Logo
আজঃ বুধবার ২৯ মার্চ ২০২৩
শিরোনাম

ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা ৮ গুণ বাড়তে পারে: ডব্লিউএইচও

প্রকাশিত:মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

 অনলাইন ডেস্ক; তুরস্কে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা আট গুণ বাড়তে পারে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভূমিকম্পে নিহতের সংখ্যা আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৪ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। এতে আহত হয়েছে আরও কয়েক হাজার।

ডব্লিউএইচওর সিনিয়র ইমার্জেন্সি অফিসার ক্যাথরিন স্মলউড বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা সব সময় ভূমিকম্পের ক্ষেত্রে একই জিনিস দেখতে পাই। দুর্ভাগ্যবশত শুরুর দিকে হতাহতের সংখ্যা যা থাকে, পরবর্তী সপ্তাহে বেশ উল্লেখযোগ্যভাবে তা বেড়ে যায়’।

স্মলউড বলেন, ‘তুষারপাত ও তীব্র ঠান্ডার মধ্যে অনেক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন’।

ভূমিকম্পে চার হাজার ৩৭২ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে তুরস্কে ২ হাজার ৯২১ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সিরিয়ায় মারা গেছে ১ হাজার ৪৫১ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্ক ও সিরিয়ায় উদ্ধার অভিযান অব্যাহত আছে।

বিবিসি, সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ধসে পড়া ভবনে অনেকে আটকা পড়েছেন। সেখান থেকে তাদের বের করে আনার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। ভয়াবহ এ ভূমিকম্পের ঘটনায় সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে তুরস্কে।

গতকাল সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল ও সিরিয়ার উত্তরাঞ্চল। এর মধ্যে প্রথম ভূমিকম্প হয় ভোর ৪টা ১৭ মিনিটে, সেটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। আর দ্বিতীয় আঘাত হানে ঠিক ১৫ মিনিট পর। সেটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। পরে স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটে তুরস্কে ৭ দশমিক ৫ মাত্রায় আঘাত হানে আরেকটি ভূমিকম্প।

এদিকে আজও তুরস্কের মধ্যাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে।


আরও খবর



শাকিবের পাশে বুবলী, বললেন ভিন্ন কথা

প্রকাশিত:রবিবার ১৯ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ৮৯জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক ;সম্প্রতি ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন প্রযোজক রহমত উল্লাহ। যা লিখিত আকারে গেল বুধবার তিনি জমা দিয়েছেন প্রযোজক-পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে। যেখানে শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর সব অভিযোগ আনেন ‘অপারেশন অগ্নিপথ’র এই প্রযোজক। আর পুরো ঘটনাটাই ঘটেছে অস্ট্রেলিয়ায়, ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাকে কেন্দ্র করে।

তবে এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন শাকিব খান। আর এসব মিথ্যা অভিযোগের কারণে তার মান-সম্মানও ক্ষুণ্ণ হয়েছে। তাই তিনি গতকাল শনিবার গভীর রাতে গুলশান থানায় যান এই প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে।

এর আগে, গত বৃহস্পতিবার বিষয়টি মিমাংসার জন্য ঢাকার একটি রেস্তোরাঁয় বসেন শাকিব খান ও প্রযোজক রহমত উল্লাহ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। জানা গেছে, সেখানে শাকিবের পক্ষ হয়ে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। কিন্তু তিনি ছিলেন লোকচক্ষুর আড়ালে।

এবার শাকিবকে নিয়ে প্রকাশ্যে কথা বললেন চিত্রনায়িকা বুবলী। সঙ্গে প্রকাশ করলেন ‘সুপারহিরো’ সিনেমা শুটিংয়ের সময়ের বেশ কিছু ছবি। আর কথাগুলোতে শাকিবের অভিযোগের কোন প্রসঙ্গ না থাকলেও আছে তাদের অস্ট্রেলিয়ায় শুটিংয়ের অভিজ্ঞতার প্রসঙ্গ। যেখানে শাকিবকে নিয়ে নানা অভিযোগ চালাচালি হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিতে সেখানে বুবলী শোনালেন আতিথেয়তার গল্প।

ফেসবুকবার্তায় শাকিবের সন্তান শেহজাদ খান বীরের মা বলেন, ‘২০১৮ সালে হার্টবিট কথাচিত্র প্রযোজিত “সুপারহিরো” সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য সরকারের তখনকার সংস্কৃতিমন্ত্রী রে উইলিয়ামস রাজ্য সংসদ ভবনের নিজ কার্যালয়ে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানসহ আমাদের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজ্যের তখনকার সড়ক ও নৌপথমন্ত্রী মেলিন্ডা পেভে, স্থানীয় ফর্মার কাউন্সিলর মোহাম্মদ জামান, ক্যান্টারবেরি ব্যাংকসটাউন সিটি কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা, কনসালটেন্ট রেমন্ড সোলায়মান, পরিচালক আশিকুর রহমানসহ অনেকে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর আতিথেয়তায় আমরা বেশ মুগ্ধ হয়েছিলাম।

সিনেমার শুটিংয়ের প্রসঙ্গে টেনে বুবলী বলেন, ‘ছবিটির অস্ট্রেলিয়ায় আমাদের শুটিংয়ের ব্যাপারে তারা অনুমতি দেওয়ার পাশাপাশি নানাভাবে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা কৃতজ্ঞতাও প্রকাশ করেছি। “সুপার হিরো’ ছবির মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি। এর জন্য দুজন মন্ত্রী আমাদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা করার আশ্বাস তারা দিয়েছেন।’

বুবলীর কথায়, তাদের অস্ট্রেলিয়ার এই সফরটি ছিল অনেক সুন্দর ও মধুর। এই স্ট্যাটাসে সদ্য আলোচিত ঘটনার কোনো প্রসঙ্গই তুলে ধরেননি এই চিত্রনায়িকা। বরণ তার কথাগুলো ছিল শাকিব খানের অভিযোগ প্রসঙ্গের ঠিক উল্টো। বলেছেন, মজার অভিজ্ঞতার কথা।

facebook sharing button
twitter sharing button

আরও খবর



শাকিবকে আইনি নোটিশে আল্টিমেটাম

প্রকাশিত:বুধবার ২২ মার্চ ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image

বিনোদন প্রতিবেদক ;‘আমি আপনাকে আগে জানিয়েছিলাম, আমার হাতে সময় কম। অস্ট্রেলিয়ায় আমার বেশ কিছু কাজ আছে। বিষয়টি আমি শাকিব খান ও চলচ্চিত্রের বিভিন্ন সমিতিগুলোর কাছেও বলেছি। কারও ভয়ে আমি দেশ ত্যাগ করেনি। আমি আমার কাজের জন্যই অস্ট্রেলিয়ায় এসেছি। আর অল্প কিছুদিনের মধ্যেই হয়তো আপনাদের সঙ্গে সব প্রমাণ নিয়ে দেখা হচ্ছে। এবার লড়াই হবে আইনিভাবে।’ কথাগুলো বলেছিলেন প্রযোজক রহমত উল্লাহ। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ এনেছেন অস্ট্রেলিয়া প্রবাসী এই প্রযোজক। যা নিয়ে গেল ক’দিন ধরে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।

এদিকে শাকিব বারবার বলছে, এসব অভিযোগ সব মিথ্যা। শুধু তাই বিষয়টি প্রমাণের জন্য তিনি অস্ট্রেলিয়ার আইনজীবীর সাহয্যও নিয়েছেন। তার হয়ে আইনি লাড়বেন উপল আমিন। এসবের মধ্যেই প্রযোজক রহমত উল্লাহ শাকিব খানকে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন। আর এই সময়ের মধ্যে যথাযথ উত্তর না দেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে- এমনটাই জানিয়েছেন এই প্রযোজক।

রহমত উল্লাহ’র পক্ষে ঢাকায় আইনি দিকটা সামলাচ্ছেন অ্যাডভোকেট ড. মো. তবারাক হোসেন ভুঁইয়া। জুরিসকনসাল্টস অ্যান্ড লিগ্যাল সল্যুশনের (জেএলএস) হেড অব চেম্বার তিনি। তার কাছ স্বাক্ষরিত লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে শাকিবের ঠিকানায়। বিষয়টি নিশ্চিত করেছেন এই চেম্বারের জুনিয়র অ্যাসোসিয়েটস ও মুখপাত্র তামান্না।

তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার রাত ৮টা ১৫-২০ মিনিটের মধ্যে নোটিশটি শাকিব খানের বাসায় পৌঁছে দেওয়া হয়। নোটিশে ৩ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি তারা কোনো সাড়া না দেয়, তাহলে আমাদের ক্লায়েন্টের (রহমত উল্লাহ) সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

আইনি নোটিশে বলা হয়েছে, রহমত উল্ল্যাহ প্রযোজিত সিনেমায় অভিনয় করলেও তাকে ‘ভুয়া, প্রযোজক নামধারী বাটপার, প্রতারক’ বলে মানহানি করেছেন শাকিব। এরকম আক্রমণাত্মক মন্তব্য করার কারণে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৮’র ২৫ ও ২৯ ধারা এবং দণ্ডবিধি ৪৯৯ ও ৫০০ ধারায় শাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছেন রহমত। শাকিবের কাছে মানহানি ও সাধারণ ক্ষতির জন্য একটি উপযুক্ত পরিমাণ টাকাও দাবি করেছেন তিনি। তবে নোটিশে টাকার অংক উল্লেখ করা হয়নি। বেঁধে দেওয়া তিন দিনের মধ্যে শাকিবকে ক্ষমা চেয়ে নিজের মন্তব্যগুলো প্রত্যাহার করে নিতে বলা হয়েছে।

এদিকে আইনি নোটিশের কপি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন প্রযোজক রহমত উল্ল্যাহ। সেই সঙ্গে বলেছেন, ‘অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রথম ধাপ এটি। যেহেতু বিষয়টি আইনি পদক্ষেপ পর্যন্ত গড়িয়েছে, তাই এই ব্যাপারে আপাতত আর কোনও বক্তব্য আমি দেবো না। এখন থেকে এই বিষয়ে যে কোনও ধরনের বার্তা দেয়ার প্রয়োজন হলে সেটা আমার বিজ্ঞ আইনজীবী দেবেন।’


আরও খবর



শাকিবকে নোটিশ পাঠাচ্ছে সমিতি, সমঝোতা হয়নি

প্রকাশিত:শনিবার ১৮ মার্চ ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ মার্চ ২০২৩ | ৫৫জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক ;ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে বিস্তর অভিযোগ আনেন প্রযোজক রহমত উল্লাহ। যা লিখিত আকারে গেল বুধবার তিনি জমা দেন প্রযোজক-পরিবেশক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতিতে। যেখানে তিনি তুলে ধরেন, শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও ধর্ষণের মতো গুরুতর সব অভিযোগ।

শুধু তাই না, ঢাকাই সিনেমার এই সুপারস্টার একজন নারী লোভী বলেও জানান, ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার এই প্রযোজক। এরপর বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টায় করা হয়। পরদিনই মানে, বৃহস্পতিবার বিষয়টি মিমাংসার জন্য ঢাকার একটি রেস্তোরাঁয় বসেন শাকিব খান ও প্রযোজক রহমত উল্লাহ। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। কিন্তু সেদিন বিষয়টির কোনো সুরাহা হয়নি।

এদিকে, প্রযোজক রহমত উল্লাহ’র হাতেও সময় কম। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী। কাজের জন্য সেখানে তাকে ফিরতে হবে দ্রুত- বিষয়টি তিনি ইতিমধ্যেই সমিতিগুলোকে জানিয়েছে। এর মধ্যে তার কথায় সাড়া দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নেতারা। রহমত উল্লাহ’র অভিযোগের ভিত্তিতে শাকিবকে নোটিশ পাঠাচ্ছে সিমিতি।

নোটিশে লেখা হয়েছে- আগামী ৭ দিনের মধ্যেই এর জবাব দিতে হবে। বিষয়টি নিয়ে দৈনিক আমাদের সময় অনলাইনকে রহমত উল্লাহ বলেন, ‘আমি কোনো ঝামেলায় যেতে চাই না। এই ছবির বিষয়টি নিয়ে শাকিব খানের সঙ্গে বহুবার কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তার পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। তাই বাধ্য হয়েছেই দেশে ফিরে অভিযোগ করেছি। সেদিন আমরা বিষয়টি সুরাহা করার জন্য বসেছিলাম। কিন্তু কোনো কাজ হয়নি।’ 

তিনি আরও বলেন, ‘আমি ন্যায় বিচারের অপেক্ষায় আছি। এখন পর্যন্ত কোনো সমিতি আমার ডাকে সাড়া না দিলেও প্রযোজক-পরিবেশক সমিতির নেতারা বিষয়টি আমলে নিয়েছেন। তারা শাকিবকে নোটিশ পাঠাচ্ছেন আজ-কালের মধ্যে। অন্যান্য সমিতির পক্ষ থেকে এখনও কোন ইতিবাচক সাড়া আসেনি।’

শাকিব খানের বিরুদ্ধে গুরুতর এসব অভিযোগের অসংখ্য প্রমাণ আছে দাবী করে প্রযোজক রহমত উল্লাহ আরও বলেন, ‘আমি শাকিবের বিরুদ্ধে যত অভিযোগ এনেছি সব সত্য। এখানে বিন্দুমাত্র বানিয়ে বলিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, আমি নাকি আলোচনায় আসার জন্য শাকিবের বিরুদ্ধে অভিযোগ করেছি। বিষয়টি হাস্যকর। আমি আগেও বলেছি, এখনও বলছি- আমি কোনো ঝামেলা চাই না। শাকিব যে দোষী তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। প্রয়োজনে সেসব প্রমাণ আমি সমিতিগুলো ও গণমাধ্যমের কাছে তুলে ধরব। তখন কিন্তু শাকিব খান আর মুখ দেখাতে পারবে না।’


আরও খবর



উলিপুরে বিশ্ব যক্ষা দিবস পালিত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ মার্চ 20২৩ | হালনাগাদ:বুধবার ২৯ মার্চ ২০২৩ | ২২জন দেখেছেন

Image
সহিদুল আলম বাবুল,কুড়িগ্রাম প্রতিনিধি: "হ্যাঁ আমরা যক্ষা নির্মূল করতে পারি" এ প্রতিপাদ্য নিয়ে ফি বছরের ন্যায় আজ ২৩ মার্চ বিশ্ব যক্ষা দিবস উলিপুরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে l
উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,  নারী অ্যাসোসিয়েট ফর ইভিআইভাল এন্ড ইনিসিয়েটিভ 'নারী', আরডিআরএস বাংলাদেশ এর উলিপুর শাখা এবং সন্ধান নামের বেসরকারি সংস্থার যৌথ আয়োজনে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি রেলি বের করা হয় l রেলিটি উলিপুরের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে আবারো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে শেষ হয় l

এরপর এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, সর্বজনাব ফরিদা ইয়াসমিন নির্বাহী পরিচালক  'নারী', আরডিআরএস বাংলাদেশ উলিপুর শাখার টিবি সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা, আবাসিক মেডিকেল অফিসার বিষাদ চন্দ্র সরকার,  ডাঃ মেহেরুল ইসলাম, টিএলসিএ আঞ্জুমানারা, সন্ধান এর নির্বাহী পরিচালক মিনা বেগম প্রমুখ 

আরও খবর



এমবিএ সম্পন্ন করলেন মাহমুদউল্লাহ

প্রকাশিত:মঙ্গলবার ২১ মার্চ ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ২৮ মার্চ ২০২৩ | ৮২জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক ;পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। একই দিনে সাকিব আল হাসানও গ্র্যাজুয়েট হয়েছিলেন। যেখানে সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ এমবিএ করলেন।

তবে সমাবর্তনের দিন দুয়েক পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই খুশির সংবাদ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন রিয়াদ। এমবিএ সম্পন্ন করার খবর জানিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি সবসময় চেষ্টা করেছি ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষায় অংশ গ্রহণ করতে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এটা আমার জন্য সহজ ছিল না, তবে এআইইউবি (একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়) থেকে আমি পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি।'

এদিকে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের কারণে নিজের এমন আনন্দের দিনটায় কনভোকেশনে উপস্থিত হতে পারেননি মাহমুদউল্লাহ।


আরও খবর