Logo
আজঃ বুধবার ০৭ জুন ২০২৩
শিরোনাম
১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আল ইত্তিহাদে আনুষ্ঠানিক চুক্তি করলেন বেনজেমা সিলেটে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১৩ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতিসংঘ মধ্যস্থতা করবে এমন সংকট বাংলাদেশে হয়নি: ওবায়দুল কাদের তীব্র তাপপ্রবাহে এবার ইবতেদায়ি স্তরের ক্লাস বন্ধ ঘোষণা বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ রূপগঞ্জের ইছাপুরা ব্রীজ-দুর্গামন্দির সড়ক নির্মাণ কাজের উদ্বোধন দক্ষিণ কেরানীগঞ্জে ইউপি সদস্য সহ চারজনকে কুপিয়ে জখমের ঘটনায় সাবেক মেম্বার সেলিম গ্রেফতার বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি জানাল বিসিবি

বাসদের খুলনা বিভাগীয় কর্মী সমাবেশ

প্রকাশিত:শুক্রবার ৩১ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

কামরুজ্জামান ঝিনাইদহ: শুক্রবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী বাসদের খুলনা বিভাগীয় কর্মী সমাবেশ ও জোনাল রাজনৈতিক শিক্ষা শিবির ঝিনাইদহ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন-বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা বিপ্লবী জননেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন- দেশ আজ গভীর ও ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে নিমজ্জিত। বাংলাদেশের ৯৮ ভাগ শ্রমজীবী মানুষের আজ বেঁচে থাকায় কঠিন হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির মাধ্যমে জনগণকে নিঃস্ব করণের এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে বর্তমান ফ্যাসিবাদী সরকার। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ বানিজ্যমন্ত্রী সিন্ডিকেটের মূল হোতাদের রক্ষা করতে গিয়ে প্রতিদিন জনগণের সাথে বেফাস ও প্রতারণামূলক বক্তব্য প্রদান করে চলেছে।

দেশ থেকে প্রতি বছর ৮৬ হাজার কোটি টাকা পাচারের মধ্য দিয়ে এই অবৈধ ও অনির্বাচিত সরকার টাকা ও সম্পদ পাচারের নতুন ইতিহাস সৃষ্টি করেছে। সরকারিদল ও সরকারের এই লুটপাটের খেসারত দিতে গিয়ে জনগণ আজ অসহায়। এই দুর্নীতি ও লুটপাট ও দুঃশাসন থেকে মুক্তির জন্য বিকল্প রাজনৈতিক শক্তি তথা বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির বিকাশ আজ জরুরী ও সময়ের দাবীতে পরিণত হয়েছে।

কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড নিখিল দাস, কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড জনার্দন দত্ত নান্টু, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড প্রকৌশলী শম্পা বসু। দিনব্যাপী কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন- বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শফিউর রহমান শফি। অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে রাখেন- প্রতিটি মানুষের মৌলিক, মানবিক ও গণতান্ত্রিক অধিকার একটি পথ হলো নির্বাচন।

বর্তমান সরকার সেই নির্বাচন ব্যবস্থাকে বিলুপ্ত করে একদলীয় দুঃশাসন ও নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে। সারাদেশের মানুষ এই দুঃসহ অব্যবস্থা থেকে পরিত্রান পেতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ ও তদারকী সরকারের অধীনে হোক এটা প্রত্যাশা করে।

সবাইকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও খাদ্য শিক্ষা চিকিৎসা সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবীতে আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম গড়ে উঠবে সেই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে অপ্রতিরোধ্য গণ আন্দোলন গড়ে তোলার জন্য বক্তাগণ আহবান জানান। কর্মী সমাবেশ চলাকালে বিকাল ৫ টায় জনজীবনের সংকট নিরসণের দাবীতে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।


আরও খবর



গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ৯৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

সব কটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। ভোট সুষ্ঠু করতে সব কটি কেন্দ্রেই স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। ৪৮০টি কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে।


আরও খবর



বিশ্ব সুপার সিরিজ সিষ্টোবল চ্যাম্পিয়নশীপ-২০২৩

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১৩০জন দেখেছেন

Image

আজাদ হোসেন: আগামী ২১-২৬ মে ভারতের ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম বিশ্ব সুপার সিরিজ সিষ্টোবল চ্যাম্পিয়নশীপ-২০২৩। টুর্নামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় দলকে পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ (পিএলসি)। এই উপলক্ষে আজ ১৮ মে বৃহস্পতিবার ১২টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম অডিটোরিয়াম তৃতীয় তলায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফ.এম ইকবাল বিন আনোয়ার ডন।

বিশ্বের ১২ টি দেশের অংশ গ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম বিশ্ব সুপার সিরিজ সিষ্টোবল চ্যাম্পিয়নশিপ ২০২৩। অংশগ্রহণকারী দেশসমূহ হচ্ছে, বাংলাদেশ, আর্জেন্টিনা, জিম্বাবুয়ে, কেনিয়া, ফ্রান্স, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নেপাল, ভারত ,মালয়েশিয়া, ভুটান ও শ্রীলংকা।


আরও খবর



বিসিএসের ৪৫তম প্রিলিমিনারি পরীক্ষা চলছে

প্রকাশিত:শুক্রবার ১৯ মে ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৬ জুন ২০২৩ | ৭২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হওয়া ২০০ নম্বরের পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বরাবরের মতো এবারও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানা প্রস্তুতি নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরমধ্যে চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে কঠোর নির্দেশনা। যদি কোনো চাকরিপ্রার্থী পরীক্ষার সময় পাশের কারও উত্তরপত্র দেখার চেষ্টা করেন, তাহলে তার পরীক্ষা বাতিল হবে। এমনকি ঘাড় ঘোরালেই তার খাতা কেড়ে নেওয়া হবে।

এছাড়া বিসিএসের কেন্দ্র পরিচালনার জন্য পরীক্ষা কেন্দ্রের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং কন্ট্রোল রুমের জন্য ১১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘পরীক্ষার হলে দেখাদেখি করে চাকরি পাবেন, এমন চাকরিপ্রার্থী আমরা চাই না। আমরা সৎ ও যোগ্য চাকরিপ্রার্থী খুঁজছি। পরীক্ষার হলে কেউ দেখাদেখি করে পরীক্ষা দেবেন, এমন চিন্তা যারা করবেন, তাদের জন্য আমাদের সহজ নির্দেশনা, ঘাড় ঘোরালেই পরীক্ষার খাতা নিয়ে নেওয়া হবে। তাকে (ওই পরীক্ষার্থী) আর পরীক্ষা দিতে দেওয়া হবে না।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে এক হাজার ২২ জনকে। সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি নিয়োগ পাবেন শিক্ষা ক্যাডারে, ৪৩৭ জন। এছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেবে সরকার।


আরও খবর



তানোরে হজ্বযাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ১১৫জন দেখেছেন

Image
আব্দুস সবুর তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে  হজ্বযাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় বিদায় ও দোয়া মাহফিল। উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ও সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।

তিনি বলেন,  ফারুক চৌধূরী এমপি হওয়ার পর থেকে প্রতি বছর হজ্ব যাত্রীদের বিদায় দিয়ে আসছিলেন। সে দেশের বাহিরে থাকার কারনে আসতে পারেন নি। তবে এমপি আপনাদের সালাম জানিয়ে দোয়া চেয়েছেন ও তার নির্দেশেই আপনাদের জন্য এআয়োজন এবং তার পক্ষ থেকে এহরামের কাপড় উপহার দেওয়া হচ্ছে। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন প্রমুখ। এবারে ১০১ জন হজ্ব যাত্রী দের বিদায় ও উপহার দেওয়া হয়েছে। এসময় হজ্বযাত্রী ও দলীয় নেতাকর্মী রা উপস্থিত ছিলেন।

আরও খবর



নবীনগরে বহুল প্রত্যাশিত শিবপুর রাধিকা সড়কের রাধিকা অংশের পিচ ঢালাইয়ের কাজের উদ্বোধন- ।

প্রকাশিত:শুক্রবার ১২ মে ২০২৩ | হালনাগাদ:বুধবার ০৭ জুন ২০২৩ | ১১৭জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বর্তমান সরকারের উন্নয়নের আরো একটি মেগা প্রকল্প শিবপুর রাধিকা সড়কের দুইটি অংশের মধ্যে রাধিকা অংশের পিচ ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই কাজের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ এবাদুল করিম বুলবুল।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, বিশিষ্ট শিল্পপতি রিপন মুন্সি, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদের প্যানেল মেয়র নাসির উদ্দিন, ওসি সাইফুদ্দিন আনোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি এডভোকেট সুজিত কুমার দেব ও কাজী ইয়াবের হাসান জামিল।

মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, আওয়ামী লীগ নেতা নিয়াজুল হক কাজল, শ্রমবিষয়ক সম্পাদক কবির আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক শফিকুর রহমান, উপপ্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু, কার্যকরী সদস্য সাইফুর রহমান সোহেল, ইউপি চেয়ারম্যান আল ইমরান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সাঈদ, যুগ্ন আহবায়ক নাছির উল্লাহ্ সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরো বহু নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর