Logo
আজঃ সোমবার ০৫ জুন ২০২৩
শিরোনাম

তানোরে ৬৫ বিঘা পুকুর ভরাট করে পার্ক নির্মান হুমকিতে পরিবেশ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৩৫৪জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ৬৫ বিঘা পুকুর ভরাট ও গাছপালা উজাড় করে পার্ক নির্মান করা হবে বলে একাধিক সুত্র নিশ্চিত করেন। উপজেলার চান্দুড়িয়া হাড়দহ বিলে ঘটে রয়েছে এমন ঘটনা। এতে করে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন হবে বলে মনে করছেন স্থানীয়রা। ফলে জরুরী ভিত্তিতে অভিযান পরিচালনা করে দ্রুত সময়ের বন্ধ করে পরিবেশ রক্ষার দাবি উঠেছে। এছাড়াও বিভিন্ন এলাকার পুকুরের মাটি বহনের জন্য পাকা রাস্তা মাটিতে রুপ নিয়েছে।

মাটি ভরাটের দায়িত্বে থাকা আলিমের ০১৭৬৩ ৩৫৬৭০৬ মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি জানান, জায়গার মালিক বড় মাপের ব্যক্তি সে সবার অনুমতি বা ম্যানেজ করে কাজ করছেন। তাছাড়া প্রকাশ্যে এভাবে কাজ করা যাবে না। কোন দপ্তর থেকে অনুমতি নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি জানান, সেটা আমাদের বিষয়, যখন কাজ করব তখন কথা হবে, কারো ক্ষমতা নেই বন্ধ করার, ডিসি, এসপি ও ইউএনওকে ম্যানেজ করা আছে বলে প্রচুর দম্ভক্তি প্রকাশ করেন তিনি।

রাজশাহী পরিবেশ দপ্তরের সহকারি পরিচালক কবির হোসেন জানান, জমির শ্রেণী কি সেটা দেখে বলা যাবে। শ্রেণী কৃষি শহরের হাসান নামের একব্যক্তি পুকুর ও পার্ক তৈরি করেছেন ও তিনি পুকুরগুলো আরেকজনের কাছে বিক্রি করেছেন তিনি ভরাট করছেন অবহিত করা হলে তিনি জানান এভাবে ভরাট করা যাবে না। সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সরেজমিনে বৃহস্পতিবার  দেখা যায়, উপজেলার চান্দুড়িয়া ইউপির হাড়দহ বিলে ও তানোর টু রাজশাহী রাস্তার দক্ষিণে ৬৫ বিঘা পুকুরে ভরাট কাজ চলছে। মাটি টেনে সমান করার মেশিন রয়েছে। ওই বিলে শহরের হাসান নামের এক ব্যক্তি দীর্ঘ কয়েক যুগ আগে ১৩০ বিঘা কৃষি জমিতে পুকুর করেন। পরে নাইস গার্ডেন নামে পার্ক তৈরি করেন। অবশ্য পার্ক করলেও হাসান কোন পুকুর ভরাট করেননি। কিন্তু হাসান পার্কের  পশ্চিম দিকে ৬৫ বিঘা পুকুর বিক্রি করেন নওগাঁ জেলার পত্নীতলা এলাকার প্রভাবশালী জুয়েল নামের এক ব্যক্তির কাছে। তিনি কিনে পুকুর ভরাট ও শতশত বিভিন্ন প্রজাতির গাছ নিধন করছেন। প্রায় অর্ধেক ভরাট হয়েছে। তবে বৃহস্পতিবারে কাজ বন্ধ ছিল।

স্থানীয়রা জানান, বিলের জমি এক দুটি করে চাষাবাদ হত। সেই সব জমিগুলো কিনে হাসান পুকুর করেছিলেন পরে পার্ক করেন। কিন্তু কোন পুকুর ভরাট হয়নি। অথচ জুয়েল দেদারসে শতশত গাছপালা নিধন পুকুর ভরাট করছেন। যার কারনে  খা খা অবস্থা হয়ে পড়েছে আশপাশের এলাকা। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি।  এমনকি হেরো ট্যাক্টরে করে মাটি বহনের কারনে পাকা রাস্তা চরম ঝুকিপূর্ন হয়ে পড়েছে। অথচ পুরাতন পুকুরের মাটি বহন করতে দেয় না প্রশাসন। একই প্রশাসনের কেন দ্বি মূখী আচরন হবে এমন নানা প্রশ্ন এলাকাবাসীর। নাকি টাকা নামক বস্তুর কাছে সবাই বিক্রি। এমনিতে নাইস গার্ডেনে নিয়োমিত অসাজিক কাজ চলে। তার পাশ্বে পার্ক ও আবাসিক হোটেল হলে অনৈতিক কাজ বেড়েই যাবে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দ্রুত একাজ বন্ধ করা উচিৎ। শুধু এখানেই শেষ না রাস্তার সরকারী নয়নজলিও ভরাট করেছেন। 

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তানোর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও সঞ্জয় কুমার মোহন্ত জানান, পরিবেশের ক্ষতি করে পুকুর ভরাটের কোন সুযোগ নেই। দ্রুত অভিযান পরিচালনা করা হবে। জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল জানান,  পুকুর ভরাট করার সুযোগ নাই, লোকেসান কোথায় জানতে চান তিনি, জানানো হয় চান্দুড়িয়া ইউপি হাড়দহ বিলে, জেনে জানান দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভরাটকারীদের বিরুদ্ধে।

আরও খবর



প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ান বিজয়ী

প্রকাশিত:সোমবার ২৯ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৬৭জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:তুরস্কের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানে বিজয়ী ঘোষণা করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি। সংবাদ সংস্থাটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আনাদোলু এজেন্সি বলেছে, ৯৭ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে এরদোয়ান ৫২ দশমিক ১ শতাংশ পেয়ে জয় লাভ করেছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ।

প্রথম দফার নির্বাচনে তৃতীয় স্থানে থাকা সিনান ওগান প্রেসিডেন্ট এরদোয়ানকে সমর্থন দিয়েছেন। এতে করে দ্বিতীয় দফায় ভোটগ্রহণের আগেই শক্ত অবস্থানে আছেন এরদোয়ান।

এরদোয়ানের সমর্থকদের উল্লাস

প্রথম দফার নির্বাচনে সিনান পেয়েছিলেন ৫ দশমিক ২ শতাংশ ভোট। এরদোয়ানকে তিনি সমর্থন দেওয়ার পরেই দেশটির বিশ্লেষকদের একাংশ জানান, প্রেসিডেন্ট এরদোয়ানের পাল্লা ভারী হয়েছে। তার জয় এখন সময়ের ব্যাপার।

এদিকে, সরকারিভাবে এরদোয়ানের জয়ের ঘোষণা না এলেও ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন নেতারা তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। কাতারের আমির তামিম বিন হামাদ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, আমার প্রিয় ভাই রিসেপ তাইয়েপ এরদোয়ান তোমার এ বিজয়ে তোমায় অভিনন্দন।

এছাড়া হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানও এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন।


আরও খবর



মাগুরায় ৪ দফা দাবিতে ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের মানববন্ধন

প্রকাশিত:রবিবার ১৪ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৩ জুন ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার মাগুরা থেকে: বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন মাগুরা শাখা কারিগরিমুক্ত নার্সিংসহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে। রবিবার সকালে  মাগুরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ক্ষোভে ফেটে পড়েন ইউনিয়নের সদস্যরা। মাগুরা জেলা শাখা বিডি এস এন ইউ এর সভাপতি আব্দুল কাদির এর সভাপতিত্বে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিফ, সদস্য নুরুন্নাহার প্রমুখ।।

বক্তারা বলেন, গত ২ মে ২০২৩ প্রজ্ঞাপনে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের নির্দশে দেখা যায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাসকৃত শিক্ষার্থী যাদের শিক্ষাগত যোগ্যতা এস এস সি এবং ৩/৪ বছরের পেসেন্ট কেয়ার টেকনোলজি কোর্স করার পর শুধুমাত্র ৬ মাসের ইর্ন্টানশীপ যোগ্যতা সম্পন্ন করে তাদেরকে ৩ বছর মেয়াদি  ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিড ওয়াইফারি কোর্সের সমমান করা হয়েছে যা পক্ষপাত দুষ্ট যার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা কারিগরিমুক্ত নার্সিং, শিক্ষা উপবৃত্তি বৃদ্ধকরণ ও ইর্ন্টান ভাতা নিশ্চিত করণ, সরকারি নার্সিং এ ছেলে কোঠা ১০ থেকে ২০ ভাগ এবং বেসরকারি নার্সিং এ ২০ থেকে ৩০ ভাগে উন্নিতকরণ ও ছেলেদের হলের আবাসিক হলের ব্যবস্থাকরণের দাবি জানান। বক্তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।


আরও খবর



মেসিকে বার্সাতে ফেরাতে সবকিছু করা হবে

প্রকাশিত:মঙ্গলবার ১৬ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৩ জুন ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ও বার্সেলোনা এক সময় একটি সমর্থক শব্দই মনে হতো। যেখানে বার্সার অ্যাকাডেমি লা মাসিয়া থেকে মেসির যাত্রা শুরু হয়েছিল। তারপর আর্জেন্টাইন তারকাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অসংখ্যা ইতিহাসের জন্ম হয়েছে তাকে দিয়ে।

তবে দীর্ঘ পথ চলার পরে ২০২১ সালে বার্সা ক্যারিয়ারের ইতি হয় মেসির। সেসময় আর্থিক সমস্যার কারণে মেসিকে ছাড়তে বাধ্য হয়েছিল কাতালানরা। পরে পিএসজিতে চুক্তিবদ্ধ হন এই তারকা। সেখানে আসন্ন জুনেই শেষ হচ্ছে তার চুক্তি। আর এমন আবহেই মেসিকে বার্সেলোনাতে ফেরাতে যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন তা স্পষ্ট জানিয়েছেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা। খবর গোল ডট কমের।

বার্সেলোনা ক্লাবের সময়টা এই মুহূর্তে ভালো যাচ্ছে । গত ম্যাচে তারা এস্পানিওলকে হারিয়ে ২৭তম বার লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে। মেসি ক্লাব ছাড়ার পর এই প্রথমবার তারা লিগ শিরোপা জিতেছে। এমন সময়ে এখন আর্জেন্টাইন এই তারকাকে ফিরিয়ে আনার চেষ্টাও চালাচ্ছে কাতালান ক্লাব।

এস্পানিওলের মাঠে রবিবার রাতে রবার্ট লেভানডস্কির জোড়া গোলে ৪-২ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। জয়ের পর শিরোপা নিশ্চিত করেছে বার্সা। উচ্ছাসে ভেসেছে ন্যু ক্যাম্প। সেখানেই এবার আরও খুশির জোয়ার আনতে 'সবকিছু' করার অঙ্গীকার করেছেন লাপোর্তা।

ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে আসেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘জিজান্তেস’কে লাপোর্তা জানিয়েছেন, ‘আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে, মেসিকে ফের ক্লাবে ফেরাতে সবকিছু করা হবে।

প্রসঙ্গত মেসিকে ক্লাবে ফেরাতে সবচেয়ে বড় বাধা লা লিগার ফিন্যানসিয়াল ফেয়ার প্লে নীতি। সেটা মাথায় রেখেই পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন বার্সা সভাপতি। তিনি বলেন, ‘আমরা ফিনান্সিয়াল পেয়ার প্লে নীতি বজায় রাখার জন্য কার্যকর পরিকল্পনা করেছি। দলকে আরও শক্তিশালী করতে চাই।

উল্লেখ্য পিএসজির সঙ্গে লিওনেল মেসির আগামী মাসেই চুক্তি শেষ হবে। গুঞ্জন রয়েছে আর্জেন্টাইন তারকাকে রেকর্ড পরিমাণ বেতনে সৌদি আরবের ক্লাব আল-হিলাল নিতে বদ্ধপরিকর। ইন্টার মিয়ামিও রয়েছে লড়াইতে। এর মাঝে বার্সা সভাপতির কথায় বেড়েছে জল্পনা।


আরও খবর



কন্যা দূরের যাত্রায় সতর্ক থাকুন, পাওনা আদায়ে তৎপর হোন বৃষ

প্রকাশিত:শুক্রবার ১২ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৩ জুন ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। স্বাস্থ্য ভালো যাবে। কেনাকাটা করুন ভেবেচিন্তে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে)

কর্মস্থলে সহকর্মীর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। পাওনা আদায়ে তৎপর হোন। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। প্রেমে সফল হওয়ার সম্ভাবনা আছে। যাবতীয় কেনাকাটায় লাভবান হবেন।

মিথুন (২২ মে-২১ জুন)

শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। প্রবাসী কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। দূরে কোথাও গেলে বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।

কর্কট (২২ জুন-২২ জুলাই)

বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। যাবতীয় কেনাকাটায় লাভের মুখ দেখবেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

বেকারদের কেউ কেউ নতুন কাজের সন্ধান পেতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

শিক্ষাক্ষেত্রে কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। যৌথ বিনিয়োগ শুভ। সন্তান-সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে। ফেসবুকে কারও সঙ্গে রোমান্টিক সম্পর্কের সূচনা হবে। দূরের যাত্রায় সতর্ক থাকুন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বেকারদের কারও নতুন কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকা উচিত।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

বেকারদের কেউ বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। পাওনা আদায়ে তৎপর হোন। নির্ধারিত বিদেশ যাত্রা যে কোনো কারণে বাতিল হতে পারে। প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। দূরের যাত্রায় না যাওয়ায় ভালো।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

সবকিছুতেই আপনি লাভের মুখ দেখবেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। চাকরিতে কারও কারও কর্মস্থল পরিবর্তনের সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। কেনাকাটায় বাড়তি ক্রয়ের চিন্তা পরিহার করুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। তীর্থ ভ্রমণের জন্য দিনটি বিশেষ শুভ। দূরের যাত্রায় সহযাত্রীর ব্যাপারে সতর্ক থাকা উচিত।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শিক্ষার্থীদের কারও কারও জন্য দিনটি বিশেষ শুভ। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। জনসমাগম এড়িয়ে চলা উচিত।


আরও খবর



তানোরে সরকারী নয়নজলি ভরাট গাছ কর্তন করে হিমাগার নির্মান

প্রকাশিত:সোমবার ০৮ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৮৩জন দেখেছেন

Image
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে সরকারী নয়নজলী ভরাট ও গাছ কেটে হিমাগার নির্মান করার অভিযোগ উঠেছে। তানোর টু চৌবাড়িয়া রাস্তার মালার মোড়ের উত্তরে ঘটে রয়েছে ভরাট ও গাছ কাটার ঘটনা। নয়নজলি ভরাটের কারনে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে বলে আশংকা স্থানীয়দের। এদিকে তিন ফসলী কৃষি জমির কোন শ্রেণী পরিবর্তন না করে হিমাগার করছেন শহরের প্রভাবশালী ঠিকাদার বজলুর রহমান, ও খড়িবাড়ি বাজারের বাইক শোরুমের মালিক শরিফ। শুধু নয়নজলি ভরাট না রাস্তার একাধিক ছোট বড় গাছও কেটেছেন তারা। পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না রাখায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে ভরাট কাজ বন্ধ না হলে বর্ষা মৌসুমে পার্শ্ববর্তী  গ্রামে প্রচুর পানি জমা হয়ে থাকবে।

সরেজমিনে দেখা যায়, তানোর টু চৌবাড়িয়া রাস্তার পশ্চিমে মালার মোড়ের উত্তরে তিন ফসলী প্রায় ২৫ বিঘা জমির উপর নির্মিত হচ্ছে আলুর হিমাগার।  তিন ফসলী কৃষি জমির কোন শ্রেণী পরিবর্তন করেনি কর্তৃপক্ষ।  রাস্তা সংলগ্ন   অন্তত ৭০০-৮০০ হাত লম্বা নয়নজলি দখলে নিয়ে বালু দিয়ে ভরাট করা হয়েছে এবং  কাটা তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ভরাটের জন্য সমান তালে রাস্তার গাছপালা কেটে উজাড় করে ফেলা হয়েছে। রাস্তার পূর্বদিকে বালিকা স্কুল ও হাফেজ খানা।  দিন রাত সমান তালে ভাড়ী যন্ত্রের শব্দে লিখাপড়ার চরম ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

সেখানে দায়িত্বে আছেন শাহিন ও হাতিশাইল গ্রামের সাইফুল নামের একজন। শাহিন জানান এলজিইডি অফিস কে অবহিত করে ভরাট করা হয়েছে এবং  পানি বের করার ব্যবস্থা করা হবে। অথচ পানি বের করার তীল পরিমান ব্যবস্থা না রেখে জবর দখল করা হয়েছে। সুত্রে জানা যায়, বর্তমানে বিশ্বব্যাপী  খাদ্য ঘাটতি চলছে। কিন্তু বাংলাদেশে এখনো খাদ্য ঘাটতি দেখা দেয়নি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ তিন ফসলী জমিতে কোনভাবেই শিল্পকল কারখানা নির্মান করা যাবে না এবং  জমির শ্রেণীও পরিবর্তন করা যাবে না। কিন্তু সেই নির্দেশনাকে অমান্য করে তিন ফসলী জমিতে চলছে হিমাগার নির্মান। প্রায় ২৫ বিঘা জমির উপরে হিমাগার নির্মিত হওয়ার কারনে আলু ও বোরো চাষ হয়নি। এভাবে কলকার খানা হতে থাকলে অদুর ভবিষ্যতে প্রচুর খাদ্য ঘাটতির আশংকা করছেন কৃষি বিভাগ।

স্থানীয়রা জানান, উপজেলায় ইতিপূর্বে কৃষি জমিতে পাঁচটি হিমাগার নির্মান হয়েছে এবং  আমান হিমাগার নির্মানের জন্য তানোর টু মুন্ডুমালা রাস্তায় জমি কিনে রেখোছেন। মালার মোড়ে যে সব জমিতে হিমাগার নির্মান হচ্ছে বর্ষা মৌসুমে কয়েক গ্রাম পানিতে ঢুবে যাবে এবং  আশপাশের জমিতে চাষাবাদ হবে না। আবার রাস্তার গাছ কেটে সরকারী নয়নজলি ভরাট করছে দেদারসে। কারো কিছু বলার নেই। ভারি মেশিনের শব্দে ঘুমতো দুরে থাক পরিক্ষার্থীরা পড়ালিখা পর্যন্ত করতে পারছেন না। 

হিমাগারের মালিক শহরের প্রভাবশালী ঠিকাদার বজলুর জানান, কৃষিপণ্য সংরক্ষনের প্রয়োজন। এজন্য জমির শ্রেণী পরিবর্তন করার প্রয়োজন হয় না। সরকারী নয়নজলি দখল করা যায় কিনা জানতে চাইলে তিনি জানান, এসব ভূমি দপ্তর দেখবে বলে এড়িয়ে যান।কামারগাঁ ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার কাউসার জানান, সরকারী নয়নজলি ভরাট করা বেআইনী, আর জমির শ্রেণী পরিবর্তন না করে হিমাগার নির্মান করা যায় না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে বিষয়টি অবহিত করব এবং  সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন সোমবার সরেজমিনে ঘটনাস্থল তদন্ত করে এমন হয়ে থাকলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নয়নজলি ও গাছ কাটার কোন এখতিয়ার নেই। ঘটনার সত্যতা পেলে কোন ছাড় দেওয়া হবে না।

আরও খবর