Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

পটল চাষবাদ করে লাভবান সৈয়দপুরের কৃষক

প্রকাশিত:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৭৩জন দেখেছেন

Image

জহুরুল ইসলাম খোকন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:সৈয়দপুর উপজেলার উচু জমিতে পটলের বাম্পার ফলন হয়েছে। কৃষকদের আবাদকৃত পটল ফলনের ক্ষেত দেখে মন ভড়িয়ে যায়। আগাম জাতের এ সবজি চাষ বাদ কৃত ক্ষেত থেকে পটল তোলার মহৎসব চলছে। কৃষি অধিদপ্তরের পরামর্শ মতে চলতি মৌসুমে পর্যাপ্ত ফলন আর দাম ভালো পাওয়ায় কৃষকের মুখে হাসি আর ধরছে না।

সরেজমিন গিয়ে দেখা যায়, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন ও বাংগালীপুর ইউনিয়ন এর লক্ষনপুর বালাপাড়া গ্রামের পটলের চাষাবাদের ক্ষেত দেখে মন জুড়ে যায়। আগাম চাষাবাদকৃত পটলের ক্ষেত থেকে কৃষকরা বাজারজাত করার জন্য পটল উত্তোলন করছেন উপজেলার বাংগালীপুর ইউনিয়ন এর কৃষক জহুরুল হক জানান,তিনি তার ক্ষেত থেকে প্রতিদিন প্রায় ১০ /১৫ মন পটল উত্তোলন করে বাজারজাত করছেন।আর বর্তমানে প্রতিমন পটল বিক্রি করছেন ১৪০০ টাকা মন দরে।তিনি বলেন, ১০/১২ দিন আগে এই পটল ২ হাজার টাকা মন দরে বিক্রি করেছেন।

দেড় বিঘা জমিতে পটল চাষবাস করে মোট কত খরচ হয়েছে জানতে চাইলে তিনি বলেন,পটল আবাদের শুরু থেকে আজ পর্যন্ত মোট ৬০/৬৫ হাজার টাকা খরচ হয়েছে। আর এযাবৎ তিনি ২/৩ মাসের ব্যবধানে প্রায় ৭ লাখ টাকার পটল বিক্রি করছেন। তিনি আরো বলেন সরকার যদি সুদ মুক্ত রিন দিতেন তাহলে সৈয়দপুরের কৃষকরা সবজি চাষ করে সৈয়দপুর সহ নীলফামারী জেলার চাহিদা মিটিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চলে রফতানি করতে পারতো। ওই এলাকার কৃষক রাসেদুল ও রবিউল বলেন, তারা মাত্র ৩৬ শতক জমিতে পটলের চাষাবাদ করে এযাবৎ  ৪ লাখ টাকার ও বেশি বিক্রি করেছেন। অপর এক কৃষক জয়নুল প্রামানিক বলেন,  জহুরুল হককে দেখে তিনি ও তার ২৪ শতক জমিতে পটলের চাষাবাদ করে এযাবৎ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করছেন। কৃষি অধিদপ্তরের পরামর্শ মতে যদি কৃষকরা পটল সহ অন্যান্য সবজি চাষাবাদ করেন তাহলে অর্থনৈতিক ভাবে সব কৃষকই স্বাবলম্বী হবেন। 

এবিষয়ে জানতে চাইলে সৈয়দপুর উপজেলার কৃষি অধিদপ্তরের কর্মকর্তা ধীমান ভুষন রায় বলেন, যে জমিতে বালুর পরিমান বেশি ও উচু, সে জমিতে পটলের বাম্পার ফলন হবেই হবে। কৃষি অধিদপ্তরের পরামর্শে কৃষকরা আগাম  চাষাবাদ করলে সব কৃষকই তাদের জমিতে একদিকে  ভালো ফলন পাবেন অন্যদিকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবেন তাতে কোন সন্দেহ নেই বলে জানান তিনি। 

আরও খবর

পোরশায় কৃষদের মাঝে রবি শস্য বীজ বিতরণ

মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩

গাংনীর ফুলকপি চাষীদের মাথায় হাত

সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩




রৌমারী ইয়াবা সহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image
রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের রৌমারী উপজেলার মাদক সম্রাট আঃ রশিদ (৬৫),পিতা-মৃত আবুল হোসেন,সাং-খেওয়ার চর,থানা-রৌমারী, ২। ফরিদ (৬০), পিতা মৃত - আব্দুল মজিদ, গ্রাম- বকবান্দা,থানা-রৌমারী দ্বয়কে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আসামিদের বিরুদ্ধে রৌমারী থানার মামলা নং ০৮,তারিখ-২০/১১/২০২৩,ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সাথে সংযুক্ত সারনির ১০(ক) রুজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন রৌমারী থানাঃ পুলিশ।থানাঃ ও এলাকা সুত্রে জানা গেছে আটককৃত আসামিরা দীর্ঘ দিন যাবৎ থানার নাম ভাঙ্গিয়ে মাদক ব্যবসায়ীদের কাজ থেকে পুলিশের নামে টাকা উত্তোলনের পাশাপাশি মাদকের ব্যবসা করে আসছিল।

রৌমারী থানাঃ পুলিশ দীর্ঘ দিন ধরে এদের আটকের চেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে থানার নামে ভূয়া দালাল ওই থানাঃ পুলিশের হাতে মাদকসহ হাতেনাতে আটক হয়। উপজেলার সীমান্ত ঘেষা আলগারচর,  খেওয়ারচর, বকবান্দা, চুলিয়ারচর এলাকাবাসীর বরাত দিয়ে জানা গেছে আব্দুর রশিদ, ফরিদ এই ব্যাক্তি চোরাকারবারিদের কাজ থেকে থানা পুলিশের নামে টাকা তুলতেন। তারা ওই এলাকা জুড়েই থানার দালাল নামে পরিচিত।

এবিষয় রৌমারী থানাঃ ইনচার্জ রুপ কুমার সরকার বলেন মাদক ব্যবসায়ী আটককৃত এই দুইজন দীর্ঘ দিন যাবৎ পুলিশের নাম ভাঙ্গিয়ে চোরাকারবারিদের কাজ থেকে উৎকোচ নিয়ে পুলিশের বদনাম ছড়িয়ে আসছিল। দীর্ঘ দিনের চেষ্টায় তাদের গোপন সংবাদের ভিত্তিতে তাদের ৪৮৫ পিচ ইয়াবা টেবলেটসহ আটক করে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর



"বিএনপি নির্বাচনে এলে ভোটের সময় বাড়ানোর চিন্তা করবে ইসি"

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপি যদি নির্বাচনে আসতে চায়, তাহলে তাদের সুযোগ তৈরি করে দেবে কমিশন। এমনকি নির্বাচনের সময় বাড়ানোরও চিন্তা করবে ইসি।

সোমবার (২০ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

এ সময় ইসি রাশেদা বলেন, আচরণবিধি প্রতিপালনে নির্বাচন কমিশন কঠোর থাকবে। ইসির সর্বোচ্চ চেষ্টা থাকবে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নিশ্চিত করা।

এর আগে ১৫ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নপত্র বাতিল হলে এর বিরুদ্ধে আপিল ও আপিল নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণার জন্য ২২ দিন সময় রয়েছে। ভোট হবে ৭ জানুয়ারি।

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো এই তফসিল প্রত্যাখ্যান করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।


আরও খবর



কারাগারে বন্দীদের পরিবারের পাশে জাকির

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৬২জন দেখেছেন

Image

নিজস্ব সংবাদদাতা:জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী  জাকির  ভাই  নগদ অর্থ প্রদান করেছে  জাসাস। মাগুরা জেলা  সদস্য সচিব  ফেরদৌস রেজা জেলখানায়  বন্দী  থাকায়  উনার স্ত্রীর হাতে। টাকা টা পৌঁছে দেন জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য  চলচ্চিত্র নির্মাতা মো: তারিকুল ইসলাম ভুঁইয়া (সায়মন তারিক) এর স্ত্রী  চলচ্চিত্র পরিচালক জেসমিন  আক্তার  নদী।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



জাস্টিন ট্রুডো যে বার্তা দিলেন ইসরায়েলকে

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৫৩জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলকে নারী-শিশু হত্যা বন্ধ করতে বললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বুধবার (১৫ নভেম্বর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দেড় মাস আগে হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম ইসরায়েলের তীব্র সমালোচনায় সরব হলেন ট্রুডো। যদিও হামাসের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে এর আগে জানিয়েছিল কানাডা।

তবে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের মতো কানাডাও এখন গাজায় ইসরায়েলি হামলায় ক্রমবর্ধমান মৃতের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

জাস্টিন ট্রুডো বলেন, আমি ইসরায়েল সরকারকে সর্বোচ্চ সংযম দেখানোর জন্য অনুরোধ করছি। সারা বিশ্ব টিভিতে, সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখছে। আমরা ডাক্তার, পরিবারের সদস্য, বেঁচে যাওয়া মানুষসহ বাচ্চাদের যারা তাদের বাবা-মাকে হারিয়েছে তাদের কথা শুনছি।

পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারা বিশ্বই নারী, অল্পবয়সী ছেলে-মেয়ে ও শিশুদের হত্যার এই ঘটনা প্রত্যক্ষ করছে। এটা বন্ধ করতে হবে।

কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে হামাসকে। একইসঙ্গে আটক সব বন্দিকে মুক্তি দিতে হবে। সংঘাত শুরুর পর গাজা থেকে প্রায় ৩৫০ কানাডিয়ান নাগরিক, স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।


আরও খবর

ভারতের বিভিন্ন অংশে ভূমিকম্প

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩




রাজধানীর ওয়ারীতে ককটেল বিস্ফোরণে এক পরিবারের তিনজন আহত

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১২০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:এবার রাজধানীর ওয়ারী থানার সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন রোববার (২০ নভেম্বর) রাতে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- মাকসুদা আক্তার (৫৫), তার স্বামী আবুল বাশার (৬৫) ও তাদের ছেলে মাহবুব (২০)।

মাকসুদা বাসা বাড়িতে কাজ করেন, তার স্বামী আগে ফুটপাতে ফলের ব্যবসা করতেন, ছেলে বিভিন্ন মুদি দোকানে খবারের আইটেম সাপ্লাইয়ের কাজ করেন। তারা থাকেন গেন্ডারিয়ারা ধুপখোলা এলাকায়।

আবুল বাশার জানান, তারা সংবাদ পেয়েছেন তাদের ছেলেকে পুলিশ থানায় নিয়ে গেছে, এমন সংবাদ শুনে থানার সামনে যান। সেখানে পুলিশের সঙ্গে কথা হয় তাদের। ছেলেকে নিয়ে ফেরার সময়ে রাস্তার পাশে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ হয়। ধোয়া হয় চতুর্দিকে। কিছু সময় পর দেখতে পান তারা আহত হয়েছেন।

অজ্ঞাত দুষ্কৃতিকারীদের নিক্ষিপ্ত ককটেল বোমায় তারা আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, আহতরা ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


আরও খবর