Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

সারা দেশে ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, নতুন আক্রান্ত ৯৫৬

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩৯ জনে।

শুক্রবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকায় ৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৫৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৬ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫০ জন।

চলতি বছর সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৫০ জন। এর মধ্যে ঢাকায় ১ লাখ ৫ হাজার ৮৪ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৯৬৬ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ২৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ঢাকায় ১ হাজার ৩৪৫ জন এবং অন্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৯০০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।


আরও খবর



মোরেলগঞ্জে যুবলীগ কর্মীকে কুপিয়ে জখমের ঘটনায় ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ২৭জন দেখেছেন

Image
শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে যুবলীগ কর্মী তৌহিদুল ইসলামকে (৪৫) কুপিয়ে জখম করার ঘটনায় আওয়ামী লীগের ৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার বিদাগত রাত ১১ টার দিকে আহত যুবলীগ কর্মীর পিতা মো. আমির হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় রামচন্দ্রপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবুল ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাজহাহান মাঝিসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের ৮জনকে আসামি করা হয়েছে।

পুলিশ অভিযান চালিয়ে ৩ আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার বেলা ১০ টার দিকে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে। গ্রেফতার হওয়া আসামিরা হচ্ছেন, মো. আক্কাস হাওলাদার ওরফে আকা(৪৫), রেজোয়ান হোসেন  সম্রাট (২৫) ও নাজমুল শেখ(২৫)। এর আগে, গত মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে কামলা গ্রামের যুবলীগ কর্মী তৌহিদুলকে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা।

এ সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইদুর রহমান বলেন, তৌহিদুলকে মারপিটের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদেরকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর



মাটিরাঙ্গায় ভারতীয় তৈরী গাড়ীর বিভিন্ন যন্ত্রাংশ, সহ গ্রেপ্তার দুই

প্রকাশিত:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার  ভারতীয় সীমান্ত দিয়ে চোরাই পথে.সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা অবৈধ ভারতীয় তৈরী গাড়ীর বিভিন্ন  যন্ত্রাংশ, সহ দুই চোরাকার বারিকে  গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একটি রেজি:বিহীন সিএনজি জব্দ। 

শুত্রুবার (১০নভেম্বর) রাত ১০টার দিকে  খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) সুদক্ষ দিক-নির্দেশনায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া এর নেতৃত্বে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই)মো.মাঈন উদ্দিন সহ চৌকস পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানাধীন পৌরসভার ১নং ওয়ার্ডস্থ গাজীনগর এলাকা  অভিযান পরিচালনা করে মোটরসাইকেল ও গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ সহ মো. বিল্লাল হোসেন (২১) মো. শাহ আলম (২৩),কে গ্রেপ্তার করা হয়। একটি রেজি:বিহীন সিএনজি জব্দ। 

মাটিরাঙ্গা থানা পুলিশ জানান,বর্তমান সময়ের প্রেক্ষাপটে খাগড়াছড়ি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর সুদক্ষ দিক-নির্দেশনায় অত্র জেলার প্রত্যেকটি থানার পুলিশি তৎপরতায় ও গোয়েন্দা নজরদারির কারনে নাশকতকারীসহ, মাদক ও চোরাকারবারিদের অপতৎপরতা প্রতিনিয়ত প্রতিহত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভারতীয় সীমান্ত দিয়ে চোরাই পথে.সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা অবৈধ ভারতীয় তৈরী গাড়ীর বিভিন্ন  যন্ত্রাংশ,জব্দ করা হয় গাড়ীর বিভিন্ন পার্টসের আনুমানিক মূল্যে  ৫ লাখ ৭৫ হাজার ,৫শত টাকা ও একটি রেজীঃ বিহীন সিএনজি গাড়ী জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-মো.বিল্লাল হোসেন (২১),মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়ন এর  শান্তিপুর এলাকার বাসিন্দা 
 জাকির হোসেন, এর ছেলে। মো. শাহ আলম (২৩), মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়ন এর উত্তর  শান্তিপুর ১নং ওয়ার্ডের  মৃত শাহাবুদ্দিন এর ছেলে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জাকারিয়া জানান,গ্রেপ্তারকুত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আরও খবর



আ.লীগের ৩০০ আসনে ৩৩৬২ মনোনয়ন ফরম বিক্রি

প্রকাশিত:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনের বিপরীতে চার দিনে মোট ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে অনলাইনে ১২১ জন ফরম কিনেছেন। এতে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় হয়েছে দলটির।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

চার দিনে ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগ ১৭২টি, ময়মনসিংহ বিভাগ ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এদিকে নৌকার প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডাকা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১টা থেকে এ সভা অনুষ্ঠিত হবে।


আরও খবর



বাসদ থেকে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষনা দিয়েছেন বকুল হোসেন খাঁন

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১১২জন দেখেছেন

Image

আব্দুল হান্নান নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসন থেকে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন বাসদ নাসিরনগর উপজেলা শাখার আহব্বায়ক এবং বাসদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য-মোঃ বকুল হোসেন খান।তিনি সতন্ত্র প্রার্থী  হিসাবে  নির্বাচন করার প্রস্ততি নিচ্ছেন বলে  খবর পাওয়া গেছে।বকুল হোসেন খাঁন ঐতিহ্যবাহী কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের খাঁন বংশের ছেলে।তার চাচা ওমরাও খাঁন ছিলেন পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান।

বকুল হোসেন খাঁনের সাথে তার ব্যাক্তিগত মুঠোফোনে যোগাযোগ করে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে কি না  জানতে চাইলে তিনি বলে আমার দলীয় লোকজনকে নিয়ে মিটিং করে নির্বাচনের বিষয়ে একমত হয়েছি এবং সকলের সিদ্বান্ত আমাকে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হবে।তাই আমার দলীয় লোকজনের সিদ্বান্তের বাহিরে যাওয়ার কোন সুযোগ নাই।তাই আমি সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ইসরায়েল কারাবন্দি ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিলো

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৮জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :হামাস সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৩৯ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার (২৪ নভেম্বর) হামাস ও ইসরায়েলের মধ্যে এ যুদ্ধবিরতি শুরু হয়।

কাতারের মধ্যস্থতায় হওয়া চুক্তির শর্ত ছিল, প্রথমদিন হামাস ১৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে; অপরদিকে ইসরায়েল তাদের কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনিকে ছেড়ে দেবে। 

মুক্তির বিষয়টি নিশ্চিত করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, চুক্তি অনুযায়ী ইসরায়েল ৩৯ জনকে মুক্তি দিয়েছে। অন্যদিকে ২৪ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এরমধ্যে ১৩ জন ইসরায়েলি নারী ও শিশু , ১০ জন থাই ও একজন ফিলিপিনো নাগরিক।

ইসরায়েল জানিয়েছে, যেসব ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে কয়েকজন সৈন্যদের হত্যাচেষ্টার দায়ে আটক হয়েছিলেন। আর যেসব শিশুকে ছাড়া হয়েছে তাদের সৈন্যদের লক্ষ্য করে পাথর ছোড়ার মতো ছোট অপরাধের কারণে আটকে রাখা হয়েছিল।

চুক্তি অনুযায়ী, চারদিনের যুদ্ধবিরতিতে মোট ৫০ জন জিম্মি এবং ১৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। তবে ইসরায়েল বলছে, হামাসের প্রতি ১০ জন করে জিম্মি মুক্তির বিনিময়ে ১ দিন করে যুদ্ধবিরতি বাড়াবে ইসরায়েল।

খবর-আল জাজিরার।


আরও খবর

ভারতের বিভিন্ন অংশে ভূমিকম্প

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩