
আজাদ হোসেনঃ
২৫ তম বিশ্ব ফুটভলি পুরুষ ও নারী চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ অংশগ্রহণ করতে ভারতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারি ভারতের কালিকট বীচ কেরালায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার বিষয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম অডিটোরিয়াম তৃতীয় তলা ঢাকায় সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ ফুটভলি অ্যাসোসিয়েশন। সোমবার ১২ টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটভলি এসোসিয়েশনের সভাপতি ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফ.এম ইকবাল বিন আনোয়ার ডন।
'২৫ তম বিশ্ব ফুটভলি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ- ২০২৩'- এ অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয় দলকে পৃষ্ঠপোষকতা করছেন ওয়ালটন ডিজিটেক ইলেকট্রনিক্স লিমিটেড।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশসমূহ হচ্ছে বাংলাদেশ, সিরিয়া, জর্ডান, রোমানিয়া, ফ্রান্স, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিউনিশিয়া, নেপাল, ইরাক, বেনীন ভারত(এ), ভারত(বি), হল্যান্ড,আজারবাইজান ইউ এ ই ( দুবাই)