Logo
আজঃ বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ধর্ষণের পর হত্যার যশোর রেললাইনে লাশ ফেলে যায় আঁখির সৎ বাবা

প্রকাশিত:মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৯০জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান : যশোরের বারীনগরে আফিল ফিলিং স্টেশনের পেছনের রেললাইন থেকে উদ্ধার হওয়া যুবতীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে যায় তার সৎ বাবা। মেয়েটির নাম আঁখি। নিহত আখির বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার দড়িয়াপাড়া গ্রামে। ডিবি পুলিশের জালে তার সৎ পিতা মিন্টু আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে লাশ উদ্ধার হয়।

ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, এ ঘটনার সাথে জড়িত সৎ বাবাকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

উল্লেখ্য, সোমবার সকালে যশোর সদর উপজেলার বারীনগর বাজারের আফিল ফিলিং স্টেশনের পেছনের রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশ শনাক্তের পর ঘাতক সৎ বাবা মিন্টুকে পুলিশ আটক করেছে।


আরও খবর



প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

প্রকাশিত:মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৩৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশের নিয়ন্ত্রণকারী পাঁচ দেশের জোট ব্রিকস সম্মেলনে যোগ দিতে গত ২২ আগস্ট রাতে জোহানেসবার্গে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা এ সম্মেলনে যোগ দেন।

সম্মেলন শেষে গত রোববার সকাল ৮টা ৩১ মিনিটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।


আরও খবর

৩ দিনের ছুটিতে দেশ

বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩




হোমনায় গ্রীষ্মকালীন ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১০৪জন দেখেছেন

Image

মোর্শেদুল ইসলাম শাজু হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:হোমনা কুমিল্লার হোমনায় ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল (বালক ও বালিকা) ফাইনাল খেলা এবং অন্যান্য ইভেন্ট প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বালক ও বালিকা দলের ফুটবল ফাইনাল এবং পুরষ্কার বিতরণ অনু্িধসঢ়;ষ্ঠত হয়। এর আগে কুমিল্লা -০২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ ভিডিও কলের মাধ্যমে এর উদ্বোধন করেন। প্রথমে বিকেল ৩টায় দুলালপুর চন্দ্রমণি উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল একাদশ রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়কে টাই ব্রেকারে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে বিকেল সাড়ে ৪ টায় একই মাঠে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় বালক ফুটবল একাদশ কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগমের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও ক্ষেমালিকা চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আদর্শ উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মহাসীন সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আফরোজ, একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম প্রমুখ। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক, ছাত্র-ছাত্রী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কয়েক হাজার দর্শক ফুটবল খেলা উপভোগ করেন।


আরও খবর



পোরশায় বজ্রপাতে জেলের মৃত্যু

প্রকাশিত:রবিবার ২৪ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ৮১জন দেখেছেন

Image

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রফিকুল ইসলাম(৫০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। রফিকুল ইসলাম উপজেলার নিতপুর ইউপির চকবিষ্ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। জানা গেছে, শনিবার বিকালে রফিকুল ইসলাম পুনর্ভবা নদীতে জাল নিয়ে মাছ ধরতে যায়। নদীতে মাছ ধরার সময় আকাশ মেঘলা হয়ে বৃষ্ঠি শুরু হয়। এক পর্যায়ে আকাশে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ব্যাপারে নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক বজ্রপাতে রফিকুল ইসলাম মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।


আরও খবর



ফ্রান্স থেকে এয়ারবাস কেনা নিয়ে আ.লীগকে একহাত নিলেন ফখরুল

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১১৪জন দেখেছেন


আরও খবর



স্টেশনের মধ্যেই ফায়ার সার্ভিস কর্মকর্তার জুয়ার আসর: শাস্তি মূলক বদলি

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ১৫৩জন দেখেছেন

Image

গাজীপুর প্রতিনিধি :গাজীপুর মহানগরীর কোনাবাড়ি সারাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ভেতরে স্টেশনের ফায়ার লিডার শাহজাহান এর নেতৃত্বে নিয়ামতি বসতো জুয়ার আসর। ফায়ার স্টেশনে স্থানীয় জুয়ারিদের যাতায়াত ছিল দিন রাত। নিয়মিত ওই জুয়ার আসরে লাখ লাখ টাকার জুয়া খেলা হতে হলে জানা গেছে।

ওই স্টেশনের ফায়ার লিডার শাহজাহান এর বিরুদ্ধে পাওয়া গেছে এমন গুরুতর অভিযোগ। ফায়ারসার্ভিসের ভেতরে প্রকাশ্যে জুয়া খেলার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সংবাদকর্মীদের মধ্যে। ওই ভিডিও ফুটেজে দেখা যায় কোনাবাড়ি সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের লিডার শাহজান এই জুয়া খেলার নেতৃত্ব দিচ্ছেন। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জুয়ার আসর বসানোর ওই ঘটনায় স্টেশনের অন্য কোন কর্মকর্তা অথবা ফায়ার কর্মী জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ফায়ার সার্ভিসের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, ভবিষ্যতে কোথাও এমন কোন তথ্য পেলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে।

তবে ওই স্টেশনের দায়িত্বে থাকা কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ফায়ারসার্ভিস অফিসের ভেতরে জুয়া খেলার কোন সুযোগ নেই, তবে এধরনের ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এই ঘটনার পরপরই স্টেশনের মধ্যে জুয়ার আসর বসানো নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা শাজাহানকে শাস্তিমূলক বদলি করা হয়েছে বলে জানা গেছে।

তবে কোনাবাড়ি সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ তাশারফ হুসেন জানান, ফায়ারসার্ভিস অফিসের মধ্যে এধরণের কাজ করার কোন সুযোগ নেই। তবে যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর