
কামরুজ্জামান ঝিনাইদহ: শুক্রবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী বাসদের খুলনা বিভাগীয় কর্মী সমাবেশ ও জোনাল রাজনৈতিক শিক্ষা শিবির ঝিনাইদহ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন-বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা বিপ্লবী জননেতা কমরেড বজলুর রশীদ ফিরোজ।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন- দেশ আজ গভীর ও ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে নিমজ্জিত। বাংলাদেশের ৯৮ ভাগ শ্রমজীবী মানুষের আজ বেঁচে থাকায় কঠিন হয়ে পড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির মাধ্যমে জনগণকে নিঃস্ব করণের এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে বর্তমান ফ্যাসিবাদী সরকার। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ বানিজ্যমন্ত্রী সিন্ডিকেটের মূল হোতাদের রক্ষা করতে গিয়ে প্রতিদিন জনগণের সাথে বেফাস ও প্রতারণামূলক বক্তব্য প্রদান করে চলেছে।
দেশ থেকে প্রতি বছর ৮৬ হাজার কোটি টাকা পাচারের মধ্য দিয়ে এই অবৈধ ও অনির্বাচিত সরকার টাকা ও সম্পদ পাচারের নতুন ইতিহাস সৃষ্টি করেছে। সরকারিদল ও সরকারের এই লুটপাটের খেসারত দিতে গিয়ে জনগণ আজ অসহায়। এই দুর্নীতি ও লুটপাট ও দুঃশাসন থেকে মুক্তির জন্য বিকল্প রাজনৈতিক শক্তি তথা বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির বিকাশ আজ জরুরী ও সময়ের দাবীতে পরিণত হয়েছে।
কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড নিখিল দাস, কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড জনার্দন দত্ত নান্টু, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড প্রকৌশলী শম্পা বসু। দিনব্যাপী কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন- বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শফিউর রহমান শফি। অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে রাখেন- প্রতিটি মানুষের মৌলিক, মানবিক ও গণতান্ত্রিক অধিকার একটি পথ হলো নির্বাচন।
বর্তমান সরকার সেই নির্বাচন ব্যবস্থাকে বিলুপ্ত করে একদলীয় দুঃশাসন ও নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে। সারাদেশের মানুষ এই দুঃসহ অব্যবস্থা থেকে পরিত্রান পেতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ ও তদারকী সরকারের অধীনে হোক এটা প্রত্যাশা করে।
সবাইকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও খাদ্য শিক্ষা চিকিৎসা সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর দাবীতে আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম গড়ে উঠবে সেই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে অপ্রতিরোধ্য গণ আন্দোলন গড়ে তোলার জন্য বক্তাগণ আহবান জানান। কর্মী সমাবেশ চলাকালে বিকাল ৫ টায় জনজীবনের সংকট নিরসণের দাবীতে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।