Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

নির্বাচনের ব্যালট জেলায় জেলায় কখন যাবে, জানাল ইসি

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১২৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানো হবে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার পর। আর নির্বাচনের তিন থেকে চারদিন আগে জেলায় জেলায় ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) আগারগাঁওয়ে কমিশন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম এসব তথ্য জানান।

এর আগে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান জানিয়েছিলেন, দুর্গম ও দ্বীপাঞ্চল ছাড়া যেসব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে ভোটের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে। অন্যদিকে সংসদ নির্বাচনে ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানোর চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। কাগজের ব্যালটের নির্বাচনে যাতে কোনো রকম অপব্যবহার না হয়, সেজন্য ইসি এই কৌশল অবলম্বন করতে পারে বলে জানান তিনি।

এ বিষয়ে প্রশ্ন করা হলে ইসি সচিব বলেন, ভোটের মাঠে ব্যালট পেপার কখন যাবে এই বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

তফসিল ঘোষণার পর থেকে নিয়োগ বদলি ও রাজনৈতিক চাপ অনুভব করছেন কিনা, এ প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, আরপিওতে সুস্পষ্ট বলা আছে নির্বাচনকালীন সরকারের কোন কোন বিষয়গুলো পূর্ব অনুমোদন করতে হবে। সেখানে বলা আছে জেলা প্রশাসক, ডিএমপি কমিশনার ও তাদের অধস্তন কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে ইসির পূর্ব অনুমোদন গ্রহণ করতে হবে।


আরও খবর



মধুপুরে অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image

বাবুল রানা, মধুপুর (টাঙ্গাইল)  প্রতিনিধি:শনিবার দিবাগত রাতে অগ্নিকান্ডে ৭ ব্যবসা প্রতিষ্ঠানের সমস্ত মালামাল আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ক্ষয়ক্ষতিতে দিশেহারা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্র হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের টিম প্রধান জয়নাল আবেদীন।

পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শন করেন,মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু, সহকারী কমিশনার( ভূমি) জাকির হোসাইন, ওসি মোল্লা আজিজুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, মির্জাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাহার আলীসহ আরও অনেকে। এ ঘটনায় প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে জানান দোকান মালিকগন।

মির্জাবাড়ি বাজারের ব্যবসায়ীরা জানান,গত শনিবার দিবাগত রাতে সবাই দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাতে হঠাৎ করে বাজারের রেজাউলের হোটেলে আগুন দেখতে পায় বাজার প্রহরি। তার ডাক চিৎকারে বাজারের আশপাশের লোকের ছুটে আসে। পরে মধুপুর ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে  এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

এর মধ্যে আগুনে পুড়ে ভস্মীভূত হয় লেপতোষকের দোকান ,কম্পিউটারের দোকান, ফার্মেসী, হোটেল,ডেকোরেটর, কনফেশনারীসহ ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান। 

ক্ষয়ক্ষতির পরিমান ধারণা করা হচ্ছে প্রায় ৭০ লক্ষ  টাকা। যে সকল দোকান আগুনে পুড়ে গেছে সে গুলো হচ্ছে, রফিজ উদ্দিনের লেপ তোষকের দোকান, আশরাফ আলীর ডেকোরেটরের দোকান, রেজাউল করিমের হোটেল,আবু হানিফের কনফেকশনারি ও রড সিমেন্টের দোকান, মজনু মিয়ার ফার্মেসী, গোপালের কনফেকশনারি, রাখালের দই মিষ্টির দোকান, বাবলুর মুদির দোকান, সাইদুরের কম্পিউটারের দোকান।

মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক জানান,গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৭ টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ৭০ লক্ষ  টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি জানান। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



রূপগঞ্জে ভোরের চেতনা পত্রিকার ২৫তম বর্ষপূর্তি উদযাপন

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৩৪জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা  পত্রিকার ২৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল ১৫ নভেম্বর  উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে বর্ষপূর্তি  উদযাপন করা হয়। দৈনিক ভোরের চেতনা পত্রিকার নারায়ণগঞ্জ জেলা ক্রাইম রিপোর্টার এনামুল হকের আয়োজিত  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যায়যায়দিন ও মাইটিভির রূপগঞ্জ থানা প্রতিনিধি মোঃ মকবুল হোসেন।

সভায় বক্তব্য রাখেন,  রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল হক, রূপগঞ্জ থানা ওসি এএফএম সায়েদ, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান।এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের   সাংবাদিক শফিকুল আলম ভুইয়া (নয়াদিগন্ত), মীর শফিক (নয়াদিগন্ত), মনজুর এলাহী (আমার বার্তা), এসএম রোবেল মাহমুদ (মানব কন্ঠ), মোঃ আলম হোসাইন (দিনকাল), আবু কাউসার মিঠু (দেনিক তৃতীয় মাত্রা)।

নোয়াব ভুইয়া (আমার সময়), রনি আহমেদ (দৈনিক আজকের আলোকিত সকাল), মিজানুর রহমান (শুভ দিন), রিপন সরকার (আজকের বসুন্ধরা), সিরাজুল ইসলাম (বাংলাদেশের আলো), মাছুম মিয়া (যুগ যুগান্তর), রাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম রাসেল (এশিয়া বার্তা), গোলাম মোস্তফা (সাগর) ও মোঃ পারভেজ (দৈনিক বর্তমান)পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



নওগাঁয় চাঞ্চল্যকর কলেজ ছাত্রী রিংকু হত্যা মামলায় অবশেষে বাবা-ছেলে গ্রেফতার

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image

এম এম হারুন আল রশীদ হীরা নওগাঁ:নওগাঁয় চাঞ্চল্যকর কলেজ ছাত্রী রিংকু হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে অবশেষে  আলাউদ্দিন মন্ডল (৫০)  ও নাঈম হোসেন মন্ডল (২৪) নামে বাবা-ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের শনিবার (২ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।    

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাটিয়াকুরি গ্রামের আলাউদ্দিনের ছেলে নাঈম মন্ডল ও সহযোগি হিসেবে একই গ্রামের মৃত আবদুল আজিজ মন্ডলের ছেলে আলাউদ্দিন মন্ডল।

মামলা ও থানা সুত্রে জানা যায়, নিহত রিংকু হত্যা মামলায় গত বৃহস্পতিবার দিবাগত-রাতে রাজশাহীর পবা থানা ও জয়পুরহাটের আক্কেলপুরে পৃথক অভিযান চালিয়ে বাবা ও ছেলে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত রিংকু ও গ্রেফতারকৃত প্রেমিক নাঈমের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কে পরিবার বাধা হয়ে দাঁড়ালে গত সোমবার (২৭ নভেম্বর) সকালে তারা কোর্ট ম্যারেজ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে একটি অটো রিক্সায় করে রাজশাহী কোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় দু'জনের মধ্যে নওগাঁ কোর্টে অথবা রাজশাহী কোর্টে যাওয়া নিয়ে তর্ক বিতর্ক আর ধস্তাধস্তির এক পর্যায়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চকগৌড়ি  এলাকায় চলন্ত অটোরিক্সা থেকে রিংকু পড়ে যায়। সেখানে তিনি মাথা ও হাত পায়ে গুরুতর আহত হয়। তাকে বাঁচানোর জন্য প্রেমিক নাঈম দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম রিংকুর অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় নাঈম ভয় পেয়ে তার বাবা আলাউদ্দিনের সাথে আলোচনা করলে তার বাবা রাজশাহী ইসলামি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। সেখান থেকে দ্রুত অ্যাম্বুল্যান্স যোগে তাকে রাজশাহী ইসলামি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে নাঈম ও তার বাবা ভয় পেয়ে রিংকুর লাশটি রাতের আধারে তিলকপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের তুলশীগঙ্গা নদীর বেড়িবাঁধের পাশে ফেলে রেখে সেখান চুপিসারে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে তারা উভয়ই গা ঢাকা দেয়।  পরে মুঠোফোনের কললিস্ট ট্যাকিং করে অবস্থান সনাক্ত করে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদের দু'জনকে গ্রেফতার করা হয়। 

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুই জায়গায় অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। একটি কলেজ ব্যাগ ও একটি ভ্যান জব্দ করে হত্যা মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়।

প্রসঙ্গত: নওগাঁর সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের তুলশীগঙ্গা নদীর বেড়িবাঁধের পাশ থেকে গত মঙ্গলবার সকালে তাসফিয়া তাবাসসুম রিংকু (১৮)নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছিলো পুলিশ। নিহত রিংকু জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের রাইকালী গ্রামের মৃত আবদুর রাজ্জাকের মেয়ে ও রাইকালী কারিগরি ও বিএম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।এ ঘটনায় হত্যার শিকার রিংকুর মা শাহিনা বেগম বাদি হয়ে নাঈম ও আলাউদ্দিন নামে ২ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আরও খবর



আ.লীগের মনোনয়নপত্র শেষ দিনে বিক্রি চলছে

প্রকাশিত:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১০১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আজ  আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জামাদানের শেষ দিন মঙ্গলবার (২১ নভেম্বর)। সকাল থেকেই মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মীদের ঢল নেমেছে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির প্রধান কার্যালয়ে। উৎসব মুখর পরিবেশে চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান।

আজ শেষদিনে মনোনয়ন জমা দেওয়ার জন্য আসা নেতাকর্মীর সংখ্যাই বেশি।

দেখা যায়, রাজধানীর জিরো পয়েন্ট থেকে ফুলবাড়ী অভিমুখের সড়ক দিয়ে ছোট ছোট মিছিল নিয়ে কার্যালয়ের সামনে আসছেন নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন নিয়ে পছন্দের মনোনয়নপ্রত্যাশীর পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদেরকে। বরাবরের মতোই ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বপ্রাপ্তদের। মনোনয়নপত্র নিতে বা জমা দিতে সঙ্গে প্রার্থীসহ মোট তিনজনের বেশি ভেতরে প্রবেশ না করার জন্য মাইকেও বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে।

মনোনয়নপ্রত্যাশীরা বলেন, মনোনয়নের ক্ষেত্রে দলের সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত।

শনিবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন।


আরও খবর



সীমাহীন দুর্নীতির কারণে জনগনকে মোকাবেলা করতে ভয় পায় বিএনপি :মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০০জন দেখেছেন

Image

সাগর আহম্মেদ,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ¦ এ্যাড. আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি বার বার রাজনৈতিক সিদ্ধান্তে ব্যর্থতার পরিচয় দিয়েছে। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার বিকল্প কোনো পথ নেই। কিন্তু তারা কিভাবে ক্ষমতায় যেতে চায়? এটা আমার জানা নাই। কাজেই তাদের এটা ভুল সিদ্ধান্ত। বিগত দিনেও এটা বার বার প্রমানিত হয়েছে, ভবিষতে এটা প্রমানিত হবে। নির্বাচনে না আসা তাদের সিদ্ধান্ত ভুল।

নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোন উপায় নেই। আর আমরা সব সময় প্রতিযোগীতা বিশ^াস করি। কিন্তু তাদের কি এমন দুর্বলতা? হয়তো তাদের শাসন আমলে সীমাহীন ব্যর্থতা ও দুর্নীতি ইত্যাদি কারণে তারা জনগনকে মোকাবেলা করতে ভয় পায় বলে আমার ধারণা।

তিনি বৃহস্পতিবার দুপুরে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারন সিকদার মোশারফ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক রফিকুল ইসলাম তুষার, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এসময় দলের একাধিক স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে নৌকার এ প্রার্থী বলেন, স্বতন্ত্র প্রার্থীরা যারা আসছেন, তারাও দলের লোক। এটা কোনো সমস্যা নয়। একাধিক প্রার্থী তাদের কথা বলতে পারে ও চাইতে পারে। তবে জনগন কখনো সিদ্ধান্ত নিতে ভুল করে না। এদেশের ভোটাররা সারা জীবনই এটা প্রমাণ করেছেন। কাজেই আগামী সিদ্ধান্ত জনগন ভুল করবে না। এটা আমি শতভাগ আস্থা রাখি। শুধু গাজীপুর-১ আসনেই নয় সারা দেশেই এরকম প্রার্থী আছে।

মন্ত্রী বলেন, আমরা ভোটারদের কাছে যাবো, তাদের সাথে স¦াক্ষাৎ করবো। সরকারের উন্নয়ন তুলে ধরে জনগণের কাছে ভোট চাইবো। তাদের বলবো আমি একজন একটি দলের প্রার্থী। আমাদের দলের যে মেন্যুফেস্টু আছে, সেটা বাস্তবায়নের জন্য জনগনের রায় চাইবো। বাকীটা জনগনের ইচ্ছা। তবে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, গাজীপুর-১ আসনে নৌকার মনোনীত প্রার্থী ছাড়াও এ পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এছাড়া ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ৫ জানুয়ারী থেকে প্রচার- প্রচারণা শুরু হবে। ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনী মাঠে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।


আরও খবর