Logo
আজঃ শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে হচ্ছে ৭ ফেব্রুয়ারি

প্রকাশিত:রবিবার ০৫ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৩২২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক ;বলিউডের পছন্দের জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। আর মাত্র একদিনের ব্যবধানে আগামীকাল সোমবার সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল এই দুই তারকার। এদিকে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হতে জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে পৌঁছেছেন অতিথিরা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, কিয়ারা ও সিদ্ধার্থের বিয়েতে যোগ দিতে মুম্বাই থেকে রাজস্থান এসে পৌঁছেছেন করণ জোহর, শাহিদ কাপুরের মতো তারকারা। তবে সূত্রের তথ্য অনুযায়ী, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের তারিখ পাল্টে গেছে।

আগামীকাল নয় আগামী মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিয়ে করছেন সিদ্ধার্থ ও কিয়ারা জুটি। তবে আজ সন্ধ্যায় সূর্যগড় প্রাসাদে হবে মেহেদির অনুষ্ঠান। এরপর আগামীকাল সকালে গায়ে হলুদ ও সন্ধ্যার জন্য আয়োজন করা হয়েছে জমজমাট সঙ্গীত অনুষ্ঠান। আর বিয়ের অনুষ্ঠান আগামী মঙ্গলবার।

বিয়ের অনুষ্ঠানে আত্মীয়-পরিজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে ব্যক্তিগত পরিসরে সাত পাকে বাঁধা পড়তে চান কিয়ারা-সিদ্ধার্থ। বিয়েতে নিমন্ত্রিত ব্যক্তির সংখ্যা ১০০ জন।


আরও খবর

"এক বউয়ের দুই স্বামী "

বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩




জয়পুরহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এডভোকেসী সভা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৩০জন দেখেছেন

Image
জয়পুরহাট প্রতিনিধিঃজয়পুরহাটে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এর উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্য়ালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এডভোকেসী সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডাঃ কে,এম জোবায়ের গালীব। এসময় বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দিন, জেলা প্রশাসনের প্রতিনিধি ম্যাজিস্ট্রেট হাবিল উদ্দিন, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ পালন করা হবে। এ সময় স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাংবাদিকসহ সমাজের সকল শ্রেণীর জনসাধারনের সহযোগিতা কামনা করা হয়।

আরও খবর



নাশকতার প্রমাণ মিলেছে গ্রেপ্তার ৪ নেতার ফোনে: ডিবি প্রধান

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর যাত্রাবাড়িতে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় যুবদলের চার নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মোবাইল ফোনে নাশকতার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি প্রধান) হারুন অর রশীদ।

সোমবার (২৭ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হারুন অর রশীদ বলেন, গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মোবাইল ফোনে পাওয়া গেছে নাশকতার প্রমাণ। বাসে আগুন দেওয়ার পর, ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি নেতাদের ম্যাসেজ দিয়ে কনফার্ম করা হয়েছে। এমনটাই নির্দেশনা দেওয়া ছিল তাদের।

তিনি বলেন, সাধারণ মানুষ এখন আর কেউ অবরোধ মনে করছে না। কারণ, রাস্তায় যথেষ্ট গাড়ি আছে। সবকিছু স্বাভাবিকভাবে চলছে।


আরও খবর

আরও ১১০ ইউএনওকে বদলির অনুমোদন ইসির

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩




মন্ত্রীর আসনে সরবে স্বতন্ত্র প্রার্থীরা আলোচনা-সমালোচনায় সমর্থকরা

প্রকাশিত:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

সাগর আহম্মেদ,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:রাজধানীর অদুরে গুরুত্বপূর্ণ আসনটি হচ্ছে গাজীপুর-১। টানা তিন বার এ আসনটি দখল করে রেখেছেন আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ¦ এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক (এমপি)। চর্তুথ বারের মতোও নৌকার আস্থায় এ মন্ত্রী। কিন্তু তাঁর আসনে অনেকটা সরবে আওয়ামীলীগ ও দলীয় সমর্থক তিন স্বতন্ত্র প্রার্থী। সরগরম হয়ে উঠছে নিজেদের রাজনীতির মাঠ। এতে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা-সমালোচনায় মুখরিত প্রার্থীদের সমর্থকরা।

নির্বাচন অফিস, এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর-১ আসনটি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড থেকে ১৮ নং ওয়ার্ড এলাকা অর্থাৎ গাজীপুর মহানগরীর বাসন, কোনাবাড়ী ও কাশিমপুর থানা এলাকা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৯৫ হাজার ৮৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৪৬ হাজার ৩৪৪ এবং মহিলা ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৪৯ হাজার ৫০৮। এছাড়াও মোট ভোট কেন্দ্র সংখ্যা ২৩৭টি ও বুথ সংখ্যা হলো ১ হাজার ৫১২টি। টানা তিন বার গুরুত্বপূর্ণ এ আসনটি দখল করে রেখেছেন আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ¦ এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক।

এবার দ্বাদশ জাতীয় নির্বাচনেও তিনিসহ এ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিলেন ৬ জন। কিন্তু আবারও দলীয় মনোনয়ন পেলেন ১৯শে মার্চের মহানায়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দলের আস্থা ও জনগণের ভালবাসায় বিজয়ের মাধ্যমে চর্তুথ বারের মতোও আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান হেভিওয়েট এ মন্ত্রী।

এদিকে বিকল্প প্রার্থী (ডামি) রাখার দলীয় পরামর্শ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আনতে দলের স্বতন্ত্র প্রার্থীদের উন্মুক্ত করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ যেন নির্বাচিত হতে না পারে- এমন বক্তব্য দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগনকে ভোটমুখী করতে স্বতন্ত্র কৌশল হিসেবে এবার কিছুটা নরম সুর আওয়ামী লীগের। ফলে দলীয় প্রতীকের বিপক্ষে প্রার্থী হতে অনুপ্রেরণা হিসেবে দেখছেন নৌকা বঞ্চিতরা। তাই নৌকা বঞ্চিত অনেকে নৌকার বিপক্ষে নির্বাচনে লড়বেন বলে একাধিক সূত্র জানিয়েছেন। ইতিমধ্যে বুধবার দুপুর পর্যন্ত এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনজন মনোনয়নপত্র নিয়েছেন।

এরা হলেন- কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, আওয়ামী সমর্থক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ কর্মী নূরে আলম সিদ্দিকী ও গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান সরকার রাসেল। নৌকার বিপক্ষে নিজেদের দলের স্বতন্ত্র প্রার্থীরা সরবে থাকায় সরগরম হয়ে উঠছে আওয়ামীলীগের রাজনীতির মাঠ। আর গুঞ্জন উঠেছে স্বতন্ত্র প্রার্থীদের কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়বেন নৌকার প্রার্থী। এ নিয়ে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা-সমালোচনায় মুখরিত প্রার্থীদের সমর্থকরা। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বলছেন, নৌকার বিপক্ষে লড়াই করেও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেতে পারেন।

অপরদিকে নৌকার প্রার্থীর সমর্থকরা বলছেন, দেশে ব্যাপক উন্নয়ন করেছে আওয়ামী সরকার। আর উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে দিনরাত পরিশ্রম করেছেন মন্ত্রী। এছাড়াও দলীয় কর্মসূচীসহ বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে তিনি সবসময় মাঠে ছিলেন। ফলে উন্নয়নের ধারা ঠিক রাখতে মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে আবারও বিজয়ী করছেন বলেও জানিয়েছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা। স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দকী বলেন, আওয়ামীলীগকে ভালবেসে সবসময় মাঠে দলের জন্য কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যাবে। সেজন্য আমি নির্বাচনে অংশ নিবো। এছাড়াও দল থেকে যে সিদ্ধান্ত আসবে, সেটা পালন করবো। তবে নির্বাচনে জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। সে অনুসারে আমি মাঠে কাজ করে যাচ্ছি।

অপর স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল বলেন, আওয়ামীলীগের মনোনয়নের জন্য আবেদন করেছিলাম। আমাকে দেওয়া হয়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যারা মনোনয়ন পাননি তারা ইচ্ছা করলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন। প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান সরকার রাসেল বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এখন পর্যন্ত দলীয় কোন প্রভাব দেখা দেয়নি।

সামনে যদি দলীয় প্রভাব দেখা দেয়, সেক্ষেত্রে দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ের জন্য আমি শতভাগ আশাবাদী। নেতাকর্মীদেরকে ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দেওয়ার আহবান জানিয়ে নৌকার প্রার্থী আলহাজ¦ এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক বলেন, জনগনকে বুঝান আগামী ৭ জানুয়ারী তারা যাতে নির্বিগ্নে স্বতঃস্ফুর্ত ভাবে কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে। স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে তারা যাতে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করে। আর তিনি যেন দেশের উন্নয়নের যাত্রাকে অব্যাহত রেখে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, এ পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। সেগুলো ১ থেকে ৪ ডিসেম্বর বাছাই করা হবে। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এছাড়া ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ৫ জানুয়ারী থেকে প্রচার-প্রচারণা শুরু হবে। ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনী মাঠে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।


আরও খবর



মানিকছড়ি থানা পুলিশের অভিযানে চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৭৯জন দেখেছেন

Image
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি চোলাইমদ ও একটি মোটরসাইকেল সহ মোঃ নূরুল হক(৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে  গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত  ১০টার দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)এর দিক নিদের্শনায় মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনচারুল করিম এর নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই নিঃ) ঝন্টু চন্দ্র দে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান  ডিউটি করাকালীন মানিকছড়ি থানাধীন গাড়িটানা বাজার এলাকায় অবস্থানকালে  গোপন সংবাদের ভিত্তিতে জানতে  পারেন যে,  ০২জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ নিয়ে মোটরসাইকেল যোগে খাগড়াছড়ি থেকে  চট্রগ্রাম এর উদ্দেশ্যে রওনা করেছে।  সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকায়  চেকপোস্ট স্থাপন করে ৪০লিটার দেশীয় তৈরী চোলাই মদ  একটি মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী মো. নূরুল হক(৪২) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী হলেন-মো. নূরুল হক(৪২) 
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার লুন্দুক্যাপাড়া এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে।

মানিকছড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে 
আসামী নুরুল হক এর  নিকট থেকে  ৪০ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ  এবং ০১টি মোটরসাইকেল সহ তাকে গ্রেপ্তার করা হয়।

 মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনচারুল করিম জানান আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে আসামীকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। 

আরও খবর



তফসিল বাতিলসহ ৩ দাবি জানাল ইসলামী আন্দোলন

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৭৮জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :- সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে তিনটি প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক ‘জাতীয় সংলাপ’ উদ্বোধনী বক্তব্যে এ প্রস্তাব দেন দলটির আমির ও চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে আমরা তিনটি প্রস্তাব আপনাদের বিবেচনার জন্য পেশ করছি।

১. বিতর্কিত নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত একতরফা তফশিল বাতিল করে গ্রেপ্তারকৃত বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে।

২. বর্তমান বিতর্কিত পার্লামেন্ট ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জাতীয় সরকারের গুরুত্ব, বাস্তবতা ও রূপরেখা জাতীয়ভাবে প্রকাশ করা হয়েছে।

৩. কার্যকরী সংসদ, রাজনৈতিক সংহতি এবং শতভাগ জনমতের প্রতিফলনের জন্য পিআর (চজ) বা সংখ্যানুপাতিক পদ্ধতির অধিকতর উত্তম পদ্ধতি, যা বিশ্বে স্বীকৃতি লাভ করেছে তা প্রবর্তন করতে হবে।

সৈয়দ রেজাউল করিম বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি প্রতিদ্বন্দ্বিতা থেকে পরস্পর বিনাশী হয়ে উঠেছে। বিশেষ করে সরকারী দল বিরোধী শক্তিকে ধ্বংস করতে চায়। আওয়ামী সরকার রাষ্ট্রের সব শক্তির ব্যবহার করে বিরোধী দলগুলোর রাজনৈতিক মাঠ এতোটাই সংকুচিত করেছে যে, ক্ষমতার পালাবদলে দেশীয় কোনো শক্তি আর কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে বিদেশিদের হস্তক্ষেপ করার পরিবেশ তৈরি হয়েছে। সার্বিকভাবে এটা এখন স্পষ্ট যে, দেশে ক্ষমতার পালাবদলের এখতিয়ার আর জনগণের হাতে নেই।


আরও খবর

আরও ১১০ ইউএনওকে বদলির অনুমোদন ইসির

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩