Logo
আজঃ বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত হলে ভয়াবহ বিপর্যয়: চীন

প্রকাশিত:রবিবার ০৪ জুন ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪২জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিয়ে সতর্ক করেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। তিনি বলেছেন, সংঘাতের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চায় চীন। এ সময় লি সতর্ক করে বলেন, দুই দেশের মধ্যে সংঘর্ষ হলে বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয় নেমে আসবে। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এশিয়ার শীর্ষ নিরাপত্তা বৈঠকে লি রোববার বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে বেড়ে ওঠার জন্য বিশ্ব যথেষ্ট বড়। চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থা আছে এবং অনেকক্ষেত্রেই ভিন্ন।

তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি ও সহযোগিতা গভীর করার জন্য অভিন্ন ভিত্তি এবং অভিন্ন স্বার্থ অনুসন্ধান থেকে উভয় পক্ষকে আটকে রাখা উচিত নয়। লি বৈঠকে বলেন, এটা অনস্বীকার্য যে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি তীব্র সংঘাত বা সংঘর্ষ বিশ্বের জন্য একটি অসহনীয় বিপর্যয় নিয়ে আসবে।

বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। তাইওয়ান, দক্ষিণ চীন সাগর ও চিপ রপ্তানি নিয়ে বিধিনিষেধ ইস্যুতে দেশ দুটির সম্পর্ক ভালো অবস্থানে নেই।


আরও খবর

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করলো ভারত

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩

হিজাব না পরলে ইরানে ১০ বছরের জেল

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




রাজধানীতে বিএসটিআই’র অভিযানে দুটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড, একটি সিলগালা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image

সোহরাওয়ার্দীঃঢাকা মহানগরীর রমনা থানাধীন এলাকায় ডিএমপি পুলিশের সহযোগিতায় বিএসটিআই এর একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান হোসেন ।অভিযানে আরো অংশ নেন প্রসিকিউটর রেবেকা সুলতানা, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং সিরাজুম মুনিরা , পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই, ঢাকা।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে-

১) মেসার্স ইউসুফ কনফেকশনারী এন্ড গ্র্যান্ড সন্স, ২৪, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সড়ক, ৭ মগবাজার, রমনা, ঢাকা কর্তৃক প্রক্রিয়াজাতকৃত বাধ্যতামূলক সিএম লাইসেন্স এর আওতাভুক্ত বিস্কুট, কেক, পাউরুটি বিক্রি ও বাজারজাত করার অপরাধে সংশ্লিষ্ট আইন এর ১৬ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়। এপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে ৩১ ধারা অনুযায়ী ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা মাত্র অর্থদন্ড প্রদান করে। 

এসময় প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ে বিএসটিআই সিএম লাইসেন্স এবং পণ্য মোড়কজাত সনদ গ্রহণ এর বিষয়ে সতর্কতা প্রদান করা হয়।

২) এছাড়া ফুডল্যান্ড প্রোডাক্টস, ২৪, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সড়ক, ৭ মগবাজার, রমনা, ঢাকা কর্তৃক বিএসটিআই বাধ্যতামূলক পণ্য কেক, বিস্কুট, পাউরুটি, চানাচুর, ঘি, ফার্মেন্টেড মিল্ক (দই) এর অনুকূলে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ/নবায়ন ব্যতিত উক্ত পণ্যসমূহ বিক্রি এবং বাজারজাত করার ক্ষেত্রে লাইসেন্স সংক্রান্ত এবং নিমকি পণ্য এর মোড়কে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার এর বিষয়ে মিথ‌্যা তথ্য প্রদান করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন এর ৩০ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত প্রতিষ্ঠানটিকে টাকা ১০,০০০/- (দশ হাজার) মাত্র অর্থদন্ড প্রদান করে। একইসাথে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশনা মোতাবেক তাঁর উপস্থিতিতে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এসময় প্রাপ্ত পণ্যসমূহ এর ১(এক) টি করে নমুনা তালিকাপূর্বক আলামত হিসেবে জব্দ করা হয়।

বর্ণিত আদালত এ ২(দুই)টি প্রতিষ্ঠানে বিএসটিআই আইনে সর্বমোট টাকা ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।


আরও খবর



অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধিও সাথে সাথে পণ্যের বৈচিত্র্য সাধন হবে: তোফাজ্জল হোসেন

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৪২জন দেখেছেন

Image

এম আনোয়ার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন শেষে মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে পরিকল্পিত শিল্পায়নের অংশ হিসেবে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগকারীদের পরিষেবা প্রদানে অনেক চ্যালেঞ্জ থাকলেও বেজা তা সাফল্যের সাথে মোকাবিলা করে সকল সরকারী সংস্থার সাথে সুসমন্বয়ের মাধ্যমে পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ নিশ্চিত করছে। বুধবার (২০ সেপ্টেম্বর) মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। অর্থনৈতিক অঞ্চলের সামগ্রিক উন্নয়ন কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে তিনি আরো বলেন, অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধির সাথে সাথে পণ্যের বৈচিত্র্য সাধন হবে। সরকারের এই মেগা প্রজেক্টটি দ্রুততম সময়ে সফল করার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার আন্তরিকতা প্রয়োজন। তিনি বলেন, জমি বারদ্দ নিয়ে কারখানার কাজ শুরু না করায় ইতোমধ্যে একটি প্রতিষ্ঠানের জমি বরাদ্দ বাতিল করা হয়েছে। যেসব প্রতিষ্ঠান জমি বরাদ্দ নিয়ে কারখানা স্থাপনের কাজ করবে না পর্যায়ক্রমে তাদের জমি বরাদ্দ বাতিল করে নতুন বিনিয়োগকারীদের বরাদ্দ দেওয়া হবে। এই শিল্পনগর প্রতিষ্ঠা করার ক্ষেত্রে ১৩৯ টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা তাদের পুণর্বাসনের উদ্যোগ নিয়েছি। তাদের ঘর করে দেওয়ার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় শেষে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এশিয়ান পেইন্টস, মডার্ন সিনটেক্স, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ঘুরে দেখেন তিনি। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন বলেন, মিরসরাইয়ে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল ও শিল্পনগর নির্মিত হচ্ছে। এর ফলে এদেশে শিল্পায়নের অভূতপূর্ব বিপ্লব সাধিত হবে এবং জনগনের জীবনযাত্রার মান বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ পূরণ হবে।

তিনি উল্লেখ করেন, বিভিন্ন খাতের নানা শিল্প প্রতিষ্ঠান তাদের শিল্প স্থাপনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরকে বেছে নিচ্ছেন যা দেশের শিল্পায়নের পথে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এসময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব) শেখ ইউসুফ হারুন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক, বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, চট্টগ্রাম রেঞ্জের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বশর মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্ল্যাহ, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান ও মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।

প্রসঙ্গত, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ মিরসরাই, সীতাকুন্ড ও সোনাগাজী উপজেলায় প্রায় ৩৩ হাজার একর উপর “বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর” স্থাপন করছে। এ শিল্পনগরে এখন পর্যন্ত দেশী-বিদেশী প্রায় ১৯ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ প্রস্তাব অনুমোদিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ৫টি প্রতিষ্ঠান ইতোমধ্যে উৎপাদন শুরু করেছে। আরো ২১ টি শিল্প প্রতিষ্ঠান শিল্প স্থাপনের কাজ শুরু করেছে যা পর্যায়ক্রমে আগামী নভেম্বর ২০২৩ হতে উৎপাদন শুরু করবে। ইতোমধ্যে ১.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হয়েছে এবং এখন পর্যন্ত ৫ হাজার ৮৭০ জনের কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতে প্রায় ৮ লক্ষ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এই শিল্পনগরে।


আরও খবর



বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮০জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ডা. আধানম গ্যাব্রিয়াসুসের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘের সদর দপ্তরে দুজনের মধ্যে বৈঠক হয়।

‘বিশ্বাস, পুনর্গঠন ও বিশ্ব সংহতির পুনরুদ্ধার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন শুরু হয়েছে। সোমবার নিউইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে এই অধিবেশন শুরু হয়।

এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আন্তর্জাতিক উন্নয়ন ও জলবায়ু ইস্যুর পাশাপাশি প্রাধান্য পাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাধারণ সভার আলোচনা।

এবারের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের দেড় শতাধিক রাষ্ট্রপ্রধান যোগ দিচ্ছেন।

নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চপর্যায়ের প্রথম দিনের বিতর্কে যোগ দেবেন। ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ১টা থেকে দুপুর ২টার মধ্যে ভাষণ দেবেন তিনি।

এর আগে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে স্থানীয় সময় ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৫০ মিনিটে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




ড. ইউনূসকে নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৩০জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ মানবাধিকার কর্মীদের ভয়ভীতিপ্রদর্শন ও আইনি হয়রানি করা হচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কমিশনের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে জন্য পরিচিত এবং সম্মানিত নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস ও মানবাধিকার সংস্থা ‘অধিকারের’ দুই নেতাসহ বাংলাদেশের মানবাধিকার কর্মী এবং নাগরিক সমাজের সদস্যদের হয়রানি নিয়ে কমিশন খুবই উদ্বিগ্ন।

বিবৃতিতে বলা হয়, ‘এমন পরিস্থিতিতে বাংলাদেশের সব মানুষের কল্যাণ ও সুরক্ষায় মানবাধিকার কর্মী এবং অন্যান্য নাগরিক সমাজের প্রতিনিধির কাজের নিরাপদ পরিবেশ তৈরির জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।’

এতে আরও বলা হয়, ইউনূস প্রায় এক দশক ধরে হয়রানি ও ভয়ভীতির কবলে রয়েছেন। তিনি দুই মামলায় বিচারাধীন রয়েছেন। এই বিচারে তাঁর কারাদণ্ডও হতে পারে। দুটি মামলার মধ্যে একটি শ্রম আইন লঙ্ঘনের ও অপরটি দুর্নীতির অভিযোগ।

‘ড. ইউনূস আদালতে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পাবেন। কিন্তু এর মধ্যে তার বিরুদ্ধে, বিশেষ করে সরকারের উচ্চপর্যায় থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে তা যথাযথ প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানের ন্যায়বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করবে বলে আমরা উদ্বিগ্ন।’

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকিসহ শ্রম আইনে বেশ কয়েকটি মামলা চলছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর দাবির একটি মামলা চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে গিয়েও হেরে গেছেন ইউনূস। এর মধ্যে ১২ কোটি ৪৬ লাখ ৭৬ হাজার ৬০৮ টাকা কর পরিশোধও করেছেন তিনি।

এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর। সর্বশেষ গত ২৮ আগস্ট তার বিরুদ্ধে নতুন করে ১৮টি মামলা হয়।

ওই ঘটনায় নোবেলজয়ীসহ বিশ্বের শতাধিক বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ড. মুহাম্মদ ইউনূসকে বিচারের নামে হয়রানি না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে চিঠি ও বিবৃতি দিয়েছেন। চিঠিটির শুরুতেই অবশ্য দেশের নির্বাচনের প্রসঙ্গ টেনে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের আহ্বানও জানানো হয়।

বিবৃতিতে রাভিনা শামদাসানি আরও বলেন, মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর নেতা আদিলুর রহমান খান ও নাসিরউদ্দিন এলানের বিরুদ্ধে মামলাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এগুলোর রায় আগামী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। ১০ বছর আগে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ করা হয়েছে। উভয়কেই হয়রানি ও ভয়ভীতি দেখানো হয়েছে এবং তাঁদের প্রতিষ্ঠানের লাইসেন্সও নবায়ন করতে দেওয়া হয়নি। 

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান নিয়ে তথ্য বিকৃতির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে তাঁদের বিরুদ্ধে এ মামলা করা হয়। ওই সমাবেশে রাত্রিযাপনের ঘোষণা ছিল সংগঠনটির নেতাদের। তাঁদের সেখান থেকে সরিয়ে দিতে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ওই অভিযানে ৬১ জন নিহত হয় বলে দাবি করেছিল অধিকার। তবে সরকারের ভাষ্য মতে, সেই রাতের অভিযানে কেউ মারা যায়নি। 

শাপলা চত্বরে ওই ঘটনায় গুলশান থানার মামলায় ওই বছরের ৪ সেপ্টেম্বর ঢাকার আদালতে আদিলুর ও এলানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ঢাকার সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় এই দুই আসামি জামিনে আছেন। 

নাগরিক সমাজের নেতারা, মানবাধিকার রক্ষক এবং অন্য ভিন্নমতালম্বীদের আইনি হয়রানি বাংলাদেশের নাগরিক ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক লক্ষণ। এসব মামলা বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে বড় পরীক্ষা। 

বিবাদী পক্ষের ন্যায়বিচার নিশ্চিতে এসব মামলা যথাযথ প্রক্রিয়ায় পরিচালনা ও কঠোর পর্যালোচনা নিশ্চিত করতে বিচার বিভাগীয় কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন হাইকমিশনার ভলকার তুর্ক।

বিবৃতিতে আরও বলা হয়, আপত্তিকর ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করে সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের বিষয়টিও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নতুন আইনে কারাদণ্ডের বদলে জরিমানার বিধান করা হচ্ছে ও জামিনের সুযোগ বাড়াবে। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতা দমনে এই আইনের অপব্যবহার রোধের বিষয়টিও সংসদকে বিবেচনায় নিতে হবে।


আরও খবর

আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন

বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩




মধুপুরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৪জন দেখেছেন

Image

বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল :টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন রানিয়াদ ফুলবাড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে মোফাজ্জল হোসেন রুবেল(২৯) বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গেছেন। মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে এই মর্মান্তিক র্দুঘটনাটি ঘটে। 

তার পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে ধানের জমিতে ছোট মটর দিয়ে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক  তার লিকেজ হয়ে শক খেয়ে পুকুরে পড়ে যায়।পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর