Logo
আজঃ শনিবার ০৪ মে ২০২৪
শিরোনাম

যশোর বোর্ডের বিশেষ চাহিদা সম্পন্ন ৮০ এসএসসি পরীক্ষার্থীকে অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ

প্রকাশিত:বুধবার ১৪ ফেব্রুয়ারী ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৪ মে ২০২৪ | ১৯৬জন দেখেছেন

Image

ইয়ানূর রহমান শার্শা,যশোর প্রতিনিধি:আসন্ন এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের বিশেষ চাহিদা সম্পন্ন ৮০ পরীক্ষার্থী পাচ্ছে নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত ৩০ মিনিট। এই অতিরিক্ত সময় নিশ্চিত করতে কেন্দ্র সচিবদের নির্দেশ দেয়া হয়েছে। এক্ষেত্রে ব্যত্যয় ঘটলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ।

বোর্ড সূত্র জানায়, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের মতো পরীক্ষা দিতে পারে না। শারীরিক সমস্যার কারণে তাদের পরীক্ষা দিতে বেশি সময় দরকার হয়। ওই সব শিক্ষার্থীদের অভিভাবকেরা কেন্দ্র সচিবের মাধ্যমে শিক্ষা বোর্ডে আবেদন করায় তাদের অতিরিক্ত ৩০ মিনিট সময় দেয়া হবে।

অতিরিক্ত সময় বরাদ্দ পাওয়া পরীক্ষার্থীরা হলো, যশোর সম্মিলনী ইনস্টিটিউশনের শেখ জিহাদ আহম্মেদ, কুষ্টিয়া সাহিত্যিক মীর মশাররফ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের আবু তাহমীদ নাফি, যশোর সেবা সংঘ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অনামিকা ইসলাম ইরা, শার্শার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের হিমা রানী ও আমিন ইতু, চুয়াডাঙ্গা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের তুহিন আলী, সাতক্ষীরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী তাজবী আহম্মেদ লাবীব, ঝিনাইদহ মহেশপুর পাথরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী খালিদ হাসান, মহেশপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আলিনা খাতুন, বাগেরহাট শাহ আউলিয়া বাগ মল্লিক মহসিন মাধ্যমিক বিদ্যালয়ের রেসমা খাতুন, খুলনা খালিশপুর পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী বিদীপ্তা বিশ্বাস তুলি, সাতক্ষীরা নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সারমীন সুলতানা, বাগেরহাট শহীদ নায়েক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের আবু তাহের ও শেখ আলামিন হোসেন জোতি, সাতক্ষীরার দেবহাটা সখীপুর মাধ্যমিক বিদ্যালয়ের আবীর হোসেন, সাতক্ষীরা কালিগঞ্জ নলতা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী শামীমা আক্তার ও প্রবীর সরকার, সাতক্ষীরা কালিগঞ্জ তারালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাপ্তি সরকার ও উর্মি দাস, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা জগন্নাথপুর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের নয়ন আলী, খুলনা ডুমুরিয়া চেঁচুড়ী কাছারীবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের নুসরাত জাহান সিমু ও মুনিয়া খাতুন, নড়াইল লোহাগড়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী নবনী ইসলাম, খুলনা লায়ন্স স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী সপ্তমী হাওলাদার, যশোর মণিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শাফায়েত আহমেদ জিম, খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ফাহিম আবরার জাওয়াদ, হালিয়া বিনোদ বিহারী মাধ্যমিক বিদ্যালয়ের তন্ময় মন্ডল, হালিয়া বিনোদ বিহারী মাধ্যমিক বিদ্যালয়ের অভিজিৎ মহলদার, লোহাগড়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বাইজিদ হোসেন, সাতক্ষীরা রোস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হাজেরা খাতুন ও আনিসা আক্তার রুহি, কুষ্টিয়া খলিষা কুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের এম কে এস মাহমুদুর রহমান ও হাবিবুর রহমান, নড়াইল লোহাগড়া আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের আসিব শেখ, চুয়াডাঙ্গা আলীযারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আখিতারা, সাতক্ষীরা নেংগী মাধ্যমিক বিদ্যালয়ের আজমিরা আখতার, চুয়াডাঙ্গা কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের  আহাদ আলী ফারাজী, খুলনা কলেজিয়েট স্কুলের কাজী রাইতা বিনতে মুক্তাদির, সাতক্ষীরা রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইতি সুলতানা, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জেবা তাসনিয়া, বাগেরহাট চুলকাটি ঘন শ্যামপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সংগিতা বিশ্বাস ও সুমিতা রানী নন্দি,বাগহেরট বাঐডাঙ্গা ব্রজলাল মাধ্যমিক বিদ্যালয়ের ফাতেমা খাতুন, বঙ্গ বন্ধু সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আসমা উল হুসনা, কুষ্টিয়া শোমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের কে. এম. তাওহিদ মাহমুদও  নেছার উদ্দীন শেখ, কেন্দ্র : শোমসপুর-৩৮৭, কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হিরা রায়া, কয়রা বামিয়া মডেল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস আঁখি ও ফারজানা আক্তার টুকটুকি,সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী তাজবী আহমেদ লাবিব ও রাফিদ উল আলম, ঝিনাইদহ পার-মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের আল আমিন, রূপসা জে. কে. এস. মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বাবী নিপা, বাঘারপাড়ার পাড়কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের অনন্যা খাতুন, মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের রূপা দত্ত, নড়াইল দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শেখ মেজবাহ উদ্দীন, ডুমুরিয়া কুলটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চৈতি মন্ডল,নড়াইল লক্ষীপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সৈয়দ রায়হান হোসেন, সাতক্ষীরা কুমিরা মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের তমা ঘোষ, যশোর বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ময়ুরী খাতুন, বাগেরহাট দৈবজ্ঞহাটি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফাহবিন রেজা সারাহ, ফুলতলা আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরীক্ষার্থী রীমি ঢালী, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের জাহিন আহবাব জোয়ার্দ্দার, অভয়নগর সুন্দলী সৈয়দপুর ট্রাস্ট স্কুল এন্ড কলেজের লীমা রায় ও সৈকত বাড়ৈ, মণিরামপুর কাশিমনগর মাধ্যমিক বিদ্যালয়ের ওমর ফারুক, সাতক্ষীরা কালীগঞ্জের মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ আলম, সাতক্ষীরা ঋশিল্পী সেন্টার স্কুেলর সিয়াম সামী, কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাকিব মাহমুদ শামস্, সাতক্ষীরা শাহাপুর সিরাজ উদ্দীন গাজী স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী কেয়া খাতুন, ফকিরহাট মুলঘর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলি খাতুন, নড়াইল কালিয়া দি পাটনা একাডেমীর আব্দল্লাহ আল মামুন খান, কুষ্টিয়া দৌলতপুর পিপুল বাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের নাহিদ হাসান ও সিনহা খাতুন উমি, শৈলকুপা আউশিয়া আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী পারভেজ ও রুরায়েত ইসলাম সিফাত, হরিণাকুন্ডু চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের রীমা খাতুন, নবোদয় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তৃষ্ণা মন্ডল ও বর্ষা খাতুন।

বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব এ ব্যাপারে বলেন, সমাজসেবা অধিদপ্তরের সার্টিফিকেটের ভিত্তিতে বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীর অভিভাবকেরা কেন্দ্র সচিবের মাধ্যমে আবেদন করেন। আবেদন করলে আমরা সময় বৃদ্ধি করে দিই। এটি বাস্তবায়নে কেন্দ্র সচিবদের নির্দেশ দেয়া হয়। কোনো কেন্দ্র সচিব এ নির্দেশ না মানলে ব্যবস্থা নেয়া হবে।


আরও খবর



সাজেকে ট্রাক খাদে, ৬ শ্রমিক নিহত

প্রকাশিত:বুধবার ২৪ এপ্রিল 20২৪ | হালনাগাদ:শনিবার ০৪ মে ২০২৪ | ৬১জন দেখেছেন

Image

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাঙামাটির সাজেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে যায়। এতে ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন।

এ দুর্ঘটনা ঘটে সাজেক ইউনিয়নের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি টিলা এলাকায়।

শিরিন আক্তার বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সাজেক উদয়পুর সীমান্ত সড়কে একটা ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন শ্রমিক মারা যান। এসময় আরও ৮ জন শ্রমিক আহত হয়েছেন।

পরে সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।


আরও খবর



‘আদম’ সিনেমার তরুণ নির্মাতার হঠাৎ মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৪ মে ২০২৪ | ১৩৯জন দেখেছেন

Image
মারুফ সরকার, স্টাফ রিপোর্টার:গত বছর ‘আদম’ নামের একটি ছবি মুক্তি দিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। এরপর আরও কয়েকটি ছবিও নির্মাণে হাত দিয়েছিলেন। তবে দুঃখজনক হলেও সত্যি এর মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন তরুণ নির্মাতা আবু তাওহীদ হিরণ। সোমবার (১৫ এপ্রিল) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৩৮ বছর।

রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় মৃত্যু হয় এই তরুণ নির্মাতার। বিষয়টি নিশ্চিত করেছেন বাসাটির কেয়ারটেকার গাজী নজরুল ও হিরণের প্রতিবেশী ইকরাম। ওই বাসাটির দ্বিতীয় তলায় তরুণ এই পরিচালক ভাড়া থাকতেন। গাজী নজরুল জানান, আজ সকাল ৬টার দিকে হিরণ তাকে কল দিয়ে জানান, তিনি স্ট্রোক করেছেন। পরে দ্রুত নজরুল ওপরে ছুটে যান। তবে রুম ভেতর থেকে বন্ধ থাকার কারণে তিনি রুমে ঢুকতে ব্যর্থ হন। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকলে তাকে মৃত অবস্থায় পান।

ঢাকায় হিরণের পরিবারের তেমন কেউ নেই বলে জানা গেছে। তবে ইতোমধ্যে তার খুলনার বাড়িতে খবর দেয়া হয়েছে। শিগগির তার মরদেহ খালিশপুরে নিয়ে যাওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।

চলচ্চিত্র নির্মাণ নিয়ে অনেক স্বপ্ন ছিল আবু তাওহীদ হিরণের। প্রবল চেষ্টায় বানিয়েছিলেন ‘আদম’ ছবিটি। যেখানে অভিনয় করেছেন ইয়াশ রোহান, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিমের মতো অভিনয়শিল্পী। গত বছরের রোজার ঈদে এটি মুক্তি পায়।

এরপর হিরণ নির্মাণ করেছেন ‘রং রোড-অধ্যায় আদুরী’ নামের একটি ছবি। যেটির নাম ভূমিকায় আছেন মানসী প্রকৃতি। এটি মুক্তির অপেক্ষায় রয়েছে। গত বছরের নভেম্বরে আরও একটি ছবির ঘোষণা দেন এই তরুণ। ‘দ্য পাপ্পি’ নামের সেই ছবির গল্প কুকুরকে ঘিরে। কিন্তু কাজ আর সেরে যেতে পারলেন না।

আরও খবর



দেশজুড়ে ৩ দিনের হিট অ্যালার্ট জারি

প্রকাশিত:শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৪ মে ২০২৪ | ১০১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে এবং তা অব্যাহত থাকতে পারে৷ তাই দেশে তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।

দেশের ওপর দিয়ে চলমান তাপ প্রবাহ আজ (১৯ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সতর্কবার্তায়। এছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শনিবার (২০ এপ্রিল) সকাল পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার সকাল থেকে রোববার (২১ এপ্রিল) সকাল পর্যন্ত ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থয়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

রোববার সকাল থেকে সোমবার (২২ এপ্রিল) সকাল পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।


আরও খবর



মাগুরায় সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

প্রকাশিত:শুক্রবার ০৩ মে ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৩ মে ২০২৪ | ২১জন দেখেছেন

Image
স্টাফ রিপোর্টার মাগুরা থেকে:মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের তল্লাবাড়িয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বাবুখালী ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে জান্নাত (১৭) নিহত হয়েছে। আহত হয়েছে সদরের বরুনাতৈল গ্রামের মিজানুর রহমানের ছেলে ওসমান (১৬)। বৃহস্পতিবার দুপুরে এই দূর্ঘটনা ঘটে।

আরও খবর



কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময়

প্রকাশিত:বুধবার ২৪ এপ্রিল 20২৪ | হালনাগাদ:শুক্রবার ০৩ মে ২০২৪ | ৬৭জন দেখেছেন

Image
কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ২৩ এপ্রিল ২০২৪ ইং মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত হয় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে প্রার্থীগণের সাথে মতবিনিময় সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া মো: এহেতেশাম রেজা। সভায় আরও উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া, জেলা নির্বাচন অফিসার, কুষ্টিয়া, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য ৮ মে সারাদিন নির্বাচনে প্রতিক বরাদ্দ পেলেন যারা , চেয়ারম্যান পদে মোঃ আতাউর রহমান আতা (আনারস), মোঃ আবু আহাদ আল মামুন (মোটর সাইকেল), ভাইস চেয়ারম্যান পদে আবু তৈয়ব বাদশা (পালকি), মোঃ জাকির হোসেন (টিয়া পাখী), মহিলা ভাইস চেয়ারম্যান লতা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত।

আরও খবর