Logo
আজঃ বুধবার ০৭ জুন ২০২৩
শিরোনাম
১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আল ইত্তিহাদে আনুষ্ঠানিক চুক্তি করলেন বেনজেমা সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৩ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতিসংঘ মধ্যস্থতা করবে এমন সংকট বাংলাদেশে হয়নি: ওবায়দুল কাদের তীব্র তাপপ্রবাহে এবার ইবতেদায়ি স্তরের ক্লাস বন্ধ ঘোষণা বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ রূপগঞ্জের ইছাপুরা ব্রীজ-দুর্গামন্দির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন দক্ষিণ কেরানীগঞ্জে ইউপি সদস্য সহ চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় সাবেক মেম্বার সেলিম গ্রেফতার বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি জানাল বিসিবি

পুত্রসন্তানের মা হলেন মাহি

প্রকাশিত:বুধবার ২৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক: প্রথমবার মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাত ১১টা ২০ মিনিটে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। মাহির স্বামী রাকিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবই ভালোয় ভালোয় হয়েছে। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। সবার কাছে দোয়া চাই আমাদের ছেলের জন্য।

তার স্বামী জানান, প্রথম সন্তানকে কোলে নিয়ে আনন্দে ভাসছেন নায়িকা।

এর আগে মা হওয়ার ঘোষণা দিয়ে মাহি বলেছিলেন, তিনি আশা করছেন তার মেয়ে হবে। তবে তার কোলজুড়ে এলো পুত্র সন্তান।

এর আগে মা হওয়ার খবর মিডিয়াতে প্রথম জানিয়েছিলেন মাহি নিজেই। তখন এই চিত্রনায়িকা বলেছিলেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ।’

গত বছর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দেন এ নায়িকা।

তার আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি।


আরও খবর



মার্কিন নাগরিকদের চলাফেরায় সতর্ক থাকার পরামর্শ

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৬৩জন দেখেছেন

Image

কূটনৈতিক প্রতিবেদক:বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সতকর্তা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ঢাকাসহ সারাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে তারা। গতকাল রবিবার বিকালে মার্কিন দূতাবাস ‘ডেমোনস্ট্রেশন অ্যালার্ট’ শিরোনামে হালনাগাদ ভ্রমণ সতর্কবার্তায় এ পরামর্শ দিয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন নাগরিকদের জন্য জারি করা ওই সতর্কবার্তা ঢাকা এবং বাংলাদেশের অন্য শহরগুলোর জন্যও প্রযোজ্য হবে। এতে আরও বলা হয়েছে, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির

আগে বা ওই সময়ে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে ওই নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়তে পারে এবং এগুলোর গতি তীব্রতর হতে পারে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের আগাম সতর্কতা মেনে চলা উচিত।

মার্কিন দূতাবাসের ওই বার্তায় বলা হয়, নাগরিকদের মনে রাখা উচিত, শান্তিপূর্ণ বিক্ষোভ যে কোনো সময় সংঘাতময় হয়ে উঠতে পারে, এগুলো মুহূর্তের মধ্যে সহিংসতায় রূপ নিতে পারে। এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের বড় সমাবেশ ও বিক্ষোভের স্থানগুলো এড়িয়ে চলতে হবে। যে কোনো বড় সমাবেশের আশপাশে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে হবে। স্থানীয় ঘটনাসহ আশপাশের পরিবেশ পরিস্থিতির বিষয়ে সচেতন থেকে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন নজরে রাখতে হবে।


আরও খবর



মধুপুরে মাস ব্যাপি ক্ষুদ্র শিল্প ও পণ্য মেলা আয়োজন করা হয়েছে।

প্রকাশিত:সোমবার ০৫ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল:টাঙ্গাইলের মধুপুরে পৌরসভাধীন পৌর ভবন সংলগ্ন মাস ব্যাপি ক্ষুদ্র শিল্প ও পণ্য মেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বুটিকস্ এন্ড হ্যান্ডিক্রাফস্ সোসাইটির সার্বিক ব্যবস্থাপনায় উক্ত মেলায় অত্যান্ত কম মূল্যে যেকোনো পণ্য বিক্রির নিশ্চয়তা প্রধান করেন মেলা কর্তৃপক্ষ। বানিজ্য মেলার মূল গেইট দিয়ে ঢুকতেই চোখে পড়বে আর্কষনীয় পানির ফোয়ারা।যে ফোয়ারায় মিউজিকের তালে তালে পানির নৃত্য পরিবেশন একটি ব্যতিক্রমধর্মী মনমুগ্ধকর বিনোদনের সৃষ্টি করেছে।

এরপরেই রয়েছে মেলার দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ বক্স।এ মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রেইস যেমন, নাগরদোলা, রেইসবোর্ড, ড্রাগন ট্রেন, নৌকা দোলনা, ভূতের বাড়ি সহ নানা ধরনের বিনোদন সমূহ। এ ছাড়া দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র সামগ্রী, গোল্ডপ্লেডের অলংকার, শাড়ি থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের টুপিস, থ্রীপিস, টি-শার্ট, ছেলে মেয়েদের পাঞ্জাবি, লেহেঙ্গা পাজুসহ নানা রঙের কাপড়। রয়েছে সব বয়সী ছেলে মেয়েদের জন্য বাহারি ডিজাইনের জুতা। সপরিবারে খাওয়ার জন্য রয়েছে মনোরম পরিবেশে বিভিন্ন স্টল।

মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন, যেকোনো পণ্য বাহিরের চেয়ে অত্যান্ত কম মূল্যে আমরা বিক্রির ব্যবস্থা করেছি। এরপরেও ক্রেতাদের কোন অভিযোগ থাকলে আমরা তা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহন করে যাচ্ছি।কর্তৃপক্ষ আরও জানান, প্রচন্ড তাপমাত্রার কারণে দর্শনার্থীদের উপস্থিতি খুবই কম তবে তাপমাত্রা স্বাভাবিক হলে লোকজনের উপস্থিতি বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন। এবারের বানিজ্য মেলায় পণ্যের মূল্য ক্রয় ক্ষমতার নাগালেই আছে বলে জানান বেশ কয়েকজন ক্রেতা।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ট্রাম্পের রসিকতা বাইডেনের পড়ে যাওয়া নিয়ে

প্রকাশিত:শুক্রবার ০২ জুন 2০২3 | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ১১৪জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বিমান বাহিনী একাডেমির একটি অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার মঞ্চে পড়ে যান প্রেসিডেন্ট জো বাইডেন। এই নিয়ে রসিকতা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে বাইডেনের হোঁচট খেয়ে পড়ে যাওয়া নিয়ে অবহিত করা হয়। সেইসময় ট্রাম্প আইওয়া অঙ্গরাজ্যে প্রচারণা অনুষ্ঠানে ছিলেন। সেখানে তিনি তার সমর্থকদের বলেছেন, বিমান বাহিনীর স্নাতক ক্যাডেট যারা এ ঘটনা দেখেছেন তাদের জন্য এটি প্রেরণামূলক হতে পারে না।

সাবেক মার্কিন এ প্রেসিডেন্ট বলেছেন, আমি আশা করি তিনি আঘাত পাননি, আমি আশা করি তিনি আহত হন নি... আপনারা সেটি চান না।

এ ছাড়া ট্রাম্পের সমর্থকরাও বাইডেনের পড়ে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করছেন। তবে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হতে ইচ্ছুক ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে এক প্রচারণা অনুষ্ঠানে বাইডেনের পড়ে যাওয়া প্রসঙ্গে নেতিবাচক কোনো কথা বলেননি। তিনি বলেছেন, আমি আশা করি, জো বাইডেন দ্রুত সেরে উঠবেন।

মঞ্চে পড়ে যান বাইডেন

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে বিমান বাহিনীর ৯২১ জন ক্যাডেটের সবার সঙ্গে প্রেসিডেন্ট বাইডেন প্রায়দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকে হাত মেলান। হোয়াইট হাউজের কমিউনিকেশন ডিরেক্টর জানিয়েছেন প্রেসিডেন্ট ‘ভালো আছেন’।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বেন লাবোল্ট লিখেছেন, তিনি যখন করমর্দন করছিলেন তখন মঞ্চে একটি ছোট বালির ব্যাগ ছিল। এ ছাড়া হোয়াইট হাউজে ফিরে হাসিমুখে প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেছেন, বালির ব্যাগে আমার পা আটকে গিয়েছিল।

এর আগে হোয়াইট হাউজের প্রেস টিম থেকে জানানো হয়, বাইডেন যখন তার আসনে ফেরত যাচ্ছিলেন তখন ছোট কালো একটি বালুর ব্যাগে তার পা আটকে যায়। মঞ্চে টেলিপ্রম্পটারের জন্য বালু ভর্তি ছোট দুটো ব্যাগ রাখা হয়েছিল। উঠে দাঁড়ানোর পর প্রেসিডেন্ট বাইডেন আঙুল দিয়ে বালু ভর্তি সে ব্যাগটি দেখিয়ে দেন।

প্রেসিডেন্টের ভাষণের জন্য যে টেলিপ্রম্পটার ব্যবহার করা হয় সেটি যাতে পড়ে না যায় সেজন্য বালু ভর্তি ছোট ব্যাগ ব্যবহার করা হয়।


আরও খবর



গোদাগাড়ীতে ৯৯৯ এ ফোন করে চোরাই গরু ও বহন করা পিকআপসহ দুই চোরকে আটক

প্রকাশিত:সোমবার ২২ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ৭৭জন দেখেছেন

Image

মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী): রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় হেল্পলাইন ৯৯৯ এ ফোন করে চোরাই গরু ও বহন করা পিকআপসহ দুই চোরকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। সোমবার (২২ মে) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার কাকনহাট এলাকা থেকে চোরাই গরু ও পিকআপ সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরের কাপাশিয়া কাজীর পাড়া বেলেপুকুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রায়হান(৩২) ও মতিহার থানার ধরমপুর গ্রামের আবুল কালামের ছেলে রবিউল ইসলাম(২৮)। গোদাগাড়ী মডেল থানার উপ-পরিদর্শক মাজেদ আলী বলেন,৯৯৯ থেকে ফোন আসার পর বিভিন্ন জায়গায় এলার্ট করে দেয়া হয়।

এরপর সঙ্গীয় ফোর্স নিয়ে একটি পিকআপে চোরাই গরু নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকনহাট এলাকা থেকে মাছ বহন করা পিকআপ থেকে একটি গাভীসহ বাছর উদ্ধার ও দুইজন আন্তজেলা চোর সদস্যকে আটক করতে সক্ষম হই। আরো ৪জন পালিয়ে যায়। গরু দুইটি গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের সিধনা গ্রামের কৃষক আবুল কাশেমের।গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, চোরাই গরু,পিকআপ (ঢাকা মেট্রো-ন- ১৩-৯৫৮৯) ও দুই চোরকে আটক করা হয়। বাকী পলাতক আসামীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।ওসি আরো জানান,জনগণের মধ্যে যদি মনে হয় যে কেউ ঘুরাফেরা করছে তখনই পুলিশকে খবর দেন। এ ব্যাপারে গরুর মালিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।


আরও খবর



দৌলতপুরে মারুফ হত্যার আসামীরা পুকুরে মিস্টি দিয়ে উল্লাস

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০২ জুন 2০২3 | ৯১জন দেখেছেন

Image

খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুরে মারুফ হত্যার আসামীরা পুকুরে মিস্টি দিয়ে উল্লাস করেছে বলে অভিযোগ উঠেছে। গত ২৫ তারিখ রাতে মারুফের বন্ধু আলামিন ও রুবেল বাড়ি থেকে মারুফকে ডেকে নিয়ে যায়। পরে রাত আনুমানিক দশটার দিকে মারুফের ফোন বন্ধ পায় পরিবারের লোকজন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানা একটি অপহরণ মামলা করেন। পরে বৈরাগীর চর এলাকাবাসীর তথ্য অনুযায়ী মারুফের বালু চাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ।এঘটনায় এজাহার নামীয় তিন জন আসামীকে আটক করেছে পুলিশ। এ দিকে হঠাৎ ৯ মে মঙ্গলবার সকালে চক কৃষ্ণপুর গ্রামের মারুফের শ্বশুর একই এলাকার মৃত চায়েন উদ্দিনের ছেলে সোমির উদ্দিন মালিথা চক কৃষ্ণপুর পশ্চিম পাড়ার ডিপের মাঠে পুকুরে মিস্টি দিয়ে কে বা কারা উল্লাস করেছে বলে অভিযোগ করেছে।

তার ধারণা জামাই কে যারা হত্যা করেছে, তারা ৩ জন নয় আরো আসামী আছে, তারা আসামী না হওয়ায় উল্লাস করেছে এবং পুকুরের মাছ মরে গেছে। এ বিষয়ে সোমির উদ্দিন বলেন, আমার জামায় অপহরণের পরে তার লাশ পাওয়া যায় বালুর চরে। আমার ধারনা আমার জামায়কে যারা হত্যা করেছে বা হত্যার পরিকল্পনায় ছিল তারা আসামী না হওয়ায় আমার পুকুরে মিস্টি দিয়ে আনন্দ উল্লাস করেছে। এত দামী মিষ্টি আমার পুকুরে কেন ফেলা হলো। তার পরেও আশেপাশে কোন মিষ্টির দোকান নাই, কেন দূর থেকে কষ্ট করে মিস্টি নিয়ে পুকুরে ফেলা হলো। এই দুইটি ঘটনা আমার জামায় হত্যা ও পুকুরে মিস্টি দিয়ে মাছ মেরে দেওয়ার সঠিক তদন্ত চাই। এ বিষয়ে এলাকাবাসী বলেন, মারুফ কে যারা হত্যা করেছে তাদের তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চাই। আমাদের মনে হয় মারুফ হত্যা ও পুকুরে মিস্টি দিয়ে উল্লাস, মাছ মেরে দেওয়া একই সূত্রে গাথা। তাই বিষয়টি অধিক তদন্ত করা হউক। এ বিষয়ে মারুফ হত্যা মামলার তদন্ত করী অফিসার ও বিট অফিসার এস আই মেহেদি হাসান বলেন, বিষয়টি অধিক তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




আরও খবর