Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে শিরোপা জিতল ভারত

প্রকাশিত:রবিবার ১৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে শিরোপা জিতল ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেওয়া মাত্র ৫০ রান তাড়া করার লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫.২ ওভারে ম্যাচ শেষ করেছেন ভারতের দুই ওপেনার শুভমান গিল ও রোহিত শর্মা। এ নিয়ে অষ্টমবার এশিয়া কাপ জিতল ভারত।

শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে দীর্ঘ ১১ বছর পর ফাইনালের লড়াইয়ে নামে শ্রীলঙ্কা। এমন একটা ম্যাচ নিয়ে দেশটির সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে ২৫ হাজার ধারণ ক্ষমতার গ্যালারিতে আর একটি সিটও ফাঁকা নেই।

এশিয়ার সেরা হওয়ার ফাইনালে দুপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। এরপর বৃষ্টিতে ৪৫ মিনিট পর শুরু হয় খেলা। ব্যাট করতে নেমে জসপ্রিত বুমরার প্রথম ওভারেই কুশল মেন্ডিসের (০) উইকেট হারায় শ্রীলঙ্কা।

বুমরাহ যেন ফিতা কেটে উদ্বোধন করে দিয়েছিলেন। এরপর বাকি কাজটা করেন মোহাম্মদ সিরাজ-হার্দিক পান্ডিয়ারা। 

দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেই সিরাজের তোপ। প্রথম বলেই পাথুম নিশাঙ্কাকে ২ রানে ফেরান। তৃতীয় বলে সাদিরা সামারাবিক্রমাকে, চতুর্থ বলে চারিথ আসালাঙ্কা। দুজনকেই খুলতে দেননি রানের খাতা। পঞ্চম বলে বাউন্ডারি হজম করলেও ওভারের শেষ বলেই তুলে নেন ধনঞ্জয়া ডি সিলভাকে (৪)।

দলের এমন বিপর্যয়ে হাল ধরতে পারেননি কেউ। অধিনায়ক দাসুন শানাকাকে রানের খাতা খোলার আগেই বোল্ড করে ফিরিয়ে সিরাজ মেতে ওঠেন ওয়ানডেতে প্রথমবার পাঁচ উইকেট পাওয়ার উল্লাসে।

এরপর ১৭ রান করা কুশল মেন্ডিসকেও ফেরান বোল্ড করে। দলীয় ৩৩ রানের মাথায় ৭ উইকেট নেই সিরাজের ঝলকে। বাকি তিন উইকেট নিতে খুব একটা দেরি করেননি হার্দিক পান্ডিয়া। দুনিথ ওয়েল্লালাগেকে ৮, প্রামোদ মাধুশানকে ১ ও মাথেশা পাথিরানাকে ০ রানে আউট করে শ্রীলঙ্কাকে দ্বিতীয় সর্বনিম্ন রানে অল-আউটের লজ্জা দেন পান্ডিয়া। 

অল্প কয়টা রানের লক্ষ্য তাড়া করতে এদিন শুভমান গিলের সঙ্গে নামেননি নিয়মিত ওপেনার রোহিত শর্মা। দুজনে মিলে মাত্র ৬.১ ওভারে শেষ করে দিয়েছেন ম্যাচ। ইশান কিষান ১৮ বলে ২৩ আর গিল ১৯ বলে করেন ২৭ রান।


আরও খবর

বাংলাদেশের একাদশ আজ যেমন হতে পারে

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

দেশে ফিরেছে টাইগাররা

শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩




আত্রাইয়ে নির্বাহী কর্মকর্তার ইউনিয়ন পরিষদ-ভূমি অফিস ও কলেজ পরিদর্শন

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৪০জন দেখেছেন

Image

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস ও কলেজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সোমবার (১৮-সেপ্টেম্বর) সকাল ১১ টায় হাটকালুপাড়া ইউনিয়নে হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ, হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস এবং বান্দাইখাড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো আহসান হাবিব নাইম, হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আফজাল হোসেন, অধ্যক্ষ মো আব্দুর রহমান রিজভী, ইউনিয়ন সচিব মো ওয়াহিদুল ইসলাম প্রমুখ। পরিদর্শন শেষে কারিগরি কলেজ একটি বৃক্ষ রোপন করেন।


আরও খবর



মধুপুরে শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রমের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৯৫জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইলঃটাঙ্গাইলের  মধুপুরে হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় সংগঠন শ্রী শ্রী নিত্যানন্দ সেবা ও অনাথ আশ্রমের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর)মধুপুর নিতাইবাড়ি আশ্রমে সকাল ১০টা থেকে বিরামহীন ভাবে বিকাল ৪টা পর্ষন্ত চলে এই ভোট গ্রহন।২১সদস্য বিশিষ্ট কমিটির মোট প্রার্থীর সংখ্যা ৪১ জন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সুধাংশু দেবনাথ জানান, সুন্দর ও সুষ্ঠ পরিবেশে, একে-অপরের ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে।নির্বাচন পরবর্তী সময়ে নতুন কমিটির মাধ্যমে এই সংগঠন আরও সুসংগঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

নিরাপত্তার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ জানান এবং বিভিন্ন পর্যায়ের প্রধানগন, সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দগন নির্বাচন পর্যবেক্ষন করেছেন বলে তিনি জানান। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



১৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

প্রকাশিত:রবিবার ২৭ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৭জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।


আরও খবর



আদালতে আত্মসমর্পণ করলেন মমতাজ

প্রকাশিত:শনিবার ০৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৬জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক:লোকসংগীত শিল্পী ও মানিকগঞ্জ ২ (সিংগাইর-হরিরামপুর-সদর) আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত। চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগের মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। গতকাল শুক্রবার বহরমপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মমতাজ। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।

আদালতে মমতাজ বেগমের আইনজীবী দেবাংশু সেনগুপ্ত জানান, ৯ আগস্ট কেন তার মক্কেল (মমতাজ) আদালতে হাজিরা দিতে পারেননি। এরপর মমতাজের আইনজীবীর কথা শোনার পর বহরমপুর আদালতের মুখ্য বিচারক অলকেশ দাস জামিন মঞ্জুর করেন।

মমতাজের জামিনের বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী। তাদের যুক্তি, মামলার অভিযোগ গঠন হওয়ার পরও কীভাবে জামিন পান এই শিল্পী। যদিও বিচারক এই যুক্তিকে আমলে না নিয়ে, পরবর্তী শুনানির দিন ২০ সেপ্টেম্বর নির্ধারণ করেন। মামলার বাদী শক্তিশঙ্কর বাগচী জামিনের বিরোধিতা করে আগামী ১১ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট মামলা করবেন বলেও জানিয়েছেন।

এদিকে, মমতাজের আইনজীবী দেবাংশু সেনগুপ্ত এদিন আদালতে সিআরপিসি ২০৫ ধারায় ভারতীয় আইন অনুযায়ী একটি আবেদন করেন। যদি আদালত আবেদনটি মঞ্জুর করেন তাহলে ভারতীয় আদালতে নিয়মিত সশরীরে হাজিরা দিতে হবে না মমতাজের।

উল্লেখ্য, ২০০৮ সালে শক্তিশঙ্কর বাগচি নামে এক ইভেন্ট ম্যানেজমেন্ট অর্গানাইজার মমতাজ বেগমের বিরুদ্ধে মামলা করেন। আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিতেন মমতাজ।

শক্তিশঙ্কর বাগচী অভিযোগ, ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মমতাজের সঙ্গে তার লিখিত চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ২০০৮ সালে পশ্চিমবঙ্গের বহরমপুরের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তার। ওই অনুষ্ঠানে আসার জন্য তাকে ১৪ লাখ রুপিও দেওয়া হয়েছিল।

কিন্তু রুপি নিয়ে অনুষ্ঠানে যাননি বাংলাদেশের এই সংগীতশিল্পী। এমনকি রুপিও ফেরত দেননি। রুপি ফেরত চাইলে তা দিতে অস্বীকার করেন তিনি। এজন্য বিভিন্ন সময় হেনস্থার মুখে পড়তে হয় শিবশঙ্কর বাগচীকে। বাধ্য হয়ে বহরমপুর আদালতের দ্বারস্থ হন তিনি।


আরও খবর

জিনাত বরকতুল্লাহ আর নেই

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




হোটেলে গুলোতে আমরা এসব কি খাচ্ছি

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৬৬জন দেখেছেন

Image

আব্দুল হান্নানঃসম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর সহ  বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে গড়ে উঠতে দেখা গেছে বাহারী নামের বেশ কিছু হোটেল রেষ্টুরেন্ট আর  মিনি চাইনিজ। এ সমস্ত হোটেল রেষ্টুরেন্ট গুলোতে কি ধরনের গুনগত মান সম্পন্ন খাবার পরিবেশন করা হচ্ছে তা কি খতিয়ে দেখছেন না কেউ?তাছাড়াও এ সমস্ত হোটেল রেষ্টুরেন্টে নেই কোন খাবারের মুল্য তালিকা।অনেক হোটেলেরই নেই প্রয়োজনীয় কাগজ পত্র।

নাসিরনগর গুড়ে দেখা গেছে দত্তবাড়ি সংলগ্ন রয়েছে হাজী বিরিয়ানি হাউজ,মহিন্দুরা রয়েছে কাঁশফুল চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার, কলেজ মোড়ে রয়েছে হোটেল সাহেব বাড়ি ও হোটেল কুটুমবাড়ি,আধুনিক হাসপাতাল সংলগ্ন রয়েছে আবাবিল  হোটেল এন্ড রেষ্টুরেন্ট বা হোটেল ভর্তাবাড়ি আর থানা রোডে রয়েছে প্রিন্স রেণ্টুরেন্ট ও মিনি চাইনিজ নামক বাহারী নামের হোটেল।ভোজন রসিকদের মাঝে অনেকেই জানিয়েছেন,এ সমস্ত হোটেলে বাহিরের ও ভেতরের পরিপাটি ভাল হলেও এখানে স্বাস্থ্য সম্মত ও গুনগত মান সম্পন্ন কোন খাবার পরিবেশনের নেই কোন ব্যবস্থা।

নেই খাবারের মুল্য তালিকাও নেই।অনেক খাবারেই আবার ব্যবহার করা হচ্ছে নানা রং বেরঙ্গের ক্যামিক্যাল।অনেক খাবারে ব্যবহার করা হচ্ছে পঁচা বাসী আর নিম্মমানের পোড়া তেল।কথা হয় হোটেল আবাবিলের মালিক  মোঃ ইব্রাহিম খলিলের সাথে। দৈনিক কেমন বেচাকেনা হয় জানতে চাই তিনি বলেন গড়ে এগারো থেকে চৌদ্দ হাজারের মত। হোটেলের প্রয়োজনীয় কাগজ পত্র আছে কি না জানতে চাইল হাজী বিরিয়ানি হাউজের মালিক কাজী গিয়াস উদ্দিন বলেন ব্যবসাতে টিকে থাকতে পারতেছি না।

কাগজ পত্রের বিষয়ে কথাবার্তা চলতেছে।পঞ্চাশ শয্যা বিশিষ্ট নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আর এম ও ডাক্তার সাইফুল ইসলাম বলেন,অস্বাস্থ্যকর আর পুরাতন ভোজ্যতেলের খাবারের ফলে আমাদের আমাশয়,গ্যাষ্ট্রিক আলসার,দীর্ঘ মেয়াদি হার্টের সমস্যা,বদহজম,কিডনির সমস্যা,লিভারের সমস্যা সহ আরো নানাবিধ সমস্যা দেখা দিতে পারে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর