Logo
আজঃ শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩
শিরোনাম

ভারতে যত ট্রেন দুর্ঘটনা

প্রকাশিত:শনিবার ০৩ জুন ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৭০জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের ওডিশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৮৫০ জনের বেশি। ট্রেনের ভেতরে এখনো অনেকে আটকা পড়ে আছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্মকর্তারা আজ শনিবার এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওডিশার গতকালের এ দুর্ঘটনা দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা। এ নিয়ে এনডিটিভি দেশটিতে ঘটে যাওয়া বড় ধরনের রেল দুর্ঘটনার বর্ণনা দিয়েছে।

১৯৮১ সাল ৬ জুন:দেশটির বিহার রাজ্যে এদিন সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। বাগমতি সেতু পার হওয়ার সময় একটি ট্রেন নদীতে পড়ে যায়। এতে সাড়ে সাত শতাধিক মানুষ নিহত হয়।

১৯৯৫ সাল ২০ আগস্ট: এদিন উত্তর প্রদেশের ফিরোজাবাদের কাছে দাঁড়িয়ে থাকা কালিন্দি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পুরুষোত্তম এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। দেশটির সরকারি তথ্যে বলা হয়েছে, এতে ৩০৫ জনের প্রাণহানি হয়েছে।

১৯৯৮ সাল ২৬ নভেম্বর: পাঞ্জাবের খান্না এলাকায় গোল্ডেন টেম্পল মেইল ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ অবস্থায় পেছন থেকে এসে ট্রেনটিকে ধাক্কা দেয় জম্মু তাবি–শিয়ালদহ এক্সপ্রেস ট্রেন। এতে ২১২ জনের প্রাণহানি ঘটে।

১৯৯৯ সাল ২ আগস্ট: পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের গাইসালে অবধ আসাম এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে থাকা ব্রহ্মপুত্র মেইল ট্রেনে সজোর ধাক্কা দেয়। সেদিন ২৮৫ জনের বেশি নিহত হন। হতাহতদের অনেকেই ছিলেন সেনাবাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য।

২০১৬ সাল ২০ নভেম্বর: উত্তর প্রদেশের পুখরায়ানে ইন্দোর–রাজেন্দ্রনগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটির ১৪টি বগি লাইনচ্যুত হয়। এতে প্রাণহানি ঘটে ১৫২ জনের।


আরও খবর

অবশেষে ক্ষমা চাইলেন ট্রুডো

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




শনিবার দেশে ফিরবেন ওবায়দুল কাদের

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ৯৩জন দেখেছেন

Image

খবর প্রতিদিন ২৪ডেস্ক :সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার ঢাকায় ফিরবেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি ০৫৮৫) সন্ধ্যা ৬টায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর শনিবার চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়মিত মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান। সেখানে তার বাইপাস সার্জারি হয়েছিল।


আরও খবর



তাহিরপুর থেকে ওসি ইফতেখার বদলি: নাজিমউদ্দিনের যোগদান

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১০৬জন দেখেছেন

Image

মোজাম্মেল আলম ভূঁইয়া-সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের বহুল আলোচিত তাহিরপুর থানা থেকে অবশেষে বির্তকিত ওসি সৈয়দ ইফতেখার হোসেনকে বদলি করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে,ওই থানায় গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্ভর) সন্ধ্যায় ওসি নাজিম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখবর জানাজানি হওয়ার পর জনসাধারণের মাঝে স্বস্থি ফিরে আসলেও আতংক কাটেনি বলে খবর পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে- সীমান্ত চোরাচালান, চাঁদাবাজি ও মাদক প্রতিরোধ করে সুনামের সাথে ওসি আব্দুল লতিফ তরফতার তাহিরপুর থেকে অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর,এই থানায় যোগদান করে ওসি সৈয়দ ইফতেখার হোসেন। কিন্তু তিনি যোগদানের পর মাদক ও চাঁদাবাজির জন্য ৫বার গনধৌলাইয়ের শিকার হওয়া হাবিব সারোয়ার তোতলা আজাদ তার সোর্স বাহিনী নিয়ে সীমান্তের যাদুকাটা ও মাহারাম নদীর তীর কেটে বালি বিক্রিসহ লাউড়গড়, চাঁনপুর,টেকেরঘাট,বালিয়াঘাট,চারাগাঁও,বীরেন্দ্রনগর সীমান্তে রাজস্ব ফাঁকি দিয়ে অবাধে কয়লা,পাথর,মাদক,কাঠ, চিনি,সুপারী,নাসিরউদ্দিন বিড়ি ও গরুসহ বিভিন্ন মালামাল পাঁচার শুরু করে। এবং অভিযান চালিয়ে অবৈধ কয়লা ও সুপারীর চালান আটকের কারণে চারাগাঁও সীমান্তে বিজিবির বিরুদ্ধে মানববন্ধন পর্যন্ত করে তোতলা আজাদ বাহিনী। এঘটনায় বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার খাদেমুল ইসলাম বাদী হয়ে গডফাদার তোতলা আজাদ ও তার সোর্স রফ মিয়াসহ তাদের বাহিনীর বিরুদ্ধে মামলা নিয়ে থানায় গেলে,ওসি ইফতেখার তোতলা আজাদের নাম বাদ দিয়ে মামলাটি এফআইআর করেন। এঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এছাড়া নদীর তীর কেটে বালি বিক্রি ও থানার নামে চাঁদাবাজি নিয়ে আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন,বালিজুরী ইউনিয়ন চেয়ারম্যান আজাদ হোসাইন ও আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খানের তুপের মুখে পড়েন ওসি ইফতেখার। তাছাড়া সীমান্ত দিয়ে পাচাঁরকৃত প্রতিনৌকা কয়লা ও চুনাপাথর থেকে পুলিশ,সাংবাদিক ও বিজিবির নাম ভাংগিয়ে ২৫ থেকে ৫০হাজার টাকা চাঁদা উত্তোলনসহ পাটলাই নদীর একাধিক স্থানে বৈধ কয়লার নৌকা থেকে চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি জেলা প্রশাসক,পুলিশ সুপার ও নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দিয়েছে ৩ শুল্কস্টেশনের আমদানী কারকরা। এছাড়া কয়লা ও পাথর পাচাঁর করতে গিয়ে বালিয়াঘাট ও লাউড়গড় সীমান্তে চোরাই গুহায় পড়ে ও নদীতে ডুবে ২জনের মৃত্যু হয়। এব্যাপারে বড়ছড়া কয়লা ও চুনাপাথর আমদানী কারক সমিতির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়ের,আমদানী কারক ও ইউপি সদস্য রাশিদ মিয়া,ধন মিয়া,শাজাহান খন্দকার,ফজলু সরর্দার ও আবুল বাশার খান নয়নসহ অনেকে বলেন- সাবেক ওসি ইফতেখারের সহযোগীতায় তোতলা আজাদ তার সোর্স বাহিনী দিয়ে মাদক,জুয়া,নদীর তীরকাটা,কয়লা ও চুনাপাথর পাচাঁরসহ চাঁদাবাজি করে বাড়ি- গাড়িসহ কোটিকোটি টাকার যে অবৈধ অর্থ-সম্পদ মজুত করেছে তা উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুদুক ও প্রশাসনের সহযোগীতা জরুরী প্রয়োজন। এব্যাপারে তাহিরপুর থানার নবাগত ওসি নাজিম উদ্দিন বলেন- ইফতেখার সাহেবকে পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ে নেওয়া হয়েছে। আমি ছাতক থেকে এখানে এসেছি। সকলের সহযোগীতা নিয়ে এউপজেলার বেআইনী কাজ বন্ধের জন্য আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আরও খবর



নবীনগর ভোলাচংয়ের দীঘি ভরাটের সময় ড্রেজার মেশিন জব্দ করলেন ইউএনও

প্রকাশিত:শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৪৯জন দেখেছেন

Image

মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্ নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার  নবীনগর পৌরসভার ভোলাচং হাইস্কুলের পাশের দীঘিটি ভরাট করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার বিকালে। ঘটনাস্থলে উপস্থিত হন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এবং সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান সরেজমিনে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ড্রেজার মেশিন জব্দ করার নির্দেশ দেন তিনি।এদিকে ইউএনও'র আগমন ও বালি ভরাটের বন্ধের খবরে স্থানীয়রা বেশ খুশি।

এলাকাবাসী জানায়, গত ১ মাস যাবত ভোলাচং চৌধুরী পাড়ার কয়েকশো পরিবার জলাবদ্ধতায় আটকে আছেন।পৌর কর্তৃপক্ষের ভাষ্যমতে সামনের সপ্তাহে ড্রেনেজ ব্যবস্থা চালু হয়ে জলাবদ্ধতা দুর হয়ে যাবে। তবে দিঘীটি ভরাট হয়ে গেলে এখানকার বাসীন্দাদের বছরের পুরোটা সময় দুর্ভোগ পোহাতে হবে। এলাকাবাসী আরো জানান, কোন উপায়ে যেনো দীঘিটি ভরাট করা না হয় সংশ্লিষ্টদের নিকট জোর দাবি তাদের। অভিযানের সময় পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জসিম উদ্দিন সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

-খবর প্রতিদিন/ সি.ব


আরও খবর



ভারতে পৌঁছেছেন বাইডেন

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ | ১২২জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের দিল্লিতে আগামীকাল শনিবার থেকে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে আজ শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার কিছুক্ষণ আগে বাইডেনের বিমান অবতরণ করে। আজকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট।

এ দুই নেতার মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। এরমধ্যে ফাইটার জেট ইঞ্জিনের চুক্তির বিষয়ও অন্তর্ভুক্ত আছে।

এবারে জি-২০ সম্মেলনের সময় ১৫টি দ্বিপক্ষীয় বৈঠক করবেন নরেন্দ্র মোদি। যার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও রয়েছেন।

ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোদির বৈঠক সম্পন্ন হয়েছে। সম্মেলন শুরুর দিন অংশ নেওয়ার পাশাপাশি, যুক্তরাজ্য, জাপান, জার্মানি ও ইতালির নেতার সঙ্গে বৈঠক করবেন মোদি।

রোববার সম্মেলনের দ্বিতীয় দিনে বৈঠক করবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে। এরপর ১১ সেপ্টেম্বর সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোদির। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন মোদি।


আরও খবর

অবশেষে ক্ষমা চাইলেন ট্রুডো

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩




দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর উঠে গেলো বাস, নিহত ১১

প্রকাশিত:বুধবার ১৩ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ৯৯জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক:তেল ফুরিয়ে গিয়েছিল বাসের।তাই বাস থেকে নেমে জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। এসময় হঠাৎ একটি ট্রাক এসে পড়ে তাদের ওপর। চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জন বাসযাত্রীর। আহত হয়েছেন আরও অন্তত ১২জন। ভারতের রাজস্থানের ভরতপুরে স্থানীয় সময় ভোর সাড়ে ৪টা দিকে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, রাজস্থানের পুষ্কর থেকে যাত্রীবোঝাই বাসটি যাচ্ছিল উত্তরপ্রদেশের বৃন্দাবনে। জয়পুর-আগরা জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে লক্ষণপুরের অন্তরা উড়ালপুলের ওপর বাসটির তেল ফুরিয়ে যায়। সেখানেই দাঁড়িয়ে পড়ে বাসটি।

তেল ফুরিয়ে যাওয়ার পর বাসের চালক, সহকারী এবং বেশ কয়েক জন যাত্রী বাস থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তাদের সামনে দাঁড়িয়েছিল বাসটি। এমন সময় পেছন থেকে একটি ট্রাক সজোরে ধেয়ে এসে তাদের ধাক্কা মারে। তারপর ট্রাকটি সোজা গিয়ে ধাক্কা মারে থেমে থাকা বাসে।

দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। গুরুতরভাবে আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। নিহতদের মধ্যে পাঁচজন পুরষ ও বাকি ছয়জন নারী। তারা সবাই গুজরাটের ভাবনগরের বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক উদ্ধারকাজ শেষ হওয়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সূত্র:এনডিটিভি


আরও খবর

অবশেষে ক্ষমা চাইলেন ট্রুডো

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩