
সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীর তীর রক্ষার বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ করতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজের ৩ দিন পর শ্রমিক আকোব্বর আলী (৬০) লাশ উদ্ধার করেছে চৌহালী নৌ পুলিশ।
সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীর তীর রক্ষার বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ করতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজের ৩ দিন পর শ্রমিক আকোব্বর আলী (৬০) লাশ উদ্ধার করেছে চৌহালী নৌ পুলিশ।
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
আব্দুল হান্নান,নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের নুরপুরে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) নামক একটি মানবাধিকার সংস্থার সভাপতি সম্পাদকের বিরুদ্ধে খালি ষ্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। জানা গেছে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বাসক) এর সভাপতি নুরপুর গ্রামের মোঃআবুল কাশেম ও সম্পাদক মো: রফিক চিশতী,সদস্য কায়েশ রাজা ও বিলকিছ বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি দায়ের করেন একই গ্রামের মোঃ আছমত আলীর স্ত্রী রাবিয়া বেগম।মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে রাবিয়া বেগমের ছেলে রাসেল মিয়া বিলকিছের ছেলেকে এক বছর পূর্বে সৌদি আরব পাঠায়। সেখানে ওই ছেলে অশান্তিতে রয়েছে বলে বাংলাদেশ আইন সহায়তা কার্যালয়ে নুরপুর এলাকায় অভিযোগ করেন বিলকিস বেগম।পরে এ নিয়ে বাসক এর সভাপতি আবুল কাশেম, সম্পাদক মো: রফিক চিশতী, স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে রাবিয়া বেগম কে তাদের কার্যালয়ে ডেকে আনা হয়।
বিষয়টি সমাধানের চেষ্টা চলে।ওই দিন সমাধান হয়নি।পরবর্তী তারিখে রাবিয়া বেগম আসমত আলী, রুপালী বেগম, রিনা বেগম বাসক কার্যালয়ে যায়। সেখানে বিষয় টি নিষ্পত্তি করার জন্য রফিক চিশতি, রাবিয়া বেগম ও আসমত আলী কাছ থেক ১০০ টাকার ৩টি ননজুডিশিয়া খালি ষ্ট্যাম্পে স্বাক্ষর করতে বলেন। তারা স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করলে তাদের প্রাণে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক স্বাক্ষর আদায় করে নেয়া হয়।এই ঘটনায় গত ১৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া আদালতে ফৌঃ কার্যবিধির ৯৮ ধারাএকটি মামলা দায়ের করেন যার নম্বর ১৫৯৬/২৩।
মাননীয় আদালত বিবাদীগণকে আদালতে তলব করেন সেই সাথে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বাসকের কার্যক্রমের বৈধতার বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীনি বলেন আমি আদারতের মাধ্যমে এর সুষ্ঠ সমাধান চাই।বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)এর নাসিরনগর উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম বলেন আমরা উনাকে নোটিশ করেছি তবে খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।
-খবর প্রতিদিন/ সি.ব
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
চাঁদপুর প্রতিনিধি:চৌধুরী ইয়াসিন ইকরাম চাঁদপুরের ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়ায় স্ত্রী রিতু ও শাশুড়ি পারভীন হত্যা মামলায় আসামী আল মামুন মোহনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
রোববার ( ২৬ নভেম্বর ) দুপুরে মামলার রায় দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ( ২ ) শাহেদুল করিম।
আসামীর উপস্থিতিতে রায় দেয়া হয়।২০২০ সালের ১৩ মে ফরিদগঞ্জ থানার গৃদকালিন্দিয়ায় সেলিম খানের ৩য় তলার বসত বিল্ডিংয়ের নিচতলায় সামনে ইফতারের সময় স্ত্রী ও শাশুড়ীকে চুরি দিয়ে আঘাত করে নিহত করেন।
মামলায় ২৮ জন স্বাক্ষী সাক্ষ্য দেন।রাষ্ট্র পক্ষে ছিলেন এডিশনাল পিপি অ্যাডঃ মজিবুর রহমান ভূইয়া, এপিপি অ্যাড: দেবাশীষ কর মধু ও অ্যাডঃ জসিমউদদীন ( ২)।
আসামি পক্ষে ছিলেন অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ সফিকুল ইসলাম ভুইয়া।
বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩
বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩
মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুরে চলতি মৌতুমে আলুর বীজের দাম দ্বিগুণ হওয়ায় আলু চাষে ব্যয় বৃদ্ধিসহ লোকসানের আশংকা করছেন চাষিরা। গত বছর বিঘা প্রতি আলু চাষে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হলেও চলতি মৌসুমে খরচ হচ্ছে ২৫ থেকে ৩০ হাজার টাকা । এ ছাড়াও কার্ডিনাল আলুর বীজের দেখা মিলছে না বাজারে। আর কৃষি বিভাগ বলছে, বতর্মানে আরুর বাজারদর একটু বেশি হওয়ায় বীজের দাম বেড়েছে। উৎপাদন বাড়লেই আলুর দাম কমে যাবে। তা ছাড়া আলু বীজের তেমন কোনো সংকট নেই। তথ্যমতে, সরকারিভাবে গত বছর কার্ডিনাল ও ডায়মন্ড আলু বীজ ৩০ থেকে ৩২ টাকা এবং এরিস্টন জাতের আলু বীজ বিক্রি হয় ৩৫ টাকা কেজিতে। সেখানে চলতি বছরে কার্ডিনাল ও ডায়মন্ড আলু বীজ সরকারি দাম নির্ধারণ করা হয় ৫৬ টাকা। আর এরিস্টন জাতের আলুবীজ বিক্রির দাম নির্ধারণ করা হয় ৬০ টাকা। অথচ খুচরা বাজারে ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে ৬৫ টাকা করে। আর এরিস্টন বিক্রি হচ্ছে ৭০ টাকা করে। কার্ডিনাল আলু বীজ বিএডিসি কর্তৃক শেষ হওয়ায় বাজারে তার দেখা মিলছে না। চাষিরা জানান, বিঘাপ্রতি আলুবীজ প্রয়োজন ছয় মণ হারে। দ্রব্যমূল্যের অজুহাতে ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে আলুর দামে বাড়িয়েছে। যার ফলে বেড়ে গেছে আলুবীজের দাম। অধিক দামে আলুবীজ কিনে চাষ করার পর উৎপাদিত আলু বিক্রির মৌসুমে দাম কমে যায়। ফলে চাষিদের প্রতিবছরই লোকসান গুণতে হয়। কাজিপুর গ্রামের কৃষক হাকিম আলী জানান, গেল বছর চাষিরা প্রতি কেজি বীজ আলু ক্রয় করেন ৩০ থেকে ৩৫ টাকা করে। এ বছর তার দাম বেড়ে হয়েছে ৬৫ থেকে ৭০ টাকা। গেল বছর লোকসান হয়েছে। এবছর সব কিছুরই দাম বেশি। উৎপাদিত আলু ন্যায্যমূল্যে বিক্রি করতে না পারলে দ্বিগুণ লোকসান হবে। বতর্মানে এক বিঘা আলু চাষ করতে প্রায় ৩০ হাজার টাকার প্রয়োজন যা সব কৃষকের পক্ষে জোগাড় করা কষ্টসাধ্য।
নওদাপাড়ার কৃষক রাজা জানান, নিম্ন আয়ের মানুষ যেটিই পছন্দ করে বাজারে তারই দাম বেড়ে যায়। চলতি বছরে দু’বিঘা জমিতে আলু চাষ করার জন্য জমি প্রস্তুত করলেও বীজ সংকট ও দাম বেড়ে যাওয়ায় এবার একবিঘা জমিতে আলু চাষ করবেন। আলু বীজ বিক্রেতা আব্দুল মালেক জানান, ‘এ বছর অবীজ ও বীজ আলু দুই জাতেরই দামই বেশি। গতবার প্রতি কেজি আলুবীজ বিক্রি হয় ৩০ থেকে ৩২ টাকায়। এবার তার দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। ফলে অনেক চাষিই আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ভরা মৌসুমে চাষিদের উৎপাদিত আলুর দাম কমে যায়। তাছাড়া আলু সংরক্ষণের ব্যবস্থা অপ্রতুল হওয়ায় চাষিরা বাধ্য হয়ে সব আলু বিক্রি করে দেয়। এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার মো. সামসুল আলম জানান, চলতি মৌসুমে আলু বীজের দাম অন্য বছরের তুলনায় বেশি। কারণ বাজারে খাওয়ার আলুর দাম বেশি হওয়ায় এমনটি হয়েছে। জেলায় এ বছর ৮৬০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরো জানান, কৃষকরা যত বেশি আলু চাষ করবে, ততো বেশি উৎপাদন বাড়বে। আর উৎপাদন বাড়লেই আমদানি নির্ভরতা কমবে এবং আলুর বাজারদর কমে আসবে। তাই উৎপাদনের বিকল্প নেই।
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩