Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু

প্রকাশিত:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৫২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ১৩ জন মারা গেছেন। চলতি বছর এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৯৩ জন মারা গেলেন।

শনিবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৩৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ লাখ ৭৭ হাজার ৮০১ জনে পৌঁছেছে।

দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে মোট ৬ হাজার ৬৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়। এটি একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ছিল। এর আগেও গত ২ সেপ্টেম্বর ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।


আরও খবর



সুন্দরগঞ্জে যুবলীগ নেতাকে হত্যা,প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১০৫জন দেখেছেন

Image

সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ   গাইবান্ধার সুন্দরগঞ্জে আবারও রাজনৈতিক উত্তাল তরঙ্গ,যুবলীগ নেতার রক্তে রাজপথ রঞ্জিত হলো।বেগবান হলো আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মিগন বিরোধী দলের ৩য় দফা অবরোধ কর্মসুচী চলাকালে  গতকাল রবিবার দিবাগত রাত ১০টার দিকে দূবৃত্ত্বরা সোনারায় ইউনিয়নের যুব লীগ সভাপতি জাহেদুল ইসলামকে বাড়িহতে ডেকে নিয়ে বামনডাঙ্গা--সুন্দরগঞ্জ রাস্তার সাকামারা ব্রীজ সংলগ্ন স্হানে দূর্বৃত্তরা ধারাঁলো অস্ত্রোদিয়ে হাত-পায়ের রগকেটে হত্যার চেস্টা করে।পথচারিদের আনাগোনায় দূর্বৃত্তরা পালিয়ে গেলে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভত্তিকরে চিকিৎসা চলাকালে সে মৃত্যু বরণ করে।

এঘটনায় সোমবার সকালেই উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা জাহেদুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মিছিল-মিটিং অব্যাহত রেখেছে।এবং অবিলম্বে খুঁনিদের গ্রেফারের প্রতিবাদ জানান,এসময় উপজেলা আওয়ামি লীগের সভাপতি  মিসেস আফরুজা বারী ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম লেবু উপস্হিত ছিলেন।

সুন্দরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছেন,এবং দূর্বৃত্তদের সনাক্তকরে গ্রেফতারের চেস্টা অব্যাহত রেখেছেন বলে জানান।। 

আরও খবর



তিন পার্বত্য জেলা পরিষদের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ কমিটির প্রথম সভা অনুষ্টিত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ নভেম্বর 20২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮২জন দেখেছেন

Image
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:তিন পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের বিষয়ে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভা অনুষ্টিত হয়েছে। 

বুধবার (২২নভেম্বর) সকাল ১১টার দিকে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে  মন্ত্রণালয়ের সম্মেল কক্ষে তিন পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের  বিষয়ে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত কমিটির প্রথম সভায় পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো.মশিউর রহমান, এনডিসি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি।

এসময় ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদ-মর্যাদা  কুজেন্দ্র লাল ত্রিপুুরা,এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আঞ্চলিক পরিষদের প্রতিনিধি গৌতম দেওয়ান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা
সহ সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর



যশোরে বুধবার রাত থেকে মুষলধারের বৃষ্টি, বিপাকে রবি শষ্য চাষিরা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৩৩জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান শার্শা,যশোর প্রতিনিধি:ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সৃষ্ট নিম্নচাপে যশোরে বুধবার রাত থেকে সারাদেশে অবিরাম মুষলধারের বৃষ্টি হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন রবি শষ্য চাষি সহ শ্রমজীবী মানুষ।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় মিগজাউম মঙ্গলবার দুপুরে ভারতের অন্ধপ্রদেশে আঘাত হেনে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়ে চেন্নাইয়ে ৮জনসহ অন্ধপ্রদেশে বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে। এর প্রভাবে ভারতসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে। বুধবার রাত থেকে যশোরসহ আশেপাশের জেলায় অবিরাম মুষলধারে বৃষ্টি হচ্ছ। এ সময়ে উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত
হচ্ছে।

এদিকে, যশোরে টানা বৃষ্টিপাতে বিপাকে পড়েছে রবি শষ্য চাষিসহ খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা। শ্রমজীবীদের বৃষ্টিতে ভিজেই কাজ করতে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে বিকশা চালকেরা। একই সাথে রবি শষ্য চাষিদের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টির কারণে শহর, হাট-বাজারে মানুষের উপস্থিতি ছিল রয়েছে। প্রয়োজনীয় কাজ ছাড়া মানুষ ঘরের বাইরে বের হয়নি।

আবহাওয়া অফিস বলেছে, বৃহস্পতিবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ১০ ঘণ্টায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নিচু রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।


আরও খবর



পূন্য স্নানের মধ্য দিয়ে শেষ হল দুবলার চরের রাস উৎসব

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

বাগেরহাট প্রতিনিধি:বঙ্গোপসাগরের নোনা জলে পূন্য স্নানের মধ্য দিয়ে সুন্দরবনের দুবলার চরের রাস পূজা শেষ হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সকালে পূন্য স্নান করেন পূন্যার্থীরা। কয়েক ঘন্টার স্নান ও পূজা আর্চনার পরেই এবারের মিলন মেলা শেষ হয়। এর আগে শনিবার (২৫ নভেম্বর) দুবলার চরে রাস পূজা শুরু হয়। পূণ্য স্নানের সময় পূন্যার্থীরা মনোবাসনা পূরণের জন্য প্রার্থনা করেন। সাগর পাড়ের বালুতে বসে তারা সৃষ্টিকর্তার আরাধনা করেন। এসময় ডাবসহ বিভিন্ন ফল এবং লোকালয় থেকে নেওয়া কিছু ফুল ভোগ হিসেবে দিয়ে থাকেন ভক্তরা। এবারের রাস উৎসবে ২৫ হাজারের বেশি সনাতন ধর্মালম্বী পূন্যার্থী অংশগ্রহন করেছেন বলে জানিয়েছেন রাস পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু।

তিনি বলেন, খুবই শান্তিপূর্ণভাবে রাস উৎসব শেষ হয়েছে। পূন্যার্থীরা নির্বিঘ্নে পূজা আর্চনা ও পূন্য স্নান করেছেন। পূন্যস্নান শেষে সকাল ৯টার পরেই পূন্যার্থীদের নিয়ে  আমরা রওনা দিয়েছি। আশাকরি সবাই নিরাপদে বাড়ি পৌছাবেন। তবে ভক্ত ও পূন্যার্থীদের দাবি ছিল পূজার পাশাপাশি পূর্বের ন্যায় কবিগান, শাস্ত্রীয় গান ও ধর্মীয় আলোচনার ব্যবস্থা থাকলে রাস পূজাটি আরও ভাল হত।

রাস পূজায় অংশগ্রহনকারী অর্নব তালুকদার বলেন, প্রথমবার রাসে এসেছি। খুবই ভাল লেগেছে। তবে একটু কবিগান ও শাস্ত্রীয় গানের ব্যবস্থা থাকলে খুব ভাল হত।

খুলনার রুপসা এলাকার কাকলী দেবনাথ বলেন, লঞ্চে যাত্রা ও থাকায় কিছুটা কষ্ট হলেও, সার্বিক ব্যবস্থা ছিল খুব ভাল। আমাদের খুব ভাল লেগেছে। পূন্য স্নান করে ঠাকুরের কাছে মনের কথা বলেছি। আবারও আসার ইচ্ছে আছে এখানে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মো. নূরুল করিম বলেন, রাস পূজা উপলক্ষে বন বিভাগের টহল জোরদার করা হয়েছিল। সবকিছু সঠিকভাবেই হয়েছে। কোন রকম অপ্রিতিকর ঘটনা ঘটেনি।

রাস উৎসবের ইতিহাসঃ- দুবলার চরের রাস উৎসব প্রাচীন ইতিহাস নিয়ে নানা মত প্রচলিত আছে। জানা গেছে, ঠাকুর হরিচাঁদের অনুসারী হরি ভজন নামে এক হিন্দু সাধু মেলার শুরু করেছিলেন ১৯২৩ সালে। এই সাধু চব্বিশ বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনে গাছের ফল-মূল খেয়ে জীবন ধারণ করেছেন। আবার কারো কারো মতে, শারদীয় দুর্গোৎসবের পর পূর্ণিমার রাতে বৃন্দাবনবাসী গোপীদের সঙ্গে রাস নৃত্যে মেতেছিলেন হিন্দু ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ। এটিকে স্মরণ করেই দুবলায় আয়োজিত হয়ে আসছে রাস উৎসব। অনেকে এটাও মনে করেন, শ্রীকৃষ্ণ কোনো এক পূর্ণিমা তিথিতে পাপ মোচন ও পুণ্যলাভে গঙ্গাস্নানের স্বপ্নাদেশ পান। তার স্বপ্নাদেশকে সম্মান জানাতে বসে রাসমেলা।


আরও খবর



মেহেরপুরে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৮৫জন দেখেছেন

Image

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরের বিভিন্ন স্থানে অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে ইটভাটা। আর এতে প্রতিদিন গড়ে ৫০হাজার মন জ্বালানী কাঠ পোড়ানো হচ্ছে। ইটভাটার কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ দূষিত হচ্ছে । ছড়াচ্ছে বিভিন্ন রোগবালাই । এতে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে আবাদী জমি, উজাড় হচ্ছে গাছ পালা, ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি।

জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোন অভিযানও চোখে পড়েনি। ক্ষমতাশালী ও প্রভাবশালীদের ক্ষমতার দাপট ছাড়াও বিশেষ ব্যবস্থায় এসব ইটভাটা চলছে বলে মন্তব্য সচেতন মহলের। তবে প্রশাসন বলছে,অভিযান চালানো হবে। প্রাপ্ত তথ্যমতে জেলায় মোট ৮০টি ইটভাটা রয়েছে। যার একটিরও কোন অনুমোদন নেই। প্রভাবশালী রাজনীতিকরা প্রশাসনের অনুমতি না নিয়ে ক্ষমতার জোরে ইটভাটা তৈরী করছে। সচেতন মহলের অভিযোগ, যেখানে সেখানে ইটভাটা তৈরী হওয়ায় আবাদী জমিগুলো নষ্ট হচ্ছে। একটি ইটভাটা তৈরী করতে কমপক্ষে ৭/৮ একর জমির প্রয়োজন হয়।

অনেক সময় মাটির প্রয়োজন হলে এলাকার লোকজনের কাছ থেকে আবাদি জমির উপরের এক থেকে দেড়ফুট মাটি কেটে ইট তৈরী করে। এতে ফসলী জমির উর্বরা শক্তি নষ্ট হয়। শুধু তাই নয়, ইটভাটার নির্গত কালো ধোয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে ও আবাদি জমির ফসল নষ্ট হচ্ছে। কোন ইটভাটায় অনুমতিপত্রের শর্তনুযায়ী কয়লা ব্যবহার করার কথা থাকলেও ব্যবহার করা হয় কাঠ। বিশেষ করে ফলজ ও বনজ বৃক্ষ ছাড়াও বাঁশের মোথা ব্যবহারের ফলে বাঁশঝাড় উজাড় হচ্ছে।

ইটপোড়ানো নিয়ন্ত্রণ আইন ১৯৮৯ ও ২০০১ সনের ১৭ নং অনুচ্ছেদের ৪ ও ৫ ধারায় উল্লেখ রয়েছে যে, আবাদি জমিতে কোন ইটভাটা তৈরী করা যাবেনা। এছাড়াও কাঠ পোড়ানো যাবেনা। অথচ সকল ইটভাটায় কয়লার বদলে কাঠ ব্যবহার করা হচ্ছে। মাঝে মধ্যে প্রশাসনের লোকজন জরিমানা আদায় করলেও ইটভাটা বন্ধ করেনা। ফলে প্রভাবশালীরা প্রতি বছর নতুন নতুন ইটভাটা তৈরী করছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রেজা জানান, ইটভাটায় নির্গত কালো ধোয়ায় মানুষের শ্বাসকষ্ট, হাপানি, ক্যান্সারসহ নানা রোগের সৃষ্টি হয়। তাছাড়া অতিরিক্ত কার্বণ-ডাই অক্সাইডের কারণে ফসল ও এলাকার পরিবেশ নষ্ট হয়। অনতি বিলম্বে পরিবেশ রক্ষায় প্রশাসনিক পদক্ষেপ জরুরী।

একটি সুত্র জানায়, এদিকে মাস দুয়েক আগে ইটভাটা চালু হলেও অদ্যাবদি প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও ভোক্তা অধিকার কোন অভিযান পরিচালনা করেন নি। প্রতি বছরই ইটভাটা মালিকদের কাছ থেকে মোট অংকের টাকা উত্তোলন করেন মালিক সমিতি। এ টাকা দিয়েই সব দপ্তরকে ম্যানেজ করতে হয়। এদিকে ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক জানান, জেলা প্রশাসকের দপ্তরে আবেদন জানানো হয়েছে কিন্তু অনুমোদন মেলেনি। সব জায়গাতে কথা বলে ম্যানেজ করেই ইটভাটা চালানো হয়। কাকে কিভাবে ম্যানেজ করেন তা জানাতে অপারগতা প্রকাশ করেছেন তিনি। ক্রেতারা জানান, গেল বছর এক নম্বর ইটের দাম ছিল প্রতি হাজার ১৪ হাজার টাকা।

বর্তমানে দাম বেড়ে দাড়িয়েছে ১৮ হাজার টাকা। অভিযানের পরপরই দাম বেড়ে গেছে। আবার ইটের পরিমাপ সঠিক নয়। এক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উদাসিন। কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আতাউর রহমান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানান। অবৈধ ইটভাটা পরিচালনা কাঠ পোড়ানোর ব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, ইটভাটা সংশ্লিষ্ট কয়েকটি দপ্তর জড়িত। সবাইকে নিয়ে সমন্বিতভাবে অভিযান চালানো হবে।


আরও খবর