Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

যশোরের শার্শায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সেমিনার

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১৫৫জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান শার্শা,যশোর প্রতিনিধি:যশোরের শার্শায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা ইতিহাস শুনানো ও কুইজ প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার সময় শার্শা উপজেলা কমপ্লেক্স অডিটরিয়াম ভবনে সেমিনারের আয়োজনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠানটি করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। শার্শা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক (প্রশাসন ও অর্থ), যুগ্ম-সচিব শাহ আলম সরদার। শার্শা উপজেলা নির্বাহি কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের পরিচালক, উপ-সচিব, ড. মোহাম্মদ নুরুল আমিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে নতুন প্রজন্মের কাছে যশোর- কোলকাতা সড়কের নামকরণসহ মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস তুলে ধরেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন শার্শা উপজেলামুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, বেনাপোল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার, লক্ষণপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ও বাগআঁচড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন। পরে, আলোচ্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।




আরও খবর



কালিয়াকৈরে যাত্রী বেশে বাসে আগুন

প্রকাশিত:সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৬৮জন দেখেছেন

Image

সাগর আহম্মেদ,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:বিএনপি’র অষ্টম দফায় ডাকা হরতাল অবরোধের প্রথম দিনে গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত ট্রাকে এবার একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা যাত্রী বেশে ওই বাসে আগুন দিয়েছে। বোরবার রাঁতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ইউসুফ পরিবহনের একটি বাস টাঙ্গাইল যাচ্ছিল। যাওয়ার পথে বাসটি রাঁত পৌণে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা এলাকায় পৌঁছে। এসময় এক নারীসহ ১০-১২জন যাত্রী অল্প বয়সের যাত্রী ওই বাসে উঠেন। পরে যাত্রী নিয়ে কিছুদুর চন্দ্রা ফ্লাইওভার এলাকা পার হওয়ার আগেই বাসে থাকা নারী আগুন আগুন বলে চিৎকার করে। আগুন দেখে তাৎক্ষণিকভাবে সব যাত্রী চালক বাস থেকে নেমে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে আগুনে সম্পূর্ন বাসটি পুড়ে যায়। এতে কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আতাউর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে সম্পূর্ন বাসটি পুড়ে যায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, আগুনে বাসটি পুড়ে গেছে। এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় রডবোঝাই চলন্ত একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় চালক ও তার হেলতার অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেওতারা দুজনই আগুনে দ্বগ্ধ হন।


আরও খবর



গাবতলীর মহিষাবান মাদ্রাসায় সভাপতি হলেন মাহমুদুল

প্রকাশিত:মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৪৬জন দেখেছেন

Image

(বগুড়া) প্রতিনিধিঃবগুড়া গাবতলীর মহিষাবান সরকারপাড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মাহমুদুল হাসান মোহন। মঙ্গলবার কমিটির গঠনের লক্ষ্যে মাদ্রাসার কক্ষে এক আলোচনা সভা নির্বাচনের প্রিজাইডিং অফিসার এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নব-নির্বাচিত প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য, অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিগণ। সভায় সর্বসম্মতিক্রমে তরুন সমাজসেবক মাহমুদুল হাসান মোহনকে আগামী ২বছরের জন্য সভাপতি নির্বাচিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার আব্দুল কাদের, প্রতিষ্ঠাতা সদস্য জয়নাল আবেদীন, দাতা সদস্য শেফালী বেগম, অভিভাবক সদস্য ফজলুল রহমান, মাসুম সরকার, তারাজুল, গোফ্ধসঢ়;ফার আলী প্রাং, শাফলা বেগম, শিক্ষক প্রতিনিধি সহিদুল ইসলাম, খায়রুজ্জামান ও নুশরাত জাহান।


আরও খবর



আওয়ামী লীগ তরুণদের কাছে জনপ্রিয় দল: জয়

প্রকাশিত:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৭৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের তরুণদের কাছে সবচেয়ে জনপ্রিয় দল হলো আওয়ামী লীগ। দেশে যে পরিমাণ উন্নয়ন আওয়ামী লীগ করেছে, এটা বাংলাদেশের ইতিহাসে হয়নি। আর কেউ কল্পনা করতে পারে না এত অল্প সময় বাংলাদেশে এত এগিয়ে আসবে। এটা একমাত্র আওয়ামী লীগ সরকার করে দেখিয়ে দিয়েছে। তার জন্য তরুণরা আওয়ামী লীগকে ভালোবাসে।

শুক্রবার (১ নভেম্বর) রাতে একটি হোটেলে ‌এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সজীব ওয়াজেদ জয় বলেন, ১৯৭৫ এর পর ক্ষমতায় এসে ইতিহাস বিকৃত করেছে বিএনপি-জামায়াত। ইউরোপের ১৩টি দেশে আইন আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বিকৃত করা যাবে না। সেটা করলেই সেই আইনে জেল হবে। আপনি যদি ইউরোপে গিয়ে হলোকাস্ট নিয়ে বিকৃতি করেন, আপনার জেল হবে। এটা তাদের আইন। আমরাও সেই আইন করেছি। একাত্তরের স্বাধীনতার চেতনার ইতিহাস বিকৃত করা হলে সেটার সাজা হচ্ছে জেল।

তিনি বলেন, বিএনপি জামায়াতের সময় বিশ্বে দুর্নীতিতে বাংলাদেশ ছিল চ্যাম্পিয়ন। সেখান থেকে আমারও অনেক দূর এগিয়ে এসেছি। বাস্তব কথা হচ্ছে, অনেকে এখন দুর্নীতি নিয়ে চিন্তিত, দুর্নীতি নেই আমি অস্বীকার করব না। তবে বাংলাদেশে যদি সেই রকম দুর্নীতি থাকত, আজকে এত দ্রুত সব প্রজেক্ট করা সম্ভব হত না। বাস্তব কথা, আপনি যদি যুক্তরাষ্ট্রে যান, ইউরোপে যান, নরওয়েতে যান, সেখানে কি দুর্নীতি নেই? অবশ্যই আছে। তবে অনেকটা কম।

জয় বলেন, আমরা কারো পক্ষে যেতে চাই না। আমরা সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাই। ভারত বলেন, চায়না বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, রাশিয়া বলেন, ইউরোপ বলেন, সবার সঙ্গে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই, বাণিজ্য করতে চাই। আমাদের মূল টার্গেট হচ্ছে বাণিজ্য। কারো পক্ষে গিয়ে বাণিজ্যের ক্ষতি করতে চাই না।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান আমলে আমাদের একটা কালো দাগ ছিল। আজকে যারা মানবাধিকারের কথা বলে, তারা এই কথা বলে না যে- জিয়াউর রহমানের আমলে বিএনপি তখন বিচার ছাড়া কত শত শত মানুষ হত্যা করেছে। জিয়াউর রহমান স্বৈরাচার ছিল, খুনি ছিল। আমরা বিচার করার চেষ্টা করছি। এটা একটা কঠিন ব্যাপার, কারণ- কোনো রেকর্ড নাই, তারা সব মুছে ফেলেছে। তবে বিচার করার চেষ্টা করে যাচ্ছি।


আরও খবর



ডেমরায় গ্যাসের দাবিতে মানববন্ধন

প্রকাশিত:রবিবার ০৩ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ১২৩জন দেখেছেন

Image

নাজমুল হাসানঃরাজধানীর ডেমরা থানাধীন ৬৮ নং ওয়ার্ড পশ্চিম টেংরা এলাকায় দীর্ঘ দুই বছর গ্যাস সংকটে রয়েছে ৪০০ পরিবার। ভুক্তভোগীরা গত ২ ডিসেম্বর ডেমরা প্রেসক্লাবের সহযোগিতায় ও এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গ্যাস সমস্যা সমাধানে বৃহৎ মানববন্ধন পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সফল মেম্বার মোঃ জসিম উদ্দিন মজুমদার, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, মফিজুল ইসলাম, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, সোহরাব হোসেন, মাওলানা আশিক, মোঃ  মাহবুব, ওয়াহিদ উদ্দিন, হাজী নুরুল কবির, টিপু সুলতান, আব্দুল আলিম, ডেমরা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সেলিম নিজামী সহ-সভাপতি হুমায়ুন কবির ও বিমল সরকার, এই সময় ভুক্তভোগী বক্তারা বলেন দীর্ঘ গ্যাস সংকটে আমাদের কোমলমতি শিশুরা সকালে নাস্তা না খেয়ে স্কুলে যেতে হচ্ছে, সরকারি বেসরকারি চাকরিজীবীরা নাস্তা ও দুপুরের  খাওয়া খেতে না পেরে আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা সরকার নির্ধারিত গ্যাসের দাম নিয়মিত পরিশোধ করলেও গ্যাস পাচ্ছি না যা অমানবিক এবং আমরা মনে করি এইটা আমাদের সাথে তিতাস কর্তৃপক্ষ অন্যায় আচরণ করছে। বক্তব্য প্রধান কালে জসীমউদ্দীন মজুমদার, সেলিম নিজামী, মফিজুল ইসলাম,ও ইঞ্জিনিয়ার আশিকুর রহমান বলেন সংকট সমাধানের লক্ষ্যে আমরা ১৬/১ /২০২২ তারিখে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড হেড অফিসে ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের লিখিত দরখাস্তে  দিয়েও কোন সুফল পাইনি। ভুক্তভোগীরা আরও বলেন সরকার জনগণের কল্যাণে নাগরিক সকল সুযোগ সুবিধা দিলেও আমরা পশ্চিম টেংরা বাঁশী এতই অবহেলিত যে, দেশে পর্যাপ্ত গ্যাস থাকা সত্ত্বেও সেই সেবা থেকে বঞ্চিত। অবিলম্বে এই সমস্যার সমাধান চাই অন্যথায় ডেমরা তিতাস অফিস ঘেরাও সহ মহাসড়ক বন্ধ করে এই সংকট সমাধান করে ছাড়বো ইনশাল্লাহ। দরখাস্তকারী ইঞ্জিনিয়ার আশিকুর রহমান বলেন ১৮-১-২২ যে দরখাস্ত দিয়েছি তার স্মারক নং ৪৭৩৪ নথি নং ২৮১৩০০০০৩০১৩৪০০৮-২২এর প্রেক্ষিতে ১৩/৯/২০২২ মতিঝিল এম ডি এস দক্ষিণ শাখার টিম সরোজমিনে এসে সংকটটি চিহ্নিত করে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিলেও অদৃশ্য কারণে দীর্ঘদিনেও তা বাস্তবায়িত হয়নি। এ বিষয়ে তিতাস গ্যাস ডেমরা শাখার ডি আর এস মামুনুর রশিদ ও মতিঝিল সাবস্টোনিং ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন ফকির বলেন আমরা জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি অতি শীঘ্রই উল্লেখিত এলাকার সমস্যা সমাধান হবে।


আরও খবর

ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩




শার্শা প্রেসক্লাবের সভাপতি ইয়ানুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম রেজা

প্রকাশিত:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৬৪জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :যশোরের শার্শা প্রেসক্লাবের বিগত কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগামী ৩ বছরের (২০২৪-২০২৬) জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) শার্শার অস্থায়ী কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে সম্প্রতি বাহাদুরপুর মেদের মাঠে বনভোজনের এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৩ বছরের জন্য ২১ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়।

কমিটির সদস্যরা হলেন, সভাপতি হলেন মোঃ ইয়ানুর রহমান (দৈনিক ভোরের কাগজ, দৈনিক অবজারভার ও দৈনিক স্পন্দন), সিনিয়র সহ- সভাপতি মোঃ হেদায়েত উল্লাহ (দৈনিক নওয়াপাড়া), সহ-সভাপতি (মোঃ আজিজুল ইসলাম), সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা (বিজয় টিভি), সহ-সম্পাদক মোঃ আক্তরুজ্জামান (দৈনিক স্পন্দন), সাংগঠনিক সম্পাদক এম ওসমান গনি (দৈনিক জনতা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আসাদুর রহমান আসাদ (দৈনিক গ্রামের কন্ঠ), দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রহমান ( গ্রামের কাগজ), গণ সংযোগ বিষয়ক সম্পাদক আলহাজ¦ মোঃ মোরাদ হোসেন (দৈনিক ক্রাইম ওয়াচ), ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোঃ হাসানুজ্জামান হাসান (দৈনিক সোনালী খবর), নির্বাহী সদস্য মাও: মোঃ আনোয়ারুল কবির (দৈনিক সোনালী খবর), শেখ কাজিম উদ্দিন (দৈনিক ভোরের কাগজ, দৈনিক স্পন্দন), আব্দুল্লাহ আল-মামুন (সাপ্তাহিক গ্রামের সংবাদ), মোঃ আসরাফুল ইসলাম ( দৈনিক যায়যায়দিন), মোঃ সাইদুর জামান রাজা (সাপ্তাহিক গ্রামের সংবাদ), মোঃ জুলফিকার আলী (দৈনিক কল্যাণ), সহযোগি সদস্য মোঃ মেহেদি হাসান তুহিন ( প্রথম সুর্যোদয়), মোঃ তরিকুল ইসলাম (দৈনিক ভোরের আওয়াজ), মোঃ হাবিবুর রহমান (আনন্দ টেলিভিশন), মোঃ আতিয়ার রহমান (দৈনিক বাংলাদেশের আলো)। এছাড়া শার্শা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক মঞ্জু, উপদেষ্টা সদস্য প্রভাষক মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ কবির উদ্দিন তোতা ও মোঃ আব্দুল মুননাাফ।


আরও খবর