Logo
আজঃ বুধবার ০৭ জুন ২০২৩
শিরোনাম
১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আল ইত্তিহাদে আনুষ্ঠানিক চুক্তি করলেন বেনজেমা সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৩ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতিসংঘ মধ্যস্থতা করবে এমন সংকট বাংলাদেশে হয়নি: ওবায়দুল কাদের তীব্র তাপপ্রবাহে এবার ইবতেদায়ি স্তরের ক্লাস বন্ধ ঘোষণা বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ রূপগঞ্জের ইছাপুরা ব্রীজ-দুর্গামন্দির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন দক্ষিণ কেরানীগঞ্জে ইউপি সদস্য সহ চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় সাবেক মেম্বার সেলিম গ্রেফতার বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি জানাল বিসিবি

ইমরান ও তার স্ত্রীসহ ৮০ পিটিআই নেতার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত:শুক্রবার ২৬ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিসহ দলের ৮০ জনের বেশি নেতার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহকারী আতাউল্লাহর বরাত দিয়ে একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছেন।

আতাউল্লাহ বলেন, ‘পিটিআই নেতাদের মধ্যে তালিকায় রয়েছেন আসাদ উমর, মালেকা বোখারি, কাসিম সুরি, আসাদ কায়সার, মুরাদ সাঈদ, হাম্মাদ আজহার, ইয়াসমিন রশিদ ও আসলাম ইকবাল।’ তিনি বলেন, ‘ইমরান খান ও বুশরা বিবিসহ এসব নেতাকে নো ফ্লাই তালিকায় এক্সিট কন্ট্রোল লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।

শাহবাজ শরিফের এ বিশেষ সহকারী আরও বলেন, ‘পিটিআই নেতাদের এই তালিকা দেশ থেকে বাইরে যাওয়ার সব পয়েন্ট ও বিমানবন্দরে পাঠানো হয়েছে।পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে বলা হয়েছে, তালিকায় নাম থাকা ব্যক্তিদের পাকিস্তান ত্যাগের অনুমতি দেয়া হবে না।এর আগে, বুধবার প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে সরকার।


আরও খবর



রুপগঞ্জে রহিমা ষ্টীল মিলে চুল্লি বিস্ফোরণের ঘটনায় ৭ জন ই মারা গিয়েছেন।

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:রবিবার ০৪ জুন ২০২৩ | ৭১জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধঃনারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার  রহিমা স্টিল মিলের চুল্লিতে বিস্ফোরণে দগ্ধ সাতজনই মারা গেছেন।সর্বশেষ আজ (১০ মে) সকাল ৯টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান দগ্ধ মো. ইব্রাহিমও। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ইব্রাহিমের শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টার দিকে মারা যান তিনি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ইব্রাহিমের আত্মীয় মো. আল মামুন জানান,তার বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার গজালিয়া গ্রামে। ইব্রাহিমের বাবার নাম মোকলেসুর রহমান হাওলাদার। স্ত্রী ও দুই মেয়ে নিয়ে তিনি রুপগঞ্জের গাউছিয়া চুঙ্গিপাড়ায় থাকতেন।’উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে রুপগঞ্জের গাউছিয়া সাউঘাট এলাকার ‘আরআইসিএল স্টিল মিলে’ লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়।

বিস্ফোরণে গলিত তরল লোহা শ্রমিকদের ওপর ছিটকে পড়লে গুরুতর দগ্ধ হন ৭ জন।হাসপাতালে নেয়ার পথেই মারা যান শংকর নামে একজন। আর বৃহস্পতিবার রাত ১২টার দিকে মারা যান ইলিয়াস।শুক্রবার (৫ মে) সকাল সোয়া ১০টার দিকে নিয়ন, দুপুর সাড়ে ১২টার দিকে আলমগীর, মধ্যরাতে মারা যান রাব্বি।আর শনিবার (৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মারা যান জুয়েল।

ঘটনার দিন কারখানাটির সুপারভাইজার হারুন অর রশিদ জানিয়েছিলেন, তারা কারখানায় ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫-১৬ জন শ্রমিক ছিলেন।হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তারা দগ্ধ হন।উদ্ধার করে সঙ্গে সঙ্গে দগ্ধদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোলে বিএসএফ ৫২টি স্বর্ণের বার উদ্ধার করেছে

প্রকাশিত:বুধবার ১০ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৭২জন দেখেছেন

Image
ইয়ানূর রহমান : বেনাপোলের বিপরীতে ভারতের পেট্রাপোল বিএসএফ ৫২ টি স্বর্ণের বার উদ্ধার করেছে। জানা গেছে, বাংলাদেশ কাষ্টমস ও বিজিবির চোখ ফাঁকি দিলেও ফাঁকি দিতে পারেনি বিএসএফ এর চোখ। গতকাল ০৯ মে যশোর-কলকাতা রোডের ভারতের পেট্রাপোল সীমান্তে বাংলাদেশী পরিবহন বাস থেকে ৫২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিএসএফ।

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা পেট্রাপোল বেনাপোল সীমান্তে। কলকাতা ঢাকা রুটের বাস থেকে প্রায় চার কোটিরও বেশি টাকা মূল্যের এই স্বর্ণ জব্দ করা হয়। এই ঘটনায় বাসের চালক মোহাম্মদ মোস্তফা এবং বাসের সহকারী মতিউর রহমানকে গ্রেফতার করেছে বিএসএফ। তাদের বাড়ি বাংলাদেশে। আটক হওয়া সোনার মূল্য প্রায় ৪ কোটি ২৪ লাখ টাকা। আন্তর্জাতিক রুটের বাসে এত বিপুল পরিমাণ সোনা উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

গতকাল মঙ্গলবার সরকারি কর্মসূচিতে পেট্রাপোল সীমান্তে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই কারণে গত সোমবার সকাল থেকে পেট্রাপোল সীমান্তে কড়া নজরদারি চালায় সীমান্তরক্ষী বাহিনী। আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতাগামী রয়েল মৈত্রী ইন্টারন্যাশনালের ওই যাত্রী বোঝাই বাস পেট্রাপোল সীমান্তে প্রবেশ করলে সেখানে তল্লাশি অভিযান চালায় বিএসএফ। এই তল্লাশি অভিযান চালানোর সময় বাসের চালকের পাশে থাকা পেট্রোল ট্যাংকারের পাশের পাইপ লাইনের ভেতরে লুকিয়ে রাখা ৫২ টি স্বর্ণের বার উদ্ধার করেন বিএসএফ জওয়ানরা।

বিজিবির বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার মাহবুবুর রহমান জানান, শুনেছি সীমান্তের ওপারে একটি বাস তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করেছে বিএসএফ। এর বেশি কিছু জানতে পারিনি। এদিকে স্বর্ণ আটকের পর পরই বেনাপোল চেকপোস্টের রয়েল মৈত্রী পরিবহন কাউন্টারের অনেকে গা ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

আরও খবর



বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সৃজিত

প্রকাশিত:সোমবার ২৯ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ৭৬জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:কয়েকদিন ধরেই দুই বাংলায় গুঞ্জন ছড়িয়েছে টালিউডের পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সংসার ভেঙে যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো ফাইনাল সিদ্ধান্ত নেননি এই দুই তারকা।

শোনা যাচ্ছে, অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সৃজিত। আর সেই কারণেই নাকি ডিভোর্স চাচ্ছেন মিথিলা। শুধু তা-ই নয়, কয়েক মাসের মধ্যে নাকি মেয়ে আয়রাকে নিয়ে বাংলাদেশে ফিরবেন মিথিলা। 

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর খবরে বলা হয়েছে, সম্প্রতি দুই বাংলা জুড়েই গুঞ্জন ছড়িয়েছে বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা দম্পতি। বিষয়টি নিয়ে জোর চর্চা চললেও মুখে কুলুপ এঁটেছিলেন সৃজিত। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি।

সৃজিত বলেন, ‘আমাদের নিয়ে যা যা রটছে, তার কোনো ভিত্তি নেই। মধ্যপ্রদেশে শ্যুটিংয়ে ব্যস্ত আমি। তাই এসব নিয়ে মাথাও ঘামাতে পারছি না।

অন্যদিকে এক সংবাদমাধ্যম মিথিলাকে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে প্রশ্ন করাতে তিনিও তার স্বামীর সুরেই সুর মিলিয়েছেন।  এই অভিনেত্রী জানিয়েছেন, সৃজিত কাজের সূত্রে বাইরে থাকেন, তিনিও নতুন ছবি নিয়ে ব্যস্ত। তাই তাদের একসঙ্গে দেখা যায় না খুব বেশি। আর সেই ফাঁকে তাদের নিয়ে এসব রটে। তিনিও এই গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ তকমা দিয়েছেন।

এর আগে গত বছরের নভেম্বরে গুঞ্জন চাউর হয়েছিল বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা। এ দুই তারকার সোশ্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে এর সূচনা হয়েছিল। পরবর্তী সময়ে মিথিলা দাবি করেন, ‘এটি মিথ্যা, অনৈতিক।’

উল্লেখ্য, ২০১৭ সালের অক্টোবরে জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে সুদীর্ঘ ১১ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন মিথিলা। তাদের একমাত্র কন্যা আয়রা। 

এরপর ২০১৯ সালে ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে সংসার জীবন শুরু করেন মিথিলা। মেয়ে আইরাকে নিয়ে ভারত ও বাংলাদেশ, দুই দেশেই থাকেন মিথিলা। মেয়ে আইরাকে নিয়ে প্রায়ই আবেগঘন পোস্ট করতে দেখা যায় সৃজিতকে। কয়েক মাস আগে মেয়েকে সঙ্গে নিয়ে একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন তারা।


আরও খবর



আলোর বিদ্যানিকেতন যুব ফাউন্ডেশন এর বাস্তবায়নে পরিবেশ দিবস পালিত

প্রকাশিত:সোমবার ০৫ জুন ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৫৪জন দেখেছেন

Image

আমতলী (বরগুনা) প্রতিনিধি: ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির উদ্যোগে প্রতিবছর ৫ জুন সারা বিশ্বে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজ ০৫ জুন সোমবার বরগুনার আমতলীতে আলোর বিদ্যানিকেতন যুব ফাউন্ডেশনের বাস্তবায়নে ও উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জোসেফ মাহতাবের উদ্যোগ এবং আর্থিক সহযোগিতায় আমতলী উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হয় জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা। গণমাধ্যমকর্মী মাহতাবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল হাসান, প্রধান অতিথি হিসেবে ছিলেন আমতলী প্রেসক্লাবের সভাপতি একে এম খায়রুল বাসার বুলবুল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমতলী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নবীন, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি নাসরিন শিপু ও আমতলী উদিচির সাধারণ সম্পাদক আল জিহাদ। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ওছাত্র ছাত্রী।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলোর বিদ্যানিকেতন যুব ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মুক্তা রানী, সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব, কোষাধ্যক্ষ মোঃ ইমরান, সাধারণ সদস্য মোঃ ইমন। বক্তারা তাদের বক্তব্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বেশি করে গাছ লাগানোর আহবান জানান। বক্তারা আরও বলেন এই প্রচন্ড তাপদাহে গাছের কোন বিকল্প নেই। বৃক্ষরোপণের মাধ্যমেই বৈশ্বিক উষ্ণতা মোকাবেলা করা সম্ভব। তাই গাছ লাগান পরিবেশ বাঁচান। আলোচনা শেষে আলোর বিদ্যানিকেতন যুব ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবীদের উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষার্থীদের মাঝে কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।


আরও খবর



গাজীপুর সিটি নির্বাচন: মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ

প্রকাশিত:মঙ্গলবার ২৩ মে 20২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের জন্য আজ মঙ্গলবার মধ্যরাত থেকে সিটিতে মোটরসাইকেল চলাচল বন্ধ হচ্ছে। এ ছাড়া আগামীকাল বুধবার রাত থেকে বন্ধ হচ্ছে ভারী যানবাহনও।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ ওয়ার্ডের ৪৮০ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ কারণে বুধবার রাত ১২টা থেকে ২৫ মে রাত ১২টা পর্যন্ত যে কোনো ধরনের ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এ ছাড়া আগামী ২৩ মে রাত ১২টা থেকে ২৬ মে সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

কিন্তু প্রতিবন্ধী ভোটারদের সহযোগিতায় নিয়োজিত গাড়ির ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এ ছাড়া নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত পরিচয়পত্রধারী দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগে ব্যবহৃত যানবাহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাচনী এলাকায় মঙ্গলবার ভোর ৬টা থেকে আগামী ২৭ মে মধ্যরাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন (লাইসেন্সধারী), বিস্ফোরক ও ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, অস্ত্র-শস্ত্র, দা, কাঁচি, তরবারি, লাঠি, বল্লম ইত্যাদি বহন ও আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ।


আরও খবর