Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

রাজধানীতে আরও দুটি বাসে অগ্নি সংযোগ ঘটিয়েছে দুর্বৃত্তরা #ktvbangla #ktv

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৪০জন দেখেছেন

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা নাগাদ আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পরে গুলিস্তানে ফ্লাইওভারের কাছে যাত্রাবাহী আরও একটি বাসে আগুন দিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তিন পুলিশ সদস্য বক্সে ডিউটি পালন করছিলেন বলে জানা গেছে। এছাড়া ওইদিন রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে একটি বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।

এদিকে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার পর থেকে সারাদেশের ১১ জায়গায় বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা সামনে আসে। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টার মধ্যে ১১টি স্থানে অগ্নিসংযোগের তথ্য জানায় ফায়ারসার্ভিস। 


আরও খবর



দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও উদ্বোধন করতে কেন্দ্রীয় কার্যালয় পৌঁছালেন শেখ হাসিনা

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৯২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও উদ্বোধন করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এসে পৌঁছেছেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় তিনি ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এসে পৌঁছান।

এ সময় কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন শেখ হাসিনা। এরপর নিজের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।


আরও খবর



তানোর পৌর যুবদলের আহবায়ক গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৯জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি:রাজশাহীর তানোর পৌরসভা যুবদলের আহবায়ক সাইদুর রহমান কে গ্রেফতার করেছে পুলিশ  বলে নিশ্চিত করেন থানার ওসি আব্দুর রহিম । গত বৃহস্পতিবার শেষ বিকেলের দিকে পৌর এলাকার চাপড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতার কৃত সাইদুর রহমানের বাড়ি চাপড়া গ্রামে। সে আব্দুস সাত্তারের পুত্র। 

ওসি আব্দুর রহিম বলেন, গত অক্টোবর মাসের ২৮ তারিখে দিবাগত রাতে নাশকতার পরিকল্পনার দায়ে থানায় মামলা দায়ের করা হয়েছিল। সে মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালের দিকে  আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর



খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ৩৪ লাখ টাকার সিগারেট জব্দ, গ্রেপ্তার এক

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৫১জন দেখেছেন

Image

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানা পুলিশের অভিযানে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা ৩৪ লাখ টাকার সিগারেট  জব্দ করেছে মহালছড়ি থানা পুলিশ। এসময় সিগারেট পাচারের সাথে জড়িত পিকআপ গাড়ি সহ এক জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) রাত দেড়টার দিকে মহালছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই নিরস্ত্র) আরাফাত বিন ইউসুফ, সঙ্গীয় অফিসার ফোর্সসহ মহালছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা  করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি ইউপির ২৪ মাইল ইউসিবি মহালছড়ি টু খাগড়াছড়ি  পাকা রাস্তার উপর কচুর ছড়া বোঝাই  পিক-আপগাড়ি করে অবৈধ সিগারেট নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাড়ির তল্লাশি চালিয়ে 

Super Slims Mond, premiun quality blend oris ১হাজার ৭০০ কার্টুন সিগারেট, সহ  আসামী  মোঃ সফিকুল আলম (২৩) কে গ্রেপ্তার করা হয়।

মহালছড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে 

উদ্ধারঃ  ৯৫০( নয়শত পঞ্চাশ ) কার্টুন  Super Slims Mond সিগারেট;  যাহার আনুমানিক মূল্য = ১৯,০০,০০০/- (উনিশ লক্ষ ) টাকা ২। ৭৫০( সাতশত পঞ্চাশ) কার্টুূন premiun quality blend oris সিগারেট,  যাহার আনুমানিক মূল্য = ১৫,০০,০০০/- (পনের লক্ষ) টাকা ,সর্বমোট ৩৪০০০০০/- (চৌ‌ত্রিশ লক্ষ) টাকা

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-মোঃ সফিকুল আলম (২৩)খাগড়াছড়ি সদর উপজেলার স্বনির্ভর বাজার, এলাকার আবুল হোসেন, এর ছেলে।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আবুল হাসান জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে।

শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না জানিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আইন শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করা হয়েছে। জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। মাদক ও চোরাচালান রোধে খাগড়াছড়ি জেলা পুলিশের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।


আরও খবর



আর্জেন্টিনার লজ্জার হার উরুগুয়ের কাছে

প্রকাশিত:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১২১জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক:কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা হেরেছিল। কিন্তু এরপর বিশ্বকাপটাই নিজের করে নিয়েছে ফুটবলের অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনা।

বিশ্বচ্যাম্পিয়ন তকমায় গত প্রায় এক বছরে শাসন করেছে প্রতিপক্ষকে। তবে উরুগুয়ের কাছে এসে থামল তাদের অজেয় ধারা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আজ আলবিসেলেস্তেরা হারল ২-০ গোলে।

শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা-উরুগুয়ে। টানা ১৪ ম্যাচ পর হারের মুখ দেখল লিওনেল স্কালোনির দল। শুধু তা-ই নয়, লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড থেমে গেল।

ঘরের মাঠে শুরু থেকে শেষ পর্যন্ত উরুগুয়েকে চেপে ধরতে পারেনি আর্জেন্টিনা। লা বোম্বোনেরা স্টেডিয়ামে ৪১ মিনিটে উরুগুয়েকে এগিয়ে দেন রোনাল্দ আরাউহো। ৭৫১ মিনিট পর এই প্রথম গোল হজম করলেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

পিছিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই সমতায় ফেরার চেষ্টা করেছিল আর্জেন্টিনা। কিন্তু লিওনেল মেসির ফ্রি কিক ঠেকিয়ে দেন উরুগুয়ে গোলরক্ষক। এরপর মেসির আরও একটি ফ্রি কিক পোস্ট ছুঁয়ে বাইরে চলে যায়। ৮১ মিনিটে কাউন্টার অ্যাটাকে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন দারউইন নুনেস।

এই জয়ের পর ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে উরুগুয়ে। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে।


আরও খবর



দিলকুশা স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি এড. বাহার, সম্পাদক শাহিন

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১২৮জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃবাংলাদেশের প্রাচীনতম ক্রীড়া সংগঠন, ফুটবল খেলোয়াড় তৈরীর অন্যতম প্রতিষ্ঠান ঢাকার ফুটবল মাঠের জনপ্রিয় নাম দিলকুশা স্পোর্টিং ক্লাবের সাধারণ সভা ২০২৩ ঢাকার মতিঝিলে রহমানীয় ইন্টারন্যাশনাল কমপ্লেক্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া এফসির সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন শাহাদাতের কোরআন তেলোয়াতের মাধ্যমে 

ক্লাব কমিটির আহ্বায়ক হাজী এসএম আলম জীবনের সভাপতিত্বে লায়ন জাফর ইকবাল ও গোলাম হোসেন জনির যৌথ পরিচালনায় বার্ষিক রিপোর্ট পেশ করেন উক্ত ক্লাবের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন। 

সাধারণ সভায় বক্তব্য রাখেন দিলকুশা স্পোর্টিং ক্লাবের গর্বনিং বডির চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামিলীগের সদস্য আমিনুল ইসলাম শামিম, ঢাকা ওয়ান্ডারর্স ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবের গর্ভনিং বডির চেয়ারম্যান হাজী মোহাম্মদ সেলিম, সভাপতি আনোয়ার হোসেন মাখন,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাঈনু,ভিক্টোরি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন, সহ সভাপতি আশরাফুর রহমান কাজল, আরামবাগ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক হাজী ইয়াকুব আলী, সিনিয়র সহসভাপতি এজাজ মোহাম্মদ জাহাঙ্গীর, সহ সভাপতি হাজী আ: কাদের ও আরামবাগ ফুটবল একাডেমির সাধারন সম্পাদক মোহাম্মদ জিতু।

সাধারণত সভায় সর্বসম্মতিক্রমে দিলকুশা স্পোটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামিম আল মামুন কে নতুন কমিটি গঠন করার জন্য প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত করে প্রথম অধিবেশনের সমাপ্তি করা হয়। 

দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার শামিম আল মামুনের সভাপতিত্বে ২০২৪-২০২৬ সালের নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় এডভোকেট বাহালুল আলম বাহার সভাপতি পদে ও শাহিনুর রহমান শাহিন সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি নুরুল হুদা আব্দুল্লাহ,সহ-সভাপতি হাজী ইব্রাহিম খলিল, আসাদ চৌধুরী এফসিএ, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, শেখ আবদুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গোলাম হোসেন জনি,কোষাদক্ষ লায়ন জাফর ইকবাল, ক্রীড়া সম্পাদক ফুয়াদুজ্জামান,দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম আলোকে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

সাধারণ সভায় দিলকুশা স্পোর্টিং ক্লাবের সাবেক এবং বর্তমান কর্মকর্তাগন, ক্লাব সমর্থকবৃন্দ,ক্লাব এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ এবং আরামবাগ,ফকিরাপুল এলাকা বাসীর অংগ্রহনে নৈশভোজের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।


আরও খবর