগত করতে স্থানীয় লোকদের নির্দেশ দেন।তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



অসময়ে বিলের পানি বৃদ্ধি ডুবছে বোরো ধান হতাশ

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১০২জন দেখেছেন

Image

আব্দুস সবুর তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে বিল কুমারী বিলে অসময়ে বন্যার কারনে ডুবছে কৃষকের রক্ত ঘামের বোরো ধান। জেলার নওহাটা এলাকার বারনই নদীর বাঁধ দেওয়ার কারনে এমন পানি বৃদ্ধি হচ্ছে বলে মনে করছেন কৃষকরা। প্রায় দুই মাসের অধিক বয়সের বোরো ধান ঢুবে যাওয়ার কারনে হতাশ হয়ে পড়েছেন চাষীরা। পানির সাথে ম্যানহলের মলও এসে জমা হয়েছে বিলে। ফলে দ্রুত বাঁধ কেটে পানি বের করা না হলে ডুবন্ত ধান হবে না। এতে করে চরম দিশেহারা হয়ে পড়েছেন বিল কুমারী বিল সংলগ্ন শতশত কৃষকরা।

পৌর সদর গুবিরপাড়া গ্রামের কৃষক সাহেব আলী প্রতি বছরের ন্যায় এবারো বিলে ৫ বিঘা জমিতে বোরো চাষ করেছিলেন। তিনি জানান, গত শনিবার, রবিবারের বৃষ্টি হয়। এরপর দিন সোমবার থেকে বিলের পানি বৃদ্ধি পাওয়া শুরু করে। গত মঙ্গলবার থেকে আরো বেশি পানি বেড়ে যায়। যে পরিমান বৃষ্টি হয়েছে তাতে বিলের পানি তেমন বৃদ্ধি পেত না। কিন্তু নওহাটা এলাকার বারনই নদীতে বাঁধ দেওয়ার কারনে শহর ও তার আশপাশের এলাকার নদী খাল ও বিল এবং ড্রেনের ম্যান হলের মল আসার কারনে পানি বাড়তেই আছে।

একইগ্রামের ফারুক নামের আরেক ভূমিহীন কৃষক জানান, বিলের একেবারে নিচে দুই বিঘা জমি রোপন করি। পুরোটাই ডুবে গেছে। সাহেব আরো জানান, আমার পার্শে সালামের ৩ বিঘা, পাতা বাবুর ২ বিঘা, আছানের ১ বিঘা সহ প্রায় ২০০ বিঘা জমির ধান পানির নিচে। ধানের বয়স ২ মাস পার হয়েছে, অল্প দিনের মধ্যে শীষ গজাবে। আর এসময় ডুবে যাচ্ছে। যা খরচ হওয়ার হয়ে গেছে। এখন পর্যন্ত এক বিঘায় নিম্মে ১০ হাজার টাকা উর্ধ্বে ১২ হাজার টাকা করে খরচ হয়েছে। দুএকটি সেচ হলে সোনালী ধান ঘরে উঠবে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, বিলের একেবারে নিচু জমিগুলোর ধান ডুবেছে এবং পানি উঠেছে। দুই দিনের বৃষ্টিতে এঅবস্থা হয়েছে। তবে বুধবারের মত রোদ ও আবহাওয়া ভালো থাকলে দুই দিনের মধ্যে পানি নেমে যাবে।  আর বৃষ্টি হলে পানি নামতে পারবে না ধানের ক্ষতি হবে। আশা করছি আবহাওয়া ভালো হবে কৃষকের পরিশ্রম বৃথা যাবে না।

আরও খবর



নাসিরনগরে ২৫৪ জন ভূমি ও গৃহহীনের মাঝে প্রধান মন্ত্রীর উপহারের ঘর বিতরণ

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image

মোঃ আব্দুল হান্নান,

২২ মার্চ ২০২৩ রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ২৫৪ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক ৩য় ও ৪র্থ পর্যায়ের-২ শতাংশ জমি ও একটি ঘরের দলিল ও চাবি বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়েছে।অনুষ্টানের শুরুতেই মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিডিও কনপারেন্সের  মাধ্যমে ভার্চুয়ালী অনুষ্টানে যুক্ত হয়ে অনুষ্টানেন শুভ  সুচনা করেন। 


পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে এক অনুষ্টান অনুষ্টিত হয়।অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য বি,এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।বিশেষ অথিতি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন,উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ,আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ লতিফ হোসেন,অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ সরকার।


বক্তব্য রাখেন উপকারভোগী ক্ষিরোধ আচার্য্য,চমকতারা বেগম,চাপড়তলা ইউপি চেয়ারম্যান  মনছুর আহমদ ভূইয়া,বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন প্রমুখ।অনুষ্টানে দলীয় নেতাকর্মী,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় সাংবাদিক উপকারভোগী সহ সুশীল সমাজের লোকজন  উপস্থিত ছিলেন।অনুষ্টান শেষে মাননীয় প্রধান অতিথি বি,এম ফরহাদ হোসেন এম পি উপকারভোগীদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।এ সময় উপকার ভোগীদের মাঝে বইতে থাকে আনন্দের বন্যা।অনুষ্টানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিষু দাস।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর



সংস্কারের নামে প্রতারনা দুবিঘার বেশি জমিতে পুকুর খনন নিরব প্রশাসন

প্রকাশিত:সোমবার ০৬ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে পুরাতন পুকুর সংস্কারের অনুমতি নিয়ে পরিপক্ব গাছ পালা উজাড় করে আরো দু বিঘা ডাঙ্গা জমিতে পুকুর খনন করছেন বিএনপি নেতা ধান ব্যবসায়ী মতিউর ও আতাউর বলে নিশ্চিত করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাউসার আলী। উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির) শ্রীখন্ডা গ্রামে ঘটেছে পুকুর খননের ঘটনা। বিএনপি নেতার এমন প্রতারনা ও এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে রোববার দুপুরের পরে  ভূমি কর্মকর্তা অভিযান চালিয়ে হেরো ট্যাক্টরের চাবি নিয়ে অফিসে আসেন।

খবর পেয়ে খননের দায়িত্বে থাকা ইউপি সদস্য বকুল হোসেন ও ভেকু মেশিন মালিক মোহনপুর উপজেলার জামাল উদ্দিন অকাথ্য ভাষায় গালমন্দ করেন ভূমি কর্মকর্তা কে। বকুল মেম্বার ক্ষমতাসীন দলের মেম্বার, তিনি প্রশাসন থেলে শুরু করে সবাইকে ম্যানেজ করার নাম করে পুকুর মালিকের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়াও একই ইউপির ছাঐড় গ্রামের আরেক বিএনপি নেতা আবুলের পুরাতন পুকুর সংস্কারের নামে ফসলী জমিতে মাটি দিচ্ছেন। সেই মাটিতে সদ্য নির্মিত পাকা রাস্তা মাটিতে রুপান্তর হয়েছে। এতকিছুর পরও রহস্যজনক কারনে নিরব অবস্থায় প্রশাসন। অথচ স্থানীয় সাংসদের কঠোর নির্দেশ কোনভাবে রাস্তা নষ্ট করা যাবে না, এজন্য প্রশাসন কঠোর ভূমিকা রাখার নির্দেশ দেন। আবার সামন্য বৃষ্টি হলে রাস্তা দিয়ে কোনভাবেই চলাচল করা যাবে না, ঘটবে ভয়াবহ সড়ক দূর্ঘটনা। ফলে দ্রুত অভিযান দিয়ে এসব মাটি ও ভেকু দস্যুদের আইনের আওতায় আনার জোরালো দাবি উঠেছে।

কামারগাঁ ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাউসার আলী জানান, শ্রীখন্ড মৌজার অন্তর্গত ১২১৭ দাগে ৭০ শতাংশ পুরাতন পুকুর সংস্কারের অনুমতি রয়েছে। খারিজকৃত জমির মালিক রহিমা বিবি, জজে আব্দুর রশিদ। কিন্তু ৭০ শতাংশ পুরাতন পুকুর সংস্কারের নাম করে জালিয়াতির মাধ্যমে ১২১৮ দাগে ৪৪ শতাংশ সহ বিভিন্ন দাগে দুই বিঘা ডাঙ্গা জমিতে পুকুর খনন করছেন মতিউর ও আতাউর। আমি কয়েকদিন আগে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে খনন করতে নিষেধ করি। কিন্তু খননের দায়িত্বে থাকা মেম্বার বকুল ও ভেকু মালিক জামাল অকাথ্য ভাষায় গালমন্দ করে। রোববার দুপুরের দিকে পুনরায় গিয়ে দেখি খননের মাটি হেরো ট্যাক্টরে করে বহন করার কারনে পাকা রাস্তা প্রচুর ভাবে ভেঙ্গে গেছে। আমি একটি হেরো ট্যাক্টরের চাবি নিয়ে আসি এবং কাজ বন্ধ করতে বলি। পুকুরে ভেকু মেশিন ছিল, আসার খবর পেয়ে চালক পালিয়ে যায়। পরে বকুল মেম্বার ও জামাল নানা ভাবে হুমকি দিয়ে পুনরায় খনন কাজ করছেন। অনেক গুলো পরিপক্ব তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে সাবাড় করে  দিয়েছে। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরিবেশ আইনে মামলা দায়ের করা হবে। তিনি আরো জানান ছাঐড় গ্রামে পুরাতন পুকুর সংস্কারের নামে চার ফসলী জমি ভরাট করছেন বকুল মেম্বার ও জামাল। মাটি বহনের জন্য পাকা রাস্তার চিহ্ন নাই। সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, শ্রীখন্ডা গ্রামের বাসিন্দা সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম পুরাতন পুকুর সংস্কার করার সময় কখনো থানা পুলিশ বাধা দেয় কখনো ক্ষমতাসীন দলের লোকজনরা বাধা প্রদান করেন। তিনি নিজের মার্কেটে মাটি দিচ্ছিলেন সেটাও বন্ধ করা হয়। তাহলে একই গ্রামের মতিউর কিভাবে নতুন পুকুর কাটছেন এবং মাটি বানিজ্য করছেন। কেউ এসে বাধা দিচ্ছেনা, ও ক্ষমতাসীন দলের মেম্বার বকুল দায়িত্ব নিয়েছেন এজন্য। আইন সবার জন্য সমান। এক চোখে তেল আরেক চোখে নুন কেন ও মতিউর বড় ব্যবসায়ী বিএনপি নেতা একারনে সবাই বিক্রি হয়ে গেছে। আবার একই ইউপির ছাঐড়গ্রামে পুকুর সংস্কার ও মাটি দিয়ে চার ফসলী জমি ভরাট করা হচ্ছে, হিমাগার নির্মান হবে। সদ্য নির্মিত গ্রামের রাস্তা ও মুল রাস্তার চরম বেহাল হয়ে পড়েছে। ধূলা বালির জন্য গ্রামবাসী বাধ্য হয়ে রাস্তায় পানি দিচ্ছে। একারনে পাকা রাস্তা কাদায় রুপ নিয়েছে। দিনরাত সমান তালে কাজ করলেও সবাই অজানা।

সুত্রে জানা যায়, বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি। মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ চার বা তিন ফসলী জমিতে কোন শিল্প কলকার খানা করা যাবে না। সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে চার ফসলী জমি ভরাট করছেন রাজশাহীর বড় ঠিকাদার বজলুর ও খড়িবাড়ি বাজারের মোটরসাইকেল শোরুমের মালিক শরিফ। প্রায় ১৮-২০ বিঘা চার ফসলী জমির শ্রেণী পরিবর্তন না করে হিমাগার হচ্ছে। হিমাগারের জন্য বর্ষা মৌসুমে কয়েকগ্রাম ও পার্শ্ববর্তী জমিতে প্রচুর জলাবদ্ধতার সৃষ্টি হবে।
হিমাগার নির্মানকারী বজলুর জানান, হিমাগার তৈরি না হলে আলু কোথায় রাখবে। ফসলী জমিতেই তো হিমাগার করতে হবে। হিমাগার করতে জমির শ্রেণী পরিবর্তন করা লাগে না। 

ছাঐড় হরিপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য মতিউর জানান, ছাঐড় গ্রামের পাকা রাস্তার চিহ্ন নাই। পানি দেওয়ার কারনে কাদায় পরিনত হয়ে পড়েছে। আমিও দূর্ঘটনার স্বীকার হয়েছি। পুরাতন পুকুর সংস্কার করার অধিকার আছে, কিন্তু সরকারী পাকা রাস্তা নষ্টের কোন এখতিয়ার নাই। বড় মাপের লোকজন আমি ছোট মানুষ, আমার কথা কেউ শুনবে না। দ্রুত মাটি বহন বন্ধ না হলে দূর্ঘটনার শেষ থাকবে না। তিনি আরো জানান, ছাঐড় গ্রামে যে পুকুর সংস্কার করা হচ্ছে গত মাসে তার পাশেই সংস্কার করে মাটি বহনের কারনে রাস্তা নষ্টের দায়ে জামাল ও আরেকজনকে ১ লাখ টাকা জরিমানা করেছিল। তাহলে একই জায়গায় একই কায়দায় কিভাবে কি রাস্তা নষ্ট করতে পারে। কেন অভিযান দেওয়া হচ্ছে না।

গ্রামের একাধিক বাসিন্দারা জানান, দিন রাত হেরো ট্যাক্টর ও ভেকু মেশিনের শব্দে অতিষ্ঠ সবাই। রাতে ঘুমানো যাচ্ছে না। ছেলে মেয়েরা পড়া লিখা করতে পারছে না। বাড়ি ঘর ধূলায় সাদা হয়ে যাচ্ছে। কিন্তু বকুল মেম্বার ও জামালের ভয়ে কেউ কিছুই বলতে পারছেনা। হিমাগার নির্মান হলে বর্ষা মৌসুমে এর যন্ত্রনা টের পাবে জনসাধারন। রাঘব বেয়ালরা জড়িত এজন্য সবাই নিরব।
খননের দায়িত্বে থাকা  মেম্বার বকুল ও ভেকু মেশিন মালিক জামাল জানান, সবাইকে ম্যানেজ করে খনন করে মাটি বিক্রি করা হচ্ছে।

টাকা দিলে সবই হয়, ওই সময় সামান্য ভুলের জন্য জরিমানা দিতে হয়েছে। এজন্য সব লাইন ঠিক করে কাজ করা হচ্ছে। হাজারো লিখে কোন কাজ হবে না বলেও দম্ভক্তি প্রকাশ করেন তারা। থানার ওসি কামরুজ্জামান মিয়াকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হলে তিনি দেখছি বলে দায় সারেন। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানোরের অতিরিক্ত  দায়িত্ব প্রাপ্ত ইউএনও জানে আলম জানান, পুরাতন পুকুর সংস্কার করতে পারবে, কিন্তু সরকারী পাকা রাস্তা নষ্টের কোন অধিকার নেই। আর নতুন ভাবে পুকুর খননের প্রশ্নই আসেনা। আমি সোমবার তানোরে গিয়ে চিরনি অভিযান পরিচালনা করব এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা তহসীল দারকে গালমন্দ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেন এই কর্মকর্তা। 

আরও খবর