Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

সাগর-রুনি হত্যা, ১০১ বার পেছাল তদন্ত প্রতিবেদন

প্রকাশিত:সোমবার ১১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১০১ বারের মতো পেছাল । আগামী ১৫ অক্টোবর প্রতিবেদন জমা দেয়ার জন্য পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

আদালতের শেরে বাংলা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলমগীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আলোচিত এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি ৮ জন। অন্য আসামিরা হলেন– বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।


আরও খবর



মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | ১২৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে দুই হাজার মানুষের মৃত্যু ও আহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখানুচের কাছে পাঠানো এক চিঠিতে এ দুঃখ ও শোক প্রকাশ করেন তিনি।

মরক্কোর প্রধানমন্ত্রীকে পাঠানো শোক বার্তায় শেখ হাসিনা বলেছেন, ‘মরক্কোর এটলাস পর্বতমালায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ, সরকার এবং ব্যক্তিগত পক্ষ থেকে আমি এই মর্মান্তিক ঘটনায় এই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি এবং সম্পত্তি ধ্বংসের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি।

তিনি বলেন, ‘আমরা নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকের এই মুহুর্তে আমরা শোকাহত পরিবারের সদস্যদের এবং মরক্কোর জনগণের সঙ্গে আছি। মহান আল্লাহ তাদের অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন।

মরক্কোর মধ্যাঞ্চলে গত শুক্রবার রাতে ৬ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ২০১২ জনে দাঁড়িয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে ২০৫৯ জন। মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।

আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, মারাক্কেশ শহর ছাড়াও দক্ষিণের কিছু শহরে বেশি মানুষ মারা গেছে। সেইসঙ্গে দেশটির কর্তৃপক্ষ তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।


আরও খবর



ইবি ছাত্রলীগের আট কর্মীকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বহিষ্কার

প্রকাশিত:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image
ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের শোক দিবস উপলক্ষে আলোচনাসভায় শেষে ঘটে যাওয়া ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত মারামারি ও প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় আট ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এসময় সাময়িক বহিষ্কৃতদের স্থায়ী বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ বরাবর অনুরোধ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাময়িক বহিষ্কৃত কর্মীরা হলেন, শহীদ জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের কর্মী সাব্বির খান, শামীম রেজা, আকিব মাসুদ অনুভব, পারভেজ হোসেন বানাত ও আব্দুল কাদের। শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের কর্মী আশিক কুরাইশী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের শাহদুল্লাহ সিদ্দিকী সাইমুম ও তাসিন আজাদ।

প্রসঙ্গত, গত ২০ আগস্টে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  মুফতাঈন আহমেদ সাবিককে জনসম্মুখে হাতে ছুরিকাঘাত করা হয় এবং সাবিককে  চিকিৎসার জন্য ইবি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। ব্যবস্থাপনা বিভাগের একই শিক্ষাবর্ষের আকিব ও তার সহযোগীরা ছুরিকাঘাত করেছে বলে জানিয়েছি প্রত্যক্ষদর্শীরা। তবে ছাত্রলীগের বেনাম ঠেকাতে সেদিন ছুরিকাঘাতের বিষয়টি ভুক্তভোগী ও অভিযুক্ত দুজনই গোপন রেখেছিলেন। জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ আওয়ামী লীগের যগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথির বক্তৃতায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই ও কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশা। প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। 

আরও খবর

৪০তম বিসিএস নন-ক্যাডারের ফল

বুধবার ২০ সেপ্টেম্বর ২০23




কুষ্টিয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার ২৮ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image
হাবিবুর রহমান:দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ খিঃ , ২৮শে আগস্ট সোমবার বেলা ১০ঃ৩০ মিনিটে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কুষ্টিয়ার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল , বিশেষ অতিথি ছিলেন -জেলা শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদার , জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক এস এম কাদেরী শাকিল। সভাপতিত্ব করেন -জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী মুকুল । মডারেটর ছিলেন - মোঃ মাসুদ রানা বিচারকমন্ডলী ছিলেন- মোঃ শাহীন সরকার , শেখ মশিউর রহমানও মোছাঃ সাবিনা খাতুন । বিতর্ক প্রতিযোগিতায় কুষ্টিয়া জেলার প্রথম রাউন্ডে ৮ টি স্কুলের মধ্যে ৭ টি স্কুল অংশগ্রহন করেন- কুষ্টিয়া জিলা স্কুল , লাহিনী মাধ্যমিক বিদ্যালয় ,আড়ুয়াপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় ,কুষ্টিয়া হাইস্কুল ,কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় , কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় , কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ ও কালেক্টরেট স্কুল (অনুপস্থিত )। সেমিফাইনাল রাউন্ডে - কুষ্টিয়া জিলা স্কুল , কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ , কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কুষ্টিয়া হাইস্কুল । ফাইনাল রাউন্ডে - কুষ্টিয়া জিলা স্কুল ও কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় । চ্যাম্পিয়ন হয়েছেন পক্ষের কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও রানারআপ হয়েছেন বিপক্ষের কুষ্টিয়া জিলা স্কুল । সেরা বক্তা নির্বাচিত হয়েছেন উমামা জামান দলনেতা কুষ্টিয়া সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।

বিতর্ক অনুষ্ঠানের প্রধান অতিথি পার্থ প্রতিম শীল  সকল বিজয়ীদের হাতে পুরুস্কার ও ক্রেস্ট তুলে দেন এবং অনুস্ঠানের সমাপ্তি ঘোষনা করেন ।

আরও খবর



শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৯জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ইন্দোনেশিয়ায় আজ মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোরে দেশটির বালি সাগরসহ উপকূলীয় বালি ও লম্বক অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার মাতারাম থেকে ২০১ কিলোমিটার উত্তরে এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে ৫১৮ কিলোমিটার নীচে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। এতে কোনো সুনামি সতর্কতার শঙ্কা নেই।

এছাড়া দেশটিতে শক্তিশালী এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




তালন্দ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৬জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়ন (ইউপির)  ১,২,৩ ও ৪ এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলের দিকে ইউপির নারায়নপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলন উদ্ধোধন করেন ইউপি আওয়ামী লীগ সভাপতি মেম্বার আব্দুল করিম। ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেম্বার আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা লীগ সভাপতি সোনিয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক মুনসেফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমাজ সেবক আবুল বাসার সুজন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রামিল হাসান সুইট প্রমুখ। 

সর্বসম্মতিক্রমে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন শ্যামদত্ত, সাধারণ সম্পাদক হন মাসুদ রানা।২ নম্বর ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হন মজির উদ্দিন,সম্পাদক নির্বাচিত হন মেম্বার খলিলুর রহমান।  ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হন শামসুল, সম্পাদক হন আরমান হোসেন। ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হন আনোয়ার হোসেন, সম্পাদক হন মোজাম্মেল হক এবং ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি হন সাইফুল ইসলাম, সম্পাদক হন আনারুল ইসলাম।এছাড়াও ৫ ওয়ার্ডের সহযোগী সংগঠনেরও কমিটি ঘোষনা করা হয়। এসময় ইউপির আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


আরও খবর