Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমানউল্লাহ আমান

প্রকাশিত:শুক্রবার ২৬ মে ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৬০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বৃহস্পতিবার বিকালে রাজধানীর কেরাণীগঞ্জে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীর প্রস্তুতি সভায় বক্তৃতাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সেখান থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়েরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিকাল তিনটায় কেরাণীগঞ্জের হযরতপুর এলাকায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভা চলাকালে সাড়ে তিনটার দিকে হঠাৎ করে তিনি মাথা ঘুরে পড়ে যান। এসময় তাকে ধরাধরি করে গাড়িতে করে এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে ভর্তির পর পর্যবেক্ষণে রাখা হয়েছে।’


আরও খবর

ফের সিসিইউতে খালেদা জিয়া

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

প্রকাশিত:রবিবার ০৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪০জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বুকের সংক্রমণে ভুগছেন এবং পরে তাকে রাজধানী নয়াদিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী বুকে সংক্রমণের অভিযোগ জানানোর পরে শনিবার সন্ধ্যায় দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন।হাসপাতাল বলেছে, তিনি বেশ কিছুক্ষণ ধরে বুকে সংক্রমণের অভিযোগ করেন এবং পরে নিয়মিত চেক-আপের জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এনডিটিভি বলছে, ৭৬ বছর বয়সী কংগ্রেস এই নেতা এবং উত্তর প্রদেশের রায়বেরেলির সংসদ সদস্য সোনিয়া গান্ধী ভারতশাসিত কাশ্মিরের শ্রীনগর সফর থেকে ফিরে আসার কয়েকদিন পরই বুকে সংক্রমণের কথা জানালেন এবং হাসপাতালে ভর্তি হলেন।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, প্রবীণ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে হালকা জ্বর নিয়ে নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বেশ কয়েকটি সূত্র রোববার জানিয়েছে।

একজন সিনিয়র ডাক্তার পিটিআইকে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় মধ্য দিল্লির হাসপাতালে সোনিয়া গান্ধীকে ভর্তি করা হয়। তার ভাষায়, ‘হালকা জ্বর আছে, কিন্তু তিনি ভালোই আছেন। চিকিৎসকদের একটি দল তার অবস্থা পর্যবেক্ষণ করছেন।সোনিয়া গান্ধী শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দ্য হিন্দু।

এ নিয়ে চলতি বছর তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হলেন সোনিয়া গান্ধী। এর আগে চলতি বছরের মার্চে শ্বাসতন্ত্রের রোগ ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া।তার আগে গত জানুয়ারিতে দিল্লির একটি হাসপাতালে শ্বাসযন্ত্রের সংক্রমণ সংক্রান্ত সমস্যা নিয়ে চিকিৎসা নিয়েছিলেন তিনি।

এর আগে গত বছরের ১২ জুন দিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোনিয়াকে। সেসময় তিনি কোভিড সংক্রান্ত জটিলতার জেরে হাসপাতালে ভর্তি হন। এরপর ১৮ জুন তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়। প্রবীণ এই কংগ্রেস নেত্রী গত বছর দু’বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন।

উল্লেখ্য, সোনিয়া গান্ধী ভারতের বৃহৎ ও পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়। ১৯৯৭ সালে প্রথম কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হয়ে টানা ২০ বছর এ পদে ছিলেন তিনি। এরপর ২০১৭ সালে পদত্যাগ করেন। কিন্তু দুই বছর পর আবারও দলীয় প্রধান নির্বাচিত হয়েছিলেন তিনি।

যদিও বর্তমানে তিনি কংগ্রেস সভানেত্রীর পদে নেই। এছাড়া সোনিয়া দীর্ঘ সময় কংগ্রেসের সভানেত্রী থাকলেও তিনি কখনোই ভারতীয় সরকারের কোনও সরকারি দায়িত্ব পালন করেননি।


আরও খবর

ভূমধ্যসাগরে নিহত ও নিখোঁজ ২৫০০: জাতিসংঘ

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




সুন্দরগঞ্জ আওয়ামীলীগের সভাপতি মিমেস আফরুজাবারীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশিত:মঙ্গলবার ০৫ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০১জন দেখেছেন

Image

একেএম শামছুল হক,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃআগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন চাই প্রসঙ্গে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী সুন্দরগঞ্জ উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে গতকাল মঙ্গলবার সর্বানন্দের নিজবাড়িতে এক মতবিনিময় করেন।

মতবিনিময় সভায়  বক্তব্য রাখেন,বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মজনু হীরো,, সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯গাইবান্ধা--১সুন্দরগঞ্জ আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারীকে নৌকা প্রতিকে মনোনয়ন দেয়ার জন্য জোরদাবি জানান।

সভায় অন্যানের মধ্যে মতবিনিময়ে অংশ নেন সাংবাদিক,হাবিবুর রহমান হবি,শাহ্জাহান মিঞা,সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশার্রফ হোসেন বুলু,সহ-সভাপতি একেএম শামছুল হক,।সাংবাদিক শাহ্ রেদওয়ানুর রহমান,,ইমদাদুল,হক প্রমূখ। সভায় সমাপনি বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি  আফরুজা বারী।তিনি বলেন,সারা বাংলাদেশের ন্যায় সুন্দরগঞ্জে তুলনামুলক কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি।কারণ হলো এ এলাকায় সরকার দলীয়  এমপি নাই;একারণে সুন্দরগঞ্জের উন্নয়নে, আগামী দ্বাদশ নির্বাচনে নৌকা মার্কার এমপি নির্বাচিত করে এ এলাকার ব্যাপক উন্নয়ন ঘটাতে হবে।এজন্য সাংবাদিকের অগ্রনী ভূমিকা পালনের কথাও বলেন।

আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




তানোরে অটোভ্যানসহ তিন ছিনতাই কারী গ্রেফতার

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি :রাজশাহীর তানোরে ছিনতাই কৃত অটো চার্জার ভ্যানসহ তিন ছিনতাই কারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ বলে নিশ্চিত করেন ওসি। সোমবার ভোর রাতে এ অভিযান চালায় জেলা ও  থানা পুলিশ।আটককৃত  আসামিরা হলো সুজন উদ্দিন (২৩), সে পৌর এলাকার ভদ্রখন্ড গ্রামের নাজির হোসেন বাদশার পুত্র।  ফিরোজ ইসলাম (২০) একই গ্রামের মুনসুর রহমানের পুত্র  ও মাফিকুল ইসলাম (৩৬), নুর মোহাম্মাদের পুত্র।  ওসি আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় পৌর এলাকার  রায়তান আকসা মসজিদ মোড় হতে নবনবী যাবার জন্য ৪০০ টাকায় রবিউল ইসলামের অটোচার্জার ভ্যান ভাড়া করেন সুজন উদ্দিন ও ফিরোজ ইসলাম। পরে শালবান্ধা নামকস্থানে মাফিকুল ইসলাম অটোচার্জারে যাত্রী হিসেবে উঠতে চায়। এরই মধ্যে সুজন উদ্দিন ও ফিরোজ ইসলাম ভিকটিমের মাথায় লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে গুরুত্বর জখম করে। রক্তাক্ত অবস্থায় সে মাটিতে নুয়ে পড়লে চক্রের সদস্যরা অটোচার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার ভোর ৫ টা থেকে  রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপারের (ক্রাইম এন্ড অপ্স) নির্দেশে ও তানোর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিমের নেতৃত্বে পুলিশের একটি দল রাজশাহীর মহানগরের এয়ারপোর্ট থানাথীন বায়াবাজারের একটি গ্রেরেজের মধ্যে অভিযান চালিয়ে ওই অটোচার্জার ভ্যানটি উদ্ধার করে। একই সাথে সুজন উদ্দিনকে আটক করা হয়। সুজন উদ্দিনের দেয়া তথ্যের ভিত্তিতে সকাল ৮টার দিকে তানোর থানার কাশেমবাজার এলাকা থেকে ফিরোজ ইসলাম ও মাফিকুল ইসলামকে আটক করা হয়। আটককৃতদের তানোর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।


আরও খবর



সংবিধান রক্ষার দায়িত্ব সুপ্রিম কোর্টের সব বিচারকের: প্রধান বিচারপতি

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৮৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সদ্য শপথ নেওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বঙ্গবন্ধু আমাদের সংবিধান দিয়েছেন। সেই সংবিধান রক্ষার দায়িত্ব আমাদের সুপ্রিম কোর্টের সব বিচারকের।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের পথে থেকে যেন দেশের সাধারণ মানুষের জন্য আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারি সেই প্রতিজ্ঞাই আজ নিলাম।

দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এদিন দুপুরে ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সেখানে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি।

এর আগে সংক্ষিপ্ত সময়ের জন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে মতবিনিময় করেন নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এদিন বেলা ১১টা ৭ মিনিটে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি ওবায়দুল হাসান। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।

শপথগ্রহণ অনুষ্ঠানে সরকারের কয়েকজন মন্ত্রী, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। অবসরে যাওয়া সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকিও এসময় বঙ্গভবনে ছিলেন।

গত ১২ সেপ্টেম্বর বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।


আরও খবর

ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৯৩

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩




হোমনায় এমপি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত:শনিবার ১৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সেলিমা আহমাদ এমপি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।শনিবার বিকাল ৪ টায় উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে, নৃত্য পরিবেশনা ও ব্যান্ড বাজিয়ে এর উদ্বোধন করা হয়। কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে টুর্ণামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।উদ্বোধনী দিনে আলীপুর একাদশ বনাম ভাষানিয়া ইউনিয়ন একাদশের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় আলীপুর একাদশ টাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে।এর আগে ইউএনও ক্ষেমালিকা চাকমা বেলুন উড়িয়ে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াস, যু্বলীগের সাধারণ সম্পাদক মো. কায়সার আহমেদ বেপারি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, তাইজুল ইসলাম মোল্লা, সাদেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহিনুর ইসলাম সুমন, আছাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শামীম আহম্মেদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন রনি, ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল সরকার প্রমুখ। খেলা পরিচালনা করেন শফিকুল ইসলাম মুন্না ও ওমর ফারুক। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান  ও ধারাবর্ণনায় ছিলেন কবি দেলোয়ার।

আরও খবর

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩