Logo
আজঃ সোমবার ২০ মে ২০24
শিরোনাম

ছাত‌কে এতিমখানার বিরুদ্ধে গ্রামবাসীর জায়গা দখ‌লের অ‌ভি‌যোগের

প্রকাশিত:সোমবার ০২ অক্টোবর 2০২3 | হালনাগাদ:সোমবার ২০ মে ২০24 | ২৩০জন দেখেছেন

Image

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:ছাত‌কে লতিফিয়া আবর আলী এতিমখানার নাম দি‌য়ে গ্রামবাসীর জায়গা জবর দখ‌লের অ‌ভি‌যোগের ঘটনায় ‌জেলাজু‌ড়েই বইছে আলোচনা ও সমা‌লোচনার ঝড় উঠে‌ছে। শুন‌্য থে‌কে কয়েক বছরের এতিমাখানার প‌রিচালক মোল্লা বশর এখন কো‌টিপ‌তি হ‌য়ে‌ছেন। তার আয়ের উৎস নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবু বিশাল অট্রা‌লিক মা‌লিক ব‌নে‌ছেন্ধসঢ়; হত দরিদ্র বশর। গ্রামবাসীর জায়গা জোরপুবক দখল ক‌রে ভবন নিমান ও ব‌্যাপক চাদাবা‌জি,প্রতারনা,ধান্দাবাজ.বহুরুপি লোভি প্রতারক ও তৈতইখা‌লি নদী দখ‌লের ও অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে তার বিরুদ্ধে। সোমবার সিলেটের বিভাগীয় কমিশনার, সুনামগঞ্জ জেলা প্রশাসক,পুলিশ সুপার ও উপ‌জেলার নিবাহী কর্মকতার বরাব‌রে আলমপুর গ্রাম ও এলাকাবাসীর প‌ক্ষে লিলু মিয়া, আব্দুল আউয়াল,মুজিবুর রহমান মু‌জিব,চেরাগ আলী ও ব‌শির সহ একা‌ধিক ব‌্যক্তিরা বাদী হ‌য়ে ভুয়া লতিফিয়া আবর আলী এতিমখানার প‌রিচালক মোল্লা বশরের বিরু‌দ্ধে লি‌খিত অ‌ভি‌যোগ দা‌য়ের কর‌ছেন। অ‌ভি‌যোগ থে‌কে জানা যায়, উপ‌জেলার উত্তর খুরমা ইউপির আলপুর ও মা‌ন‌জিহারা গ্রা‌মে আবর আলীএতিমখানার সাইন বোর্ড দি‌য়ে এতিমখানার নাম দিয়ে গন্ধবপুর মৌজার জেএল নং ২৬৪, খতিয়ান নং ২০৭,১৯৩,১৭১,১৭২,১৭০, ১৭৭, ১৭৯, ১৭৪,১৮৬,১৮৭,১৮৮,১৮০,২৩৭, ১৮৩ ১৮৪ ১৮১,১৮২, ও দাগ নম্বার ১৩৩৫, ৩৪, ৩৫, ৩৬, ৬৭, ৩৮, ১২৬ ১৩৮ দাগের জায়গা দখলের করার পায়তারা চালা‌চ্ছেন। গ্রামবাসীর মালিকানাধীন জায়গা উপর জোরপূর্বক দখল করে সুনামগঞ্জ সিলেটের প্রবীন আলেম আল্লামা আব্দুল হাই (মুহাদ্দিস) এর নামে ব্যবহার করে ভবন নির্মান করা হয়। তেতইখালি নদী দখলের চেষ্টা, হাজার হাজার মানুষ চলাচলে রাস্তা বন্ধের প্রস্ততি ও এতিমখানার নামে দেশ বিদেশ থেকে লাখ লাখ টাকার চাদাবাজি, ভূয়া কমিটি, গ্রামের নামে ব‌্যবহার প্রায় ৯ বছর ধ‌রেই প্রতারনাসহ নানা অ‌নিয়‌মের অভিযোগ র‌য়ে‌ছে ব‌লে অভিযোগের উল্লেখ‌্য ক‌রেছেন। সে উপ‌জেলার উত্তর খুরমা ইউপিরআলমপুর গ্রা‌মে আশকর আলীর পুত্র বশর। আবুল বশর একজন হত দরিদ্র লোক হওয়া স্বত্বেও বিভিন্ন জায়গা থে‌কে মাদ্রাসা, এতিমখানার নামে লাখ লাখ টাকার চাঁদা তো‌লে নিজে পে‌টে রেখেছে। এসব টাকা দিয়ে তার বাড়ি পাকা ঘর দালান নির্মান করেছে। সে লতিফিয়া আরব আল্#ী৩৯; নামক এতিম খানা পরিচালনা করে আস‌ছে (আলমপুর মাজিহারা)। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রাম, পাড়া মহল্লা থেকে চাদা আদায় করে এতিমখানা নামেই লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন ব‌লে অ‌ভি‌যোগ করা হয়। এ দুটি গ্রামে মানুষদের মধ্যে পরিচালনা কমিটিতে কেউ নাম ও নেই। তার অন্যায় অত্যাচারে গ্রামের মানুষের গরু ছড়ানোতে বাধা দিয়ে চলাচলে রাস্তা বন্ধ করে দেয়ার পায়তারা ক‌রে (পায়খানা লেপটিন) দিয়ে নদীর পা‌নির প‌রি‌বেশ নষ্ট কর‌তে চায়। সে সরকার দলীয় এমপি মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে নানা দাপট দেখায় গ্রামের সাধারন মানুষকে। সে ভুয়া এতিমখানার নাম ব্যবহার করে দেশ বিদেশে চাঁদা আদায় করেন। এতিম সন্তানদের দেখাশোনার নামে অন্যদের জমি আত্মসাত সহ নানা কৌশলী প্রতারনা করে আসছে। ভুয়া উলামালীগের নেতা সেজে নানা অনিয়ম, দুর্নীতি, প্রতারনা,চাদাবাজি করে কয়েক বছরের কোটিপতি হয়েছে। তার নেতৃত্বে গ্রামে এক‌টি সিন্ডিকেট চত্রু লায়েক পতিত সম্পত্তির উপর ভবন নির্মাণ কাজ শুরু করে। গত মা‌সে গ্রামবাসীর উদ্দ্যোগে উভয় পক্ষকে নিয়ে এলাকার গন্যমান্য লোকজন মালিকানার অনুকূলে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গ্রামে একাধিক শালিশ বৈঠক অনুষ্টিত হলে ও ভূমির মালিকপক্ষ মালিকানার সব কাগজপত্র নিয়ে বশর মোল্লা হাজির হলেও বিভিন্ন অজুহাতে শালিশ বৈঠ‌কে আসেনি। আবুল বশর একজন ধান্দাবাজ, লোভী, প্রতারক তার নেতৃ‌ত্বে এক‌টি লা‌ঠিয়া বা‌হিনীর গ‌ড়ে উঠে‌ছে এলাকায়। গ্রা‌মের নিরিহ লোকজনকে নানা ভাবে হুমকি ধামকি দেয়ার একাধিক অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে তার বিরুদ্ধে। গ্রামবাসীর ভূমি দখলকে কেন্দ্র ক‌রে যে কোন সময় দাঙ্গা হাঙ্গামা সহ খুন,ঘটনা সংঘটিত সম্ভাবনা ও শান্তি শৃঙ্খলার চরম আশংকা বিরাজ কর‌ছে গ্রামে।

এব‌্যাপা‌রে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী অ‌ভি‌যোগ প্রা‌প্তির সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন তদন্ত পুবক আইনাগত ব‌্যবস্থা নেয়া হ‌বে।


আরও খবর



৩ দিন টানা ঝড়-বৃষ্টি-বজ্রপাতের পূর্বাভাস

প্রকাশিত:রবিবার ১৯ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ২০ মে ২০24 | ৫৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:সুখবর জানাল আবহাওয়া অফিস সারা দেশে গরমে প্রাণ যখন ওষ্ঠাগত ঠিক তখনই । আগামী তিনদিন অর্থাৎ ৭২ ঘণ্টা দেশেজুড়ে টানা ঝড়-বৃষ্টি-বজ্রপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়া, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারীসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

রোববার (১৯ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও নীলফামারীসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



আরও খবর



পত্নীতলায় উপজেলা নির্বাচনে প্রতীক পেল প্রার্থীরা

প্রকাশিত:বুধবার ২৪ এপ্রিল 20২৪ | হালনাগাদ:শুক্রবার ১৭ মে ২০২৪ | ৯৭জন দেখেছেন

Image
পত্নীতলা (নওগাঁ) প্র‌তি‌নি‌ধি:আগামী ৮ মে আসন্ন ৬ষ্ঠ উপজেলা প‌রিষদ নির্বাচনের প্রথম ধা‌পে নওগাঁর পত্নীতলায় ৩টি পদে ৭জন প্রার্থী প্রতীক পেল মঙ্গলবার।

চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী প্রতীক পেয়েছেন ঘোড়া এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফ্ফার প্রতীক পেয়েছেন মোটর সাইকেল।

ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ রাহাত প্রতীক পেয়েছেন টিউবওয়েল, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান প্রতীক পেয়েছেন তালা এবং মিজানুর রহমান প্রতীক পেয়েছেন টিয়া।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক খাদিজাতুল কোবরা মুক্তা প্রতীক পেয়েছেন হাঁস এবং মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবিনা বেগম প্রতীক পেয়েছেন কলস। প্রতীক পেয়ে প্রার্থীরা সতস্ফুর্ত ভাবে নির্বাচনী প্রচারাভিযানে ব্যস্ত হয়ে পড়েছে।

পত্নীতলা উপজেলায় ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ লক্ষ ১ হাজার ৯২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লক্ষ ৮৯০ জন এবং মহিলা ভোটার ১০ লক্ষ ১ হাজার ৩০ জন। উপ‌জেলায় এবার ৭৪টি ভোট কেন্দ্রে ৫৪২টি কক্ষে ভোট গ্রহন হবে বলে উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান জাহিদ জানান।

নির্বাচনী গণবিজ্ঞপ্তি অনুযায়ী ১৭ এপ্রিল মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষ তারিখ ছিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল, আর প্রতীক বরাদ্দ ২৩শে এপ্রিল এবং ভোট গ্রহন হবে ৮মে। ঐদিন সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও খবর



রূপগঞ্জে ডাকাতি মালামালসহ ১জন ডাকাত গ্রেফতার

প্রকাশিত:বুধবার ২৪ এপ্রিল 20২৪ | হালনাগাদ:রবিবার ১৯ মে ২০২৪ | ১২০জন দেখেছেন

Image

আবু কাওছার মিঠু,রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের কিং-ফিশার ডগইয়ার্ডের পাশ থেকে ডাকাতি করা ড্রেজারের মালামাল ও দেশীয় অস্ত্রসহ ওমর ফারুক নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে রুপগঞ্জ ইছাপুরা নৌ পুলিশ। আজ ভোরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে কিং ফিসার ডকইয়ার্ড পাশ থেকে ইছাপুরা নৌ পুলিশের ইনচার্জ মোস্তফা কামাল অভিযান চালিয়ে তাকে আটক করে। 

এসময় ২ টি নৌকা, ৩টি রাম দা, ৩টি কাটার, সাপল, ছুরি, লোহার হকি, হেক্সো ব্লেট, হাতুরি, হামারসহ ডাকাতি করা ড্রেজারের মালামাল জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে  ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, আটককৃত ডাকাত মুন্সিগঞ্জ জেলার সদর থানার বউ বাজার এলাকার মেহেদী হাসানের ছেলে ওমর ফারুক এবং সে বর্তমানে রুপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাব ছাপড়া মসজিদ এলাকায় ভাড়া থাকেন বলে জানা গেছে, ও আটকৃত ডাকাতের সাথে থাকা আরো ৩জন ডাকাত দলের সদস্য ছিলো তারা পালিয়ে যায়।  

তারা নোয়াপাড়া পিনীষ ঘাট এলাকার মনিরের ছোট ভাই রমজান, তরাবো হাটিপাড়া এলাকার রাব্বি ও যাত্রামুড়া এলাকার মোকতার হোসেন। পরে পলাশ থানার একটি ড্রেজার থেকে ডাকাতি হওয়া মালামাল ও ডাকাতের কাজে ব্যবহৃত অস্ত্রসহ তাকে পলাশ থানায় হস্তান্তর করা হয়।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ঈদে প্রকাশিত হয়েছে হাসান মুহতারিমের ‘অকুল দরিয়া’

প্রকাশিত:সোমবার ২২ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:সোমবার ২০ মে ২০24 | ২২৩জন দেখেছেন

Image
মারুফ সরকার, স্টাফ রিপোর্টার:এবার ঈদে প্রকাশিত হয়েছে হাসান মুহতারিমের কথা, সুর ও কণ্ঠে ‘অকুল দরিয়া’ শিরোনামে ফোক ঘরাণার একটি গান। গানের কথা ও সুর লেখার পাশাপাশি গানটির গল্পও তিনি লিখেছেন।

হাসান মুহতারিম পেশায় একজন পুলিশ কর্মকর্তা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনারের দায়িত্ব পালন করছেন।

হাসান মুহতারিম জানান, আমি এই প্রথম কোনো ফোক ঘরানার গান গাইলাম নিজের লেখা ও সুরে। স্রোতারা মূলত আমাকে বরাবরই রক ঘরানার গানে পেয়ে থাকে, এবারই প্রথম ফোক গানে আমাকে পাবে। আমি ব্যাপারটা নিয়ে খুবই এক্সাইটেড। আমি বরাবরই গানপাগল মানুষ। আমি আমার প্রতিটি গানই খুব যত্ন নিয়ে করি। এ গানটাতেও যত্নের কোনো কমতি ছিল না। এমএমপি রনি খুব সুন্দর সংগীতায়োজন করেছেন।

তিনি জানান, বেশ কিছুদিন আগেও আমার ‘কুয়াশা’ শিরোনামের একটি গান রিলিজ পেয়েছিল। মানুষ গানটি বেশ সাদরে গ্রহণ করেছিল। গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারাবাহিকতায় কুয়াশা-২ এর গান অলরেডি তৈরি করেছি। আমরা এখন ভিডিও তৈরি নিয়ে প্রিপ্রোডাকশন করছি। এটাও হয়তো কিছুদিন পর রিলিজ করব।

গানটিতে ক্যামেরায় ছিলেন ইয়াসিন বিন আরিয়ান এবং সম্পাদনায় ছিলেন এস এম তুসার। কলাকুশলীরা অনেক কষ্ট করেছেন ভিডিওটি নির্মাণ করতে।

গানটির মিউজিক অ্যারেঞ্জার এম এমপি রনি বলেন, হাসান মুহতারিম ভাইয়ার সঙ্গে এর আগেও অনেক কাজ হয়েছে। উনার সুরে মিউজিক অ্যারেজ্ঞ করতে বরাবরই খুব ভালো লাগে। কিন্তু এ গানটি গতানুগতিক ধারার বাইরের গান। হাসান মোহতারিম ভাইয়ার সুরে এই গানটিতে মিউজিক অ্যারেজ্ঞ করে আমি খুবি আনন্দ পেয়েছি।

উল্লেখ্য, হাসান মুহতারিমের প্রকাশিত অন্য গানগুলো হলো- কুয়াশা, গাঙচিল, দেয়াল, অসুস্থ শহর। এসব গান ইতোমধ্যে জনপ্রিয় হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা হয়েও হাসান মুহতারিমের সাংস্কৃতিক অবদানের জন্য ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছেন।

আরও খবর



নন্দীগ্রামে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাকসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশিত:শুক্রবার ১৭ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ২০ মে ২০24 | ৫৬জন দেখেছেন

Image

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজার এলাকা থেকে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাক উদ্ধারসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) বেলা ১২টায় প্রেস ব্রিফিং করে নন্দীগ্রাম থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ সরকার জানান, গত ২৯ এপ্রিল রণবাঘা বাজারের ধান ব্যবসায়ী ওয়াজেদ আলী ২৬৫ বস্তা ৫০১ মণ ৭ লাখ টাকার ধান চট্রো-মেট্রো-১১-৪৩৩৭ ট্রাক লোড দিয়ে দিনাজপুরের সোনালী অটো রাইস মিলে পাঠান। পরে ওই ধানবোঝাই ট্রাকটি ছিনতাই হয়ে যায়্। এরপর নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়।

নন্দীগ্রাম থানা পুলিশ ধান উদ্ধারের জন্য জোর তৎপরতা চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় সুনিদিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬মে ধারাবাহিক এবং সিরিজ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার আশুলিয়া উপজেলার জিরাবো ফুলতলা হতে ট্রাক চালক মোঃ সামিউল হক (৪২) ও ঘটনার সাথে জড়িত মোঃ মামুন (২৬) এবং মোঃ মাসুদ (২৯) কে গ্রেপ্তার করে। এছাড়া তাদের দেওয়া তথ্যমতে জামালপুর সদর উপজেলা এলাকা হতে তাদের ব্যবহৃত ট্রাকটি উদ্ধার করা হয়। এরপর পাবনা জেলার চাটমোহর উপজেলা এলাকা থেকে ২৬৫ বস্তা ধান উদ্ধার করা হয়েছে।
 
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেইন বলেন, গ্রেপ্তারকৃতদের আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরও খবর