Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

নিহতের সংখ্যা গাজায় ১২ হাজার ছাড়াল

প্রকাশিত:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৩৪জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ফিলিস্তিনের গাজা উপত্যকায়  ইসরায়েলি বাহিনী ৪২ দিনের অভিযানে নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। এই নিহতদের মধ্যে শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা কমপক্ষে ৫ হাজার।

শুক্রবার উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

কাছাকাছি সময়ে পশ্চিম তীর অঞ্চলের ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ও পৃথক এক বিজ্ঞপ্তিতে একই তথ্য জানিয়ে বলেছে, ১২ হাজার নিহত ছাড়াও গাজায় এখনও নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৫৭০ জন মানুষ। এই নিখোঁজদের মধ্যে শিশুদের সংখ্যা প্রায় ১ হাজার ৮০০ জন।

গাজা ও পশ্চিম তীরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

৭ অক্টোবর গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কয়েক শ’ যোদ্ধা। সেখানে ঢুকে সামরিক-বেসামরিক লোকজনদের হত্যার পাশপাশি ২৪২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় তারা। পরে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী। ১৬ অক্টোবর থেকে অভিযানে যুক্ত হয় স্থল বাহিনীও।

৪২ দিনের এই অভিযানে এখন পর্যন্ত কোনো বিরতি দেয়নি ইসরায়েল। যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশ এবং জাতিসংঘ ইসরায়েলকে নিয়মিত মানবিক বিরতি অথবা যুদ্ধবিরতি ঘোষণার জন্য চাপ দিচ্ছে ইসরায়েলকে, কিন্তু ইসরায়েল জানিয়েছে হামাসকে নির্মূলের আগ পর্যন্ত এই অভিযান চলবে।

প্রসঙ্গত, অনেক আগে থেকেই ইসরায়েল ফিলিস্তিনের মানুষের ওপর অত্যাচার করে আসছে। তার জবাব দিতেই হামাস যুদ্ধে নামে।


আরও খবর

ভারতের বিভিন্ন অংশে ভূমিকম্প

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩

গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়াল

শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩




সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১১৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ২৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান বিএনপি ও সমমনাদের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারাদেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

এ ছাড়া সারা দেশে র্যাব ফোর্সেসের ৪৬০টি টহল দল মোতায়েন রয়েছে। এর মধ্যে রাজধানীতে র্যাবের ১৬০টি টহল দল মোতায়েন রয়েছে।

এর আগে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে ষষ্ঠ দফায় বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দেয় বিএনপি-সমমনারা।


আরও খবর



নবীনগরে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

প্রকাশিত:শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া  প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া জেলার পশ্চিমাঞ্চলের উপজেলা নবীনগর ও বান্ছারামপুর।এ দুটি উপজেলায় সক্রিয় ভয়ংকর এক অটোরিক্সা ছিনতাই চক্র।একের পর এক অটোরিক্সা চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলেও অপরাধীদের শনাক্ত ও চুরি কিংবা ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধারে তেমন কোনো সাফল্য দেখাতে পারছেনা পুলিশ। কিছুদিনের ব্যবধানে এই দুই উপজেলায় অটোরিক্সা ছিনতাইকারীদের হাতে প্রাণ হারায় বেশ কয়েকজন অটোরিক্সা চালক।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের (বেতারাবাড়ির)মো: এন্তাজ মিয়ার ছেলে আনুমানিক ১৬ বছরের আরাফাত হাসান গতকাল ৩০ নভেম্বর রাতে গণিশাহ্ মাজার এলাকা থেকে যাত্রী বেশে অটোরিকশায় ওঠে ৩ যাত্রী। ১১ টায় রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের জোড় ব্রিজ সংলগ্ন নির্জনএলাকায় পৌছুলে তাকে ছুরিকাঘাত করে অটোরিক্সাটি নিয়ে যায় ছিনতাইকারী চক্র।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববতী অলিউর রহমান জেলারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খোঁজ নিয়ে জানা যায়, বিগত ২০২১ সালের ৯ আগষ্ট বান্ছারামপুর উপজেলার আইয়ুবপুর মধ্যপাড়ার মানিক মিয়ার একমাত্র পুত্র মারুফ (১২)কে হত্যা করে অটোরিক্সাটি ছিনতাই করে একটি চক্র।

পরবর্তীতে নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের মানিকনগর এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধার ও হত্যাকান্ডে জড়িত তিন দূর্ধষ খুনিকে সনাক্ত করে পুলিশ।মারুফ হত্যাকান্ডে জড়িত এক আসামী আটক হলেও অপর দু'জন পলাতক।অপরদিকে, নবীনগর উপজেলার নুরজাহানপুর গ্রামের অটোরিকশা চালক আশিক খান (১৪) কে হত্যার পর ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারী উপজেলার দূর্গাপুর সড়কের পাশে একটি জমিতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে লাশের পরিচয় শনাক্ত করে জানা যায়, মরদেহটি নবীনগর উপজেলার নূরজাহানপুর গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে আশিক খাঁনের। পরে পুলিশি তদন্তের পর নরসিংদী থেকে মেহেদী হাসান ওরফে ইমনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয় আশিককে হত্যার পর ছিনতাই করে নেওয়া ব্যাটারি চালিত অটো রিকশাটি। গ্রেফতারকৃত ইমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়,

অটোরিকশা ছিনতাই করে নিতেই আশিককে সে হত্যা করে।গ্রেফতার হওয়া মেহেদী হাসান (ওরফে ইমন) ২৬ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ধরাভাঙা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। অপরদিকে ২০২০ সালে বাঞ্ছারামপুরের উপজেলার পূর্বহাটি গ্রামের অটোরিকশা চালক সুমন মিয়াকে হত্যা করে ছিনতাইকারীরা।

পার্শ্ববর্তী কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার থানার উত্তর পেন্নাই গ্রামের বিলের মাঝের খাল থেকে মুখে গামছা বাঁধা অবস্থায় সুমন মিয়ার লাশ পাওয়া যায।নবীনগর ও বান্ছারামপুর থানায় একের পর এক দূ্র্ধষ হত্যাকান্ডের ঘটনা ঘটলেও সংঘবদ্ধ এই ছিনতাইকারী চক্রের মূলোৎপাটন করতে পারছেনা পুলিশ। আসামী সনাক্ত ও হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনের পর মূল আসামীদের অনেকেই থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



মধুপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০২জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃটাঙ্গাইলের মধুপুরের বস্তুনিষ্ঠ সাংবাদিক সংগঠন মধুপুর উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪নভেম্বর)বিকেলে  প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল রানা এর সঞ্চালনায় প্রেসক্লাব হল রুমে অনুষ্ঠিত হয়। 

উক্ত মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন,  উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ হামিদ, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল রানা, দপ্তর সম্পাদক আবুল হোসেন আকাশ, কার্ষকরী সদস্য অধ্যাপক আবু সাইদ, তছির উদ্দিন তানভীর, মোহাম্মদ শাহজাহান আলী, মাহবুবুর রহমান, মোঃ ইব্রাহিম আলী, জুয়েল রানা,  মিজানুর রহমান সহ আরও অনেকে। 

মাসিক সভায় সকলের সম্মতিক্রমে প্রতি বছরের ন্যায় এবারের বার্ষিক বনভোজন ও আলোচনা সভার তারিখ ও স্থান  নির্ধারনের বিষয়ে আলোচনা করা হয়। আগামী মাসিক সভায় পিকনিকের তারিখ ও স্থান জানিয়ে দেওয়া হবে।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



বাংলাদেশ বিদেশিদের সহযোগিতা ছাড়াই নির্বাচনে সক্ষম: রাশিয়া

প্রকাশিত:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১১৩জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ছাড়াই বাংলাদেশ জাতীয় নির্বাচন আয়োজনে সক্ষম বলে মন্তব্য করেছে রাশিয়া।

শনিবার (২৫ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভারের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটা দাবি করেছে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস।

এর আগে, গত বুধবার (২২ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসে। তখন এর অংশ বিশেষ ঢাকাস্থ রাশিয়ার দূতাবাসের ফেসবুকে ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়।

পরে শনিবার (২৫ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভারের পুরো বক্তব্য ইংরেজিতে অংশ প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে মারিয়া জাখারোভা অভিযোগ করে বলেন, ‘খবর পাওয়া যায় (রিপোর্টেডলি)’ যে মার্কিন রাষ্ট্রদূত ও বিরোধী দলেন নেতা ওই বৈঠকে সরকারবিরোধী বড় প্রতিবাদ সমাবেশ করার বিষয়ে পরিকল্পনা করেছেন। রাষ্ট্রদূত ওই নেতাকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও অন্যান্য কয়েকটি দেশের পক্ষ থেকেও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা ‘স্বচ্ছতা’ ও ‘অন্তর্ভুক্তিমূলক’ নির্বাচন নিশ্চিত করার অজুহাতে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া প্রভাবিত করার চেষ্ঠা করছে এবং এ বিষয়টি আমরা অনেকবার বলেছি। আজ আমি আবার বিষয়টি নিয়ে কথা বলছি।

রুশ মুখপাত্র বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূতের আচরণ নগ্নভাবে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন এবং এটিকে ওয়াশিংটন ও তার মিত্রদের পক্ষ থেকে একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করা যায়।

তিনি আরও বলেন, ‘রাশিয়ার মনে কোনো সন্দেহ নেই যে, জানুয়ারি ৭, ২০২৪ এ বাংলাদেশ কর্তৃপক্ষ আইন অনুযায়ী, স্বাধীনভাবে এবং বিদেশিদের সহায়তা ছাড়া নির্বাচন অনুষ্ঠান করতে পারবে।

এর আগে, গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছিলেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত ও অন্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখছে। এটা খুবই কঠিন বিষয়।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ রাশিয়ার সঙ্গে যে পারমাণবিক চুক্তি করেছে, ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি করছে এসব নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো সমস্যা নেই।


আরও খবর



মাগুরায় গ্রাম পুলিশের মাঝে পোশাক সরঞ্জামাদি বিতরণ

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | ৯৮জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:১২ নভেম্বর, ২০২৩ তারিখে ২০২২-২৩ অর্থবছরের জন্য গ্রাম পুলিশদের দফাদার ও মহল্লাদার মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়। এ উপলক্ষে রবিবার বিকেলে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মোহাম্মদ আবু নাসের বেগ। অনুষ্ঠানে জেলার ৪  উপজেলার ৩৬ টি ইউনিয়নের ৩৪৬ জন দফাদার ও মহল্লাদারদের মাঝে পোশাক ও নানাবিধ সরঞ্জামাদি বিতরণ করেন জেলা প্রশাসক।

উল্লেখ্য যে, ৩৪৬ জনের মধ্যে দুজন মহিলা মহল্লাদার এবং ১৭ জন সদ্য নিয়োগ প্রাপ্ত মহল্লাদার রয়েছেন। এ সময় জেলা প্রশাসক গ্রামের আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের বিষয় উল্লেখ করে তাদেরকে দেশের সেবায় নিয়োজিত থাকার জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় ডিডি স্থানীয় সরকার মোঃ শাহাদাত হোসেন মাসুদ, সহকারি কমিশনার আসলাম ছরোয়ারসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর