Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম
"ঘূর্ণিঝড় মিধিলি"

ভোলার লালমোহনে প্রায় ১২ কোটি টাকার কৃষি ফসলের ক্ষতির আশঙ্কা

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৮৮জন দেখেছেন

Image

শরীফ হোসাইন ভোলা বিশেষ প্রতিনিধি:ঘূর্ণিঝড় মিধিলির তান্ডবে ভোলার লালমোহন উপজেলায় কৃষি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে কৃষি বিভাগ। যার মধ্যে সবচেয়ে বেশি ধানের ক্ষতি হওয়ার ধারণা করা হচ্ছে। শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড় মিধিলি উপকূল অতিক্রমের সময় লালমোহন উপজেলায় আঘাত হানে। এতে ক্ষেতে থাকা অন্তত ২০ শতাংশ ধান নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া মাঠে থাকা শীতকালীন শাক-সবজিরও ক্ষতি হয়েছে। টাকার হিসেবে সব মিলিয়ে লালমোহনে প্রায় ১২ কোটি টাকার কৃষি ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নের আজহার রোড এলাকার কৃষক মো. মোশারেফ হোসেন জানান, এ বছর তিন একর জমিতে ধান চাষ করেছি। এ ধান চাষে অন্তত এক লাখ টাকার মতো ব্যয় হয়েছে। শুক্রবারের ঝড়ের কারণে ক্ষেতের অধিকাংশ ধান এখন জমিতে লুটিয়ে পড়ে গেছে। যার ফলে এসব ধান নষ্ট হয়ে যাবে। এ জন্য এ বছর ধানে আমাকে লোকসান গুণতে হবে।

ওই ইউনিয়নের পূর্ব চরউমেদ গ্রামের আরেক ধান চাষি মো. নূরনবী মিয়া বলেন, জমি লগ্নি রেখে এ বছর আড়াইশত শতাংশ জমিতে হাইব্রিড জাতের ধান চাষ করি। প্রথম থেকে আবহাওয়া ভালো থাকায় ক্ষেতে ফসলও ভালো হয়েছে। তবে এই ঘূর্ণিঝড়ে জমির অধিকাংশ ধানই মাটিতে লুটিয়ে পড়ে আছে। এসব ধান আর থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। আমরা ক্ষুদ্র কৃষক, এই ক্ষতি পুষিয়ে নেওয়া আমাদের জন্য কষ্টের হবে। এ জন্য আমরা সহযোগিতা কামনা করছি।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে লালমোহন উপজেলায় ২৩ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে লালমোহনের লর্ডহার্ডিঞ্জ, বদরপুর, ধলীগৌরনগর, পশ্চিম চরউমেদ ও ফরাজগঞ্জ ইউনিয়নের চাষিরা সর্বোচ্চ ধানের আবাদ করেছেন।

লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ বলেন, ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে লালমোহনের কৃষকদের অনেকটা ক্ষতি হয়েছে। কারণ আগামী ১৫ দিন পর থেকেই কৃষকরা তাদের জমির ধান কাটতে পারতেন। এখন যে সব ধান মাটিতে লুটিয়ে পড়েছে তা আর টিকবে না। এ সকল ধান পঁচে যাবে। আমরা কৃষি অফিস থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা করেছি। অন্যদিকে, শুক্রবার দুপুরে আঘাত হানা ঘূর্ণিঝড় মিধিলির তা-বে লালমোহন উপজেলায় অর্ধশতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। যার মধ্যে ৪৫টি ঘরের আংশিক ক্ষতি ও ১৫টি ঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল বলেন, আমরা ক্ষতির পরিমাণ উল্লেখ করে প্রাথমিকভাবে একটি তালিকা ইতোমধ্যে জেলায় পাঠিয়েছি। সেখান থেকে বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের কাছে তা পৌঁছে দিবো। এছাড়া মানুষ পূর্ব থেকে সতর্ক থাকায় কোনো আহত বা নিহতের ঘটনা ঘটেনি। ঘূর্ণিঝড়ের খবরে উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে তিন হাজারেরও অধিক মানুষ আশ্রয় নিয়েছেন। আমরা তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছি।


আরও খবর



হজের নিবন্ধন শুরু ১৫ নভেম্বর

প্রকাশিত:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ১৩৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:২০২৪ সাল হজ পালনে যেতে নিবন্ধন শুরু হবে আগামী ১৫ নভেম্বর। নিবন্ধন শেষ হবে ১০ ডিসেম্বর।বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার (হজ এজেন্সি) হজযাত্রীরা ১৫ নভেম্বর থেকে নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। নিবন্ধনের টাকা জমা নেওয়া হবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও (২০২৪ সাল) বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

আগামী বছর সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ হজ প্যাকেজে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। সরকারি হজ প্যাকেজের সঙ্গে সমন্বয় করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজ প্যাকেজ ঘোষণা করবে।

প্রাক-নিবন্ধনের সময় নেওয়া ২৯ হাজার টাকা বাদে প্যাকেজের বাকি টাকা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আরও খবর



বাগেরহাটে ব্যবসায়ী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারীতে ব্যবসায়ী রুবেল ফকির হত্যা মামলায় রাজু ফকির (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় বাগেরহাট জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। এছাড়া এ মামলার অন্য ১০ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত রাজু ফকির চিতলমারী উপজেলার খিলিগাতি গ্রামের রেজাউল ফকিরের ছেলে। হত্যার শিকার রুবেল ফকির একই গ্রামের মৃত মহসিন ফকিরের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২ মে রাতে চিতলমারী উপজেলার খিলিগাতি বাজার এলাকায় ব্যবসায়ী রুবেল ফকিরের সঙ্গে পাওনা টাকা নিয়ে বাগ-বিতণ্ডা হয় রাজু ফকিরের। একপর্যায়ে রাজু ফকির ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হলে রুবেল ফকিরকে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ৩ মে উন্নত চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে রুবেলের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মা শিরিনা বেগম বাদী হয়ে চিতলমারী থানায় রেজাউল ফকিরসহ ১০-১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। একই বছর ২৭ আগস্ট জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. রেজাউল করিম ১২ আসামির বিরুদ্ধে চার্জশিট দেন। আদালত চার্জ গঠনের সময় এক আসামিকে অব্যাহতি দেন।

এ মামলায় বাদীপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি মোহাম্মাদ আলী। আসামিপক্ষের আইনজীবী ছিলেন ফয়সাল আরেফিন।


আরও খবর



ভারতের জম্মু-কাশ্মীরে বাস খাদে, নিহত ৩৬

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৩৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :একটি বাস খাদে পড়ে ভারতের জম্মু-কাশ্মীরে ৩৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। বুধবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, ডোডার বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ত্রুঙ্গল-আসারের কাছে বাসটি রাস্তা থেকে ছিটকে ৩০০ ফুট নীচে পড়ে যায়।

 প্রতিবেদনে  বলা হয়েছে, আহতদের ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

 ভারতের ইউনিয়ন মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং এক এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছেন, ‘ডোডার দুর্ঘটনায় ৩৬ জন নিহতের খবর কষ্টদায়ক। আহতদের ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।’

 আহতদের স্থানান্তরের জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

 এ ঘটনায় শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স পোস্টে লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের ডোডায় বাস দুর্ঘটনা দুঃখজনক। যারা নিকটাত্মীয়দের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের সুস্থতা প্রার্থনা করছি।’

 তিনি আরও লেখেন, ‘দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে। আর আহতদের ৫০ হাজার রুপি করে দেয়া হবে।’

সূত্র: এনডিটিভি


আরও খবর

ভারতের বিভিন্ন অংশে ভূমিকম্প

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩




বগুড়ায় হাইব্রীড ‘হোয়াইট রকেট’ মাঠ দিবস পালিত

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ১৫৮জন দেখেছেন

Image

(বগুড়া) প্রতিনিধিঃ- মঙ্গলবার বগুড়া সদরের মহিষবাথান গ্রামে শতাধিক কৃষক, স্থানীয় বীজ ব্যবসায়ী এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তাদের নিয়ে লাল তীর সীড লিমিটেড উদ্যোগে বাজারজাতকৃত হাইব্রীড মুলা ‘হোয়াইট রকেট’ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এউপলক্ষে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন লাল তীর সীড লিঃ ডিভিশনাল ম্যানেজার কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, (পিডিএস এন্ড ট্রেনিং) ম্যানেজার জহুরুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার রেজাউল করিম, টেরিটরি ম্যানেজার আব্দুল আজিম’সহ হোয়াইট রকেট মুলা চাষকারী আদর্শ কৃষকবৃন্দ। মাঠ দিবসে স্থানীয় কৃষকরা জানান, আমরা বিভিন্ন জাতের মুলার চাষ করলেও হোয়াইট রকেট মুলা সকল জাতের সেরা। অন্যান্য জাতের তুলনায় ৫-৭দিন আগাম এবং বৃষ্টি ও তাপ সহনশীল হওয়ায় এলাকায় কৃষকদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এবছরে মুলার আকার, আকৃতি, রং ও ফলন অন্যান্য জাতের তুলনায় অনেক ভালো হয়েছে। পরবর্তীতে আমরা হোয়াইট রকেট মুলার চাষ করবো।


আরও খবর



কারিকুলাম প্রশিক্ষণকে কার্যকর করতে শ্রীবরদীতে ট্রেইনারদের প্রস্তুতিমূলক কর্মশালা

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

আব্দুল করিম, শেরপুর:আসন্ন নতুন কারিকুলাম প্রশিক্ষণকে কার্যকর করতে উপজেলা পর্যায়ের মাস্টার ট্রেইনারদের প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অফিসার্স ক্লাবে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আলম তালুকদার সভাপতিত্বে শ্রীবরদী উপজেলা পর্যায়ের সকল বিষয় ভিত্তিক মাস্টার ট্রেইনারগণ কর্মশালায় অংশগ্রহন করেন। এসময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মোশারফ হোসেন,  রিসোর্স পার্সন হিসাবে উপজেলা পর্যায়ের  বিভিন্ন  বিষয়ের  প্রশিক্ষণকে কার্যকর করতে বিভিন্ন দিকনির্দেশনা  প্রদান করেন।

প্রশিক্ষকেরা নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে সেশন সিলেকশন করেন। পারস্পরিক আলোচনার মাধ্যমে  নিজেদেরকে প্রশিক্ষণের জন্য আরও  শানিত করেন। কর্মশালায় বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, ভটপুর আলিম মাদ্রাসা সহকারি অধ্যাপক কেএম ফারুক ও আইসিটি অ্যাম্বাসেডর, শেরপুর উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার প্রশিক্ষণ পরিচালনায় নির্দেশনা প্রদান করেন এবং  সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
প্রশিক্ষকবৃন্দ এমন আয়োজনে নিজেদেরকে সমৃদ্ধ এবং আত্ননির্ভশীল করে তুলবে বলে সন্তষ্টি প্রকাশ করেন।

আরও খবর