Logo
আজঃ বুধবার ২৯ মার্চ ২০২৩
শিরোনাম

বিশ্ব ফুটভলি চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ অংশগ্রহণ করতে কেরালায় যাচ্ছে বাংলাদেশ দল

প্রকাশিত:সোমবার ২০ ফেব্রুয়ারী ২০23 | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১৮৫জন দেখেছেন

Image

আজাদ হোসেনঃ 

২৫ তম বিশ্ব ফুটভলি পুরুষ ও নারী চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ অংশগ্রহণ করতে ভারতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি ভারতের কালিকট বীচ কেরালায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম অডিটোরিয়াম তৃতীয় তলা ঢাকায় সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশন। সোমবার  ১২ টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটভলি এসোসিয়েশনের সভাপতি ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফ.এম ইকবাল বিন আনোয়ার ডন।


'২৫ তম বিশ্ব ফুটভলি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ- ২০২৩'- এ অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় দলকে পৃষ্ঠপোষকতা করছেন ওয়ালটন ডিজিটেক ইলেকট্রনিক্স লিমিটেড।


প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশসমূহ হচ্ছে বাংলাদেশ, সিরিয়া, জর্ডান, রোমানিয়া, ফ্রান্স, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিউনিশিয়া, নেপাল, ইরাক, বেনীন ভারত(এ), ভারত(বি), হল্যান্ড,আজারবাইজান ইউ এ ই ( দুবাই)




আরও খবর



জলঢাকায় জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১০০জন দেখেছেন

Image

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর- ৩ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে" জমি কেড়ে এমপি রানা'র চা বাগান " শিরোনামে প্রকাশিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জাতীয় পাটি। 

বুধবার (২২ মার্চ) দুপুরে জিরো পয়েন্ট মোড়ে উপজেলা ও পৌর জাতীয় পাটির আয়োজনে ঘন্টাব্যাপী অনু্ষ্ঠিত এ মানববন্ধনে সংগঠনটির কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সমাবেশে উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জাপা নেতা আব্দুল্ল্যা হেল বাকি, তোফায়েলুর রহমান পায়েল, পৌর জাতীয় পার্টির সভাপতি আনিছুর রহমান যাদু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রিন্স, যুব সংহতির সভাপতি বাবলুর রহমান, পৌর যুব সংহতির সভাপতি জাকির হোসেন হাসু, সেচ্ছাসেবক পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্র সমাজের সভাপতি আবু রায়হান প্রমূখ।

  • বক্তারা বলেন, এমপি মেজর রানার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, কারণ সামনে নির্বাচন। মেজর রানা গত চারবছরে এমপি'র দায়িত্ব পালন করছেন, তিনি নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে কোথাও দুর্নীতির ছোয়া তাকে স্পর্শ করতে পারেনি। ১৯৯৬ সালে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে যুক্তরাষ্ট্রে থাকাকালীন সময় টাকা রোজগার করে জমি ক্রয় করেছেন। 
সে সময় জমির মুল্য কমছিল। একটি কুচক্রী মহল সংবাদকর্মীদের ভুল তথ্যদিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যে সংবাদ পরিবেশন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এসমাবেশে। উল্লেখ্য গত ১৮ মার্চ চ‍্যানেল 24 ও সমকাল পত্রিকায় পঞ্চগড় জেলায় জমি কেড়ে এমপি রানার চা বাগান নামের সংবাদ প্রকাশ হয়।



শাহজাহান কবির লেলিন 
জলঢাকা নীলফামারী
তাং ২২/০৩/২০২৩ 

আরও খবর



সাংবাদিকদের লাঠিপেটা পুলিশের, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রধান বিচারপতির

প্রকাশিত:বুধবার ১৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির আইনজীবীদের মুখোমুখি অবস্থানের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। তারা অভিযোগ করেছেন, পুলিশ তাদের লাঠিপেটা করেছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান হলের ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের লাঠিপেটার ঘটনায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এর আগে গত সোমবার নির্বাচন পরিচালনা–সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. মনসুরুল হক চৌধুরী ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এ প্রেক্ষাপটে ভোট হবে কি না, কে নতুন আহ্বায়ক হবেন, নাকি উপকমিটির অন্য সদস্যরা নির্বাচন পরিচালনা করবেন— এসব নিয়ে গতকাল মঙ্গলবার দিনভর আইনজীবীদের মধ্যে আলোচনা চলে। গতকাল সন্ধ্যার পর সমিতি প্রাঙ্গণে আহ্বায়ক কমিটির প্রধান কে হবেন তা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তাপ ছড়ায়।

আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক হিসেবে মো. মনিরুজ্জামানকে মনোনীত করেন। অন্যদিকে, বিএনপি-সমর্থিত আইনজীবীরা এ এস এম মোকতার কবির খানকে আহ্বায়ক মনোনীত করেন। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার ভোটগ্রহণের কথা রয়েছে। কিন্তু নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নিয়ে দুই দলের আইনজীবীদের মুখোমুখি অবস্থান এবং পরবর্তী সময়ে ধাক্কা-ধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটকেন্দ্রে দুই পক্ষের আইনজীবীদের মুখোমুখি অবস্থানের মধ্যে একদল পুলিশ ভোট কেন্দ্রে প্রবেশ করে বিএনপি সমর্থিত আইনজীবীদের ওপর লাঠিচার্জ করে তাদের বের করে দেওয়া হয়। এ সময় ১৪ আইনজীবী ছাড়াও সেখানে থাকা বেশ কয়েকজন সাংবাদিকও আহত হন।

বিএনপি আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, পুলিশের হামলায় তাদের দল সমর্থিত প্রার্থীদের মধ্যে সভাপতি মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক রুহুল কুদ্দুস কাজলসহ ১৪ আইনজীবী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, ‘এই ভোট আমরা মানি না।

এদিকে পুলিশের উপস্থিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গ্রহণ দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হয়েছে। এদিকে ভোট নিয়ে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের লাঠিপেটা আহত হয়েছেন অন্তত ছয় সাংবাদিক। এ ঘটনায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতিদের কাছে পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা চেয়েছেন সাংবাদিকরা।

আজ দুপুরে  ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি ও দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আশুতোষ সরকারের নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল বিচারপতিদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের ওপর হামলা ও লাঠিপেটা বিষয়টি তুলে ধরেন। এ সময় প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিরা সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুনে মর্মাহত ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিষয়ে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

এলআরএফ সভাপতি আশুতোষ সরকার সাংবাদিকদের বলেন, ‘এই প্রথম সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করে পুলিশ পেশাগত দায়িত্ব পালনরত একদল সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি বলেন, ‘পুলিশের লাঠিপেটার ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে দোষীদের শাস্তি চেয়েছি। প্রধান বিচারপতি এ বিষয়ে আমাদেরকে লিখিত অভিযোগ দিতে বলেছেন। আমরা লিখিত একটি অভিযোগ দেব।


আরও খবর



পোরশায় গণহত্যা দিবস পালন

প্রকাশিত:শনিবার ২৫ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ২৬জন দেখেছেন

Image

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নিতপুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক।  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজীবুল  ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুস আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন প্রমুখ।


আরও খবর



মেডিকেল কলেজকে টাকা বানানোর যন্ত্র বানাবেন না: রাষ্ট্রপতি

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ মার্চ 2০২3 | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ১৫৬জন দেখেছেন

Image

বাসস: মেডিকেল কলেজগুলোকে টাকা বানানোর যন্ত্রে পরিণত না করে মানুষ যাতে স্বল্প খরচে ও সহজে দ্রুত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বুধবার কিশোরগঞ্জের করিমগঞ্জে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজে’ এক অনুষ্ঠানে তিনি কথা বলেন।

রাষ্ট্রপ্রধান চিকিৎসকদের আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করতে আহ্বান জানান।

তিনি বলেন, ‘মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে শুধু ব্যবসা করলেই চলবে না, মানুষকে সেবাও দিতে হবে।

রাষ্ট্রপতি হামিদ আশা করেন এ মেডিকেল কলেজটির সুনাম অক্ষুণ্ণ রাখতে শিক্ষক কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলে নিরলস প্রচেষ্টা চালাবেন।

অনুষ্ঠানে মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রাষ্ট্রপতির সহধর্মিণী রাশিদা খানম এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনম নওশাদ খান বক্তব্য রাখেন।


আরও খবর



রূপগঞ্জে আ'লীগ নেতার অর্থায়নে ১ হাজার পরিবারের মাঝে খাদ্যে সামগ্রী বিতরণ

প্রকাশিত:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৪৫জন দেখেছেন

Image

মোঃআবু কাওছার মিঠু (নারায়ণগঞ্জ)  প্রতিনিধি:

পবিত্র রমজান উপলক্ষে  নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য  আনসার আলীর অর্থায়নে প্রায় ১ হাজার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।রোববার (২৮ মার্চ) দুপুরে উপজেলার হাবিবনগর এলাকার আলহাজ্ব লায়ন মোঃ হাবিবুর রহমান হারেজ সিটি কলেজ মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


খাদ্য সামগ্রীর  মধ্যে রয়েছে, চাল, তেল, লবণ, আলু,  পিয়াজ, ডাল, বুট, মুড়িসহ ইফতার সামগ্রী। এসব খাদ্য সামগ্রী পাওয়া হযরত আলী, ইমান আলী, সফুরা খাতুন, আলী আহমেদ, মনটু মিয়া, আকবর আলীসহ আরো অনেকে বলেন, রূপগঞ্জ ইউনিয়নের প্রতিটি গ্রাম ওয়ার্ড ও মহল্লার মানুষের মনের এবং ভালোবাসার নাম আনসার আলী। আল্লাহ তাআলা তাকে ভালো করবো। কারণ তিনি করোনা মহামারী, ঈদ, পূজা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানসহ নিরীহ হতদরিদ্র ও সাধারণ মানুষের পাশে সব সময় থেকে সহযোগিতা করে গেছেন। শুধু তাই নয়, অনেক অসহায় পরিবারের মেয়েদের বিয়ে দিয়েছেন।


এ ধরনের মানুষ পাওয়াটা ভাগ্যের বিষয়। এভাবেই আনসার আলীকে আমরা রূপগঞ্জ ইউনিয়নবাসী সব সময় সুখে-দুখে কাছে পেতে চাই। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ,সদর ইউনিয়ন আওয়ামিলীগের সিনিয়র সহসভাপতি মোমেন মিয়া,সহসভাপতি ফারুক মিয়া,২ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন,৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান বাদশা।


৯নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম,আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, নবী হোসেন, সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাহা মোহাম্মদ জিলানী ভান্ডারী,১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হাছান, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, আবু তাহের, আমিনুর ভূঁইয়া, ফরিদ ভূঁইয়া,সাইফুল ইসলাম মামুন,আবু সুফিয়ান,মেহেদী হাছান খান প্রমুখ।

-খবর প্রতিদিন/ সি.বা


আরও খবর