Logo
আজঃ বুধবার ২৯ নভেম্বর ২০২৩
শিরোনাম

যেভাবে নিজের পরিচয় প্রকাশ করতেন নবী (সা.)

প্রকাশিত:মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ২৬৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক; পরিচয় দিতে গিয়ে অনেকেই বাড়াবাড়ি করেন। পরিচয় দেওয়ার আগে নিজের ব্যক্তিত্ব, গুণগানসহ নানান ধরেণের টাইটেল লাগিয়ে থাকেন। অথচ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের পরিচয় দিতে গিয়ে ছিলেন খুবই বিনয়ী। তার কথায় অনেক বেশি নম্রতা প্রকাশ পেতো। কীভাবে তিনি নিজের পরিচয় প্রকাশ করতেন।

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্ব মানবতার জন্য অনুকরণীয় আদর্শ। তিনি মানবতার মহান শিক্ষক। মুসলিম উম্মাহ কিভাবে বিনয়ী ও নম্রতা প্রকাশ করবে, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে রয়েছে তার উজ্জ্বল দৃষ্টান্ত। বিনয় ও নম্রতা প্রকাশে কেমন ছিলেন নবিজি, তা তার মুখ থেকেই শোনা যাক-

হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ‘আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, ‘‘তোমরা আমার প্রশংসায় বাড়াবাড়ি করো না, যেমন ঈসা ইবনে মরিয়াম সম্পর্কে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল। আমি আল্লাহর বান্দা। তাই তোমরা বলবে, আল্লাহর বান্দা ও তার রাসুল।” (বুখারি)

কত সুন্দর অহংকারহীন সাদামাটা সাবলীল পরিচয়। যেমন নেই বাড়াবাড়ি আবার বিনয় ও নম্রতায় ভরপুর। অথচ সমাজের দায়িত্বশীলদের প্রতি লক্ষ্য করলে বোঝা যায়, তাদের মাঝে বিনয় ও নম্রতা কতদূর অনুপস্থিত। আর সমাজপতিদের সম্মান না করলে তো উপায়ই নেই।

মানপত্র রচনায় তাদের ব্যাপারে বাড়িয়ে না লিখলে, পঠনে গুণের বর্ণনা না দিলে তো কোনো দান-অনুদান তথা সুযোগ সুবিধা পাওয়ার প্রশ্নই আসে না। অথচ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিনয় ও নম্রতা দিয়ে অন্ধকার যুগকে আলোকিত করেছিলেন। আর তার ব্যাপারে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন।


আরও খবর

বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ

বুধবার ১৫ নভেম্বর ২০২৩




হজের নিবন্ধন শুরু ১৫ নভেম্বর

প্রকাশিত:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:২০২৪ সাল হজ পালনে যেতে নিবন্ধন শুরু হবে আগামী ১৫ নভেম্বর। নিবন্ধন শেষ হবে ১০ ডিসেম্বর।বৃহস্পতিবার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার (হজ এজেন্সি) হজযাত্রীরা ১৫ নভেম্বর থেকে নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। নিবন্ধনের টাকা জমা নেওয়া হবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের মতো আগামী বছরও (২০২৪ সাল) বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

আগামী বছর সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর বিশেষ হজ প্যাকেজে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। সরকারি হজ প্যাকেজের সঙ্গে সমন্বয় করে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজ প্যাকেজ ঘোষণা করবে।

প্রাক-নিবন্ধনের সময় নেওয়া ২৯ হাজার টাকা বাদে প্যাকেজের বাকি টাকা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আরও খবর



খাগড়াছড়ি আসনের আ,লীগের মনোনয়ন পএ সংগ্রহ করলেন.কুজেন্দ্র লাল

প্রকাশিত:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৭৮জন দেখেছেন

Image
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পএ সংগ্রহ করলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 সোমবার (২০ নভেম্বর) কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপির পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী,।  

কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপির পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ এর সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের  আব্দুল জব্বার,জেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার, পার্বত্য  জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা,পার্বত্য  জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা,পার্বত্য  জেলা পরিষদের সদস্য,  খোকনেশ্বর ত্রিপুরা,পার্বত্য  জেলা পরিষদের সদস্য,  মাঈনউদ্দিন,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে ও উপ দপ্তর সম্পাদক নুরুল আযম সহ জেলা আওয়ামীলীগের শতাধিক নেতৃবৃন্দ।
 
প্রসঙ্গত, ২০১৪ সালে কুজেন্দ্র লাল ত্রিপুরা  খাগড়াছড়ি ২৯৮নং আসনে আওয়ামী লীগের  নৌকার ব্যানারে মনোনয়ন সংগ্রহ করে সংসদ সদস্য নির্বাচিত হন। তারই ধারাবাহিকতায়  ২০১৮ সাল সহ  দুই বার নির্বাচিত হয়ে খাগড়াছড়ি ২৯৮নং আসনের ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। দায়িত্ব পালন করেন। এবার ও তিনি খাগড়াছড়ি ২৯৮নং আসনের মনোনয়ন পএ সংগ্রহ করেছেন।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, আমাদের বিশ্বাস বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়ির তৃণমূলের নেতাকর্মীদের আস্থার ঠিকানা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে টানা তৃতীয় মেয়াদে নৌকা প্রতীক দিবেন। কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মনোনয়ন দিলে  তাকে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীকে আসনটি উপহার দেবেন বলেও জানান।

উল্লেখ্য, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর। প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতিক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচার-প্রচরনার শেষ তারিখ ৫ জানুয়ারি। ভোট গ্রহণ ৭ জানুয়ারি।

আরও খবর



স্বতন্ত্র প্রার্থীদের ভোটের অনুমতি কৌশলগত সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

প্রকাশিত:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :আগামী নির্বাচনে আওয়ামী লীগের যেকোনো নেতা বা যেকোনো ব্যক্তিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেওয়ার যে অনুমতি দেওয়া হয়েছে তা কৌশলগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৭ নভেম্বর) সকালে শহীদ ডা. শামসুল আলম খান মিলন দিবস উপলক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রতীক নৌকা পাওয়া প্রার্থীর পাশাপাশি দলের যেকোনো নেতা বা যেকোনো ব্যক্তিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেওয়ার যে অনুমতি দেওয়া হয়েছে তা আওয়ামী লীগের কৌশলগত সিদ্ধান্ত। সময়ের প্রয়োজনে কৌশল পরিবর্তন করে এগোচ্ছে আওয়ামী লীগ। নেত্রীর গাইডলাইন ফলো করে ডামি প্রার্থী হতে বাধা নেই।

দেশে নির্বাচনি আমেজ শুরু হয়েছে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছেন। নির্বাচনে দেশের মানুষ ও নেতা-কর্মীদের আগ্রহ আছে।

বিএনপির নির্বাচন বানচাল করার চেষ্টা করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা নির্বাচন বানচাল করার নানা পাঁয়তারা করছে। সেজন্য তারা নানা জায়গায় চোরাগোপ্তা হামলা করছে।

তিনি আরও বলেন, তাদের (বিএনপি) নির্বাচন বানচাল করার স্বপ্ন পূরণ হবে না। বিক্ষিপ্ত বোমাবাজি করে নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ তাতে বোমাবাজি, অগ্নিসন্ত্রাস করে নির্বাচন ঠেকানো যাবে না।


আরও খবর



এইচএসসি ফল প্রকাশ ২৬ নভেম্বর

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | ১০০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:আগামী ২৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (২০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়।

তপন কুমার বলেন, ফল প্রকাশের জন্য ২৬-২৮ নভেম্বরের মধ্যে সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে ২৬ তারিখ ফল প্রকাশ করা হবে। লিখিত চিঠি পেলে বিস্তারিত জানা যাবে।

রেওয়াজ অনুযায়ী, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন। এরপর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

এই বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১৭ আগস্ট। পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।


আরও খবর



সংবিধান অনুযায়ী যিনি প্রধান মন্ত্রী থাকবেন তার অধীনেই নির্বাচন হবে: কৃষিমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ১৫১জন দেখেছেন

Image

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জানুয়ারীতে অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী যে প্রধানমন্ত্রী থাকবেন তার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।শুক্রবার(১০নভেম্বর) সকালে টাঙ্গাইলের মধুপুরে পীরগাছা সেন্ট পলস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বিএনপি-জামায়াত এর সমালোচনা করে বলেন, নির্বাচন বানচাল করতে বিএনপি আবার জ্বালাওপোড়াও ও আগুন সন্ত্রাস করছে। বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করছে। যেকোন মুল্যে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড কঠিন হস্তে দমন করবে আইন শৃংখলা বাহিনী।সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে কাজ করবে পুলিশ বাহিনী, সেনাবাহিনীসহ অন্যান্য আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা।তারা সুষ্ঠু সুন্দর গ্রহনযোগ্য নিরপেক্ষ নির্বাচন করবে।

বিএনপির নির্বাচনে আসার বিষয়ে তিনি বলেন, কোন দল নির্বাচনে না আসলে সে জন্য নির্বাচন বৈধ হবেনা এমনটি সংবিধানের কোথায় লেখা নেই। যাদের ইচ্ছে তারা নির্বাচনে অংশ নিবে। তবে আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। তবে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তাদের মানুষ আর ভোট দিবেনা। আওয়ামী লীগ সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছে।  মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকেই ভোট দিবে বলেও জানান তিনি।এর আগে মন্ত্রী স্থানীয়দের সাথে আলোচনা সভা ও পরে মেডিকেল ক্যাম্প ঘুরে দেখেন। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে শতাধিক ডাক্তার চিকিৎসা সেবা দিচ্ছেন। স্থানীয় কয়েক হাজার মানুষ সকাল থেকে চিকিৎসা সেবা গ্রহণ করছেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর