Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

কাবিনের ছবি ভাইরাল শামীম-অহনার

প্রকাশিত:সোমবার ২৩ জানুয়ারী 20২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১০৭১জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক: টিভি নাটকের জনপ্রিয় দুই তারকা শামীম হাসান সরকার ও অহনা রহমান। সম্প্রতি নেটদুনিয়ায় কথা রটেছে, এই দুই তারকা বিয়ে করেছেন। আর কথা ওঠার পেছনে কারণ; গতকাল রাতে শামীম ও অহনা তাদের ফেসবুকে প্রকাশ করেন কাবিন নামার ছবি। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, ২০১৩ সালে মার্চর ২৫ তারিখ বিয়ে করেছেন তারা।

ছবিটি প্রকাশে ঘন্টা কয়েকের মধ্যেই নেটিজেনদের মন্তব্যে ওঠে আসে নানা প্রশ্ন। অনেকে শামীম-অহনাকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ কেউ জানতে চেয়েছেন, ঘটনা আসলেই কি সত্য?

এর উত্তর জানতে অভিনেতা শামীম হাসান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘এটা একটি নাটকের ছবি। নাম “কোটি টাকার কাবিন”। আর এটি নির্মাণ করছেন রিফাত আদনান পাপন। আজ শুটিংয়ের দ্বিতীয় দিন। উত্তরায় এর কাজ চলছে।

হঠাৎ এমন ‘বিবাহের হলফনামা’র ছবি প্রকাশের পেছনে অন্য কোনো রহস্য আছে নাকি? উত্তরে শামীম বলেন, ‘কোন রহস্য নেই। মনে হল, একটু মজা করি তাই ছবিটি দেওয়া। আর ছবিটি দেখলেই কিন্তু বোঝা যায়, এটি আসল কাবিন নামার ছবি না নকল। যারা বোঝার তারা কিন্তু ঠিকই মন্তব্য করেছে মজা করে। জানতে চেয়েছেন নাটকের নাম।

এই অভিনেতা জানান, ‘কোটি টাকার কাবিন’ নাটকে শামীমের বিপরীতে অভিনয় করছেন অহনা। আর খুব শিগগিরই এটি প্রচারে আসবে।


আরও খবর



সারাদেশে অবরোধে বাস-মিনিবাস চলবে: মালিক সমিতি

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১০৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। তিনি বলেন, জনবিরোধী হরতাল-অবরোধে মালিক-শ্রমিকরা কখনও সাড়া দেবে না।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

এ বিজ্ঞপ্তিতে খন্দকার এনায়েত উল্যাহ বলেন, বুধবার (১৫ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টা অবরোধে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। মালিক সমিতি সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানির মালিকদের অনুরোধ জানিয়েছে।

অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচলে যাতে বাধগ্রস্ত না হয় এজন্য ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করিতে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, বুধবার (১৫ নভেম্বর) থেকে বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলোর টানা ৪৮ ঘণ্টা অবরোধ শুরু হচ্ছে। এর আগেও অবরোধ ও হরতালে গাড়ি চলাচলের ঘোষণা দেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক। তখন রাজধানীতে কিছু বাস চললেও দুরপাল্লার বাস চলতে দেখা যায়নি।


আরও খবর



মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত:মঙ্গলবার ৩১ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর মঞ্জুরুল ইমামের আদালত তার জামিন বাতিল করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।


আরও খবর



গাংনীতে অবরোধ বিরোধী বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত:বুধবার ০১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১১৯জন দেখেছেন

Image

মেহেরপুর প্রতিনিধি:বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে মেহেরপুরের গাংনী উপজেলা শহরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে অবরোধ বিরোধী বিক্ষোভ করা হয়।

আজ বুধবার দুপুর পৌনে বারটার দিকে গাংনী বাস স্ট্যান্ডে সমাবেশের পর বিক্ষোভ মিছিল শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। আরও বক্তব্য রাখেন গাংনী উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ইয়াছিন রেজাসহ নেতৃবৃন্দ। তবে অবরোধের পক্ষে বিএনপির কোন কর্মসুচী নেই।


আরও খবর



মাগুরায় বিএনপি জামাতের সন্ত্রাসের প্রতিবাদে মাহিলা আ'লীগের মানববন্ধন

প্রকাশিত:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরায় বিএনপি জামাতের নৈরাজ্য, অগ্নি সন্ত্রাস, পুলিশ হত্যার প্রতিবাদে  মানববন্ধন করেছে মাগুরা জেলা মহিলা আওয়ামীলীগ। 

বুধবার দুপুরে মাগুরা শহরে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেণ মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুল লায়লা জলি।  মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ফ.ম আব্দুল ফাত্তাহ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড, শাহীনা আক্তার ডেইলী, পৌর কাউন্সিলর শাবানা খাতুন সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন,দেশব্যাপী জামাত বিএনপি'র সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান।

আরও খবর



রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৫, মামলা ২০

প্রকাশিত:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ১৩৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল ছয়টা থেকে শনিবার (৪ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে ৭০২ পিস ইয়াবা, ১০ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১০২ গ্রাম হেরোইন ও ১০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা হয়েছে।


আরও খবর