Logo
আজঃ সোমবার ০৫ জুন ২০২৩
শিরোনাম

ইয়ামাল মাঠে নেমেই ইতিহাস গড়লেন

প্রকাশিত:রবিবার ৩০ এপ্রিল ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ২২২জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনা লা লিগার ম্যাচে বড় জয় তুলে নিয়েছে। রিয়াল বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দেয় জাভির শিষ্যরা। তবে এ ম্যাচে আলোচনায় তরুণ লামিন ইয়ামাল। মাত্র ১৫ বছর বয়সে বার্সার হয়ে মাঠে নেমে ইতিহাস গড়লেন এই ফরোয়ার্ড।

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ইয়ামাল ম্যাচের ৮৩তম মিনিটে গাভির বদলি হিসেবে নামেন। এ সময় তার বয়স ছিল ১৫ বছর ২৯০ দিন। যা ক্লাবটির সুদীর্ঘ ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার কীর্তি গড়লেন তিনি! এছাড়া স্পেনের শীর্ষ  ফুটবলে তার চেয়ে কম বয়সে খেলেছেন আর স্রেফ চার জন।

বার্সেলোনার একাডেমিতে প্রতিভার সুবাস ছড়ানো ইয়ামাল আলোচনায় ছিলেন কিছুদিন ধরেই। তার বাবা মরক্কোর, মা ইকুয়েটোরিয়াল গিনির। তবে তার জন্ম স্পেনেই, ২০০৭ সালের ১৩ জুলাই।

এর আগে গত সেপ্টেম্বরে তাকে মূল দলের সঙ্গে অনুশীলনের সুযোগ করে দেন বার্সেলোনা কোচ জাভি। তখন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, ইয়ামালকে দারুণ মনে ধরেছে কোচ। সেই ধারাবাহিকতায় এবার অভিষেক হয়ে গেল স্পেনের শীর্ষ প্রতিযাগিতায়। যদিও তার সঙ্গে এখনও পেশাদার চুক্তিও হয়নি ক্লাবের।


আরও খবর



ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা বদলি

প্রকাশিত:রবিবার ০৪ জুন ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদকঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন তিনজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তারা সবাই সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার।

আজ রোববার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

বদলি হওয়া তিন কর্মকর্তার নামের তালিকা সংবলিত অফিস আদেশটি নিচে দেওয়া হলো:


আরও খবর



মিথ্যা সংবাদের প্রতিবাদে কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলীর সংবাদ সম্মেলন

প্রকাশিত:শনিবার ০৬ মে ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৬৮৫জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো.শওকত আলীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আজ শনিবার দুপুরে কাইতলা দক্ষিণ ইউনিয়ন পরিষদে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী বলেন।

কিছু নাম সর্বস্ব পত্রিকার অনলাইন পেইজে আমার বিরুদ্ধে মিথ্যা- বানোয়াট ও ভিত্তিহীন ভাবে তাদের মন গড়া কথা প্রকাশ করছে।তারা বলছেন আমি নাকি কাইতলা জমিদার বাড়ির সরকারি পুকুর থেকে ১০ লক্ষ টাকা মাছ ও ২২ হাজার টাকার বাঁশ লুটপাট করেছি। আমি এসব মিথ্যা সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রয়োজনে আমি এই মিথ্যা সংবাদের প্রতিবাদে সাইবার ট্রাইবুনালে মামলা করব।

এসময় উপস্থিত ছিলেন, উক্ত ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার মো. গোলাম কিবরিয়া, সাবেক মেম্বার আবু তাহের সরকার, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি মেম্বার শফিকুল ইসলাম,  মো. রুহুল আমীন সংগ্রাম, ১ নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ সোহাগ, ৪.৫.৬ ওয়ার্ডের মহিলা মেম্বার লাকি আক্তার, ২ নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ নাজমুল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর

পত্নীতলায় পাঁচ ডাকাত আটক

সোমবার ০৫ জুন ২০২৩




শুটিংয়ে নায়িকাকে জড়িয়ে ধরে ভক্তের চুমু, ভিডিও ভাইরাল

প্রকাশিত:মঙ্গলবার ২৩ মে 20২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ২১২জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক:ভক্তদের অনেক আবদারই পূরণ করেন তারকারা। তবে এ আবদার পূরণ করতে গিয়ে অনেক সময়ই তাদের বিব্রতকর পরিস্থিতি কিংবা বিড়ম্বনার শিকার হতে হয়। এবার তেমনই বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন চিত্রনায়িকা শিরিন শিলা। শুটিং সেটে এক ভক্ত তাকে প্রকাশ্যে জড়িয়ে ধরে চুমু দিয়েছেন! আর এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আজ সোমবার ঢাকার ধামরাইয়ে অপূর্ব রানা পরিচালিত ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং চলছিল। থ্রিলার ঘরানার এই সিনেমার শুটিংয়ে এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হন শারমিন শিলা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই ভিডিওটি পোস্ট করেন। এরপর থেকেই তা ভাইরাল হয়ে যায়।

এ প্রসঙ্গে নায়িকা শিরিন শিলা গণমাধ্যমকে বলেন, ‘সকালে আমার নতুন সিনেমা ‘‘দ্য রাইটারের’’ আউটডোর শুটিং করতে ধামরাইয়ের একটি এলাকায় যাই। এ সময় স্পটে উপস্থিত একটি ছেলে আমাকে দেখে এগিয়ে এসে কথা বলতে চায়। পরে আমিও তাকে কাছে টেনে কথা বলতে শুরু করি। ওই সময় ছেলেটি আবেগী কণ্ঠে আমাকে বলে- তার নাকি বাবা-মা কেউ নেই, তাকে কেউ ভালোবাসে না। এই কথা শুনে তার প্রতি মায়া জন্মে যায়, তাই আমি তার কাঁধে হাত রেখে আদর করি।

শিলা বলেন, ‘এ সময় সে বলে তার খিদে পেয়েছে, তখন আমি তাকে খাওয়ার জন্য কিছু টাকাও দিই। তখনই সে আমাকে জড়িয়ে ধরে। আমিও ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছি। তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।’

এ চিত্রনায়িকা বলেন, ‘পরে আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতে চাইলে সে আবার আমাকে বলে- সে নাকি কখনো গাড়িতে চড়েনি, তাই আজকে আমার সঙ্গে গাড়িতে উঠবে। এই বলেই সে আমাকে আবারও জড়িয়ে ধরে আচমকা আমার গালে চুমু খেয়ে বসে। আচমকা এমন কাণ্ডে আমি হতভম্ব হয়ে যাই। পরে সেখানে থাকা শুটিংয়ের লোকজন ছেলেটিকে সরিয়ে দিলে আমি গাড়িতে উঠে ফিরে আসি।

‘দ্য রাইটার’ ছবির মূল ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ। ছবিটিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন শিরিন শিলা। ছবিটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য পরিচালনা করেছেন এ এইচ এম এনামুল হক।



আরও খবর



"কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক প্র্যাক্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিএসডাব্লিউপি ডি)" এর সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ১১ মে ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৩ জুন ২০২৩ | ৮৭জন দেখেছেন

Image

নাজমুল হাসান: বৃহস্পতিবার ১১-মে রাজধানীর "কৃষিবিদ কনভেনশনাল হল ইনস্টিটিউট, খামারবাড়িতে" এ ষষ্ঠ বারের মত ৩ দিন ব্যাপী"রেসপেক্টটিং ডাইভার্সিটি থ্রু জয়েন্ট সোশ্যাল অ্যাকশন"  উপর একটি সম্মেলন আয়োজিত হয়। উক্ত সম্মেলনের আয়োজক ছিলেন "কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক প্র্যাক্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিএসডাব্লিউপি ডি)" 

উক্ত সম্মেলনে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকোলজির ভাইস চ্যান্সেলর " মাননীয় প্রফসর ড.পিসি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিয়াটেশন কাউন্সিল এর সভাপতি "মাননীয় প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে যথাক্রমে দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা থেকে উপস্থিতি ছিলেন " ডেগু কাউন্সিল অন সোসিয়াল মিডিয়ার প্রেসিডেন্ট মাননীয় সুগ প্যায়ো কিম এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির প্রফেসর ড. রোনাল্ড ও ডোনেল ছাড়াও বেশ কিছু গুণী ব্যাক্তি সরাসরি সম্মেলনে উপস্থিত ছিলেন। 

উক্ত অনুষ্ঠানের প্রথম দিনে হাই রিস্ক প্রেগনেন্সি অ্যান্ড প্রি ম্যাচুয়ার এডভাইস ফাউন্ডেশন অংশ গ্রহণের সুযোগ লাভ করেন।

অনুষ্ঠানের শুরুতেই হাই রিস্ক প্রেগনেন্সি অ্যান্ড প্রি ম্যাচুয়ার এডভাইস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা তাসনুভা ইসলাম তার অর্গানাইজেশন কিভাবে ২০২১ সালে কভিডের এর সময় নিরলস ভাবে কাজ করেছে এবং ২০০ এর অধিক নারীর মিস্কারাজ হতে রক্ষা করেছে সেই বিষয়টি একটি স্লাইড এর মাধ্যমে তুলে ধরেন। অনুষ্ঠানে হাই রিস্ক প্রেগনেন্সি ফাউন্ডেশন এর ভাইস প্রেসিডেন্ট ডক্টর মুহিব মোহাম্মদ কবির তাদের ফাউন্ডেশন এর পক্ষে থেকে তার একটি রিসার্চ পেপার " সিজারিয়ান সেকশন এট আ সিলেক্টেড টারটিয়ারি হসপিটাল ইন ঢাকা: ইন্ডিকেশনস অ্যান্ড ম্যাটার্নল কন্সিকোয়েন্সস" উপস্থাপন করেন। 

এইখানে মূলত সিজার কেন বাড়ছে এ বিষয় একটি আলোচনা করা হয়। আলোচনায়  প্যানেল প্রফেসর ড. দীনেশ চাওয়াল ফ্রম হারিয়ানা ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া ছাড়াও উপস্থিত ছিলেন হোক্কাআইডো  ইউনিভার্সিটি অফ জাপান এর অ্যাসোসিয়েট প্রফেসর নআকি নাকুমারা ।

প্রফেসর দীনেশ চাওয়াল প্রেজেন্টেশন শেষে তাদের এই ফাউন্ডেশনের উদ্যোগের অনেক প্রশংসা করেন, এমন একটি উদোগ নিয়ে সমাজ এ সেবার কাজ করার উদ্যোগকে সে অনেক প্রশংসা করেন। 

এছাড়াও সন্মেলনে বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ডেলিগেট অনলাইন অফ লাইন এর মাধ্যমে জাপান,মালেশিয়া,হংকং, ভারতের সহ ১৫৪ জন তাদের  রিসার্চ পেপার প্রেজেন্ট করার জন্য সুযোগ পেয়ে থাকেন। তিন দিন ব্যাপী সম্মেলনের আজকে ছিলো প্রথম দিন।


আরও খবর



কক্সবাজারে ১২ই জুন পৌরসভা নির্বাচনে আচরণ বিধি লংঘন করলে প্রার্থিতা বাতিল হবে-নির্বাচন কমিশনার

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:সোমবার ০৫ জুন ২০২৩ | ৮০জন দেখেছেন

Image

আমান উল্লাহ, কক্সবাজার:আসন্ন ১২ জুন অনুষ্ঠিতব্য কক্সবাজার পৌরসভা নির্বাচনে কোন প্রকার ম্যাকানিজম, ইঞ্জিনিয়ারিং এর কোন সুযোগ নাই। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে কমিশনের সদিচ্ছার  কোন অভাব নেই, নির্বাচনে কমিশন কোন পক্ষপাতিত্ব করবেনা। ইলেকশন কাকে বলে, কত প্রকার ও কি কি, তা কক্সবাজার পৌরসভা নির্বাচনে দেখিয়ে দেয়া হবে। সর্বোপুরি আগামী প্রজন্মের জন্য কক্সবাজার পৌরসভায় একটি দৃষ্টান্তমূলক সুন্দর নির্বাচন উপহার দেয়া হবে।নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) মোঃ আহসান হাবিব খাঁন গতকাল শনিবার (৩ জুন) কক্সবাজার পাবলিক লাইব্রেরী ও ইনস্টিটিউটের শহীদ সুভাষ হলে কক্সবাজার পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দৃঢ়তার সাথে এ আশ্বাস দেন।তিনি বলেন, কক্সবাজার পৌরসভায় পক্ষপাতহীন, অবাধ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ, স্বচ্ছ, সুষ্ঠু, কালোটাকা ও পেশীশক্তিমুক্ত নির্বাচন হবে। তিনি আরো বলেন, নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করা নির্বাচন কমিশন ও প্রশাসনের একার দায়িত্ব নয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরও এ বিষয়ে সহযোগিতা করতে হবে। কোন অভিযোগ থাকলে তা সরাসরি রিটার্নিং অফিসারের নজরে আনতে হবে।কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খাঁন (অব:) প্রার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, সর্বোচ্চ সতর্কতা ও সচেতনার সাথে সকলকে আচরণ বিধি মানতে হবে। মাঠে সাদা পোশাকধারী গোয়েন্দা, এমনকি প্রাইভেট গোয়েন্দা দিয়ে বিদেশীরাও নির্বাচন পর্যবেক্ষন করছে। আচরণ বিধি লংঘন করায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের আগের দিন একজন প্রভাবশালী কাউন্সিলর প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে। আচরণ বিধি লংঘন করলে কক্সবাজারেও প্রার্থীতা বাতিল করতে দ্বিধা করা হবেনা। এ বিষয়ে কমিশন কঠোর পদক্ষেপ ও “জিরো টলারেন্স” নীতি অবলম্বন করবে। এজন্য তিনি কক্সবাজার পৌরসভা নির্বাচনের সকল আপডেট রিপোর্ট নির্বাচন কমিশনের সদরদপ্তরে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।কমিশনার মোঃ আহসান হাবিব খাঁন বলেন, বিগত ৩৫/৪০ বছর রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে কোন উপরে আল্লাহ, নীচে আমার বিবেকের কাছে দায়বদ্ধ থেকে পেশাদারিত্বের সাথে কর্তব্য পালন করেছি। কক্সবাজার পৌরসভা নির্বাচনের ক্ষেত্রেও তার কোন ব্যত্যয় হবেনা।তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন মানেই কমিশন, প্রশাসন সহ সবার সাফল্য। যেহেতু কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রের প্রত্যেক বুথে সিসি ক্যামেরা থাকবে, সুতরাং সিসি ক্যামেরা ফুটেজ, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমের রিপোর্ট পর্যালোচনা করে তাৎক্ষণিক প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার), জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এস.এম শাহাদাত হোসেন।কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শিমুল শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী, নারিকেল গাছ প্রতীকের নাগরিক কমিটি মনোনীত স্বতন্ত্র মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদ, হেলামেট প্রতীকের জগদীশ বড়ুয়া পার্থ, হাতপাখা প্রতীকের জাহেদুর রহমান, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীরা নানা অভিযোগ ও প্রশ্ন তুলে ধরেন।কমিশনার মোঃ আহসান হাবিব খাঁঁন, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম (বার) প্রার্থীদের অভিযোগ ও প্রশ্নের জবাব দেন। পরে কমিশনার মোঃ আহসান হাবিব খাঁন দর্শক গ্যালারীতে গিয়ে ৫ জন মেয়র প্রার্থীর সকলের হাতের উপর হাত রেখে নির্বাচনে আচরণ বিধি মেনে চলতে, পরিবেশ সুষ্ঠু রাখার জন্য ওয়াদা করান।কমিশনার মোঃ আহসান হাবিব খাঁন শনিবার দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কক্সবাজার পৌরসভা নির্বাচনের সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে পৃথক আরেকটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন।কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খাঁন (অব:) ২ দিনের কক্সবাজার সফর শেষে আজ শনিবার সন্ধ্যা ৬ টা ২৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে কমিশনারের একান্ত সচিব আসমা দিলারা জান্নাত প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।প্রসঙ্গত, আগামী ১২ জুন সোমবার ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। কক্সবাজার পৌরসভায় মোট ৪৩ টি ভোট কেন্দ্রে ২৪৪ টি বুথ রয়েছে। এছাড়া অস্থায়ী আরো ১৪ টি বুথ রয়েছে। ২০২৩ সালের ১৭ এপ্রিল পর্যন্ত হালনাগাদ করা ভোটার তালিকায় কক্সবাজার পৌরসভায় মোট ৯৫ হাজার ৩৮৬ জন ভোটার রয়েছে। তারমধ্যে, ৫০ হাজার ১৮৪ জন পুরুষ ভোটার এবং ৪৫ হাজার ২০২ জন মহিলা ভোটার।কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৪৩ ভোট কেন্দ্রের ২৪৪ টি বুথে সিসি ক্যামেরা বসানো হবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সে উদ্যোগ নিয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন কমিশনের সদর দপ্তর থেকে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে জানান-রিটার্নিং অফিসার এস.এম শাহাদাত হোসেন।


আরও খবর