জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:খাগড়াছড়িতে চাঞ্চল্যকর শিশুধর্ষণ মামলার মূল আসামী মো. রইস মিয়া (৫৩) কে খাগড়াছড়ি পৌরসভার শালবন রসুলপুরস্থ ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৭ নভেম্বর)খাগড়াছড়ি জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষণাবেক্ষণে মান্যবর পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) মহোদয়ের সুদক্ষ দিক নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার সদর থানার পুলিশের চৌকস অফিসার ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় মূল আসামী মো. রইস মিয়া (৫৩)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন-মো. রইস মিয়া (৫৩) মৃত শাহেদ আলী ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে চাঞ্চল্যকর ৩ বছর বয়সী শিশু ধর্ষন মামলাটি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ধারা এ ৯(১) একটি মামলা রুজু হয়।পরে খাগড়াছড়ি সদর থানার পুলিশের চৌকস অফিসার ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় মূল আসামী মো. রইস মিয়া (৫৩)কে খাগড়াছড়ি পৌরসভার শালবন রসুলপুরস্থ ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেন এবং আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে বলে স্বীকার করেন। ঘটনার দিন গত ২৭/১১/২০২৩ইং তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকা হইতে ১১.০০ ঘটিকার সময়ের মধ্যে ভিকটিম শিশু (০৩) কে শালবন রসুলপুরস্থ জনৈক মোঃ সুজন মিয়ার মালিকানাধীন টিনের ঘরের ভিতর আসামীর ভাড়া বাসার শয়ন কক্ষে ভিকটিমের সাথে আসামী উক্ত শিশু ধর্ষণের ঘটনাটি ঘটায় মর্মে প্রতীয়মান হয়।
খাগড়াছড়ি সদর থানায় আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে, সু—চিকিৎসার জন্য বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন।