Logo
আজঃ শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩
শিরোনাম

ভৈরবে ট্রেন দুর্ঘটনায আহতদের পাশে জাসাস নেতা সায়মন তারিক

প্রকাশিত:মঙ্গলবার ২৪ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ২৮৩জন দেখেছেন

Image

নিজস্ব  সংবাদদাতা:ভৈরবে ট্রেন দুর্ঘটনায আহতদের পাশে  জাসাস নেতা সায়মন তারিক।গতকাল বেলা ৩:৩৫ মিনিটে ভৈরব রেলস্টেশনে ঢাকা-গামী এগারো সিন্দুর গোধূলি ট্রেনকে পিছন থেকে মালবাহী ট্রেনের ধাক্কায় অসংখ্য লোক আহত ও নিহত হয়েছেন।আহতদের  একাংশের  পঙ্গু হাসপাতালে  আছেন,


তাদেরকে  দেখতে  গিয়েছেন ভৈরবের  কৃতি সন্তান  চলচ্চিত্র পরিচালক  বাংলাদেশ  জাতীয়তাবাদী সামাজিক  সাংস্কৃতিক  সংস্থা ( জাসাস)।কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য  সায়মন তারিক।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



আওয়ামী লীগের অধীনে আর নির্বাচন হবে না বললেন নুর ktvbangla #ktv

প্রকাশিত:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯৯জন দেখেছেন


আরও খবর



সিরাজগঞ্জে পৌনে ৫ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হবে

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ | ৩৮জন দেখেছেন

Image

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের ৪ লাখ ৮৯ হাজার ৩৬১ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসূল। ২ হাজার ১২৭টি কেন্দ্রে এসব টিকা খাওয়ানো হবে। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় এসব তথ্য জানান। 

তিনি বলেন, ১৫ টি স্থায়ী এবং ২ হাজার ১১২টি অস্থায়ী কেন্দ্রে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। 

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৩ হাজার ৩৬১ শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৬ হাজার শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসূল খাওয়ানো হবে। 

এই টিকা কার্যক্রমে ৪ হাজার ২৫৪ জন স্বেচ্ছাসেবক, পরিবার পরিকল্পনা বিভাগের ৭৩৮ মাঠকর্মী এই টিকা কার্যক্রমে নিয়োজিত থাকবে। ১০৪১ জন প্রথম সারির তত্বাবধায়ক টিকাদান কেন্দ্র সরাসরি তত্বাবধান করবেন।

প্রেস ব্রিফিংয়ে ডেপুটি সিভিল সার্জন ডা. আ.ফ.ম ওবায়দুল ইসলাম


আরও খবর



বাংলাদেশে ‘অ্যানিমেল’ মুক্তির তারিখ জানা গেল

প্রকাশিত:বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৩৮জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :অনিশ্চয়তা কেটে গেছে। দেরিতে হলেও বাংলাদেশে মুক্তি পাচ্ছে বলিউড বক্স অফিসে ঝড় তোলা ‘অ্যানিমেল’ সিনেমা। এরইমধ্যে পেয়েছে সেন্সর ছাড়পত্র।

ছবির আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন তথ্যটি নিশ্চিত করেছেন।

সামাজিক মাধ্যমে মামুন জানিয়েছেন, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ‘অ্যানিমেল’ মুক্তি পাবে বাংলাদেশে। টিকিট পাওয়া যাবে অনলাইনে। এরইমধ্যে মুক্তির জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

গেল পয়লা ডিসেম্বর ভারতসহ সারা বিশ্বে একযোগে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত সিনেমাটি।

মাত্র পাঁচ দিনেই ভারতীয় বক্স অফিসে ২৮৬ কোটি ২৩ লাখ রুপি ব্যবসা করে ফেলেছে এই ছবি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৭৮ কোটি টাকার বেশি। আর সারা বিশ্বে আয় করেছে ৪৮৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪১ কোটি টাকা।

বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো হয়েছে এই সিনেমার গল্প। আছে হিংস্রতাও। এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর ও রাশমিকা মান্দানা।


আরও খবর

"এক বউয়ের দুই স্বামী "

বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩




বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ১৩৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক:বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারিত হয়েছে, টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত। আগামী বছরও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। ইজতেমার প্রথম পর্ব ২০২৪ সালের ২ থেকে ৪ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৯ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে বিশ্ব ইজতেমার এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জুবায়ের পক্ষের লোকজন ইজতেমায় অংশ নেবেন। তিন দিনের এই পর্বের ইজতেমা শুরু হবে ২ ফেব্রুয়ারি ও শেষ হবে ৪ ফেব্রুয়ারি। ৯ ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে ওয়াসেক পক্ষের লোকজন অংশ নেবেন।

টঙ্গী তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা ১৯৬৭ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে।

ভারতের প্রখ্যাত মাওলানা ও তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদের একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৮ সালে বিশ্ব ইজতেমার আয়োজকদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। এরপর থেকে দুই গ্রুপ দুই পর্বে ইজতেমায় অংশ নিচ্ছেন। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা, অপরটির নেতৃত্বে বাংলাদেশের আলেম ওলামাদের মাওলানা জুবায়ের অনুসারীরা।


আরও খবর



আজ সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুবার্ষিকী

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ | ৯৫জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আনিসুল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ৩০ নভেম্বর যুক্তরাজ্যের একটি হাসপাতালে তিনি মারা যান।

২০১৭ সালের ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে যান তিনি। সেখানে সেরিব্রাল ভাসকুলাইটিসে আক্রান্ত হন। ১৩ আগস্ট তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ নভেম্বর লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আনিসুল হক ২০১৫ সালে ডিএনসিসির মেয়র নির্বাচিত হন। রাজধানীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও স্মার্ট নগরী হিসাবে গড়ে তোলার বেশ কিছু উদ্যোগ নিয়ে আলোচিত এবং প্রশংসিত হন তিনি। ২০১৫ সালের ডিসেম্বরে তেজগাঁও ট্রাক টার্মিনালের সামনের সড়ক দখলমুক্ত করতে গিয়ে চালকদের ক্ষোভের মুখে পড়েন তিনি। পরে তার নেতৃত্বে ডিএনসিসি ওই সড়ক দখলমুক্ত হয়। এ ঘটনায় তিনি রাতারাতি দেশজুড়ে জনপ্রিয়তা পান।

আনিসুল হকের জন্ম নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৯৫২ সালে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। আশির দশকে টেলিভিশন উপস্থাপক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘আনন্দমেলা’ ও ‘অন্তরালে’ নামে দুটি অনুষ্ঠানে উপস্থাপনা করতেন।

মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি আনিসুল হক একজন সফল ব্যবসায়ীও। ১৯৮৬ সালে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘মোহাম্মদী গ্রুপ’ প্রতিষ্ঠা করেন। ২০০৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি নির্বাচিত হন। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশে বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিআইপিপিএরও সভাপতি ছিলেন।


আরও খবর